Skip to content
Home » সরকারি কারিগরি কলেজের তালিকা

সরকারি কারিগরি কলেজের তালিকা

List of Government Technical Colleges

সরকারি কারিগরি কলেজের তালিকা অনেকেই খুঁজে থাকেন তাদের সন্তানদের ভর্তি করার জন্য। বর্তমানে বাংলাদেশের কারিগরি শিক্ষার ভূমিকা ও তাৎপর্য অনেক বেশি এটি আমাদের সকলকেই মানতে হবে। ডিজিটাল বাংলাদেশে নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য প্রতিটি ক্ষেত্রে প্রযুক্তিবিদদের প্রয়োজন এবং কারিগরি শিক্ষা হচ্ছে প্রযুক্তিবিদদের জন্য। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠা্‌ন, ইন্ডাস্ট্রি, কোম্পানি, কলকারখানা, বেকারি এবং খাদ্য মিল তৈরিতে প্রযুক্তিবিদদের প্রয়োজন হয়। এমন কি বর্তমানে বিভিন্ন ধরনের সেতু,বিমানবন্দর, রাস্তা এবং বড় বড় দালান বা বিল্ডিং তৈরিতে প্রযুক্তিবিদের প্রয়োজন হয়।

কারিগরি শিক্ষা ব্যবস্থা হচ্ছে এমন একটি শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দেশে শত শত প্রযুক্তিবিদদেরকে তৈরি করা হয়। আর যেহেতু একটি দেশের মূল চালিকাশক্তিই হচ্ছে  শিল্প ব্যবস্থার উন্নতি সেহেতু কারিগরি শিক্ষার ভূমিকা ও তাৎপর্য অপরিসীম। আবার একটি দেশের উন্নতি পরিলক্ষিত করার জন্য রাস্তাঘাট এবং বিমানবন্দর ও বড় বড় দালান বা নির্মাণ কার্য দেখানো প্রয়োজন আর এদিক দিয়েও কারিগরি শিক্ষার ভূমিকা অনেক বেশি। আবার  ইন্ডাস্ট্রি এবং শিল্প প্রতিষ্ঠান চালানোর জন্য অবশ্যই বিদ্যুতের প্রয়োজন হয় আর এ দিক দিয়েও এগিয়ে রয়েছে আমাদের কারিগরি শিক্ষা ব্যবস্থা। 

কারিগরি বলতে কি বুঝি?

সাধারনত শিক্ষার্থীরা যে শিক্ষা অর্জনের মাধ্যমে তা বাস্তব জীবনে কাজে লাগিয়ে একটি কর্মে নিযুক্ত হতে পারে তাই হচ্ছে কারিগরি শিক্ষা। আবার দক্ষতা উন্নয়ন বা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করে যে কর্মে প্রবেশ করে তাই হল দক্ষতা বৃদ্ধি বা প্রশিক্ষণ বা কারিগরি শিক্ষা। অন্যভাবে বরা যায়, যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদেরকে তাদের নির্দিষ্ট শিল্প ও পেশাগত ব্যস্ততায় লিপ্ত করে ফেলে তাই কারিগরি শিক্ষা। সহজভাবে বললে কারিগরি শিক্ষা হচ্ছে প্রযুক্তি এবং শিল্প বিষয়ক ব্যবহারিক জ্ঞান ও  দক্ষতা প্রদানকারী শিক্ষাপদ্ধতি বা শিক্ষা ব্যবস্থা যা হাতে কলমে শিক্ষা প্রদান করে। সুতরাং কারিগরি শিক্ষা ব্যবস্থা হচ্ছে এমন একটি শিক্ষা ব্যবস্থা যেখানে শিক্ষার্থীদেরকে প্রযুক্তি, ব্যবসা এবং কারুশিল্পে পারদর্শী করে গড়ে তুলা হয়। 

সরকারি কারিগরি কলেজের তালিকা

বর্তমানে বাংলাদেশে প্রায় ৪৯টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে। এর মধ্যে পুরনো পলিটেকনিক ইনস্টিটিউটের এর সংখ্যা ২০টি যেগুলো পুরোপুরি সরকারি। নতুন রাজস্বভুক্ত ইনস্টিটিউটের সংখ্যা আবার ৫টি, মনোটেকনিক ইনস্টিটিউট এর সংখা আবার ৪টি, প্রকল্পভুক্ত ইনস্টিটিউট এর সংখা ১৮টি ও মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সংখ্যা ৪টি। এছাড়াও সারাদেশে ৬৪টি সরকারি “টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ” রয়েছে। নিচে সরকারি কারিগরি কলেজের তালিকা সংক্ষেপে ছক আকারে তুলে ধরা হলো।

সরকারি পলিটেকনিক কলেজের নামআসন সংখ্যাবিভাগ সমূহ 
ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট১৩৫০সিভিল, কম্পিউটার ইলেকট্রিক্যাল,  মেকানিক্যাল, আর্কিটেকচার,  অটোমোবাইল, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং,  কেমিক্যাল,  ফুড পাওয়ার,  এনভায়রনমেন্ট ইলেকট্রিকস। 
চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট৬৫০সিভিল, পাওয়ার ইলেক্ট্রিক্যাল, কম্পিউটার, ইলেকট্রনিক্স,  মেকানিক্যাল,  এনভায়রনমেন্ট। 
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট৫০০সিভিল, পাওয়ার ইলেক্ট্রিক্যাল, কম্পিউটার, ইলেকট্রনিক্স,  মেকানিক্যাল।   
বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট৮০০ সিভিল, পাওয়ার ইলেক্ট্রিক্যাল, কম্পিউটার, ইলেকট্রনিক্স,  মেকানিক্যাল,ইলেক্ট্রোমেডিক্যাল। 
সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ৬৫০সিভিল, পাওয়ার ইলেক্ট্রিক্যাল, কম্পিউটার, ইলেকট্রনিক্স,  মেকানিক্যাল,ইলেক্ট্রোমেডিক্যাল। 
পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট৮৫০সিভিল, কম্পিউটার,  ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল,  পাওয়ার,  এনভায়রনমেন্ট,  কন্সট্রাকশন,  মেকানিক্যাল, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং। 
বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট৬০০সিভিল, ইলেকট্রিক্যাল,  পাওয়ার,  ইলেকট্রনিক্স,  মেকানিক্যাল,  কম্পিউটার,  রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং।
রংপুর পলিটেকনিক ইনস্টিটিউ৬৫০সিভিল, ইলেকট্রিক্যাল,  পাওয়ার,  ইলেকট্রনিক্স,  মেকানিক্যাল,  কম্পিউটার,  ইলেক্ট্রোমেডিক্যাল। 
বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট ৩০০সিভিল (উড), ইলেকট্রিক্যাল, অটোমোবাইল,  কম্পিউটার, মেকানিক্যাল, 
রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট৫৫০ইলেকট্রিক্যাল, সিভিল, পাওয়ার,  ,ইলেক্ট্রোমেডিক্যাল, কম্পিউটার, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স,  মেকাট্রনিক্স
ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট৬০০সিভিল, পাওয়ার, ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার, রেফ্রিজারেশন ও এয়ারকন্ডিশনিং। 
খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট৬০০সিভিল, পাওয়ার, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, এনভায়রনমেন্ট,  রেফ্রিজারেশন ও এয়ারকন্ডিশনিং, কম্পিউটার, ইলেকট্রনিক্স।
ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট৮০০সিভিল, পাওয়ার, ইলেক্ট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার, মেকানিক্যাল, ইলেক্ট্রোমেডিকেল।
দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট৫৫০সিভিল, পাওয়ার, ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার, আর্কিটেকচার।
ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট৫০০সিভিল পাওয়ার কম্পিউটার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল আর্কিটেকচার
যশোর পলিটেকনিক ইনস্টিটিউট৬০০সিভিল পাওয়ার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স কম্পিউটার মেকানিক্যাল টেলিকমিউনিকেশন
কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ৬০০সিভিল মেকানিক্যাল পাওয়ার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স কম্পিউটার
ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট৪০০আর্কিটেকচার কম্পিউটার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইলেকট্রোমেডিকেল
টুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট৩৫০সিভিল ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল কম্পিউটার  রেফ্রিজারেশন ও এয়ারকন্ডিশনিং 
টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট৫০০সিভিল ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল কম্পিউটার মেকানিক্যাল টেলি কমিউনিকেশন কনস্ট্রাকশন
গ্রাফিক আর্টস ইনস্টিটিউট, ঢাকা২০০কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন প্রিন্টিং
বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্লাস এন্ড সিরামিক্স, ঢাকা১৫০সিরামিক গ্লাস
বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট, কুমিল্লা৪৫০সার্ভে
চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট২৫০প্যাটার্ন মেকিং আর্কিটেকচার ইলেকট্রনিক্স ও কম্পিউটার গার্মেন্টস ডিজাইন
ফেনী কম্পিউটার ইনস্টিটিউট৩৫০টেলিকমিউনিকেশন প্রযুক্তি কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি
কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট৪৫০সিভিল ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল কম্পিউটার মেকানিক্যাল কনস্ট্রাকশন আর্কিটেকচার
নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট২৫০সিভিল কম্পিউটার ফুড আর্কিটেকচার এনভায়রনমেন্ট
ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট৩৫০রেফ্রিজারেশন ও এয়ারকন্ডিশনিং কম্পিউটার ফুড আর্কিটেকচার মেকাট্রোনিক্স 
সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট৩০০কম্পিউটার ইলেকট্রনিক্স সিভিল রেফ্রিজারেশন ও এয়ারকন্ডিশনিং
ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট ২৫০কম্পিউটার ইলেকট্রনিক্স এনভায়রনমেন্ট সিভিল ইলেকট্রিক্যাল
সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট৩০০কম্পিউটার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স সিভিল রেফ্রিজারেশন ও এয়ারকন্ডিশনিং
ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট২৫০কম্পিউটার ইলেকট্রনিক্স সিভিল রেফ্রিজারেশন ও এয়ারকন্ডিশনিং
বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট৩৫০সিভিল কম্পিউটার এনভায়রনমেন্ট ইলেকট্রনিক্স রেফ্রিজারেশন ও এয়ারকন্ডিশনিং
নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট৩০০এয়ার কন্ডিশনিং ও কম্পিউটার সিভিল ফুড ইলেকট্রিক্যাল রেফ্রিজারেশন  
মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট৬০০এয়ারকন্ডিশনিং মেকাট্রোনিক্স  ও কম্পিউটার ইলেকট্রনিক্স ফুড ইলেকট্রিক্যাল রেফ্রিজারেশন
খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট৩৫০কম্পিউটার ইলেকট্রনিক্স আর্কিটেকচার সিভিল
রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট২৫০ল কম্পিউটার আর্কিটেকচার ইলেকট্রিক্যাল ফুড
চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট২৫০সিভিল কম্পিউটার ইলেকট্রনিক্স কনস্ট্রাকশন রেফ্রিজারেশন ও এয়ারকন্ডিশনিং
শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট২৫০কম্পিউটার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন
ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট৩০০কম্পিউটার সিভিল আর্কিটেকচার ইলেকট্রনিক্স
হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট৩০০কম্পিউটার সিভিল ইলেকট্রনিক্স আর্কিটেকচার
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট৪০০সিভিল কম্পিউটার ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল
কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট৬০০কম্পিউটার ফুড ইলেকট্রিক্যাল সিভিল রেফ্রিজারেশন ও এয়ারকন্ডিশনিং
গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট৪০০কম্পিউটার ফুড ইলেকট্রিক্যাল সিভিল ইলেকট্রিকরেফ্রিজারেশন ও এয়ারকন্ডিশনিং
লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট৪০০কম্পিউটার ইলেকট্রিক্যাল সিভিল ইলেকট্রিক্স আর্কিটেকচার 
মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট৫০সিভিল কম্পিউটার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইলেক্ট্রোমেডিক্যাল মেকানিক্যাল, রেফ্রিজারেশন ও এয়ারকন্ডিশনিং
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ৫০ফুড কম্পিউটার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইলেক্ট্রোমেডিক্যাল, রেফ্রিজারেশন ও এয়ারকন্ডিশনিং মেকাট্রোনিক্স 
কিশোরগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট৫০ফুড কম্পিউটার ইলেকট্রনিক্স রেফ্রিজারেশন ও এয়ারকন্ডিশনিং 
মৌলভীবাজার পলিটেকনিক ইন্সটিটিউট৫০ফুড কম্পিউটার ইলেকট্রনিক্স রেফ্রিজারেশন ও এয়ারকন্ডিশনিং 
ইনস্টিটিউট অফ লাইফস্টক সায়েন্স, ব্রাহ্মণবাড়িয়া৫০ডিপ্লোমা ইন লাইফস্টক 
ইনস্টিটিউট অফ লাইফস্টক সায়েন্স,  গাইবান্ধা৫০ডিপ্লোমা ইন লাইফস্টক 
ইনস্টিটিউট অফ লাইফস্টক সায়েন্স,  নেত্রকোণা৫০ডিপ্লোমা ইন লাইফস্টক 
ইনস্টিটিউট অফ লাইফস্টক সায়েন্স,   গোপালগঞ্জ৫০ডিপ্লোমা ইন লাইফস্টক 

ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কারিগরি কলেজের তালিকা

কারিগরি কলেজ গুলো আমাদের বাংলাদেশে বাস্তবধর্মী শিক্ষা প্রদান করার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নিচে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সরকারি কারিগরি কলেজের তালিকা তুলে ধরা হল-

  1. মুন্সিগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজ, দরগাবাড়ী, রিকাবী বাজার, মুন্সিগঞ্জ
  2. মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজ, মানিকগঞ্জ
  3. নারায়ণগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজ, পাঠানটুলী, নারায়নগঞ্জ
  4. টাংগাইল টেকনিক্যাল স্কুল ও কলেজ, টাংগাইল
  5. মাদারীপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ, মাদারীপুর
  6. রাজবাড়ী টেকনিক্যাল স্কুল ও কলেজ, রাজবাড়ী
  7. গোপালগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজ, গোপালগঞ্জ
  8. শরীয়তপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ, আংগারিয়া, শরীয়তপুর
  9. গৌরিপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ, গৌরীপুর, ময়মনসিংহ
  10. ভৈরব টেকনিক্যাল স্কুল ও কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ
  11. নেত্রকোনা টেকনিক্যাল স্কুল ও কলেজ, নেত্রকোনা
  12. শেরপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ, নবীনগর, শেরপুর
  13. জামালপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ, জামালপুর
  14. নরসীংদী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, রায়পুরা, নরসিংদী
  15. জয়পাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, জয়পাড়া, দোহার, ঢাকা
  16. গাজীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, গাছা, গাজীপুর 
  17. দেওয়ানগঞ্জ  টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, দেওয়ানগঞ্জ, জামালপুর

চট্রগ্রাম ও সিলেট বিভাগের কারিগরি কলেজের তালিকা

কারিগরি কলেজ গুলো আমাদের বাংলাদেশে বাস্তবধর্মী শিক্ষা প্রদান করার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নিচে চট্টগ্রাম ও সিলেট বিভাগের সরকারি কারিগরি কলেজের তালিকা তুলে ধরা হল-

  1. সিলেট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, সিলেট
  2. হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, হবিগঞ্জ
  3. মৌলভীবাজার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, মৌলভীবাজার
  4. ছাতক টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ছাতক, সুনামগঞ্জ  
  5. সুনামগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, সুনামগঞ্জ
  6. বাঞ্চারামপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়ীয়া
  7. চাঁদপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ষোলঘর, চাঁদপুর
  8. ব্রাহ্মণবাড়ীয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, খৈয়াসার, ব্রাহ্মণবাড়ীয়া
  9. বেগমগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, বেগমগঞ্জ, নোয়াখালী
  10. মাইজদী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, মাইজদী, নোয়াখালী
  11. ফেনী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ফেনী
  12. লক্ষীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, আবিরনগর, পেয়ারাপুর, সদর, লহ্মীপুর
  13. বান্দরবান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, মেঘলা, বান্দরবান
  14. খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, খাগড়াছড়ি
  15. কক্সবাজার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, কক্সবাজার

খুলনা ও বরিশাল বিভাগের কারিগরি কলেজের তালিকা

কারিগরি কলেজ গুলো আমাদের বাংলাদেশে বাস্তবধর্মী শিক্ষা প্রদান করার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নিচে খুলনা ও বরিশাল বিভাগের সরকারি কারিগরি কলেজের তালিকা তুলে ধরা হল-

  1. বরিশাল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, বরিশাল
  2. পটুয়াখালী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, পটুয়াখালী
  3. পিরোজপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, পিরোজপুর
  4. ভোলা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ভোলা
  5. বরগুনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, লতাবাড়িয়া, বরগুনা
  6. ঝালকাঠী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ঝালকাঠী
  7. বাগেরহাট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, বাগেরহাট 
  8. সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, সাতক্ষীরা 
  9. যশোর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, যশোর 
  10. ঝিনাইদহ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ঝিনাইদহ 
  11. নড়াইল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, নড়াইল 
  12. মাগুরা টেকনিক্যাল স্কুল কলেজ, মাগুরা 
  13. মেহেরপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, মেহেরপুর
  14. চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, চুয়াডাঙ্গা 
  15. হোসেনাবাদ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, কুষ্টিয়া
  16. কুষ্টিয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, কুষ্টিয়া

রংপুর ও রাজশাহী বিভাগের কারিগরি কলেজের তালিকা

কারিগরি কলেজ গুলো আমাদের বাংলাদেশে বাস্তবধর্মী শিক্ষা প্রদান করার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নিচে রংপুর ও রাজশাহী বিভাগের সরকারি কারিগরি কলেজের তালিকা তুলে ধরা হল-

  1. পাবনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, পাবনা
  2. সিরাজগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, সিরাজগঞ্জ
  3. নঁওগা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, নওঁগা
  4. নাটোর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, নাটোর
  5. চাঁপাইনবাবগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, চাঁপাইনবাবগঞ্জ
  6. জয়পুরহাট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, জয়পুরহাট
  7. দিনাজপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, দিনাজপুর
  8. ঠাকুরগাওঁ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ঠাকুরগাঁও
  9. পঞ্চগড় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, পঞ্চগড়
  10. পার্বতীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, পার্বতীপুর, দিনাজপুর
  11. নীলফামারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, নীলফামারী
  12. গাইবান্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, গাইবান্ধা
  13. লালমনিরহাট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, লালমনিরহাট
  14. রংপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, রংপুর
  15. কুড়িগ্রাম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, কুড়িগ্রাম

বহুল জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর সমূহ

সরকারি কারিগরি কলেজের তালিকা এই বিষয়ে আপনাদের মনে বেশ কিছু পশ্ন থাকতে পারে। তবে চলুন জেনে নেওয়া যাক সেই সমস্ত সকল প্রশ্ন ও তার উত্তর।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কত সালে প্রতিষ্ঠিত হয় এবং কোন জেলায় অবস্থিত?

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ১৯৬৭ সালের ১নং সংসদীয় কারিগরি শিক্ষা আইনবলে স্থাপিত হয়। বাংলাদেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের মান প্রণয়ন, নিয়ন্ত্রণ, মূল্যায়ন ও উন্নয়নের সার্বিক দায়িত্ব বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপর ন্যস্ত করা হয়েছে। এর সদর দপ্তর বেগম রোকেয়া স্মরণী, আগারগাঁও, ঢাকা’য় অবস্থিত।

বাংলাদেশে কতটি সরকারি পলিটেকনিক কলেজ ও কতটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ রয়েছে?

বর্তমানে বাংলাদেশে ৪৯টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে।  নতুন রাজস্বভুক্ত ইনস্টিটিউট ৫টিসহ মোট ৫৪ টি পলিটেকনিক কলেজ এবং বাংলাদেশে ৬৪টি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ রয়েছে।

উপসংহার

উপরোক্ত আলোচনা থেকে আমরা সরকারি কারিগরি কলেজের তালিকা সম্পর্কে জানলাম। কারিগরি শিক্ষা কি? এ আলোচনা করতে গেলে প্রথমে কারিগরি শিক্ষার লক্ষ্য কি এ বিষয়টি আমাদের মাঝে বেশি করে পরিষ্কার করা উচিত। আর তাই আমাদেরকে কারিগরি শিক্ষার এই সকল লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে কিছুটা আলোকপাত করতেই হয়। তবে এজন্য আপনাকে এই সকল লক্ষ্য উদ্দেশ্য নিজের চেষ্টায় একবার পড়ে নিতে হবে এবং কারিগরি শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য জানতে হবে। এগুলো হলো কারিগরি শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য এবং এই সকল ও লক্ষ্য উদ্দেশ্য পূরণের জন্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠিত হয়েছে।

বর্তমানে বাংলাদেশে কারিগরি শিক্ষা অনেক বেশি প্রভাব ফেলেছে শিল্প কারখানা ও বিভিন্ন প্রকার উন্নয়নমূলক কাজের নির্দেশনা প্রদানের ক্ষেত্রে। বাংলাদেশ সহ প্রত্যেকটি দেশে কারিগরি শিক্ষা অনেক বেশি প্রচলিত রয়েছে এবং সেই সাথে ইহার মাধ্যমে উন্নয়ন করার পরিকল্পনা বৃদ্ধি পাচ্ছে। কারিগরি শিক্ষার মাধ্যমে যে সকল লক্ষ্য ও উদ্দেশ্য পরিপূর্ণরূপে সংগঠিত হয় তা উপরে উল্লেখ করা হয়েছে। এছাড়াও আপনার জ্ঞানকে প্রসারিত করতে সরকারি কৃষি ডিপ্লোমা কলেজের তালিকা সম্পর্কে পড়তে পারেন।

সরকারি কারিগরি কলেজের তালিকা” এই বিষয়ে আপনার যদি কিছু জানার থাকে তবে আপনি এই পোস্টের নিচে মন্তব্য করতে পারেন। এছাড়াও এই পোস্ট-টি তথ্যবহুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *