Skip to content
Home » হামদর্দ এর ঔষধ তালিকা

হামদর্দ এর ঔষধ তালিকা

Hamdard Medicine List

হামদর্দ এর ঔষধ তালিকা যারা ভেষজ ঔষদের গুনাগুনে বিশ্বাসী তাদের অবশ্যই মনে থাকার কথা। হামদর্দ ল্যাবরেটরীজ ইউনানি এবং আয়ুর্বেদিক ঔষধের জন্য ভারত উপমহাদেশের একটি বিখ্যাত ফার্মাসিউটিক্যাল কোম্পানি। হামদর্দ হচ্ছে পৃথিবীর বৃহত্তম ইউনানি ঔষধের প্রস্তুতকারক একটি প্রতিষ্ঠান। হাকিম হাফিজ আব্দুল মজীদ ১৯০৬ সালের ১ লা আগষ্ট দিল্লীতে হামদর্দ প্রতিষ্ঠা করেছিলেন যা পরে ১৯৪৮ সালে এটি ওয়াকফ্ (অলাভজনক প্রতিষ্ঠান) প্রতিষ্ঠানে রূপান্তরিত করা হয়। বর্তমানে হাকিম মোঃ ইউসুফ হারুন হামদর্দ ল্যাবরেটরীজ ইউনানি এবং আয়ুর্বেদিক ঔষধের জন্য ভারত উপমহাদেশের একটি বিখ্যাত ফার্মাসিউটিক্যাল কোম্পানি হিসাবে পরিচিত। হামদর্দের বিভিন্ন ২২ টি পণ্যের মধ্যে শরবত রূহ আফজা, সিঙ্কারা,সাফি,রোগান বাদাম শিরিন এবং পাচনল বেশ বিখ্যাত। বর্তমানে বাংলাদেশে হামদর্দ হারবাল ওষুধ শিল্পে পরিচিত একটি প্রতিষ্ঠানের নাম। আমার জানামতে সাফির কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। হামদর্দের সাফি ওষুধটি খাওয়ার নিয়মাবলী প্যাকেটের গায়েই লেখা আছে। 

হামদর্দ কি?

ফার্সি ভাষার শব্দ হাম অর্থ সহযোগী এবং দর্দ অর্থ ব্যথা। এই দুটি শব্দ হাম এবং দর্দের সমন্বয়ে হামদর্দ শব্দটি গঠিত হয়েছে। অর্থাৎ হামদর্দ শব্দটির দ্বারা প্রকাশ করে ব্যথার সহযোগী। ১৯০৬ সালে প্রয়াত হাকিম হাফিজ আবদুল মজিদ হামদর্দ প্রতিষ্ঠা করেন ভারতের দিল্লীতে। বর্তমানে বাংলাদেশে হামদর্দ হারবাল ওষুধ শিল্পে পরিচিত একটি প্রতিষ্ঠানের নাম। গুণগত মানের কারণে বাংলাদেশে ওষুধ শিল্পে হামদর্দ উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। হামদর্দের উৎপাদিত পণ্য সারা বাংলাদেশে সরবরাহ করার জন্য হামদর্দের রয়েছে অনেকগুলো শাখা যার মাধ্যমে হামদর্দের পণ্য খুব সহজেই পৌঁছে যাচ্ছে বাংলাদেশের মানুষের হাতের নাগালে। হামদর্দ হাকিম ও ডাক্তারের সমন্বয়ে গঠন করেছে এদের ক্লিনিকগুলো। যেখানে কোন প্রকার কনসালটেন্ট (ভিজিট) ফি ছাড়াই যে কোন রোগী চিকিৎসা নিতে পারে। হামদর্দ ২০১০ সালে ঢাকার পান্থপথে হামদর্দ পাবলিক কলেজ নামে একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি করেছে। এছাড়া হামদর্দ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মেঘনা ব্রিজের কাছাকাছি জায়গায় বিশ্ববিদ্যালয় স্থাপন করার জন্য জমি ক্রয় করে ২০১২ সালে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশে পাঠদান কার্যক্রম শুরু করে।

হামদর্দ এর ঔষধ তালিকা

হামদর্দ ঔষধের মূল তিনটি ডিভিশন রয়েছে যেমনঃ ইউনানী, হারবাল ও ফুড ডিভিশন। হামদর্দ এর ঔষধসমূহের মধ্যে ইউনানী ডিভিশন খুবই কার্যকর। ঔষধি গাছগাছালি ও ফলমূল থেকে তৈরি ইউনানী চিকিৎসার মূল উপকরন হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। হামদর্দের বিভিন্ন পণ্যের মধ্যে সিনকারা, ছাফি, ফ্রোডেক্স, লিবিডেক্স, এনডিউরেক্স, শরবত রূহ আফজা বেশ সুনাম কুড়িয়েছে। হামদর্দ এর ব্র্যান্ড প্রোডাক্ট প্রায় ১৫0 টির উপরে। সাধারণ ও জটিল প্রায় সকল রোগসমূহের চিকিৎসা হামদর্দে রয়েছে। হামদর্দের ওষুধগুলি বিশ্বের বিভিন্ন দেশে বিপণন করা হয়। কোম্পানিটি তার ভেষজ ওষুধের উচ্চমান এবং প্রাকৃতিক উপাদান ব্যবহারের জন্য সবচেয়ে বেশি পরিচিত। চলুন দেখে নেওয়া যাক হামদর্দ এর ঔষধ তালিকা এবং এর বিভিন্ন ডিভিশনগুলোর কোন ওষুধ কোন কাজে লাগে।

হামদর্দ এর ইউনানী ডিভিশন ঔষধ তালিকা

হামদর্দ এর ঔষধসমূহের মধ্যে ইউনানী ডিভিশন খুবই কার্যকর একটি ঔষধ বিভাগ। ঔষধি গাছগাছালি ও ফলমূল থেকে তৈরি হয় ইউনানী যা চিকিৎসার মূল উপকরন হিসাবে গণ্য। নিচে সংক্ষেপে বর্ণনা করা হলো।

১। ক্যাপসুল এজারড

এই প্রাকৃতিক ফর্মূলার ঔষধটি পেট ফাপা ও হজমের দূর্বলতা নিরাময়ে কার্যকরী একটি ঔষধ হিসাবে কাজ করে থাকে।

২। ট্যাবলেট আলিসা

ট্যাবলেট আলিসা মূলত নিরোগ ও দীর্ঘ জীবনের জন্য এক অনন্য ইউনানী ঔষধ হিসাবে পরিচিত।

৩। সিরাপ এ্যালকুলী

এটি মূলত প্রতিবন্ধকতা অপসারক ও জ্বর নিবারক ঔষধ হিসাবে কাজ করে। 

৪। সিরাপ এ্যালভাসিন

সিরাপ এ্যালভাসিন শুকনা কাশি নিবারনে কার্যকরী একটি ঔষধ। যাদের শুকনা কাশির সমস্যা আছে তারা এই ঔষধটি ব্যবহার করতে পারেন। অনেক উপকারে আসবে আপনার।

৫। সিরাপ এন্টিলিগো

শ্বেতী রোগ নিরাময়ে অত্যন্ত কার্যকরী একটি ঔষধ হলো সিরাপ এন্টিলিগো।

৬। সিরাপ এপেলিন

সিরাপ এপেলিন প্রধান অঙ্গসমূহের শক্তি বর্ধক ও ক্ষুধা বর্ধক হিসাবে কাজ করে থাকে। যাদের ক্ষুধা মন্দা আছে তারা চাইলে সিরাপ এপেলিন খেতে পারেন।

৭। আরক আজওয়াইন

আরক আজওয়াইন হজম ও বায়ু নাশকে কার্যকরী। যাদের খাওয়ার পর হজমে সমস্যা হয় তারা ঔষধটি খেতে পারেন।

৮। আরাক বাদিয়ান

বায়ূ নাশক ও ক্ষুধা বর্ধক। এই ঔষধটি ক্ষুধা বর্ধক হিসাবে কাজ করে থাকে। যাদের ক্ষুধা সৃষ্টি হয় না তারা এই ঔষধটি খেতে পারেন।

৯। আরক ফওলিন

আরক ফওলিন রক্ত স্বল্পতার চিকিৎসার জন্য অত্যন্ত কার্যকরী একটি ঔষধ হিসাবে কাজ করে থাকে।

১০। আরক গওযনান

আরক গওযনান হৃদকম্পন দূর করে থাকে।

হামদর্দ এর হারবাল ডিভিশন ঔষধ তালিকা

হারবাল ঔষধের মূল উপাদান হলো হার্বস। কিছু প্রাণীর মধ্যেও এর উপাদান পাওয়া যায়। হার্বস বলতে বিভিন্ন ঔষধি গাছের বাকল ও পাতাকে বুঝায় । হারবাল ডিভিশনের ঔষধগুলো প্রাকৃতিক উপাদানে তৈরি করা হয়ে থাকে। নিচে সংক্ষেপে বর্ণনা করা হলো।

১। ক্যাপসুল ডায়াবিট

ক্যাপসুল ডায়াবিট ডায়াবেটিক নিয়ন্ত্রনে প্রাকৃতিক এক মহা ঔষধের নাম। যারা বেশি মাত্রায় ডায়াবেটিকের সমস্যায় ভুগে থাকেন তারা এই ঔষধটি খেতে পারেন।

২। ক্যাপসুল জিনটোন

ক্যাপসুল জিনটোন ঔষুধটি শরিরের শক্তি ও কর্মক্ষমতা বৃদ্ধি করে। যারা শারীরিক দূর্বলতায় ভুগেন তাদের জন্য এটি একটি আদর্শ ঔষধ।

৩। ক্যাপসুল কোবি

ক্যাপসুল কোবি রক্তপ্রবাহ বৃদ্ধি করে, মস্তিস্কের শক্তি ও কর্মক্ষমতা বৃদ্ধি করে।

৪। ক্যাপসুল জনট

ক্যাপসুল জনট বিষন্নতা দূর করার ক্ষেত্রে একটি মহা ঔষধ হিসাবে কাজ করে থাকে।

৫। ক্যাপসুল লিনা

ক্যাপসুল লিনা অপুষ্টি দূরিকরনে অত্যন্ত কার্যকরি একটি ঔষধ। বিশেষ করে যেসকল শিশু অপুষ্টিতে ভোগে তাদের জন্য একটি আদর্শ ঔষধ এটি।

৬। ক্যাপসুল লিভেক

ক্যাপসুল লিভেক লিভার সুরক্ষাকারী ও শক্তিবর্ধক একটি ক্যাপসুল। যাদের লিভারের সমস্যা আছে অর্থ্যাৎ হজমে সমস্যা হয়ে তারা চাইলে এই ক্যাপসুলটি ব্যবহার করে দেখতে পারেন।

৭। নিমুলেন্ট

 নিমুলেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারক ও জীবানু নাশক একটি ঔষধ। যাদের শরীরের রোগ প্রতিরোগ ক্ষমতা কম তারা এই ঔষধটি খেতে পারেন।

৮। ক্যাপসুল ভেলেন্ট

ক্যাপসুল ভেলেন্ট দুশ্চিন্তা দূরীকরনে কার্যকরী একটি হারবাল ঔষধ। যারা বিভিন্ন দুশ্চিন্তায় ভুগে থাকেন তারা চাইলে এই ঔষধটি ব্যবহার করতে পারেন।

হামদর্দ এর ফুড ডিভিশন ঔষধ তালিকা

হামদর্দ ঔষধসমূহের মধ্যে ফুড ডিভিশনের প্রথম নাম হলো শরবতে রুহ আফজা। রুহ আফজা প্রাকৃতিক হালাল শরবত। শরবতে রুহ আফজা হামদর্দ এর গবেষনাগারে তৈরি প্রকৃতির কল্যানকর ও সুরক্ষাকারী উপাদানের একটি অনন্য ফরমুলেশন যা সুস্বাদু সতেজ কারক ও সুনিদ্রাকারক এবং দুশ্চিন্তা দূরীকরনের কার্যকরী একটি মহা উপাদানের নাম। বিশেষ করে মুসলমানদের মধ্যে এর গ্রহনযোগ্যতা সবচেয়ে বেশি।

১। হামদর্দ আমলা

হামদর্দ আমলা তেল প্রস্তুত করার জন্য মূলত আমলকী এবং তিলসহ নানাধরণের উদ্ভিদ থেকে উপাদান সংগ্রহ করা হয়। আপনি যদি এই তেল ব্যবহার করেন তবে আপনার মাথার খুসকি কিন্তু সহজেই দূর হয়ে যেতে পারে। আপনি কি চুল পড়া সমস্যা নিয়ে বেশি চিন্তিত? থাক আর ভাবতে হবে না, এবার হামদর্দের আমলা তেল আপনার চুলের সমস্যা দূর করতে বিশেষ কাজে লাগতে পারে। এই তেল আপনার চুলের গোড়া মজবুত করতে সহায়তা করে এবং আপনার চুল পড়া প্রতিরোধ করে। হামদর্দ) এর জন্য বিভিন্ন ধরণের ঔষধ উপলব্ধ আছে, কিন্তু শুধুমাত্র একটি ঔষধের তালিকা দেয়া সম্ভব নয়, কারণ প্রতিটি ব্যক্তির শরীরের প্রতিক্রিয়া ভিন্ন হতে পারে। তবে, একে অন্যটির মতো আপনার চিকিৎসকের পরামর্শ মেনে চলা উচিত।

২। সিরাপ সাফী

সিরাপ ছাফী বা সাফি একটি অতি পরিচিত সিরাপ ওষুধের নাম। এটি মূলত হামদার্দ কোম্পানির একটি ওষুধ। এটি প্রাকৃতিক বিভিন্ন ভেষজ উপাদানের সমন্বয়ে তৈরি করা হয়ে থাকে। রক্ত এবং চর্ম রোগের জন্য এই ওষুধটি বহুল ব্যবহৃত হয়ে আসছে বহুদিন যাবত। ইহা রক্তকে পরিশোধন করে এবং চর্মরোগ প্রতিরোধ করে থাকে। সিরাপের পাশাপাশি ক্যাপসুলও পাওয়া যায়। বড়দের জন্য সিরাপের চেয়ে ক্যাপসুল ভালো কার্যকর।

আরও বিশেষ কিছু কিছু রোগের  ক্ষেত্রে হামদর্দ এর কিছু ঔষদের গুনাগুন পাওয়া গেছে যা নিচে উল্লেখ করা হলো।

হামদর্দের পেটের সমস্যায় ব্যবহৃত ঔষধের নাম

হামদর্দ একটি জনপ্রিয় ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান। হামদর্দের নানা গুনের কারণে ইতিমধ্যে সর্বত্র সুনাম ছড়িয়ে পড়েছে। নিচে পেটের সমস্যায় ব্যবহৃত হামদর্দের ঔষধের নাম তালিকা তুলে ধরা হল-

১। প্রোবায়োটিকস

প্রোবায়োটিকস হলো উপকারী একটি জীবাণু। যা আপনার পেটের স্বাস্থ্য বজায় রাখতে খুবই সাহায্য করে থাকে। এগুলি পেটের ব্যক্তিগত সমস্যার সাথে সাথে সামলাতে সাহায্য করতে পারে। 

২। এ্যন্টিএসিড ঔষধ

এই ঔষধগুলি সাধারনত আপনার পেটের এসিড স্তর নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে। এগুলি পেটের অসুখের লক্ষণ বা সমস্যা অনেক কমিয়ে আনতে সাহায্য করতে পারে। আপনি পেটের সমস্যায় এই জাতীয় ঔষধগুলো ব্যবহার করতে পারেন। বিশেষ করে যাদের পেটের সমস্যা রয়েছে তারা অনায়াসে এই ঔষধগুলি ব্যবহার করতে পারেন।

৩। এন্টিস্পাজমোডিক ঔষধ

এই ধরণের ঔষধগুলি পেটের বিভিন্ন সমস্যার মাত্রা আরাম করতে সাহায্য করতে পারে। এমনকি যখন আপনি খাওয়ার পর পেটে অবস্থা ভাল নেই। অসস্তি অনুভব করেন তখন সেই সমস্যা নিবারনে আপনি চাইলে এই ঔষধগুলি খেতে পারেন।

সর্দি কাশিতে ব্যবহৃত হামদর্দ এর ঔষধ

হামদর্দ একটি জনপ্রিয় ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান। হামদর্দের বিভিন্ন গুনের কারণে ইতিমধ্যে সর্বত্র সুনাম ছড়িয়ে পড়েছে। নিচে সর্দি কাশিতে ব্যবহৃত হামদর্দের ঔষধের নাম তালিকা তুলে ধরা হল-

১। অ্যান্টিহিস্টামিন

সর্দি এবং কাশির সমস্যার জন্য অ্যান্টিহিস্টামিন ঔষধ ব্যবহার করা যেতে পারে। এই ঔষধগুলি এই সমস্যাগুলির উপসর্গ নির্মূল করতে সাহায্য করতে পারে। উদাহরণস্বরূপ ফেক্সফেনাডিন সিট্রিজিন, লোরাটিডিন, ইত্যাদি। 

২। ডিকংজেস্টেন্ট এবং আন্টাসিড

মাইগ্রেন রোগে অক্সিজেনের দাব বা এসিডিটির সমস্যা থাকতে পারে, যা সর্দি এবং কাশির সমস্যার উপসর্গ সম্পর্কিতও হতে পারে। ডিকংজেস্টেন্ট ঔষধের মাধ্যমে পেটের সমস্যা কমাতে এবং আন্টাসিড ঔষধ মাধ্যমে এসিড স্তর নিয়ন্ত্রণ করা যেতে পারে বা করতে সাহায্য করতে পারে।  সর্দি এবং কাশির উপসর্গ নিয়ন্ত্রণ করতেও বেশ উপকারি। 

বহুল জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর সমূহ

হামদর্দ এর ঔষধ তালিকা এই বিষয়ে আপনাদের মনে বেশ কিছু পশ্ন থাকতে পারে। তবে চলুন জেনে নেওয়া যাক সেই সমস্ত সকল প্রশ্ন ও তার উত্তর।

হামদর্দ ভারতীয় নাকি পাকিস্তানি?

হামদর্দ ল্যাবরেটরিজ ভারতের একটি ইউনানি ফার্মাসিউটিক্যাল কোম্পানি। ব্রিটেন থেকে ভারতের স্বাধীনতার পর হামদর্দ এর ইউনানি শাখা বাংলাদেশে তৎকালীন পূর্ব পাকিস্তান  এবং পাকিস্তানে প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু এটি মূলত ভারতীয় একটি ঔষধ কোম্পানি।

হামদর্দ কোম্পানির মালিক কে?

হামদর্দ ল্যাবরেটরিজ ভারতের একটি ইউনানি ফার্মাসিউটিক্যাল কোম্পানি। ১৯০৬ সালে প্রয়াত হাকিম হাফিজ আবদুল মজিদ হামদর্দ প্রতিষ্ঠা করেন ভারতের দিল্লীতে।1995 সালে জনাব আব্দুল মজিদ তার দাদা হাকিম আব্দুল হামিদ এবং তার পিতা জনাব আব্দুল মুয়েদের নির্দেশনায় কোম্পানিতে নিযুক্ত হন। গত 25 বছর ধরে তিনি হামদর্দের মিশন এবং ভিশনকে আন্তরিকভাবে অনুসরণ করেছেন।

উপসংহার

উপরোক্ত আলোচনা থেকে আমরা হামদর্দ এর ঔষধ তালিকা সম্পর্কে জানলাম। হাকিম হাফিজ আব্দুল মজিদ ১৯০৬ সালের ১ লা আগস্ট দিল্লীতে হামদর্দ প্রতিষ্ঠা করেছিলেন, পরে ১৯৪৮ সালে এটি ওয়াকফ প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়। উপমহাদেশে হামদর্দের প্রায় ১১৭টিরও বেশি ক্লিনিক রয়েছে। বগুড়াতে হামদর্দ ইউনানী মেডিকেল কালেজ ও হাসপাতাল স্থাপন করা হয়েছে। সারা বাংলাদেশে প্রায় ২৭০টি চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে হামদর্দ তাদের এই চিকিৎসা সেবা বাংলাদেশের আপামর জনসাধারনের নিকট পৌছে দিচ্ছে। ১৯৫৬ সালে ঢাকা ও চট্টগ্রামে দুটি বিক্রয় কেন্দ্র খোলার মাধ্যমে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানে তথা বর্তমান বাংলাদেশে হামদর্দ কর্মকান্ড শুরু করে। এভাবে হামদর্দ সমস্ত উপমহাদেশে একটি পরস্পর সম্বন্ধযুক্ত কর্মকান্ডের বন্ধনে পরিণত হয়েছে। বিভিন্ন ধরনের স্থানীয় ঔষধ প্রস্তুত করতে ১৯৭২ সালে হামদর্দ ল্যাবরেটরিজ ঢাকার তেজগাঁও এলাকায় প্রতিষ্ঠিত হয়। নিজস্ব গবেষণা ও উন্নয়ন ল্যাবরেটরিসহ এটি দেশে ইউনানি ঔষধের সর্ববৃহৎ প্রস্ততকারকে পরিণত হয়েছে। ইতোমধ্যে হামদর্দ বিশ্বপরিসরে ঐতিহ্যবাহী বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট (আমেরিকা) এবং ভেষজের জাতীয় ইনস্টিটিউট (যুক্তরাজ্য) ইত্যাদির স্বীকৃতি অর্জন করে। এছাড়াও আপনার জ্ঞানকে প্রসারিত করতে আমাশয় রোগের এলোপ্যাথিক ঔষধের নাম সম্পর্কে পড়তে পারেন।

“হামদর্দ এর ঔষধ তালিকা” এই বিষয়ে আপনার যদি কিছু জানার থাকে তবে আপনি এই পোস্টের নিচে মন্তব্য করতে পারেন। এছাড়াও এই পোস্ট-টি তথ্যবহুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।

1 thought on “হামদর্দ এর ঔষধ তালিকা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *