পাইলস এর এলোপ্যাথিক ঔষধের নাম তারাই জানতে চায় যারা পাইলস রোগে ভুগছে। পাইলস রোগের সাথে তো আমরা কমবেশ সবাই পরিচিত। আমাদের অনেকের কাছেই পাইলস রোগ অর্শ রোগ নামে পরিচিত।
পাইলস রোগ সাধারণত মানব দেহের গোপন অংশ অর্থাৎ মলদ্বারে হয়। আর এ কারণে অনেকেই লজ্জা এবং সংকোচের কারণে এর চিকিৎসা নিতে চান না। তবে পাইলস রোগের সঠিক চিকিৎসা না নেওয়ার ফলে এটি বড় ধরনের আকার লাভ করতে পারে।
আমাদের দেশের অধিকাংশ মানুষই কিন্তু এই পাইলস রোগে আক্রান্ত। আর লজ্জা এবং সংকোচ বোধের কারণে এই পাইলস রোগের চিকিৎসার জন্য তারা ডাক্তারের কাছে না যায় না। বরং চলে যান বিভিন্ন কবিরাজের কাছে। এতে পাইলস তো সারেই না। বরং পরবর্তীতে উন্নত চিকিৎসা না করার ফলে নানা রকম ক্ষতির সম্মুখীন হতে হয়। তাই জেনে নিন পাইলস হলে কোন এলোপ্যাথিক ঔষধ গুলো খাবেন।
পাইলস সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য
পাইলস বা অর্শ্বরোগ কী? মানবদেহের বৃহদান্ত্রের শেষাংশে রেকটামের ভেতরে ও বাইরে থাকা কুশনের মতো একটি রক্তশিরার ন্যয় জালিকা থাকে। যেটি প্রয়োজন সাপেক্ষে একবার সংকুচিত হয় আবার প্রসারিতও, যাকে আমরা পাইলস বলে থাকি। অর্থাৎ যখন পায়ুপথের এই সকল রক্তশিরার সংক্রমণ হয়। এবং এই শিরার উপর চাপ পড়ে থাকে তখন হেমোরয়েডসে প্রদাহ ঘটে। আর যাকে সাধারণ ভাষায় পাইলস বা অর্শরোগ বলে।
এটি মূলত মলদ্বারের জন্য এক ধরনের জটিল রোগ। বড় থেকে শিশু কিংবা বৃদ্ধরা ও এই পাইলস রোগে আক্রান্ত হতে পারে। সাধারণত যখন কেউ পাইলস রোগে আক্রান্ত হয় তখন তার মলদ্বারে প্রচুর পরিমাণ চুলকানি ও রক্তক্ষরণও হয়। পাইলস সাধারণত দুই প্রকার। যথা:- অভ্যন্তরীণ পাইলস ও বাহ্যিক পাইলস।
পাইলস এর এলোপ্যাথিক ঔষধের নাম
পাইলস এর এলোপ্যাথিক ঔষধের নাম অনেকেই জানেন না। নিচে পাইলস রোগের বেশ কয়েকটি এলোপ্যাথিক ঔষধের নাম দেওয়া হলোঃ-
Normanal 500mg

Normanal 500mg পাইলস এর এলোপ্যাথিক ঔষধের মধ্যে একটি খুব কার্যকারি একটি ঔষধ। পাইলস রোগের কারণে যাদের মলদ্বারে প্রচন্ড আকারে ব্যথা করে কিংবা মলদ্বার ফুলে ওঠে এবং কঠিন জ্বালাপোড়া করে তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত কার্যকরী।
Daflon 1000 mg

Daflon 1000mg ওষুধটি হল পাইলস রোগের আরেকটি অত্যন্ত কার্যকরী এলোপ্যাথিক ঔষধ। যাদের পাইলস রোগ অনেকদিন ধরে কিংবা অনেক পুরনো হয়ে গেছে তারা এই ওষুধটি খেতে পারেন।
Lignocaine gel

যে সকল পাইলস রোগীরা পাইলস রোগে আক্রান্ত।
এবং যে সকল পাইলস রোগীদের মলদ্বারে প্রচন্ড জ্বালাপোড়া করে তাদের জন্য এই Lignocaine gel এলোপ্যাথিক ঔষধটি অনেক বেশি কার্যকরী। এটি ব্যবহারের নিয়ম হলো যখন আপনি পায়খানা করবেন তার ১০ থেকে ১৫ মিনিট আগে এটি মলদ্বারে লাগিয়ে নিবেন।
Erian

যারা পাইলস রোগে আক্রান্ত এবং যাদের মলদ্বারে প্রচন্ড ব্যথা করে। যাদের মলদ্বার ফুলে ওঠে এবং পাশাপাশি প্রচুর চুলকানি হয় তাদের জন্য এই এ্যালোপ্যাথিক ঔষধ অত্যাধিক কার্যকরী। তাই যারা পাইলসে আক্রান্ত তারা এই এলোপ্যাথিক ঔষধটি ব্যবহার করতে পারেন।
Osmolax

এটি মূলত একটি এলোপ্যাথিক সিরাপ। পাইলস রোগীকে এই ওষুধটি খেতে দেওয়া হয়। এটি খাওয়ার নিয়ম হলো প্রতিদিন শোয়ার আগে ভরা পেটে খাওয়া।
বহুল জিজ্ঞাসিত প্রশ্ন-উত্তরসমূহ
পাইলস এর এলোপ্যাথিক ঔষধের নাম এ সম্পর্কে জানার পরও নিশ্চয় আরও কিছু প্রশ্ন হয়তো আপনার মনে উঁকি দিচ্ছে। আসুন জেনে নেওয়া যাক সেই সকল প্রশ্ন এবং উত্তরসমূহ-
এলোপ্যাথি চিকিৎসায় কি পাইলস ভালো হয়?
এলোপ্যাথি চিকিৎসা হলো একটি বিকল্প চিকিৎসা পদ্ধতি। এটির দ্বারা পাইলস চিরতরে ভালো না হলেও সমস্যা কিছুটা পরিমান সমাধান হবে। এই চিকিৎসা নেওয়ার ফলে বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেগুলোর সম্মুখীন আপনাকে হতে হবে।
পাইলস বা হোমরয়েড হলে কখন ডাক্তারের কাছে যেতে হয়?
আপনার যদি একটানা ১ সপ্তাহ ধরে মলদ্বারে চুলকানি এবং অস্বস্তি হয় তবে অবশ্যই তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কিন্তু যদি এক সপ্তাহের কম সময়ের মধ্যেই প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হয়। এবং তার সাথে মলদ্বার ফুলে যায় তাহলে দেরি না করে সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
উপসংহার
পাইলস কোন ক্ষণস্থায়ী রোগ নয়। অপারেশনের মাধ্যমে খুব সহজেই পাইলস রোগ থেকে সেরে ওঠা যায়। তবে যারা অপারেশন করতে ভয় পান তারা চাইলে পাইলস এর জন্য এলোপ্যাথি চিকিৎসা নিতে পারেন।এছাড়াও আপনার জ্ঞানকে প্রসারিত করতে থ্যালাসেমিয়া রোগীর খাবার তালিকা এ সম্পর্কে পড়তে পারেন।
পাইলস যদি হয় তাহলে পাইলস নিয়ে লজ্জা বা সংকোচবোধ করবেন না। এবং সংকোচবোধের কারণে কবিরাজের কাছে না গিয়ে চেষ্টা করবেন একজন ভালো চিকিৎসকের কাছে যেতে। ‘পাইলস এর এলোপ্যাথিক ঔষধের‘ নাম সম্পর্কে যদি আর কিছু জানার থাকে তবে অবশ্যই এই পোষ্টের নিচে মন্তব্য করতে পারেন। ধন্যবাদ।
পাইলস রোগে ভুগতেছি আমি কি উপরে ওষুধগুলো খেতে পারি।
তবে আমার রক্ত যায় না। কিন্তু পায়খানা করতে কষ্ট হয় পায়খানা ক্লিয়ার হয় না।
পাইলস রোগে ভুগতেছি আমি কি উপরে ওষুধগুলো খেতে পারি।
তবে আমার রক্ত যায় না। কিন্তু পায়খানা করতে কষ্ট হয় পায়খানা ক্লিয়ার হয় না।
আমার অনেকদিন থেকে পাইলসের সমস্যা আছে। একবার বিনা অপারেশন এ মেডিসিন দিয়া কাটানো হয়েছিলো তাএখন আরো বেশী হয়েছে। পায়খানা করতে গেলে ভিতর থেকে একটা আলাদা গাজরের মতো বেরিয়ে আসে আর মাঝেমধ্যে প্রচন্ড ব্যাথা হয়। এখন করনিয় কি??
আমার একটা ছোট ফোটের মতো হয়েছে তাতে খুব ব্যাথা। এখন ঔষুধ খেয়ে ব্যাথা অনেক টা কমেছে তবে পুরোপুরি কমে নাই।। রক্ত আসে না।
আমার প্রায় নয় বছর ধরে অশ্ব,, অপারেশন ছাড়া কি কোন ওষুধ আছে??,, আমি অনেক ওষুধ খেয়েছি কিন্তু আমি ভালো হতে পারিনি প্রচন্ড জ্বালাপোড়া ব্যথা করে রক্ত পড়ে এবং ভিতর থেকে একটা গাজরের মত বের হয়,, বিনা অপারেশনে মেডিসিন বের করা হোক চিরতরে যাতে সুস্থ থাকতে পারি,,