Skip to content
Home » আইপিএল ট্রফি কে কতবার নিয়েছে?

আইপিএল ট্রফি কে কতবার নিয়েছে?

How Many Times Has He Won The IPL Trophy

আইপিএল ট্রফি কে কতবার নিয়েছে এই বিষয়ে কৌতুহল দেখা যায় ক্রিকেটপ্রেমীদের মাঝে। এখন পর্যন্ত আইপিএল প্রতিযোগিতার ১৬টি আসর আয়োজিত হয়েছে। আইপিএলের বর্তমান জয়ী দল হল চেন্নাই সুপার কিংস্ যারা সর্বশেষ ২০২৩ মৌসুমে শিরোপাটি জয় করেছিল। আইপিএল প্রতিযোগিতার সফলতম দল হল মুম্বই ইন্ডিয়ান্স, যারা ১৬ টি আসরে অংশগ্রহন করে সর্বমোট ৫ বার শিরোপা জয়লাভ করেছে। ২০০৮ সাল থেকে শুরু হয়ে আসরটি প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে।

বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লীগ আইপিএল । সবধরনের খেলা মিলিয়েও এটি অন্যতম ধনকুবের লিগ। মাত্র ২ মাসের লিগ হলেও এখানে খেলোয়াড়েরা বার্ষিক গড়ে ৫.২ থেকে ৫.৪ মিলিয়ন ডলার বেতন পায়, যা ইউরোপীয় প্রথম সারির ফুটবল লিগের দলগুলির প্রায় সমান।

আইপিএল কি?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল ভারতের একটি প্রতিযোগিতামূলক টি ২০ ক্রিকেট লিগ। এটি প্রতি বছর সাধারণত এপ্রিল ও মে মাসে ভারতের কয়েকটি নির্দিষ্ট শহর ও রাজ্যের প্রতিনিধিত্বকারী দলের মধ্যে আয়োজিত হয়ে থাকে। বর্তমানে আটটি দল আইপিএল লীগে অংশগ্রহণ করে থাকে। প্রতিটি দল একে অপরের সঙ্গে দুইবার করে মোকাবেলা করে। একবার নিজেদের মাঠে এবং অন্যবার প্রতিপক্ষের মাঠে। লিগ পর্যায় শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল প্লে-অফ খেলার যোগ্যতা অর্জন করে। তারপর পয়েন্টতালিকার শীর্ষ দুই দল প্রথম কোয়ালিফায়িং ম্যাচ খেলে এবং জয়ী দল সরাসরি ফাইনালে চলে যায়। পয়েন্টতালিকার ৩য় ও ৪র্থ স্থানাধিকারী দলকে এলিমিনেটর ম্যাচ খেলতে হয়। পরাজিত দল টুর্নামেন্ট থেকে বিদায় নেয় এবং জয়ী দল প্রথম কোয়ালিফায়িং ম্যাচে পরাজিত দলের সাথে দ্বিতীয় কোয়ালিফায়িং ম্যাচ খেলে। দ্বিতীয় কোয়ালিফায়িং ম্যাচে জয়ী দল প্রথম কোয়ালিফায়িং ম্যাচে বিজয়ী দলের সাথে ফাইনাল খেলে এবং পরাজিত দল ৩য় স্থান অর্জন করে।

আইপিএল ট্রফি কে কতবার নিয়েছে?

২০০৮ সাল থেকে শুরু হওয়া আইপিএল ট্রফি ২০২৩ পর্যন্ত সর্বমোট ১৬ টি আসর অনুষ্ঠিত হয়। এই ১৬টি আসরে  মোট ৭ টি দল চ্যাম্পিয়ন হয়েছে। আবার একই দল একাধিকবার জয়ী লাভ করেছে। আইপিএল ট্রফি জয়ী দলগুলো হচ্ছে- চেন্নাই সুপার কিংস, গুজরাট টাইটান্স,মুম্বাই ইন্ডিয়ান্স,সানরাইজার্স হায়দ্রাবাদ,কলকাতা নাইট রাইডার্স,হায়দ্রাবাদ ডেকান চার্জার্স  ও রাজস্থান রয়্যালস। সর্বশেষ আইপিএল ট্রফি কাপ জয়ী দল চেন্নাই সুপার কিংস। আজকের বিষয় আইপিএল ট্রফি কে কতবার নিয়েছে তা নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা।

দলের নামকতবারসাল
চেন্নাই সুপার কিংস্৫ বার২০১০, ২০১১, ২০১৮, ২০২১, ২০২৩
মুম্বাই ইন্ডিয়ান্স৫ বার২০১৩,২০১৫,২০১৭,২০১৯,২০২০
কলকাতা নাইট রাইডাস২ বার২০১২,২০১৪
গুজরাট টাইটান্স১ বার২০২২
সানরাইজার্স হায়দ্রাবাদ ১ বার২০১৬
ডেকান চার্জার্স১ বার২০০৯ 
রাজস্থান রয়্যালস ১ বার২০০৮

আইপিএলের ১৬ তম আসর – ২০২৩ 

গুজরাট টাইটান্স এবং চেন্নাই সুপার কিংস এর মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে চেন্নাই সুপার কিংস গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে পরাজিত করে চ্যাস্পিয়ন হয়। এ নিয়ে চেন্নাই ১৬টি আসরে অংশগ্রহন করে ৫ বার চ্যাস্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

  • সেরা খেলোয়াড়ঃ  হার্দিক পান্ডিয়া (ভারত)
  • টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ঃ  জস বাটলার (ইংল্যান্ড)

আইপিএলের ১৫ তম আসর – ২০২২ 

গুজরাট টাইটান্স এবং রাজস্থান রয়ালস্ এর মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হয়। গুজরাট টাইটান্স রাজস্থান রয়ালকে ৭ উইকেটে পরাজিত করে চ্যাস্পিয়ন হয়। এ নিয়ে গুজরাট ১৬টি আসরে অংশগ্রহন করে প্রথম বারের মত চ্যাস্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 

  • সেরা খেলোয়াড়ঃ  হার্দিক পান্ডিয়া (ভারত)
  • টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ঃ  জস বাটলার (ইংল্যান্ড)

আইপিএলের ১৪ তম আসর – ২০২১ 

চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স এর মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হয়। চেন্নাই সুপার কিংস কলকাতা নাইট রাইডার্সকে ২৭ রানে পরাজিত করে চ্যাস্পিয়ন হয়। এটি চিল চেন্নাই সুপার কিংসের ৪র্থ ট্রফি জয়।

  • ফাইনালে সেরা খেলোয়াড় : ফাফ ডু প্লেসিস (সাউথ আফ্রিকা)
  • টুর্নামেন্ট সেরা খেলোয়াড় : হার্শল প্যাটেল (ভারত)

আইপিএলের ১৩ তম আসর – ২০২০ 

দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ান্স এর মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হয়। মুম্বাই ইন্ডিয়ান্স দিল্লি ক্যাপিটালসকে ৫ উইকেটে পরাজিত করে চ্যাস্পিয়ন হয়। ১৬ তম আসরে মধ্যে এটি ছিল মুম্বাই ইন্ডিয়ান্স ৪র্থ ট্রফি জয়।

  • ফাইনালে সেরা খেলোয়াড় : ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)
  • টুর্নামেন্ট সেরা খেলোয়াড়: জোফরা আর্চার (ইংল্যান্ড)

আইপিএলের ১২ তম আসর – ২০১৯ 

মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস এর মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হয়। মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাই সুপার কিংসকে ১ রানে পরাজিত করে চ্যাস্পিয়ন হয়। ১৬ তম আসরে মধ্যে এটি চিল মুম্বাই ইন্ডিয়ান্স এর তৃতীয় ট্রফি জয়।

  • ফাইনালে সেরা খেলোয়াড় : জাসপ্রিত বুমরা (ভারত)
  • টুর্নামেন্ট সেরা খেলোয়াড়: অ্যান্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ)

আইপিএলের ১১ তম আসর – ২০১৮ 

সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম চেন্নাই সুপার কিংস এর মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হয়। চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদকে ৮ উিইকেটে পরাজিত করে চ্যাস্পিয়ন হয়। ১৬ তম আসরে মধ্যে এটি চিল চেন্নাই সুপার কিংস এর তৃতীয় ট্রফি জয়।

  • ফাইনালে সেরা খেলোয়াড় : শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া)
  • টুর্নামেন্ট সেরা খেলোয়াড়: সুনীল নারিন (ওয়েস্ট ইন্ডিজ)

আইপিএলের ১০ তম আসর – ২০১৭ 

সানরাইজার্স হায়দ্রাবাদ এবং চেন্নাই সুপার কিংস এর মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হয়। চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদকে ৮ উিইকেটে পরাজিত করে চ্যাস্পিয়ন হয়। ১৬ তম আসরের মধ্যে এটি ছিল চেন্নাই সুপার কিংস এর দ্বিতীয় ট্রফি জয়।

  • ফাইনালে সেরা খেলোয়াড় : শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া)
  • টুর্নামেন্ট সেরা খেলোয়াড়: সুনীল নারিন (ওয়েস্ট ইন্ডিজ)

আইপিএলের ৯ম আসর – ২০১৬

সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এর মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হয়। সানরাইজার্স হায়দ্রাবাদ রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরকে ৮ রানে পরাজিত করে চ্যাস্পিয়ন হয়। ১৬ তম আসরের মধ্যে এটি ছিল সানরাইজার্স হায়দ্রাবাদ এর প্রথম ট্রফি জয়।

  • ফাইনালে সেরা খেলোয়াড় : রোহিত শর্মা (ভারত)
  • টুর্নামেন্ট সেরা খেলোয়াড়: আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ)

আইপিএলের ৮ম আসর – ২০১৫

মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস এর মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হয়। মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাই সুপার কিংসকে ৪১ রানে পরাজিত করে চ্যাস্পিয়ন হয়। ১৬ তম আসরের মধ্যে এটি ছিল মুম্বাই ইন্ডিয়ান্স এর তৃতীয় ট্রফি জয়।

  • ফাইনালে সেরা খেলোয়াড় :রোহিত শর্মা (ভারত)
  • টুর্নামেন্ট সেরা খেলোয়াড়:আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ)

আইপিএলের ৭ম আসর – ২০১৪

কিংস ইলেভেন পাঞ্জাব এবং কলকাতা নাইট রাইডার্স এর মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হয়। কলকাতা নাইট রাইডার্স কিংস ইলেভেন পাঞ্জাবকে ৩ উইকেটে পরাজিত করে চ্যাস্পিয়ন হয়। ১৬ তম আসরের মধ্যে এটি ছিল কলকাতা নাইট রাইডার্স এর দ্বিতীয় ট্রফি জয়।

  • ফাইনালে সেরা খেলোয়াড় :মনেষ পাণ্ডে (ভারত)
  • টুর্নামেন্ট সেরা খেলোয়াড়:গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)

আইপিএলের ৬ষ্ঠ আসর – ২০১৩

মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস এর মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হয়। মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাই সুপার কিংসকে ২৩ রানে পরাজিত করে চ্যাস্পিয়ন হয়। ১৬ তম আসরের মধ্যে এটি ছিল মুম্বাই ইন্ডিয়ান্স এর দ্বিতীয় ট্রফি জয়।

  • ফাইনালে সেরা খেলোয়াড় : কুনাল পাণ্ডে (ভারত)
  • টুর্নামেন্ট সেরা খেলোয়াড়: শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া)

আইপিএলের ৫ম আসর – ২০১২

চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স এর মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হয়। কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংসকে ৫ উইকেটে পরাজিত করে চ্যাস্পিয়ন হয়। ১৬ তম আসরের মধ্যে এটি ছিল কলকাতা নাইট রাইডার্স এর প্রথম ট্রফি জয়।

  • ফাইনালে সেরা খেলোয়াড় : বিসলা (ভারত)
  • টুর্নামেন্ট সেরা খেলোয়াড়: সুনিল নারিন (ওয়েস্ট ইন্ডিজ)

আইপিএলের ৪র্থ আসর – ২০১১

চেন্নাই সুপার কিংস এবং রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এর মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হয়। চেন্নাই সুপার কিংস রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরকে ৫৮ রানে পরাজিত করে চ্যাস্পিয়ন হয়। ১৬ তম আসরের মধ্যে এটি ছিল চেন্নাই সুপার কিংস এর প্রথম ট্রফি জয়।

  • ফাইনালে সেরা খেলোয়াড় : মুরলি বিজয় (ভারত)
  • টুর্নামেন্ট সেরা খেলোয়াড়: গেইল(ওয়েস্ট ইন্ডিজ)

আইপিএলের তৃতীয় আসর – ২০১০

মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস এর মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হয়। চেন্নাই সুপার কিংস রয়েল মুম্বাই ইন্ডিয়ান্সকে ২২ রানে পরাজিত করে চ্যাস্পিয়ন হয়। ১৬ তম আসরে মধ্যে এটি ছিল মুম্বাই ইন্ডিয়ান্স এর প্রথম ট্রফি জয়।

  • ফাইনালে সেরা খেলোয়াড় : সুরেশ রায়না (ভারত)
  • টুর্নামেন্ট সেরা খেলোয়াড়: শচিন টেন্ডুলকার (ভারত)

আইপিএলের দ্বিতীয়  আসর – ২০০৯

হায়দ্রাবাদ ডেকান চার্জার্স এবং রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এর মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হয়। হায়দ্রাবাদ ডেকান চার্জার্স রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরকে ৬ রানে পরাজিত করে চ্যাস্পিয়ন হয়। ১৬ তম আসরের মধ্যে এটি ছিল হায়দ্রাবাদ ডেকান চার্জার্স এর প্রথম ট্রফি জয়।

  • ফাইনালে সেরা খেলোয়াড় : অনিল কুমলে (ভারত)
  • টুর্নামেন্ট সেরা খেলোয়াড়: শচিন টেন্ডুলকার (ভারত)

আইপিএলের প্রথম  আসর – ২০০৮

রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস এর মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হয়। রাজস্থান রয়্যালস চেন্নাই সুপার কিংসকে ৩ উিইকেটে পরাজিত করে চ্যাস্পিয়ন হয়। ১৬ তম আসরের মধ্যে এটি চিল রাজস্থান রয়্যালস এর প্রথম ট্রফি জয়।

  • ফাইনালে সেরা খেলোয়াড় : উইসুফ পাঠান (ভারত)
  • টুর্নামেন্ট সেরা খেলোয়াড় : শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া)

বহুল জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর সমূহ

আইপিএল ট্রফি কে কতবার নিয়েছে” এ সম্পর্কে আপনার মনে বেশ কয়েকটি প্রশ্ন উঁকি দিচ্ছে? তবে চলুন জেনে নেওয়া হোক সেই সকল সকল প্রশ্ন ও উত্তর।

আইপিএল ট্রফি কত বছর পর পর অনুষ্ঠিত হয়?

আইপিএল ট্রফি প্রতি বছর অনুষ্ঠিত হয়।

আইপিএল ট্রফিতে কি বিশ্বের সকল দেশের খেলোয়াড়রা খেলতে পারে?

শুধুমাত্র পাকিস্তান ছাড়া বিশ্বের সকল দেশের খেলোয়াড়রা অংশগ্রহন করতে পারে।

উপসংহার

আইপএল একটি টি ২০ লীগ ক্রিকেট। ১ বা ২ মাসের একটি আসর অনুষ্ঠিত হয় ভারতে। সারাবিশ্বের খেলোয়াড়রা এই খেলায় অংশগ্রহন করতে পারে। আটটি দর তাদের পছন্দ অনুযায়ী খেলোয়াড় নিয়ে সাজিয়ে থাকে তাদের পছন্দ মত দল। ২০ ওভারের খেলায় চলে ধুন্দুমার চার ছক্কার ছাড়ছড়ি। সারাবিশ্বের ক্রিকেটপ্রেমীদের চোখ থাকে এই লীগের  উপর। এছাড়াও আপনার জ্ঞানকে প্রসারিত করতে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকা সম্পর্কে পড়তে পারেন।

“আইপিএল ট্রফি কে কতবার নিয়েছে” এই বিষয়ে আপনার যদি কিছু জানার থাকে তবে আপনি এই পোস্টের নিচে মন্তব্য করতে পারেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *