Skip to content
Home » বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকা

List Of Top Goalscorers In The World Cup

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকা জানার আগ্রহ থাকে অনেকের। আবার বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা কে – এ প্রশ্ন ও অনেকের মনে ঘুরপাক খায়। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় প্রথম স্থানে রয়েছেন মিরোস্লাভ  ক্লোসে। দ্বিতীয় স্থানে রয়েছেন ব্রাজিলের খেলোয়াড় রোনালদো নাজারিয়া। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকা  জানতে পুরো পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন।

ফিফা বিশ্বকাপ কী?

What Is FIFA World Cup

 ফিফা বিশ্বকাপ হলো আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা। এ খেলায় ফিফা ভুক্ত দেশগুলো অংশগ্রহণ করে। এ প্রতিযোগিতা চার বছর পর পর অনুষ্ঠিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে  ১৯৪২ ও ১৯৪৬ সালে এ প্রতিযোগিতা স্থগিত ছিলো। ২২ টি আসরে কেবল আটটি  দল বিশ্বকাপ শিরোপা জিতেছে। বর্তমানে শিরোপাধারী চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সর্বশেষ কাতার বিশ্বকাপে ফ্রান্সকে পরাজিত করে আর্জেন্টিনা শিরোপা অর্জন করেছে। ব্রাজিল হলো বিশ্বকাপ ফুটবলের সফলতম দল। কেননা এটি পাঁচবার বিশ্বকাপ অর্জন করেছে।

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকা 

ফুটবল বিশ্বকাপ কে বলা হয় গ্রেটেস্ট শো অন আর্থ। তাইতো ফুটবল বিশ্বকাপের সময় উন্মাদনাও থাকে মাত্রাতিরিক্ত। পুরো বিশ্বকাপ জুড়ে প্রিয় তারকাদের উপর নজর রাখে ফুটবল প্রেমীরা। আপনি যদি ফুটবল প্রেমী হন তাহলে আপনার জন্যই তুলে ধরা হলো বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকা :

খেলোয়াড়ম্যাচ (সংখ্যা)গোল (সংখ্যা)
মিরোস্লাভ ক্লোসে২৪১৬
রোনালদো নাজারিও ১৯১৫
গার্ড মুলার১৩১৪
জুস্ত ফোতেন১৩
লিওনেল মেসি *২৬১৩
কিলিয়ান এমবাপ্পে*১৪১২
পেলে১৪১২
ইয়ুর্গেন ক্লিন্সমেন ১৭১১
স্যান্ডর কোসিস ১১
গ্যাবরাইল বাতিস্তুতা ১২১০
টিওফিলো  কুবিলাস১৩১০
জেগ্রোজ লাটো ২০১০
গ্যারি লিনিকার১২১০

১.মিরোস্লাভ ক্লোসা

Miroslav Klosa

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় প্রথম স্থান অধিকার করে আছেন জার্মানির স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা। ১৯৭৮ সালের ৪জুনে জন্মগ্রহণকারী ক্লোসা জার্মান স্ট্রাইকার হিসেবে নিজের নামটা শক্তভাবে ইতিহাসের পাতায় লিখিয়েছেন। তিনি ২০০২ থেকে ২০১৪ পর্যন্ত চারটি বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন। এই চারটে বিশ্বকাপে মোট ২৪ টি ম্যাচ খেলে তিনি ১৬ টি গোল করেছেন। 

২.রোনালদো নাজারিও

Ronaldo Nazario

সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করে আছে ব্রাজিলের রোনালদো নাজারিও। ব্রাজিলের এই খ্যাতিমান স্ট্রাইকার ১৯৭৬ সালের ১৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। রোনালদো ১৯৯৪ থেকে ২০০৬ পর্যন্ত মোট চারটা বিশ্বকাপে অংশগ্রহণ করেন। এই চারটা বিশ্বকাপে তিনি ১৯টি ম্যাচ খেলে গোল করেছেন ১৫ টি। 

৩.গার্ড মুলা

Guard Muller

গোলদাতার তালিকায় তৃতীয় স্থানে আছে  গার্ড মুলার ।মিরোস্লাভ ক্লোসার মত গার্ড মুলারও ছিলেন একজন জার্মান ফুটবলার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অর্থাৎ ১৯৪৫ সালে জার্মানিতে জন্মগ্রহণ করেন গার্ড মুলার। ১৯৭৪ এর  বিশ্বকাপ জয়ী গার্ড মুলার ১৩ ম্যাচ খেলেই করেছেন ১৪ গোল । এটি তার অসাধারণ প্রতিভার পরিচয় দেয়। 

৪.জুস্ত ফোতেন

Just Foten

বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ গোল করেছেন জুস্ত ফোতেন ।তিনি   ফ্রান্সের খেলোয়াড়  । তিনি মাত্র একটি বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছেন। কিন্তু এই এক বিশ্বকাপেই তিনি ইতিহাসে পাতায় নিজের নাম লিখাতে সক্ষম হয়েছেন। এক বিশ্বকাপেই  তিনি ১৩ গোল করে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় ৪ নম্বরে নিজের নাম লিখিয়েছেন জুস্ত ফোতেন।  কিন্তু ইনজুরির কারণে তার ‍আর  খেলা হয়নি ।

৫.লিওনেল মেসি

Lionel Messi

 বিশ্বকাপ খেলায় গোল সংখ্যা এক হওয়ায়  জুস্ত ফোতেন এর  সাথে আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি আছেন ৪  নাম্বারে  । বার্সেলোনা প্রেমী মেসি ২৬ টি ম্যাচে ১৩ টি গোল করেছেন ।আর্জেন্টাইন খেলোয়াড় গাবরাইল বাতিস্তাকে ও ছাড়িয়ে গিয়েছেন লিওনেল মেসি। কেননা তিনি ১২ টি  ম্যাচে গোল করেছিলেন দশটি  ।

৬.পেলে

Pele

পেলেকে  বলা হয় ফুটবলের কিংবদন্তি। বিশ্বকাপ ফুটবলে ১৪ টি ম্যাচ খেলে এই কিংবদন্তি গোল করেছেন বারটি । ৩ টি  বিশ্বকাপজয়ী একমাত্র খেলোয়াড় পেলে। ১৭ বছর বয়সী বিশ্বকাপ জয় করা পেলে কয়েকবারই শিরোপার স্বাদ পেয়েছেন। এই কিংবদন্তী  ফুটবলের রাজা নামেই সকলের কাছে সুপরিচিত। 

৭.কিলিয়ান এমবাপ্পে

Kylian Mbappe

খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে আছে পেলের সাথেই। কারণ তিনিও ১৪ ম্যাচে বারটি গোল করেছেন ।ফরাসি ফরওয়ার্ডার এমবাপ্পে অনেকের কাছেই প্রিয়  ব্যক্তিত্ব  । 

৮.ইয়ুর্গেন ক্লিন্সমেন

Jurgen Klinsmann

প্রখ্যাত জার্মান ফুটবলার   ইয়ুর্গেন ক্লিন্সমেন  ১৯৬৪ সালের ৩০ জুলাই পশ্চিম জার্মানিতে জন্মগ্রহণ করেন  । জার্মান পেশাদার ফুটবল খেলোয়াড়  ক্লিন্সমেন পশ্চিম জার্মানির হয়ে ১৯৯০ সালে ফিফা বিশ্বকাপের যোগদান করে এবং ইতালির বিরুদ্ধে জয় অর্জন করেন ।  ১৯৯০ ১৯৯৪ ও ১৯৯৮ পরপর তিনটি বিশ্বকাপে তিনি অংশগ্রহণ করেন  । বিশ্বকাপে তার সর্বমোট গোল সংখ্যা  ১১ টি । এছাড়াও ক্লিন্সম্যান ইউরোপের  বেশ কয়েকটি বিখ্যাত ক্লাবের হয়েও  খেলেছেন । 

৯.স্যান্ডর কোসিস

Sandor Kocis

হাঙ্গেরিয়ান ফুটবল তারকা সান্ডার কোসিস ১৯৬৬ সালে অবসর গ্রহণ করলেও তিনি এখনো মানুষের হৃদয়ে প্রাণবন্ত আছেন ।১৯২৯ সালের সেপ্টেম্বরের বুদাপেস্টে  জন্মগ্রহণ করেন এই কিংবদনন্তী  । ১৯৫৪ এর বিশ্বকাপের “দ্যা ম্যান উইথ দ্য গোল্ডেন হেড “নামে তিনি পরিচিতি পান ।১৯৬৬ সালে ৩৭ বছর বয়সে তিনি অবসর গ্রহণ করেন এবং ১৯৭৮ সালের মারা যান। 

১০.গ্যাবরাইল বাতিস্তুতা

Gabriel Batistuta

গ্যাবরাইল বাতিস্তুতা একজন পেশাদার আর্জেন্টাইন ফুটবলার। তিনি ১৯৭৯ সালের পহেলা ফেব্রুয়ারিতে জন্মগ্রহণ করেন। ভক্তদের কাছে তিনি বাতি গোল নামেই পরিচিত  । তিনি ছিলেন একজন প্রখ্যাত আর্জেন্টাইন স্ট্রাইকার। ২০০৪ সালে তিনি ১২৫ জন জীবিত শ্রেষ্ঠ ফুটবলারের তালিকা ফিফা ১০০ তে স্থান পান  । তিনি আর্জেন্টিনার হয়ে ফিফা বিশ্বকাপে ১২টি  ম্যাচে ১০ টি গোল করেন ।

১১.তিওফিলো  কুবিলাস

Teofilo Cubillas

তিওফিলো  কুবিলাস ছিলেন পেরুর বিখ্যাত খেলোয়াড় । তিনি বিশ্বকাপ ফুটবলে ১৩ টি ম্যাচে ১০ টি গোল করেছেন । এই পেরুভিয়ান প্রাক্তন ফুটবলার ১৯৪৯ সালের ৮ মার্চ জন্মগ্রহণ করেন। তিনি পেরুর সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন। তার  ডাক নাম ছিল দ্য কিড । ২০০৪ সালে তিনি ফিফা ১০০ তে স্থান পান 

১২.জেগ্রোজ লাটো

Zegroz Lato

জেগ্রোজ লাটো  বিশ্বকাপের সর্বোচ্চ গোলকারীদের অন্যতম। তিনি ১৯৫০ সালের ৪ এপ্রিল মালবরে  জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন পোলিশ ফুটবল স্ট্রাইকার। ১৯৭১ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত তিনি পোল্যান্ড ফুটবলে পোল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। তিনি বিশ্বকাপ ফুটবলে ২০টি ম্যাচে ১০ টি গোল করেছেন। 

কাতার বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকা

List Of Top Goalscorers In Qatar World Cup

কাতার বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় প্রথমে রয়েছে কিলিয়ান এমবাপে ,তারপর যথাক্রমে রয়েছে লিওনেল মেসি, জুলিয়ান এবং অলিভিয়ান জিরু। 

খেলোয়াড়গোল (সংখ্যা)ম্যাচ (সংখ্যা)
কিলিয়ান এমবাপ্পে 
লিওনেল মেসি
জুলিয়ান 
অলিভিয়ান জিরু

বহুল জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকা এই বিষয়ে আপনার মনে বেশ কয়েকটি প্রশ্ন উঁকি দিচ্ছে? তাহলে চলুন জেনে নেই সেই সকল প্রশ্ন ও উত্তর। 

কাতার বিশ্বকাপে  সর্বোচ্চ গোলদাতা কে ?

কাতার বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হলেন কিলিয়ান এমবাপে। তিনি সাতটি ম্যাচে আটটি গোল করেছেন। 

এক বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা কে?

 এক বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় পেলের  নামটি পরিবর্তন করেছে নেইমার জুনিয়র। অলিভিয়ার বিরুদ্ধে  জোড়া গোল করে পেলের রেকর্ড ভাঙলেন নেইমার

উপসংহার

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে থাকা ব্যক্তিরা বছরের পর বছর মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।এই সকল ব্যক্তিত্বের মধ্যে রয়েছে মিরোস্লাভ  ক্লোসে, রোনালদো নাজারিও এবং গার্ড মুলার। অন্যরকম ভালোবাসা পেয়েছেন কিংবদন্তি পেলে। এছাড়াও আপনার জ্ঞানকে প্রসারিত করতে জাতীয় পতাকা সম্পর্কে ৫টি বাক্য পড়তে পারেন।

“বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকা” এ বিষয়ে আপনার যদি কিছু জানার থাকে তবে আপনি এই পোস্টের নিচে মন্তব্য করতে পারেন। এছাড়াও এই পোস্ট-টি তথ্যবহুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *