বাংলাদেশের জাতীয় পত্রিকা সমূহ এর লম্বা তালিকায় রয়েছে দেশের অনেক বিখ্যাত পত্রিকার নাম। বাংলাদেশের জাতীয় পত্রিকার সংখ্যা প্রায় ৫৫১ টি এর মতো। পত্রিকা বা সংবাদপত্র একটি দেশের পরিচয় বহন করে। দেশের মানুষের কাছে দেশ কে পরিচিত করে দেওয়ার পাশাপাশি সারাবিশ্বের কাছে দেশের অবস্থা সম্পর্কে জানিয়ে দেয়। পৃথিবীর সব বিখ্যাত দেশে রয়েছে বিখ্যাত গণমাধ্যম, যেগুলো পৃথিবী কে মানুষের নিকট আরও স্পষ্ট করে দেয়। সংবাদ মাধ্যম ছাড়া বর্তমান পৃথিবী সত্যিকার অর্থে কল্পনা করা অসম্ভব। জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা, শিল্প, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সহ প্রতিটি ক্ষেত্রের অগ্রগতিতে সংবাদ পত্রের বিকল্প নাই। অনলাইন কিংবা অফলাইন, প্রতিটি ক্ষেত্রেই মানুষ কোনো না কোনো ভাবে সংবাদ পত্রের ওপর নির্ভরশীল জীবন যাপনের ক্ষেত্রে। আজকের আলোচনায় আমরা বাংলাদেশের জাতীয় পত্রিকা নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
বাংলাদেশের জাতীয় পত্রিকা কোন গুলো?
বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধিত বাংলাদেশের জাতীয় পত্রিকা সমূহ এর সংখ্যা ৩২১০ টি। তন্মধ্যে ১৩৫৩ টি ঢাকা থেকে প্রকাশিত হয় ও ১৮৫৭ টি ঢাকার বাইরে থেকে প্রচারিত হয়। দৈনিক পত্রিকার সংখ্যা মোট ১৩০৯ টি হলেও বাকি গুলো সবই অর্ধ-সাপ্তাহিক, সাপ্তাহিক, মাসিক, ত্রৈমাসিক, পাক্ষিক, চতুর্মাসিক, ষান্মাসিক ও বার্ষিক পত্রিকা। বাংলাদেশে এমন অনেক পত্রিকা রয়েছে যেগুলো জেলা বা বিভাগ ভিত্তিক প্রকাশিত হয়। সেগুলো কে আঞ্চলিক পত্রিকা বলা হয়। আঞ্চলিক পত্রিকা গুলো গ্রাম বাংলার মাটি থেকে খবর সংগ্রহ করে নিয়ে আসে।
বাংলাদেশের জাতীয় পত্রিকা সমূহ
বাংলাদেশের জাতীয় পত্রিকা সমূহ এর সংখ্যা প্রায় ৫৫১ টি । তন্মধ্যে সবচেয়ে জনপ্রিয় জাতীয় পত্রিকার কয়েকটি নিম্নে তুলে ধরা হল –
প্রথম আলো
প্রথম আলো দেশের সবচেয়ে বড়ো ও বিখ্যাত পত্রিকা গুলোর অন্যতম। প্রথম আলো জনগণের অন্যতম শীর্ষ পছন্দের একটি পত্রিকা। ১৯৯৮ সালের ৪ঠা নভেম্বর থেকে প্রতিদিন মানুষের আস্থার প্রতি অবিচল প্রথম আলো। প্রথম আলোর মালিকানা মিডিয়া স্টার লিমিটেড। প্রথম আলোর বর্তমান সম্পাদক হচ্ছে মতিউর রহমান। প্রতিদিন ৩,২১,০০০ মানুষ প্রথম আলোর পেপার সংগ্রহ করে খবরের কাগজ পড়তে।
বাংলাদেশ প্রতিদিন
বাংলাদেশে জনপ্রিয় অন্যতম গুরুত্বপূর্ণ ও সেরা সংবাদমাধ্যমের অন্যতম হচ্ছে বাংলাদেশ প্রতিদিম। বাংলাদেশের অনেক পত্রিকার তুলনায় বাংলাদেশ প্রতিদিনের প্রকাশকাল খুব বেশি না হলেও, এর মধ্যেই বাংলাদেশ প্রতিদিন নিজেদের শক্ত স্থান করে নিয়েছে এক যুগেই। ১৫মার্চ ২০১০, ইস্ট ইন্ডিয়া মিডিয়া গ্রুপ বাংলাদেশ প্রতিদিন চালু করেন। পত্রিকাটির সম্পাদক হচ্ছে নাইম নিজাম। প্রতিদিন ৫,২১,২১১ টি পত্রিকা বিক্রি করে বাংলাদেশ প্রতিদিন।
দৈনিক যুগান্তর
বাংলাদেশের সবচেয়ে পুরনো কিন্তু জনপ্রিয় পত্রিকা গুলোর একটি হচ্ছে দৈনিক যুগান্তর। বাংলাদেশের সকল অবস্থায় পত্রিকা টি নিজেদের স্বতন্ত্র মান ধরে রেখেছে। ১লা ফেব্রুয়ারী ১৯৯৯ সাল থেকে পত্রিকাটি প্রচারিত হয়। পত্রিকা টির প্রকাশক মালিকানা সালমা ইসলামের অধীনে। বর্তমান সম্পাদক হচ্ছে সাইফুল আলম। প্রায় ৩লক্ষ মানুষ প্রতিদিন যুগান্তর পত্রিকা গ্রহণ করে। তাছাড়া ওয়েবসাইটে ২৪ ঘন্টার যেকোনো সময় পড়ানো যায়।
দৈনিক কালের কন্ঠ
বাংলাদেশ প্রতিদিনের মতো দৈনিক কালের কন্ঠ দেশে জনপ্রিয় কিন্তু তুলনামূলকভাবে অনেক কম সময়ে এই জনপ্রিয়তা পেয়েছে। মাত্র ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়েও পত্রিকার মধ্য দারুণ জনপ্রিয় দৈনিক কালের কন্ঠ। প্রতিদিন প্রায় ৩ লক্ষ মানুষ দৈনিক কালের কন্ঠের সাথে যুক্ত ও কালের কন্ঠের পত্রিকা গ্রহণ করে। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের মালিকানা প্রতিষ্ঠান এটি। বর্তমান সম্পাদক হচ্ছে ইমদাদুল হক মিলন।
দৈনিক ইত্তেফাক
বাংলাদেশের প্রাচীন পত্রিকার মধ্যে ইত্তেফাক অন্যতম। ১৯৫৩ সাল থেকে প্রকাশিত হওয়া এই পত্রিকার দৈনিক গ্রাহক প্রায় ৩ লক্ষ এর মতো। তাছাড়া অসংখ্য মানুষ ওয়েবসাইট থেকে পড়ে। ইত্তেফাক এর মালিকানা প্রতিষ্ঠান ইত্তেফাক গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। ইত্তেফাকের বর্তমান সম্পাদক তাসমিয়া চৌধুরী।
দৈনিক আমাদের সময়
ঢাকা থেকে প্রচারিত আরেকটি জনপ্রিয় পত্রিকা হচ্ছে দৈনিক আমাদের সময়। ২০০৩ সালে চালু হওয়া এই পত্রিকা দেশের শীর্ষস্থানীয় পত্রিকার অন্যতম এখন। জ্ঞান, বিজ্ঞান , শিক্ষা, শিল্প ও সংস্কৃতির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে খবর প্রচার করে। পত্রিকার বর্তমান সম্পাদক মোহাম্মদ গোলাম সরওয়ার এবং মালিকানা রয়েছে এস এম সরোয়ারের নামে। প্রতিদিন প্রায় ৩ লক্ষ মানুষ আমাদের সময়ের পত্রিকা গ্রহণ করে।
দৈনিক সমকাল
বাংলাদেশের শীর্ষস্থানীয় পত্রিকার মধ্যে সমকাল অন্যতম। ৩১শে মে, ২০০৫ থেকে বাংলাদেশের মধ্যে নিজেদের জায়গা করে নিয়েছে। সমকালের দৈনিক গ্রাহক প্রায় ২ লক্ষ ৭০ হাজারের ও বেশি। সমকালের মালিকানা রয়েছে এ কে আজাদ ও সম্পাদনার দায়িত্বে আছে মুস্তাফিজ শফি। সমকাল সকল প্রকারের খবরই প্রচার করে।
দৈনিক জনকন্ঠ
বাংলাদেশের জাতীয় পত্রিকা সমূহ এর প্রধান ধারায় জনকন্ঠের নাম অন্যতম। জনগণের কণ্ঠ কে প্রাধান্য দিতেই জনকন্ঠের উৎপত্তি। ২১শে ফেব্রুয়ারী ১৯৯৩ সাল থেকে এখনো পর্যন্ত সগৌরবে জনকন্ঠ নিজেদের যাত্রা অব্যাহত রেখেছে। প্রতিষ্ঠানের মালিকাণা ও সম্পাদকীয় দায়িত্বে আছেন শামীমা এ খান। জনকন্ঠের দৈনিক গ্রাহক প্রায় ৩ লক্ষের কাছাকাছি।
দৈনিক মানবজমিন
বাংলাদেশের মানসম্মত ও সুষ্ঠ ধারার গণতন্ত্রের মধ্যে মানজমিন অন্যতম। ১৫ই ফেব্রুয়ারী ১৯৯৭ সালে মানবজমিন প্রতিষ্ঠিত হয়ে এখনো পর্যন্ত সগৌরবে নিজেদের কার্যক্রম অব্যাহত রেখেছে। প্রতিষ্ঠানের মালিকানায় রয়েছে মাহবুবা চৌধুরী ও সম্পাদনায় মতিউর রহমান চৌধুরী। মানবজমিনের দৈনিক গ্রাহক সংখ্যা ১ লক্ষ ৭০ হাজারের মতো।
দ্যা ডেইলি স্টার (The Daily Star)
বাংলাদেশের প্রথম শ্রেণির ইংরেজি পত্রিকার মধ্যে ডেইলি স্টার সবচেয়ে প্রাচীণ ও সবচেয়ে উল্লেখযোগ্য একটি পত্রিকা। ১৯৯১ সাল থেকে ডেইলি স্টার বাংলাদেশের শীর্ষ পর্যায়ে সংবাদ প্রকাশ করছে৷ প্রতিষ্ঠানের মালিকানা ও সম্পাদনায় আছেন মাহফুজ আনাম। প্রতিষ্ঠানের দৈনিক গ্রাহক সংখ্যা প্রায় ৪৫০০০ হাজারের মতো।
বহুল জিজ্ঞাসিত প্রশ্ন-উত্তর সমূহ
বাংলাদেশের জাতীয় পত্রিকা সমূহ এই বিষয়ে আপনার মনে বেশ কয়েকটি প্রশ্ন উঁকি দিচ্ছে? তাহলে চলুন জেনে নেই সেই সকল প্রশ্ন ও উত্তর।
বাংলাদেশের সেরা জাতীয় পত্রিকা কোনটি?
বাংলাদেশের জাতীয় পত্রিকা সমূহ এর যে তালিকা উপরে আলোচনা করেছি, এর প্রতিটিই সেরা। তাছাড়া এমন নাম উল্লেখ না করা অনেক উল্লেখযোগ্য পত্রিকা আছে যেগুলো অনেক গ্রহণ যোগ্য।
বাংলাদেশের বন্ধ হয়ে যাওয়া উল্লেখযোগ্য জাতীয় পত্রিকা কোনগুলি?
বেঙ্গল টাইমস, দৈনিক আজাদ, দ্যা বাংলাদেশ অবজার্ভার, দৈনিক গণকণ্ঠ, সাপ্তাহিক হক-কথা, সাপ্তাহিক বিচিত্রা, দৈনিক দিন ও আমার দেশ পত্রিকা বিভিন্ন কারণে বন্ধ হয়ে গেছে।
উপসংহার
বাংলাদেশের জাতীয় পত্রিকা সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা আমরা উপরে করেছি। পত্রিকা বা সংবাদ পত্র আমাদের জাতীয় জীবনে যে কতটা গুরুত্বপূর্ণ, তা কেবল যারা এই সংবাদ পত্রের পাঠক, তারাই বলতে পারবেন। আমাদের জ্ঞান চক্ষু খুলে দিয়ে জ্ঞানের বিস্তার হয় এই সংবাদ পত্রের মাধ্যমেই। আমরা সংবাদ পত্রের স্বাধীনতা নিশ্চিত করার চেষ্টা করবো সর্বদা। কারণ সংবাদপত্র আমাদের কালো অন্ধকারের বুকে সর্বদা সত্য আলোর মশাল জ্ব্বেলে সবকিছু আমাদের সম্মুখে নিয়ে আসে। এছাড়াও আপনার জ্ঞানকে প্রসারিত করতে বাংলাদেশ সম্পর্কে ৫টি বাক্য পড়তে পারেন।
“বাংলাদেশের জাতীয় পত্রিকা সমূহ” এ বিষয়ে আপনার যদি কিছু জানার থাকে তবে আপনি এই পোস্টের নিচে মন্তব্য করতে পারেন। এছাড়াও এই পোস্ট-টি তথ্যবহুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ!