Skip to content
Home » বাংলাদেশ সম্পর্কে ৫ টি বাক্য

বাংলাদেশ সম্পর্কে ৫ টি বাক্য

5 Sentences About Bangladesh

বাংলাদেশ সম্পর্কে ৫ টি বাক্য যে কোনো পরীক্ষায় বা সাংকৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে সব জায়গায় প্রয়োজন হতে পারে। বাংলাদেশ এশিয়ার মধ্যে ছোট্ট একটি দেশ। ছোট হলেও এই দেশের ইতিহাস টা অনেক বড়। অখণ্ড ভারত থেকে শুরু করে পূর্ব পাকিস্তান বা আজকের এই বাংলাদেশে সব সময় বসবাস করেছে বাংলা ভাষাভাষীর মানুষ। যার কারণে এর নাম রাখা হয়েছে বাংলাদেশ। সবুজ শ্যামল এই দেশ নিয়ে যতটুক লেখা হবে সেটাই যেন কম হয়ে যাবে। তাই তো কবি সাহিত্যিকরা বলেছেন ” এমন দেশ টি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি।

বাংলাদেশের সংক্ষিপ্ত ইতিহাস

আজকের এই বাংলাদেশ মূলত ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত একটি দেশ। ব্রিটিশদের শাসন থেকে শুরু করে মুঘল সম্রাট বা আর্যদের পদার্পন পড়েছে এই বাংলায়। বাংলাদেশ একটি মাত্র দেশ যেখানে মাতৃভাষা বাংলা কে রক্ষা করার জন্য দিতে হয়েছে হাজার মানুষের প্রাণ। কবি সাহিত্যিক, নেতা , বিজ্ঞানী , মহামানব সবই রয়েছে এর বাংলায়। তারাও বর্ণনা করে গেছেন এই সৌন্দর্যের রানীর। জাতির জনক বঙ্গবন্ধু , জাতীয় কবি কাজী নজরুল , বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা বাংলার বাঘ শের ই বাংলা এ.কে. ফজলুল হক সহ অসংখ্য বুদ্ধিজীবীর কান্ডারি এই বাংলাদেশ।

বাংলাদেশ সম্পর্কে ৫ টি বাক্য

তাই শুধু মাত্র ৫ টি কিংবা ১০ টি নয় , হাজার লক্ষ বাক্য লিখলেও এই বাংলাদেশ এর বর্ণনা করা সম্ভব নয়। চলুন জেনে নেই বাংলাদেশ সম্পর্কে ৫ টি বাক্য সব থেকে গুরুত্বপূর্ণ কোন গুলো হতে পারে

  1. ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয় বাংলাদেশ। এই যুদ্ধে মা বোন সহ প্রায় ৩০ লক্ষ্য মানুষ শহীদ হয়।
  2. বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
  3. ১৯৫২ সালে ভাষা আন্দোলনে সালাম, জব্বার , রফিক, বরকতদের মতো সাহসী যুবকদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি বাংলা ভাষা।
  4. বাংলাদেশের আয়তন বর্তমান (১ লক্ষ ৪৮ হাজার ৪৬০ বর্গ কিলোমিটার) এবং পূর্বে ছিল ১ লক্ষ ৪৭ হাজার ৫৭০ বর্গকিলোমিটার।
  5. বাংলাদেশ এর চারপাশে বিছিয়ে রয়েছে অসংখ নদী যার কারণে একে নদী মাত্রিক দেশ বলা হয়।

বহুল জিজ্ঞাসিত প্রশ্ন-উত্তর সমূহ

বাংলাদেশ সম্পর্কে ৫ টি বাক্য এই বিষয়ে আপনার মনে কতিপয় প্রশ্ন উঁকি দিচ্ছে? তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই সমস্ত প্রশ্ন ও উত্তর-

বাংলাদেশের জিডিপি কত ?

বর্তমানে বাংলাদেশের জিডিপি ৪১৬ বিলিয়ন ডলার বা ৩ কোটি ৩ লাখ ৫১ হাজার ৪৯৬ মিলিয়ন টাকা।

বাংলাদেশে কত প্রজাতির মানুষ বসবাস করে ?

বাংলাদেশে প্রায় ১১ প্রজাতির নৃগোষ্ঠী বসবাস করে যার সংখ্যা প্রায় ১৫ লক্ষ ৮৭ হাজার এবং মোট জনসংখ্যার ১.১১%।

উপসংহার

বাংলাদেশ আমাদের সবার গর্ব ও অহংকার। অনেক আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের এই সোনার বাংলা। এই দেশ কে সবাই মায়ের মতো ভালোবাসি। এই দেশের আলো বাতাস , পাহাড়-পর্বত , নদী -নালা , সব কিছু যেন এক অপূর্ব সৌন্দর্যের ভান্ডার। এই দেশের মাটি তে ফলিত হয় সোনার ফসল। সুন্দরবন , কক্স বাজার , রাঙামাটি , খাগড়াছড়ি , সাজেক , কুয়াকাটা ইত্যাদি হলো এই দেশের প্রধান পর্যটক কেন্দ্র। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ভিড় জমায় এই সৌন্দর্য উপভোগ করার জন্য। তাই তো কবি মাইকেল মধুসুধন দত্ত বলেছেন ” আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয় হয়তো শালিকের বেশে। এছাড়াও আপনার জ্ঞানকে প্রসারিত করতে ১০ টি মাছের নাম পড়তে পারেন।

“বাংলাদেশ সম্পর্কে ৫ টি বাক্য” এ বিষয়ে আপনার যদি কিছু জানার থাকে তবে আপনি এই পোস্টের নিচে মন্তব্য করতে পারেন। এছাড়াও এই পোস্ট-টি তথ্যবহুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *