Skip to content
Home » সুন্দরবন সম্পর্কে ৫ টি বাক্য

সুন্দরবন সম্পর্কে ৫ টি বাক্য

5 Sentences About Sundarbans

সুন্দরবন সম্পর্কে ৫ টি বাক্য BCS থেকে শুরু করে যেকোনো চাকুরী বা একাডেমিক পরীক্ষায় এসে থাকে। সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বনাঞ্চল। বাংলাদেশের প্রায় ৫ টি জেলার সীমান্ত ঘেসে এই বন অবস্থিত। তাই সুন্দরবন সম্পর্কে ৫ টি বাক্য আমাদের সকলের জানা উচিত।

বহির্বিশ্বে বাংলাদেশ কে চেনার এক অন্যতম নিদর্শন হলো এই সুন্দরবন । এর আয়তন প্রায় ১০ হাজার বর্গ কিলোমিটার । এই বন যৌথভাবে বাংলাদেশ এবং ভারতে অবস্থিত। বাংলাদেশে এর প্রায় ৬,৫১৭ বর্গ কিলোমিটার অংশ জুড়ে অবস্থিত। খুলনা , সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালি ও বরগুনা সহ ৫ টি জেলার সীমান্ত নিয়ে সুন্দরবনের বিসৃত। এই ম্যানগ্রোভ ফরেস্ট বা সুন্দরবন সম্পর্কে ৫ টি বাক্য কি হতে পারে চলুন জেনে নেই।

সুন্দর বন কি ?

বাংলায় সুন্দরবন-এর আক্ষরিক অর্থ সুন্দর জঙ্গল বা সুন্দর বনভূমি। সুন্দরবন হলো বঙ্গোপসাগরের উপকূলে গড়ে উঠা একটি প্রশস্ত বনভূমি। এই বনে প্রচুর পরিমানে সুন্দরী নামক একটি গাছ জন্মে বিধায় এর নামকরণ করা হয়েছে সুন্দরবন। সুমুদ্রের তীরে গড়ে উঠায় এই বন এর সম্পূর্ণ অংশ নোনা পানি যার কারণে একে ম্যানগ্রোভ ফরেস্ট বা লবনাক্ত জলাভূমি বলা হয় । এই বন শুধু মাত্র আমাদের পর্যটক কেন্দ্র নয় বরং সমুদ্র থেকে উৎপন্ন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকেও আমাদের রক্ষা করে।

সুন্দরবন সম্পর্কে ৫ টি বাক্য

৬ এ ডিসেম্বর ১৯৯৭ সালে সুন্দরবন উনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃত লাভ করে। বাংলাদেশের অন্যতম এই গুরুত্বপূর্ণ স্থান সুন্দরবন সম্পর্কে ৫ টি বাক্য কি হতে পারে চলুন জেনে নেই।

  1. সুন্দরবন এর প্রাতিষ্ঠানিক নাম হলো সুন্দরবন রিজার্ভ ফরেস্ট।
  2. সুন্দরবনে প্রায় ১৫০ প্রজাতির মাছ ও ৩৫০ প্রজাতির উদ্ভিদ রয়েছে।
  3. বাংলাদেশ এর প্রায় ৬৬% এবং ভারতের ৩৩% অংশ জুরে সুন্দরবন বিসৃত।
  4. সুন্দরবন রয়েল বেঙ্গল টাইগারদের আবাস্থল যা এই অঞ্চলে ঘুরতে আসা পর্যটকদের মূল আকর্ষণ।
  5. সুন্দরবন বিশ্বের একমাত্র স্থান যেখানে গঙ্গা ,ব্রম্মপুত্র এবং মেঘনা নদী একত্রিত হয় এবং বঙ্গোপসাগরে প্রবাহিত হয়।

বহুল জিজ্ঞাসিত প্রশ্ন সমূহ

সুন্দরবন সম্পর্কে ৫ টি বাক্য এই বিষয়ে আপনার মনে কতিপয় প্রশ্ন উঁকি দিচ্ছে? তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই সমস্ত প্রশ্ন ও উত্তর-

সুন্দরবন কে কেন ম্যানগ্রোভ ফরেস্ট বলা হয় ?

যে সকল সুমুদ্র উপকূলীয় অঞ্চলের বন প্রতিদিন সমুদ্রের লবনাক্ত জোয়ারের পানি তে প্লাবিত হয় সেই সকল বন কে ম্যানগ্রোভ ফরেস্ট বা লবনাক্ত জলাভূমি বলা হয়। সুন্দরবন সেই রকম সাদৃশ্যপূর্ণ।

সুন্দরবনে বর্তমান বাঘের সংখ্যা কত ?

বাংলাদেশ বন অধিদপ্তর এর তথ্য অনুসারে সুন্দরবনে প্রায় ১০০ টির বেশি বাঘ রয়েছে।

উপসংহার

বাংলাদেশ কে নিজের সন্তানের মতো আগলে রাখা এই সুন্দরবন যদি না থাকতো তাহলে হয়তো অনেক আগেই বাংলাদেশের বিশাল ক্ষতি হয়ে যেত। শুধুমাত্র দুর্যোগ থেকে নয় অর্থনীতি ও জীবিকা নির্বাহের দিক থেকেও সুন্দরবন অসামান্য ভূমিকা পালন করে। কিন্তু দিন দিন বাংলাদেশের জনবসতি অতি ঘন হয়ে যাওয়ায় এই বন কে টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে, তবে এই উদ্দেশ্যে বাংলাদেশ সরকার কাজ করছে। সর্বশেষ বলা যাই সুন্দরবন শুধু মাত্র বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থান নয় বরং সমগ্র বাংলাদেশের একটি বড় অংশ। এছাড়াও আপনার জ্ঞানকে প্রসারিত করতে শব্দ দূষণের ১০টি কারণ পড়তে পারেন।

“সুন্দরবন সম্পর্কে ৫ টি বাক্য” এ বিষয়ে আপনার যদি কিছু জানার থাকে তবে আপনি এই পোস্টের নিচে মন্তব্য করতে পারেন। এছাড়াও এই পোস্ট-টি তথ্যবহুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *