সরকারি পলিটেকনিক কলেজের তালিকা শীর্ষক আজকের প্রবন্ধে আপনাকে স্বাগতম। বাংলাদেশে মোট ৬৪ টি জেলা রয়েছে এবং প্রায় প্রতিটি জেলাতেই একটি করে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে। পলিটেকনিক ইনস্টিটিউট গুলোতে মূলত এসএসসি এবং সমমান পাস কৃত শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পেয়ে থাকে। প্রতি বছরের একটি নির্দষ্ট সময়ে সরকারি পলিটেকনিক কলেজে ভর্তি কার্যক্রম শুরু হয়। কিন্তু অনেক শিক্ষার্থীই জানেন না বাংলাদেশে কতটি সরকারি পলিটেকনিক রয়েছে এবং এর আসন সংখ্যা কত। ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ছাড়াও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আরো বেশ কয়েকটি শিক্ষাকার্যক্রম পরিচালিত হয়। এদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন লাইভস্টক, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি,ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন মেরিন টেকনোলজি, ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি, এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা), এইচএসসি (ভোকেশনাল) ও এসএসসি (ভোকেশনাল) ইত্যাদি।
পলিটেকনিক কলেজে কি ধরনের শিক্ষা প্রতিষ্ঠান?
সরকারি পলিটেকনিক কলেজের তালিকা দেখার আগে জেনে নেওয়া যাক পলিটেকনিক ইন্সটিটিউট এর পরিচয়। পলিটেকনিক ইনস্টিটিউট কলেজ হলো একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাস্তব ও কর্মমুখী শিক্ষা প্রদান করা হয়। এটি মূলত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে পরিচালিত হয়ে থাকে। বাংলাদেশের প্রেক্ষাপটে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (TSC) বা টিএসসি এক ধরনের শিক্ষা প্রতিষ্ঠান যেখানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (BTEB) এর আওতায় সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাস্তব ও কর্মমুখী শিক্ষা প্রদান করা হয়। এখান থেকে এসএসসি (ভকেশনাল) ও এইচএসসি (ভকেশনাল) পরীক্ষা দেওয়া যায়। এছাড়াও এখান থেকে বিভিন্ন টেকনিক্যাল শর্ট কোর্সও করা যায়। যার ব্যবহার করে দেশি ও বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের সুযোগ লাভ করা যায়।
সরকারি পলিটেকনিক কলেজের তালিকা
বর্তমানে বাংলাদেশে সরকারি পলিটেকনিক এবং লাইভস্টক ইনস্টিটিউট সহ সর্বমোট ৫৪ টি কারিগরি প্রতিষ্ঠান রয়েছে। যার মধ্যে ৪৯ টি সরকারি পলিটেকনিক এবং বাকি ৫টি হচ্ছে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আপনি যদি এ সকল প্রতিষ্ঠানের বিভাগ সমূহ এবং আসন সংখ্যা জানতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে নিচের দেওয়া টেবিলটি অনুসরণ করতে পারেন। নিচে সংক্ষেপে সরকারি পলিটেকনিক কলেজের তালিকা ছক আকারে উল্লেখ করা হলো।
ইনস্টিটিউটের নাম | বিভাগ সমূহ | আসন |
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট | সিভিল, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, আর্কিটেকচার, মেকানিক্যাল, কেমিক্যাল, অটোমোবাইল, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং, ফুড, পাওয়ার, এনভায়রনমেন্ট, ইলেকট্রনিক্স। | ১৩৫০ |
চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট | সিভিল, পাওয়ার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার, এনভায়রনমেন্ট। | ৬৫০ |
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট | সিভিল, পাওয়ার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার। | ৫০০ |
বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট | সিভিল, পাওয়ার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার, ইলেকট্রোমেডিক্যাল। | ৮০০ |
সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট | সিভিল, পাওয়ার, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেকট্রোমেডিক্যাল। | ৬৫০ |
পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট | সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার, কম্পিউটার, এনভায়রনমেন্ট, কনস্ট্রাকশন, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং। | ৮৫০ |
বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট | সিভিল, পাওয়ার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং। | ৬০০ |
রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট | সিভিল, পাওয়ার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার, ইলেকট্রোমেডিক্যাল। | ৬৫০ |
বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট, রাঙ্গামাটি | সিভিল (উড), মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল, কম্পিউটার, কনস্ট্রাকশন। | ৩০০ |
রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট | সিভিল, পাওয়ার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার, মেকাট্রনিক্স, ইলেকট্রোমেডিক্যাল। | ৫৫ |
ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট | সিভিল, পাওয়ার, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, মেকানিক্যাল, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং। | ৬০০ |
খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট | সিভিল, পাওয়ার, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার, ইলেকট্রনিক্স, এনভায়রনমেন্ট, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং। | ৬০০ |
ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট | সিভিল, পাওয়ার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার, ইলেকট্রোমেডিক্যাল। | ৮০০ |
দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট | সিভিল, পাওয়ার, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার, আর্কিটেকচার। | ৫৫০ |
ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট | সিভিল, পাওয়ার, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, মেকানিক্যাল, আর্কিটেকচার। | ৫০০ |
যশোর পলিটেকনিক ইনস্টিটিউট | সিভিল, পাওয়ার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার, টেলিকমিউনিকেশন। | ৬০০ |
কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট | সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, পাওয়ার, ইলেকট্রনিক্স, কম্পিউটার। | ৬০০ |
ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট | আর্কিটেকচার, ইলেকট্রোমেডিক্যাল, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স। | ৪০০ |
পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট | সিভিল, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং। | ৩৫০ |
টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট | সিভিল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, কনস্ট্রাকশন, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন। | ৫৫০ |
গ্রাফিক আর্টস ইনস্টিটিউট, ঢাকা | কম্পিউটার, গ্রাফিক্স ডিজাইন, প্রিন্টিং। | |
বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস এন্ড সিরামিক্স, ঢাকা | সিরামিক, গ্লাস। | ২০০ |
বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট, কুমিল্লা | সার্ভে | ১০০ |
চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট | কম্পিউটার, গার্মেন্টস ডিজাইন ও প্যাটার্ন মেকিং, আর্কিটেকচার, ইলেকট্রনিক্স। | ২০০ |
ফেনী কম্পিউটার ইনস্টিটিউট | টেলিকমিউনিকেশন প্রযুক্তি, কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি। | ১৫০ |
কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট | সিভিল, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, কনস্ট্রাকশন, আর্কিটেকচার। | ৪৫০ |
নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট | সিভিল, কম্পিউটার, ফুড, আর্কিটেকচার, এনভায়রনমেন্ট। | ২৫০ |
ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট | রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং, কম্পিউটার, ফুড, আর্কিটেকচার, মেকাট্রনিক্স। | ৩৫০ |
সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট| | সিভিল, কম্পিউটার, ইলেকট্রনিক্স, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং। | ৩০০ |
ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট | কম্পিউটার, ইলেকট্রনিক্স, এনভায়রনমেন্ট, সিভিল, ইলেকট্রিক্যাল। | ২৫০ |
সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট | কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, সিভিল, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং। | ৩০০ |
ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট | কম্পিউটার, ইলেকট্রনিক্স, সিভিল, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং। | ২৫০ |
বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট | সিভিল, কম্পিউটার, ইলেকট্রনিক্স, এনভায়রনমেন্ট, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং। | ৩৫০ |
নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট | কম্পিউটার, ফুড, সিভিল, ইলেকট্রিক্যাল, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং। | ৩০০ |
মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট | ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং, ফুড, মেকাট্রনিক্স। | ৬০০ |
খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট | কম্পিউটার, আর্কিটেকচার, ইলেকট্রনিক্স, সিভিল। | ৩৫০ |
রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট | কম্পিউটার, আর্কিটেকচার, ফুড, ইলেকট্রিক্যাল। | ২৫০ |
চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট | সিভিল, কনস্ট্রাকশন, কম্পিউটার, ইলেকট্রনিক্স, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং। | ৩০০ |
শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট | কম্পিউটার, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, টেলিকমিউনিকেশন। | ২৫০ |
ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট | কম্পিউটার, আর্কিটেকচার, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং, ইলেকট্রোমেডিক্যাল। | ২৫০ |
হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট | কম্পিউটার, সিভিল, ইলেকট্রনিক্স, আর্কিটেকচার। | ২৫০ |
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট | কম্পিউটার, সিভিল, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল। | ২৫০ |
কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট | কম্পিউটার, সিভিল, ফুড, ইলেকট্রিক্যাল রেফ্রিজারেশন | ৩০০ |
গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট | ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, ফুড, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং। | ৩০০ |
লক্ষীপুর পলিটেকনিক ইনস্টিটিউট | সিভিল, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, আর্কিটেকচার। | ৩০০ |
মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট | সিভিল, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, ইলেকট্রোমেডিক্যাল, মেকানিক্যাল, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং। | ৪০০ |
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট | ফুড, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, মেকাট্রনিক্স, কম্পিউটার, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং। | ৬০০ |
কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট | ইলেকট্রনিক্স, কম্পিউটার, ফুড, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং। | ৪০০ |
মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট | কম্পিউটার, ফুড, ইলেকট্রনিক্স, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং। | ৪০০ |
ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স, ব্রাহ্মণবাড়িয়া | ডিপ্লোমা ইন লাইভস্টক | ৫০ |
ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স, গাইবান্ধা | ডিপ্লোমা ইন লাইভস্টক | ৫০ |
ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স, নেত্রকোনা | ডিপ্লোমা ইন লাইভস্টক | ৫০ |
ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স, গোপালগঞ্জ | ডিপ্লোমা ইন লাইভস্টক | ৫০ |
ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স, খুলনা | ডিপ্লোমা ইন লাইভস্টক | ৫০ |
বহুল জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর সমূহ
সরকারি পলিটেকনিক কলেজের তালিকা এই বিষয়ে আপনাদের মনে বেশ কিছু পশ্ন থাকতে পারে। তবে চলুন জেনে নেওয়া যাক সেই সমস্ত সকল প্রশ্ন ও তার উত্তর।
বাংলাদেশের সরকারি পলিটেকনিক কয়টি ?
বর্তমানে বাংলাদেশে কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ৪৯টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে। এর মধ্যে পুরনো ইনস্টিটিউটের সংখ্যা হ্ছে ২০টি যেগুলো সম্পূর্ন সরকারি প্রতিষ্ঠান। এছাড়া নতুন রাজস্বভুক্ত ইনস্টিটিউট হচ্ছে ৫টি, মনোটেকনিক ইনস্টিটিউট হচ্ছে ৪টি, প্রকল্পভুক্ত ইনস্টিটিউট হচ্ছেন ১৮টি ও মহিলা পলিটেকনিক হলো ৩টি। এছাড়াও বাংলাদেশে আরও ৬৪টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ রয়েছে।
বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট কোনটি?
একনামে সবাই বলবে অবশ্যই ঢাকা পলিটেকনিক কলেজ। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের অন্যতম প্রাচীন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর একটি। কলেজটির প্রতিষ্ঠার কাজ শুরু হয় ১৯৫৩ সালে এবং শেষ হয় ১৯৫৫ সালে। প্রথম ব্যাচ ভর্তি করা হয় ১৯৫৬ সালে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত। এর উত্তরে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এবং দক্ষিণে কারিগরি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় অবস্থিত।
উপসংহার
একটি দেশের উন্নয়নের পিছনে কারিগরি শিক্ষার ভূমিকা অপরিসীম যা আমরা গনচীনের দিকে তাকালেই দেখতে পাই। এ জন্য বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষার প্রতি বেশ জোরদার পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে। আপনিও যদি দেশের উন্নয়নে অংশীদার হতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিজেকে কারিগরি এবং বাস্তবমুখী শিক্ষায় শিক্ষিত করে তুলুন। আজকের এই আলোচনায় বাংলাদেশের সকল সরকারি পলিটেকনিক কলেজের তালিকা এবং আসন সংখ্যা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আশাকরি ইতোমধ্যে আপানারা সকল পলিটেকনিক কলেজের বিভাগ সহ সকল তথ্য দেখতে পেরেছেন। বাংলাদেশের পলিটেকনিক শিক্ষা ব্যবস্থা সাধারণত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হয়ে থাকে। সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের পাশাপাশি এখন চাইলে বিভিন্ন কারিগরি কলেজ থেকেও চার বছর মেয়াদে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স করা যায়। তুলনামূলক যাদের এসএসসি পরীক্ষায় পয়েন্ট কম তারা সরকারি পলিটেকনিকগুলোতে না গিয়ে কারিগরি কলেজগুলো চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়াও আপনার জ্ঞানকে প্রসারিত করতে আমাদের বিদ্যালয় সম্পর্কে ১০টি বাক্য সম্পর্কে পড়তে পারেন।
“সরকারি পলিটেকনিক কলেজের তালিকা” এই বিষয়ে আপনার যদি কিছু জানার থাকে তবে আপনি এই পোস্টের নিচে মন্তব্য করতে পারেন। এছাড়াও এই পোস্ট-টি তথ্যবহুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।