Skip to content
Home » ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ডাক্তার তালিকা

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ডাক্তার তালিকা

National Heart Foundation Doctor List

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ডাক্তার তালিকা মাঝে মধ্যেই অনেকে জানতে চায়। বাংলাদেশে হার্ট এর চিকিৎসার জন্য ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর বিকল্প নেই। এখনে তুলনামূলক কম খরচে চিকিৎসা হয়ে থাকে। রয়েছে অনলাইনে ডাক্তার দেখানো বা সিরিয়াল দেওয়ার ব্যবস্থাও। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ডাক্তার তালিকা ও তাদের নাম পরিচিতি ও কোথায় বসেন সে সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। বাংলাদেশে হার্ট এর চিকিৎসার জন্য ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন খুবই গুরুত্বপূর্ন একটি প্রতিষ্ঠান। এখনে তুলনামূলক কম খরচে চিকিৎসা হবে থাকে যা নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য উপযোগী।

সাধারনত যিনি হৃদরোগের চিকিৎসা দিয়ে থাকেন তাকে কার্ডিওলজিস্ট বা হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দেয়া হয়ে থাকে। আর বর্তমান সময় হৃদরোগ খুব সাধারন কিন্তু অতি ভয়াবহ এবং গুরুত্বপূর্ণ একটি রোগ। এই রোগে আক্রান্ত রোগীরা হার্ট ফাইন্ডেশনে চিকিৎসা নেওয়ার জন্য আসে। সঠিক তথ্য ও ডাক্তারের সম্পর্কে না জানার জন্য অনেককে অনেক সময় ভোগান্তিতে পাড়তে হয়।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন কি?

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হচ্ছে হৃদরোগ ও রক্তসংবহন সংক্রান্ত জটিলতায় ভুগছে এমন রোগীদের সেবা প্রদান করার সাথে জড়িতি একটি চিকিৎসা প্রতিষ্ঠান। চিকিৎসক, সেবিকা এবং প্যারামেডিকদের প্রশিক্ষণ প্রদানের উদ্দেশ্যে নিয়ে ১৯৭৮ সনে প্রতিষ্ঠিত একটি বেসরকারি স্বাস্থ্য সেবা সংগঠন হলো ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন। ঢাকার মিরপুরে প্রতিষ্ঠিত হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে সব ধরনের হূদরোগের পরীক্ষা ও চিকিৎসা সুবিধা প্রদান করা হয়ে থাকে। ওপেন-হার্ট সার্জারি যেমন, বাল্ব সংযোজন এবং ভাস্কুলার (ধমনী ও শিরা সংক্রান্ত) অপারেশন এখানে নিয়মিত করা হয়ে থাকে।  

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ডাক্তার তালিকা

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন মিরপুর ঢাকা এর প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্যই হল বাংলাদেশের সর্বস্তরের বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের রোগীদের বিশ্বমানের হৃদরোগের চিকিৎসা সেবা প্রদান করা। এর জন্য এক ঝাঁক তরুন ও বিশেষ জ্ঞান সম্পন্ন অভিজ্ঞ চিকিৎসক প্রস্তুত রয়েছে আপনার চাহিদা মোতাবেক সেবা প্রদানের জন্য। নিম্নে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ডাক্তার তালিকা উল্লেখ তুলে ধরা হলো-

নামযোগ্যতারোগী দেখার সময়
প্রফেসর ডাঃ অশোক কুমার দত্তএমবিবিএস, এফসিপিএস (মেডিসিন), এমডি (কার্ডিওলজি), এফএসিসি (ইউএসএ)সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত। (শুধু শনিবার)
ডাঃ মোঃ আসাদুজ্জামানএমবিবিএস, এমডি (কার্ডিওলজি)সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত।বন্ধ: বৃহস্পতিবার ও শুক্রবার
ডাঃ দিলারা আফরোজএমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), ডি-কার্ড, সিসিডিসন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত।বন্ধঃ শুক্রবার
ডাঃ মীর আশেক মাহমুদএমবিবিএস, এফসিপিএস, সিসিডি, পিজিটিবিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত।বন্ধঃ শুক্রবার
ডাঃ মোঃ ফরহাদ জামালএমবিবিএস, এফসিপিএস (মেডিসিন), এমডি (কার্ডিওলজি)সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত।বন্ধঃ শুক্রবার
ডাঃ মোঃ কবিরুজ্জামানএমবিবিএস, এমডি (কার্ডিওলজি), এফএনআইসি (আইএন), এফএসিসিবিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত।বন্ধঃ শুক্রবার ও বৃহস্প্রতিবার
প্রফেসর ডাঃ ধীমান বণিকএমবিবিএস (ডিএমসি), ডি-কার্ড (ডিইউ), এমডি (কার্ডিওলজি), এফএসিসি (ইউএসএ)সিরিয়াল গ্রহনের সময় ফোনের মাধ্যমে জেনি নিতে হবে।
ডাঃ শহীদ আহমেদ চৌধুরীএমবিবিএস, ডিএ, এফসিপিএসসিরিয়াল গ্রহনের সময় ফোনের মাধ্যমে জেনি নিতে হবে।
ডাঃ হাসান মাহমুদ ইকবালএমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমডি (কার্ডিওলজি)বিকাল ৫টা থেকে রাত ৯টা  পর্যন্ত।(প্রতিদিন)
অধ্যাপক ফজিলা-তুন-নেসা মালিকএমবিবিএস ,M.R.C.P (U.K.) F.R.C.P (Edin)সিরিয়াল গ্রহনের সময় ফোনের মাধ্যমে জেনি নিতে হবে।
ডাঃ নাজির আহমেদএমবিবিএস, এমডি (কার্ডিওলজি), এফএসিসিসিরিয়াল গ্রহনের সময় ফোনের মাধ্যমে জেনি নিতে হবে।
ডাঃ মোহাম্মদ বদিউজ্জামানএমবিবিএস, এফসিপিএস (মেডিসিন), এমডি (কার্ডিওলজি), সিরিয়াল গ্রহনের সময় ফোনের মাধ্যমে জেনি নিতে হবে।
ডাঃ মীর নেছারউদ্দিন আহমেদএমবিবিএস, ডিসিডি (DU), এমডি (Cardiology), এফসিসিপি,সিরিয়াল গ্রহনের সময় ফোনের মাধ্যমে জেনি নিতে হবে।
ডাঃ অশোক কুমার দত্তএমবিবিএস, এফসিপিএস (মেডিসিন), এমডি (কার্ডিওলজি)সিরিয়াল গ্রহনের সময় ফোনের মাধ্যমে জেনি নিতে হবে।
ডাঃ মোহাম্মদ কবিরুজ্জামানএমবিবিএস, এমডি (কার্ডিওলজি)সিরিয়াল গ্রহনের সময় ফোনের মাধ্যমে জেনি নিতে হবে।
ডাঃ ধীমান বণিকএমবিবিএস, ডি-কার্ড, এমডি (কার্ড।)সিরিয়াল গ্রহনের সময় ফোনের মাধ্যমে জেনি নিতে হবে।
ডাঃ মোঃ হাবিবুর রহমানএমবিবিএস, এফসিপিএস (মেডিসিন), এমডি (কার্ডিওলজি)সিরিয়াল গ্রহনের সময় ফোনের মাধ্যমে জেনি নিতে হবে।
ডাঃ তৌফিক শাহরিয়ার হকএমবিবিএস, ডি-কার্ড, এমডি (কার্ডিওলজি)সিরিয়াল গ্রহনের সময় ফোনের মাধ্যমে জেনি নিতে হবে।
ডাঃ মোঃ আব্দুল মজিদ খানএমবিবিএস, এফসিপিএস (মেডিসিন), এমডি (কার্ডিওলজি)সিরিয়াল গ্রহনের সময় ফোনের মাধ্যমে জেনি নিতে হবে।
ডাঃ মোঃ কলিমুদ্দিনএমবিবিএস, এমডি (কার্ডিওলজি-ডিইউ), এমডি (ইউএসএসআর)সিরিয়াল গ্রহনের সময় ফোনের মাধ্যমে জেনি নিতে হবে।
ডাঃ মোঃ ফরহাদ জামালএমবিবিএস ( ঢাকা), এফসিপিএস (মেডিসিন), এমডি (কার্ডিওলজি-এনআইসিভিডি)সিরিয়াল গ্রহনের সময় ফোনের মাধ্যমে জেনি নিতে হবে।
ডাঃ জেসমিন হোসেনএমবিবিএস ( ঢাকা), এফসিপিএস (মেডিসিন), এমডি (কার্ডিওলজি-এনআইসিভিডি)সিরিয়াল গ্রহনের সময় ফোনের মাধ্যমে জেনি নিতে হবে।
ডাঃ নহারুমা আইভ হায়দার চৌধুরীসহকারী অধ্যাপক ও পরামর্শক পেডিয়াট্রিক কার্ডিওলজিসিরিয়াল গ্রহনের সময় ফোনের মাধ্যমে জেনি নিতে হবে।
ডাঃ মোঃ আবু তারেক ইকবালসহকারী অধ্যাপক ও পরামর্শদাতা হৃদরোগ বিশেষজ্ঞসিরিয়াল গ্রহনের সময় ফোনের মাধ্যমে জেনি নিতে হবে।
প্রফেসর ডাঃ শাহাবুদ্দিন খান এম বি বি এস (ডিএমসি), এম সি পি এস (মেডিসিন) এ.ডি (কার্ডিওলজি), পিএইচডি, এমআরসিপি (আয়ারল্যান্ড)সকাল ১০:০০ টা হতে সন্ধ্যা ০৭:০০ টা পর্যন্ত।বন্ধঃ শুক্রবার।
ডাঃ মোঃ আক্তারুজ্জামানএমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (মেডিসিন), এমডি (কার্ডিওলজী)(সকাল ১০:০০ টা হতে সন্ধ্যা ০৭:০০ টা পর্যন্ত।বন্ধঃ শুক্রবার।
ডাঃ মোঃ হাসান আলমগীরএমবিবিএস (ঢাকা), এমডি (কার্ডিওলজি), সিসিডি (বারডেম) মেডিসিন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, বাতজ্বর ও হৃদরোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক (কার্ডিওলজি)(সকাল ১০:০০ টা হতে সন্ধ্যা ০৭:০০ টা পর্যন্ত।বন্ধঃ শুক্রবার।
ডাঃ সৈয়দ মোহাম্মদ আলী রোমেলএমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমসিপিএস (মেডিসিন) এফসিপিএস, (মেডিসিন), এমডি (কার্ডিওলজি)সকাল ১০:০০ টা হতে সন্ধ্যা ০৭:০০ টা পর্যন্ত। বন্ধঃ শুক্রবার।
ডঃ সমীর আজম সানিএমবিবিএস, এমএস (সিভিটিএস) ফেলোশিপ অন বিটিং হার্ট সিএবিজি (তামিলনাড়ু)(সকাল ১০:০০ টা হতে সন্ধ্যা ০৭:০০ টা পর্যন্ত।বন্ধঃ শুক্রবার।
ডাঃ মুহাম্মদ মনিরুজ্জামান এমবিবিএস (এসএসএমসি), এমএস (সিভি ও টিওস), কনসালট্যান্ট কার্ডিয়াক সার্জারি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এবং রিচার্জ ইনস্টিটিউট কার্ডিওলজিস্ট,সকাল ১০:০০ টা হতে সন্ধ্যা ০৭:০০ টা পর্যন্ত।বন্ধঃ শুক্রবার।
ডাঃ মাহবুব মোর্শেদ এমবিবিএস, এমডি (কার্ডিওলজি) মেডিসিন এবং কার্ডিওলজি বিশেষজ্ঞ(সকাল ১০:০০ টা হতে সন্ধ্যা ০৭:০০ টাবন্ধঃ শুক্রবার।
ডাঃ মুহাম্মদ মুস্তাফিজুর রহমানএমবিবিএস, এমসিপিএস (মেডিসিন), এমডি (কার্ডিওলজি) কার্ডিওলজিস্ট,(সকাল ১০:০০ টা হতে সন্ধ্যা ০৭:০০ টা পর্যন্ত।বন্ধঃ শুক্রবার।
ডাঃ নাজমুন নাহার মিলিএমবিবিএস, এফসিপিএস (মেডিসিন-এফপি), সিসিডি (বারডেম) ডি কার্ডিওলজিতে কার্ড(সকাল ১০:০০ টা হতে সন্ধ্যা ০৭:০০ টা পর্যন্ত।বন্ধঃ শুক্রবার।
ডাঃ খন্দকার সহিদ হোসেন এমবিবিএস, এমডি (কার্ডিওলজি), এফএসিসি (ইউএসএ) অধ্যাপক (কার্ডিওলজি)(সকাল ১০:০০ টা হতে সন্ধ্যা ০৭:০০ টা পর্যন্ত।বন্ধঃ শুক্রবার।
ডাঃ পিজৌস বিশ্বাসএমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য) ডি-কার্ড (কার্ডিওলজি), এমডি (কার্ডিওলজি)(সকাল ১০:০০ টা হতে সন্ধ্যা ০৭:০০ টা পর্যন্ত।বন্ধঃ শুক্রবার।

বহুল জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর সমূহ

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ডাক্তার তালিকা  এই বিষয়ে আপনার মনে বেশ কয়েকটি প্রশ্ন থাকা স্বাভাবিক। অবশ্যই সেইসব প্রশ্নের উত্তর দেওয়া হবে। তবে চলুন জেনে নেই সেই সকল সমস্ত সকল প্রশ্ন ও তার উত্তর।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর চেয়ারম্যান কে?

হৃদরোগের চিকিৎসায় ১৯৭৮ সালে রাজধানীর মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন আব্দুল মালিক নামের জৈনেক ব্যক্তি। চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২০০৪ সালে আবদুল মালিককে স্বাধীনতা পদকে ভূষিত করা হয়।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর ঠিকানা ?

গ্রামের রোগীদের ক্ষেত্রে দেখা যায় যোগযোগের একটা সমস্যা। অনেকেই সঠিক ঠিকানা না জানার কারনে ভোগান্তিতে পড়ে থাকেন। নিম্নে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর ঠিকানা দেওয়া হলো। 

  • প্লট নং: ৭/২, সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬।
  • ফোন: ৮০৬১৩১৪-৬, ৮০৫৩৯৩৫-৬।

উপসংহার

হার্টের যে ধরনের সমস্যা হয় সে সকল সমস্যার জন্য এখানে ডাক্তারের ব্যবস্থা রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে হার্টের সকল রোগের চিকিৎসা করা হয় যেমন হার্ট অ্যাটাক হার্টের রিং পরানো হার্টের ফোটা থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে। হার্টের সমস্যা নানা রকম হতে পারে । অনেকে ভাবে যে একই রকম হার্টের সমস্যা হয় । মানুষ ভেদে এবং অবস্থা ভেদে নানারকম হয় এই সমস্যাটি। আর এর জন্য ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ডাক্তার তালিকা দেখে নিতে পারে যে আপনি কোন ডাক্তার এর সাক্ষাত গ্রহন করতে চান। এছাড়াও আপনার জ্ঞানকে প্রসারিত করতে ইবনে সিনা হাসপাতাল ধানমন্ডি ডাক্তার লিস্ট সম্পর্কে পড়তে পারেন।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ডাক্তার তালিকা এই বিষয়ে আপনার যদি কিছু জানার থাকে তবে আপনি এই পোস্টের নিচে মন্তব্য করতে পারেন। এছাড়াও এই পোস্ট-টি তথ্যবহুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *