গরু মোটাতাজাকরণ দানাদার খাদ্য তালিকা কেমন হবে তা অনেক খামারি জানতে চায়। একজন খামারি তখনই অধিক লাভবান হবে যখন তার গরু গুলো মোটাতাজা হবে। এজন্য ঘাস,লতাপাতা কচু রিপনা ইত্যাদি প্রাকৃতিক খাবারের পাশাপাশি গরুকে দানাদার খাদ্য দিতে হবে। অনেক খামারি জানেনা যে একটি গরুকে কতটুকু পরিমান দানাদার খাদ্য দিতে হবে। তাই আজকের আর্টিকেলে আমি বলব একটি গরুকে মোটাতাজাকরণে দানাদার খাদ্য তালিকা ঠিক কেমন হবে।
গরু মোটাতাজাকরণ কি?

গরু মোটাতাজাকরণ দানাদার খাদ্য তালিকা সম্পর্কে জানার আগে আমরা জেনে নিব যে গরু মোটাতাজাকরণ কি? স্বল্প সময়ে সময়ের মধ্যে অধিক প্রোটিন যুক্ত খাবার ও অধিক যত্নের মাধ্যমে গরুর দ্রুত মাংস বৃদ্ধির প্রক্রিয়াই হলো গরু মোটাতাজাকরণ।
অর্থাৎ তিন থেকে চার মাস সময়ের মধ্যে একটি গরুকে যথেষ্ট পরিমাণ প্রোটিনযুক্ত খাবার দিতে হবে। পাশাপাশি তার অধিক যত্ন নিতে হবে। ফলে গরুটির পূর্বের তুলনায় দ্রুত ওজন বাড়বে ও মাংস বৃদ্ধি পাবে। আর এটিই হলো গরু মোটাতাজাকরণ প্রক্রিয়া। গরু মোটাতাজা করার পদ্ধতিগুলো হচ্ছে
- ভালো জাতের গরু নির্বাচন করা।
- বাসস্থান ঠিক করা।
- প্রতিষেধক টিকা দেওয়া।
- কৃমিনাশক ঔষধ প্রয়োগ করা।
- প্রাকৃতিক খাবারের পাশাপাশি পুষ্টিকর খাবার সরবরাহ।
গরু মোটাতাজাকরণ দানাদার খাদ্য তালিকা সমূহ

গরুর খামার করে একজন খামারি ঠিক তখন লাভবান হবেন যখন তার গরুগুলো অধিক মোটাতাজা হবে। আর গরু মোটাতাজাকরণের ক্ষেত্রে দানাদার খাদ্যের কোন বিকল্প নেই। তবে সঠিক পরিমাণে যদি গরুকে দানাদার খাদ্য দেওয়া না হয়, তাহলে গরু স্বাস্থ্যবান হবে না। এজন্য গরু মোটাতাজাকরণ দানাদার খাদ্য তালিকা সম্পর্কে জানতে হবে।
আমাদের দেশে এমন অনেক খামারি আছেন যারা যথাযথ প্রশিক্ষণ না নিয়ে গরুর খামারের ব্যবসা নামেন। তারা গরুকে কখন প্রোটিন যুক্ত খাবার দিতে হবে, কখন দানাদার খাদ্য দিতে হবে কিছুই জানেনা। ফলে তারা নানারকম সমস্যার সম্মুখীন হয়। একটি গরুর সঠিকভাবে মোটাতাজা হওয়ার জন্য যথাযথ পরিমাণে খাদ্য দেওয়ার বিকল্প নেই।
আমাদের দেশে গবাদিপশু মোটাতাজাকরণ অনেক গুরুত্বপূর্ণ কাজ। কারণ এ দেশে গরুর মাংসের চাহিদা প্রচুর থাকলেও উৎপাদন কম। এছাড়া এই গরু মোটাতাজাকরণের সাথে দেশের কর্মসংস্থান, গোবর উৎপাদন, চামড়া উৎপাদন, নানা কিছু জড়িত। দেশে প্রতি বছর কোরবানিতে ৭০% গরু থাকে। সুতরাং খামারি যদি লাভবান হতে চায় তাহলে কোরবানি উপলক্ষে অনেক গরুকে মোটাতাজা করতে হবে। কারণ দেশে গো মাংসের চাহিদা পূরণে গরু মোটাতাজাকরণের কোনো বিকল্প আর নেই।
গরু মোটাতাজাকরণ দানাদার খাদ্য তালিকা – ০১

উপাদানের নাম | পরিমাণ (গ্রাম) |
---|---|
গমের ভুষি | ৫৪০ |
খেসারি ভুষি | ২০০ |
তিলের খৈল | ১৫০ |
মাছের গুঁড়া | ৮০ |
লবণ | ০৫ |
ঝিনুকের পাউডার | ২৫ |
শুষ্ক খাদ্য | ৯০০ |
মেটাবলিক শক্তি | ১০.৭০ |
আমিষ | ২০ |
গরু মোটাতাজাকরণ দানাদার খাদ্য তালিকা – ০২

উপাদানের নামঃ | পরিমাণ (গ্রাম) |
---|---|
চাল ভাঙ্গা | ২০০ |
গমের ভুষি | ৩০০ |
ধানের ভুষি | ২৩০ |
সরিষার খৈল | ১৯০ |
মাছের গুঁড়া | ৫০ |
লবণ | ০৫ |
ঝিনুকের পাউডার | ২৫ |
শুষ্ক খাদ্য | ৯০০ |
মেটাবলিক শক্তি | ১১.২৬ |
আমিষ | ১৮৭ |
উপরে উল্লেখিত গরুর দানাদার খাদ্যের তালিকা থেকে যেসকল খাদ্যের উপাদান অতি সহজে আপনি সংগ্রহ করতে পারবেন এবং সে সকল খাদ্যের উপাদান নিয়মিত ক্রয় সামর্থ্য রয়েছে শুধুমাত্র সেইসব উপাদানের মিশ্রণে তৈরি খাদ্যই হচ্ছে গরুর জন্য সবচেয়ে ভালো দানাদার খাদ্য।
বহুল জিজ্ঞাসিত প্রশ্ন-উত্তর সমূহ
গরু মোটাতাজাকরণ দানাদার খাদ্য তালিকা এই বিষয়ে আপনার মনে বেশ কয়েকটি প্রশ্ন উঁকি দিচ্ছে? তাহলে চলুন জেনে নেই সেই সকল প্রশ্ন ও উত্তর।
কি খাবার খেলে গরু মোটা তাজা হয়?
গরু প্রোটিন যুক্ত খাবার খেলে মোটা তাজা হয়। তাছাড়া ইউরিয়া চিটাগুড় ও ধানের খর একসাথে মিশিয়ে গরুকে খাওয়ালে গরু মোটা হয়।
গরু কত লিটার পানি পান করা উচিত?
শীতের সময় একটি গরুর শরীরের ওজন প্রতি ১০০ কেজির জন্য ১০ লিটার পানি পান করানো উচিত। এবং গরমের সময় প্রায় ২০ লিটার করে পানি পান করাতে হবে। এটিই গরুকে পানি পান করানোর উপযুক্ত পরিমাপ।
উপসংহার
গরু মোটাতাজাকরণ দানাদার খাদ্য তালিকা সম্পর্কে তো জেনে গেলেন। তবে মনে রাখবেন শুধু খাদ্য দেওয়ার ফলেই কিন্তু একটি গরু মোটা তাজা হবে না। বরং খাদ্যের পাশাপাশি গরুর অধিক যত্ন নিতে হবে। এবং গরু মোটাতাজাকরণের সকল ধাপগুলো মেনে চলতে হবে।
মনে রাখবেন একজন গরুর খামারি হিসেবে আপনি তখনই লাভবান হবেন,যখন আপনার গরু অধিক মোটা হবে। আর গরু বেশি মোটাতাজা হলে অনেক ভালো দামে বাজারে বিক্রি করতে পারবেন। এবং ব্যবসায় লাভবান হবেন। তাই খাবারের পাশাপাশি গরুকে সঠিক সময়ে কৃ মিনাশক ঔষধ, যথাযথ পরিমাণে পানি পান করানো ও সঠিক যত্ন নিতে হবে। এছাড়াও আপনার জ্ঞানকে প্রসারিত করতে আমাদের গ্রাম সম্পর্কে ১০টি বাক্য পড়তে পারেন।
“গরু মোটাতাজাকরণ দানাদার খাদ্য তালিকা” এ বিষয়ে আপনার যদি কিছু জানার থাকে তবে আপনি এই পোস্টের নিচে মন্তব্য করতে পারেন। এছাড়াও এই পোস্ট-টি তথ্যবহুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ!