কুকুর কামড়ালে কি কি খাওয়া যাবে না এই সমন্ধে জেনে রাখা প্রয়োজন। কেননা কুকুরে কামড়ালে জলাতঙ্ক হওয়ার আশংকা থাকে। তাই আপনার যদি কোন কারণে কুকুর কামড়ায় সে সময় ঘাবড়ে না গিয়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করুন। সাধারণত সব কুকুর জলাতঙ্কের জীবাণু বহন করে না। যেসব কুকুরের লালায় বেশী জীবানু রয়েছে সেসব কুকুর কামড়ালে জলাতঙ্ক হওয়ার সম্ভাবনা থাকে। তাই আজকের এই পোস্টটিতে আমি আপনাদের সাথে কুকুর কামড়ালে কি কি খাওয়া যাবে না এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তাই আজকের এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল।
জলাতঙ্ক কি?
জলাতঙ্ক ভাইরাস জনিত রোগ। যা মানুষ এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে এনসেফালাইটিস সৃষ্টি করে। যার ফলে এটিকে ঐতিহাসিকভাবে হাইড্রোফোবিয়া হিসাবে উল্লেখ করা হয়েছে। এর কারণ হচ্ছে যখন তরল পানি বা অন্য কিছু পান করা হয় তখন আতঙ্কের লক্ষণ দেখা দেয়। প্রাথমিক লক্ষণ হিসেবে জ্বর, বমি বমি ভাব, অনিয়ন্ত্রিত উত্তেজনা, পানি পান করার ভয় সহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। জলাতঙ্ক লাইসা ভাইরাস দ্বারা সৃষ্ট হয় , এবং যার মধ্যে রেবিস ভাইরাস এবং অস্ট্রেলিয়ান ব্যাট লাইসা ভাইরাস রয়েছে ।
কুকুর কামড়ালে কি কি খাওয়া যাবে না?
কুকুর কামড়ালে কি কি খাওয়া যাবে না এই বিষয়ে অনেকেই জানতে চায়, আর কুকুরের কামড়ালে জলাতঙ্ক রোগের ভয়ে রোগীরা কোন কিছু খেতে চায় না। বিশেষ জলাতাংকের রোগীরা পানি পান করতে চায় না। জল বা পানি দেখলে তারা অস্বাভাবিক আচরণ করে।
যদি কুকুর কামড়ে দেয় তাহলে কোন ধরনের কুকুর কামড় দিয়েছে এসবের উপর নির্ভর করে আক্রান্তকে ব্যক্তিকে Anti-rabies vaccine দেয়া হয় যাতে hydrophobia বা জলাতংক রোগ হয়ে মৃত্যুবরণ না করতে হয়। কুকুরের কামড়ের ক্ষেত্রে চিকিৎসার বিকল্প আর কিছুই নেই। কুকুরে কামড়ালে সব কিছুই খাওয়া যেতে পারে।
কুকুর কামড়ালে যা করতে হবে?
পাগলা কুকুরের যখন উপদ্রব বেড়ে যায়, তখন কুকুর কামড়ানোর ভয় থাকে, অনেকেরই এসব কুকরে কামড়ে দেয়। যদি আপনার কোন কারণ কুকুর কামড়ে দেয় তাহলে কি করবেন এই বিষয়ে জেনে রাখতে হবে। প্রথমত, রাস্তায় চলার সময় সমস্ত কুকুরের গতিবিধি লক্ষ্য করুন। সব কুকুরই যে আপনাকে আক্রমণ করবে ব্যাপার টা তা নয়। কিছু কিছু পাগলা কুকুর আছে তারা আচমকা আপনাকে আক্রমণ করতে পারে। যদি আপনাকে কুকুরে কোন সময়েও আক্রমণ করে তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন।
১। কুকুর কামড়ে দিলে আতঙ্ক হবেন না
যদি কোন সময় আপনাকে কুকুরে আক্রমণ করে বা আচড় কিংবা কামড়ে দেয় তাহলে আতঙ্কিত হবেন না। প্রথমত আক্রান্ত স্থানে ক্ষত ও রক্তপাতের তীব্রতা খেয়াল করুন। এরপর ক্ষতস্থান ভালোভাবে চেপে ধরুন, যাতে তাড়াতাড়ি রক্তপাত বন্ধ হয়ে যায়।
২। ক্ষতস্থান পর্যবেক্ষণ করুন
শুরুরেই আপনাকে আক্রান্ত স্থানে ক্ষত ও রক্তপাতের তীব্রতা খেয়াল করতে হবে। আপনি অবশ্যই চেষ্টা করবেন দ্রুত সময়ের মধ্য রক্তপাত বন্ধ করার।
৩। ক্ষতস্থান ভালোভাবে পরিষ্কার করুন
কাছে পিঠে কোথাও টিউবওয়েল অথবা পানির স্থান থাকলে অন্ত্যত ১০ মিনিট সময় ধরে ক্ষত স্থান ভালোভাবে পরিষ্কার করুন। সবচেয়ে ভালো হয় অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান ব্যবহার করে ক্ষতটি ভালোভাবে পরিষ্কারের জন্য। এটি ক্ষতের ব্যাকটেরিয়া ও জীবাণু পরিষ্কার করতে অনেক বেশী সাহায্য করবে। আক্রান্ত স্থান উঁচু রাখার চেষ্টা করুন। আতঙ্কে কষ্ট করে দাঁড়িয়ে থাকার দরকার নেই। ক্ষত পরিষ্কার করা হয়ে গেলে সময় নষ্ট না করে ক্ষত–পরবর্তী সংক্রমণের হার কমানোর জন্য নিকটস্থ চিকিৎসাকেন্দ্র থেকে ক্ষতস্থানে কোনো অ্যান্টিবায়োটিক মলমের প্রলেপ প্রয়োগ করে একটি জীবাণুমুক্ত গজ কাপড় দিয়ে ব্যান্ডেজ করে ফেলুন।
৪। দ্রুত জলাতঙ্কের টিকা নেওয়ার চেষ্টা করুন
নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে অথবা হাসপাতালে চিকিৎসকের কাছে জলাতঙ্কের টিকা ব্যাপারে পরামর্শ নিন। জলাতঙ্কের জন্য সাধারণত দুই ধরনের টিকা রয়েছে। এই টিকার দুটোই আপনাকে দিতে হবে না। চিকিৎসক বলে দেবেন আপ্পনাকে কোনটি নিতে হবে। অনেককে দুটোও নিতে হতে পারে। তবে সেলফ মেডিকেশন নেবেন না। দ্রুত চিকিৎসক থেকে পরামর্শ নিন।
বহুল জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর সমূহ
কুকুর কামড়ালে কি কি খাওয়া যাবে না এই বিষয়ে আপনাদের মনে বেশ কিছু পশ্ন থাকতে পারে। তবে চলুন জেনে নেওয়া যাক সেই সমস্ত সকল প্রশ্ন ও তার উত্তর।
কুকুর কামড়ালে কি রোগ হয়?
কুকুরে কামড় বা আঁচড় দিলে জলাতঙ্ক রোগ হওয়ার অনেক বেশী আশঙ্কা থাকে। বিশেষ করে র্যাবিস আক্রান্ত কুকুর যদি কামড় দেওয় তাহলে ৯৯ শতাংশ ক্ষেত্রে জলাতঙ্ক রোগ হতে পারে।
কুকুর কামড়ালে কত দিন পর জলাতঙ্ক হয়?
কুকুর কিংবা সন্দেহজনক প্রাণি কামড়ালে ৯ থেকে ৯০ দিনের মধ্য জলাতঙ্কের লক্ষণ দেখা দিতে পারে।
উপসংহার
কুকুর একটি শান্ত প্রাণী হলেও অনেক সময় ক্ষিপ্ত হয়ে উঠলে কামড়ে দেয়। তাই কোনোভাবে যদি কুকুর আপনাকে কামড়ে দেয় তাহলে একদমই সময় নষ্ট না করে দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে এবং প্রয়োজনীয় চিকিৎসা নিতে ও ভ্যাক্সিন গ্রহণ করতে হবে। আজকে আমি আপনাদের সাথে কুকুর কামড়ালে কি কি খাওয়া যাবে না – কুকুর কামড়ালে কি করতে হবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। এছাড়াও পুষ্টি কত প্রকার ও কি কি? এই পোস্টটি পড়তে পারেন।
“কুকুর কামড়ালে কি কি খাওয়া যাবে না” এই বিষয়ে আপনার যদি কিছু জানার থাকে তবে আপনি এই পোস্টের নিচে মন্তব্য করতে পারেন। এছাড়াও এই পোস্ট-টি তথ্যবহুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।