বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের কারণ আমাদের সকলের জন্যে একটি গুরুত্বপূর্ণ তথ্য। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস হচ্ছে প্রকৃতি। সৃষ্টিকর্তা ছাড়া প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা সেই ক্ষমতা আর কারো নেই। প্রকৃতি ঠিক কতটুকু শক্তিশালী তার একটি প্রমাণ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। কোনো প্রাকৃতিক দুর্যোগ আসার আগে তার পূর্বাভাস পাওয়া গেলেও সে দুর্যোগকে কিন্তু আটকানো যায় না কিন্তু ক্ষয়ক্ষতির পরিমান কমানো যেতে পারে। বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহৎ ব-দ্বীপ এবং প্রাকৃতিক দুর্যোগ এই দেশটির নিত্যসঙ্গী। উপকূলবর্তী অঞ্চলে বসবাসরত মানুষগুলোকে বাঁচতে হয় এই প্রাকৃতিক দুর্যোগকে সঙ্গী করে। বাংলাদেশ একটি প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ।
দেশটির ভৌগোলিক অবস্থানের কারণে প্রাকৃতিক দুর্যোগের প্রভাব দিনদিন বেড়েই চলেছে। অপরিকল্পিত নগরায়ন, বনভূমি উজাড় হয়ে যাওয়া, সুষ্ঠু নদী ব্যবস্থাপনার অভাব,জনসংখ্যার আধিক্য, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং মানুষের জ্ঞান ও সচেতনতার ঘাটতির কারণে এই সমস্যা সময়ের সঙ্গে আরও প্রকট হচ্ছে । প্রাকৃতিক দুর্যোগ হলো এক ধরনের দুর্ঘটনা বা বিপর্যয় যা স্বাভাবিকভাবেই প্রকৃতির নিয়মে ঘটে থাকে। তার পিছনে মানুষের সরাসরি কোনো হাত থাকে না।
দুর্যোগ বলতে কী বোঝায়?
দুর্যোগ বলতে দুর্ঘটনাকে বোঝায় যা প্রাকৃতিকভাবে বা মনুষ্যসৃষ্ট কর্মের দ্বারা সংঘটিত হয় যার ফলে ক্ষতিকর ফলাফল ঘটে থাকে। তবে আগে থেকে সাবধানতা অবলম্বন করা হলে এই দুর্ঘটনাগুলি এড়ানো যেতে পারে বা ক্ষতির পরিমান কমিয়ে আনা যেতে পারে। দুর্যোগ প্রতিরোধ বা এর পরবর্তী প্রভাব পরিচালনার জন্য এই প্রক্রিয়াটিকে দুর্যোগ ব্যবস্থাপনা বলা হয়। আমরা মাঝে মধ্যেই ছোট বড় বিভিন্ন প্রাকৃতি দুর্যোগের সম্মুখী হয়ে থাকি। দুর্যোগ প্রাকৃতি ও কৃত্রিম দুই ধরনের হয়ে থাকে।
প্রাকৃতিক দুযোগ কাকে বলে?
বন্যা, ঘূর্ণিঝড় ও নদীভাঙনের মতো দুর্ঘটনা যা মানবসৃষ্ট নয় সেইসব দুর্ঘটনাসমূহকে বলা হয় প্রাকৃতিক দুর্যোগ। সহজ করে বললে প্রাকৃতিকভাবে সৃষ্ট দুর্যোগসমূহ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ যেখানে মানুষের কোন হাত নেই। সাধারণত ভৌগোলিক কারণে প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হয়ে থাকে। প্রাকৃতিক দুর্যোগের মাত্রা ছোট হোক কিংবা বড় এর ক্ষতিকর প্রভাব পরিবেশ ও মানবজীবনের ওপর দীর্ঘদিন পর্যন্ত থেকে যায়। বাংলাদেশ ভৌগলিকগত কারনে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মধ্যে থাকলেও ভূমিকম্প হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে ভয়াবহ। এই দুর্যোগের ভয়াবহতার দিক থেকে বাংলাদেশ বর্তমানে দুই নম্বরে অবস্থান করছে আর এক নম্বরে রয়েছে ইরান।
বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের কারণ
প্রাকৃতিক দুর্যোগ হলো এমন একটি প্রাকৃতিক ঘটনা যাতে মানুষের জীবনহানি, সম্পত্তির ক্ষতি, জীবিকা ও পরিষেবার ক্ষতি, সামাজিক ও অর্থনৈতিক ব্যাঘাত, আঘাত বা অন্যান্য স্বাস্থ্যঝুঁকির প্রভাব বা পরিবেশগত ক্ষতির কারণ হতে পারে।হারিকেন, টর্নেডো, তুষার ঝড়, সুনামি, ঘূর্ণিঝড়, দাবানল, ভূমিকম্প, ভূমিধস, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, বন্যা, এবং মহামারীর মতো বিভিন্ন ঘটনা হল প্রাকৃতিক বিপদ বা দুর্যোগ যার কারনে হাজার হাজার মানুষ হতাহত হয় এবং কোটি কোটি টাকার আবাসস্থল ও সম্পত্তি ধ্বংস করে। বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের কারণ নিচে সংক্ষেপে তুলে ধরা হলো।
১। ভূতাত্ত্বিক অবস্থান
বাংলাদেশ একটি ভূমিকম্প প্রবণ দেশ। আমাদের এই দেশ হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ার কারনে এখানে ভূমিকম্পের ঝুঁকি অনেক বেশি। মূলত ভূতাত্তিক অবস্থানের জন্যই বাংলাদেশে এই ঝুঁকির মধ্যে রয়েছে।
২। আবহাওয়ার অবস্থা
বাংলাদেশ একটি উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ার দেশ। যার কারনে ঘূর্ণিঝড়, বন্যা এবং দাবানলের মতো আবহাওয়ার চরম অবস্থার ঝুঁকিতে রয়েছে দেশটি। তাই প্রতিনিয়ত ছোট বড় অনেক ধরনের প্রাকৃতিক দুর্যোগ প্রতি বছর হানা দেয় আমাদের উপর।
৩। জলবায়ু পরিবর্তন
জলবায়ু পরিবর্তনের কারনে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে দিন দিন। উষ্ণতা বৃদ্ধির ফলে বন্যা, ঘূর্ণিঝড় এবং দাবানলের মতো দুর্যোগের তীব্রতা এবং স্থায়িত্ব বাড়ছে প্রতিনিয়ত। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। প্রতি বছর আবার বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে বন্যা হয়। এছাড়াও বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়াতে মানুষের বিভিন্ন কার্যকলাপ অবদান রাখছে।
৪। বন উজাড়
বন হলো প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে প্রতিরক্ষার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। বন বৃষ্টিপাত কমাতে, মাটির ক্ষয় রোধ করতে এবং বাতাসের গতি কমাতে সাহায্য করে থাকে। বন উজাড়ের ফলে এই সুরক্ষা ব্যবস্থাগুলি দুর্বল হয়ে যাচ্ছে দিনকে দিন। যার ফলে বন্যা, ভূমিধস এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বেড়ে যাচ্ছে প্রতিনিয়ত। যদি আমরা এই বন উজাড় থেকে বের হতে না পারি অদূর ভবিষ্যতে আমাদের পরিবেশের অস্তিত্ব সংকটের মধ্যে পড়বে।
৫। নদীর তীর ভরাট
আমরা জানি নদীর তীর ভরাট করার ফলে নদীর গতিপথ পরিবর্তিত হয়। মানুষ প্রতিনিয়ত নদী ভরাট করছে যার জন্য বন্যার ঝুঁকি বাড়ছে এবং নদীর তীরে বসবাসকারী মানুষের জীবনের ঝুঁকি আগের চেয়ে আরো বাড়ছে। নদী ভরাটের ফলে প্রায় সময় অকাল বন্যা এসে হাজির হচ্ছে স্থলভাগে।
৬। অপরিকল্পিত নগরায়ন
অপরিকল্পিত নগরায়নের ফলে নগর এলাকায় জলাবদ্ধতা, ভূমিধস এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে। নতুন নতুন স্কুল-কলেজ স্থাপন, কল-কারখানা তৈরি, রাস্তাঘাট নির্মান প্রভৃতি কারনে গ্রাম হয়ে যাচ্ছে শহর। যার ফলে প্রাকৃতি পরিবেশের উপর এক বিরাট প্রভাব পড়ছে। আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করলে হয়তো বা দুর্যোগের পরিমান কমিয়ে আনা সম্ভব।
বহুল জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর সমূহ
বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের কারণ এই বিষয়ে আপনাদের মনে বেশ কিছু পশ্ন থাকতে পারে। তবে চলুন জেনে নেওয়া যাক সেই সমস্ত সকল প্রশ্ন ও তার উত্তর।
বাংলাদেশে দুর্যোগের অন্যতম কারণ কি?
বাংলাদেশে শীত মৌসুমে হঠাৎ শৈত্য ও উষ্ণ প্রবাহ এবং ঘন কুয়াশা লক্ষ করা যায়। এ ছাড়া এ দেশে সংগঠিত প্রাকৃতিক দুর্যোগসমূহের মধ্যে ভূমিকম্প হচ্ছে অন্যতম। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং বৈশ্বিক উষ্ণায়ন এ দুর্যোগ সংঘটনের প্রধান কারণ । বাংলাদেশের জীবন ও অর্থনীতির উপর এইসব দুর্যোগের প্রভাব লক্ষ করা যায়।
প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার উপায়?
যে কোন দূর্যোগের সময় বাইরের দেয়াল, জানালা, ফায়ারপ্লেস এবং ঝুলন্ত বস্তু থেকে দূরে থাকতে হবে। আপনি যদি বিছানা বা চেয়ার থেকে নড়াচড়া করতে অক্ষম হন তবে কম্বল এবং বালিশ দিয়ে ঢেকে পড়ে থাকা বস্তু থেকে নিজেকে রক্ষা করুন। আপনি যদি বাইরে থাকেন, গাছ, টেলিফোনের খুঁটি এবং বিল্ডিং থেকে দূরে একটি খোলা জায়গায় যান এবং সেখানে অবস্থান করুন।
উপসংহার
উপরোক্ত আলোচনা থেকে আমরা বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের কারণগুলো সম্পর্কে জানলাম। প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের অন্যান্য সমস্যাগুলোর মধ্যে অন্যতম প্রধান সমস্যা। বিভিন্ন কারণে বাংলাদেশ বেশি প্রাকৃতিক দুর্যোগের দেশে পরিণত হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারনে বাংলাদেশ অগ্রগতির ধারা থেকে আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে দিনের পর দিন। প্রাকৃতিক দুর্যোগের জন্য প্রতি বছরই এ দেশের জনগণের জান-মাল, সহায়-সম্পত্তি,প্রকৃতি ও পরিবেশের বিপুল ক্ষতি সাধিত হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগকে কখনো বন্ধ করা সম্ভব হয় না। কখন এসে হাজির হবে তাও প্রায় বলা যায় না। তবুও পৃথিবীর অন্যান্য উন্নত দেশের মতো আমাদের দেশের সরকার এবং সাধারন মানুষ যদি পরিকল্পিত দুর্যোগ ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার চেষ্টা করে তাহলে এর দ্বারা ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে। বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা অত্যন্ত ব্যাপক।
প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে হাজার হাজার মানুষ মারা যায় এবং বিপুল পরিমাণ সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়ে থাকে। পৃথিবীতে যত দূর্যোগপূর্ন দেশ রয়েছে তারমধ্যে বাংলাদেশ অন্যতম একটি দূর্যোগপ্রবণ দেশে পরিনিত হয়েছে। বাংলাদেশে যে প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় তার রূপ খুবই ভয়ংকর। বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ গুলোর মধ্যে রয়েছে জলোচ্ছ্বাস, ভূমিকম্প, টর্নেডো, বন্য, খর, এবং নদীভাঙ্গন ইত্যাদি। এছাড়াও আপনার জ্ঞানকে প্রসারিত করতে ৫ টি মহাসাগরের নাম সম্পর্কে পড়তে পারেন।
“বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের কারণ” এই বিষয়ে আপনার যদি কিছু জানার থাকে তবে আপনি এই পোস্টের নিচে মন্তব্য করতে পারেন। এছাড়াও এই পোস্ট-টি তথ্যবহুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।