Skip to content
Home » ঢাকার সেরা বেসরকারি কলেজের তালিকা

ঢাকার সেরা বেসরকারি কলেজের তালিকা

List Of Best Private Colleges In Dhaka

ঢাকার সেরা বেসরকারি কলেজের তালিকা আমরা যারা সচেতন অভিভাবক তারা প্রায় জানতে চায়। ঢাকার প্রথম বেসরকারি কলেজ ছিলো জগন্নাথ কলেজ। তার প্রায় পঞ্চাশ বছর আগে ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল প্রভাবশালী বিদ্যাপীঠ ঢাকা কলেজের। বাংলাদেশে ক্রমবর্ধমান জনসংখ্যার শিক্ষার চাহিদা পূরনের জন্য সরকারি কলেজের পাশাপাশি বাংরাদেশে গড়ে উঠেছে অসংখ্য বেসরকারি কলেজ। যারা একটি দক্ষ ও যোগ্য জনগোষ্ঠী গড়ে তোলার প্রত্যয় নিয়ে নিরলসভাবে কাজ করে চলেছে। সরকারি পৃষ্ঠপোষকতা না থাকলেও পরোক্ষ বা প্রত্যক্ষভাবে সরকার এদের বিভিন্ন সহযোগীতা করে থাকে। সরকার যেখানে শতভাগ মানুষকে শিক্ষা প্রদানের জন্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় হিমসিম খাচ্ছে সেখানে এই বেসরকারি কলেজগুলো সেই অভাব পূরন করে দিচ্ছে অনায়াসে। সারা বাংলাদেশে বহু বেসরকারি কলেজ সুনামের সাথে শিক্ষা পাঠ্যক্রম পরিচালনা করে গুনগন শিক্ষা প্রদানে মানুষের আস্থা অর্জন করেছে। আজকের আলোচনায় থাকছে সেইসব সেরা কলেজের নানা অজানা কথা।

বেসরকারি কলেজ কাকে বলে?

যে সকল কলেজ সরকারের রাজস্ব থেকে কোন বেতন ভাতা পায়না তাদেরকে বেসরকারি কলেজ বলা হয়। তবে আমাদের দেশে সরকারের রাজস্ব থেকে বেতন ভাতা পেলেও তাদেরকে আবার এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান বলে। এধরনের কলেজগুলো সাধারণত সরকার থেকে শতভাগ বেতন এবং কিছু পরিমাণ বাসা ভাড়া পেয়ে থাকে। এই কলেজ সমূহ সরকারের ব্যবস্থাপনায় ম্যানেজিং কোন ক্ষেত্রে গর্ভনিং বডির দ্বারা পরিচালিত হয়ে থাকে। পৃথিবীর বেশীরভাগ দেশে বেসরকারি কলেজ রয়েছে। বাংলাদেশ সহ বিশ্বের বহু দেশে বেসরকারি কলেজের সংখ্যা সরকারি কলেজ হতে অনেক অনেক বেশি।

ঢাকার সেরা বেসরকারি কলেজের তালিকা

ঢাকা শহরের বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে অনেক বেসরকারি কলেজ। সেইসব কলেজ থেকে ঢাকার সেরা বেসরকারি কলেজ গুলোর মধ্যে অন্যতম হচ্ছে নটরডেম কলেজ,আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ,ঢাকা কলেজ, সেন্ট জোসেফ কলেজ, ঢাকা কমার্স কলেজ, ন্যাশনাল আইডিয়াল কলেজ, নৌবাহিনী কলেজ, মাইলস্টোন কলেজ ইত্যাদি। নিচে সংক্ষেপে কয়েকটি ঢাকার সেরা বেসরকারি কলেজের তালিকা বর্ণনা করা হলো।

১। নটরডেম কলেজ

বর্তমানে নটরডেম কলেজ ঢাকার সেরা কলেজের মধ্যে প্রথম স্থানে অবস্থান করছে। নটর ডেম কলেজ বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত। কলেজটি পবিত্র ক্রুশ সন্ন্যাস সংঘের ধর্মযাজকদের দ্বারা প্রতিষ্ঠিত ও পরিচালিত একটি উচ্চ মাধ্যমিক ও স্নাতক শিক্ষাপ্রতিষ্ঠান। ভারত বিভাগের পর কলেজ প্রতিষ্ঠার জন্য পূর্ব পাকিস্তানে সরকারের আমন্ত্রণ পেয়ে তৎকালীন আর্চবিশপ লরেন্স গ্রেনারের তৎপরতায় ও পবিত্র ক্রুশ সন্ন্যাস সংঘের সিদ্ধান্ত অনুসারে রোমান ক্যাথলিক পাদ্রি সম্প্রদায় কর্তৃক ১৯৪৯ খ্রিষ্টাব্দের ৩রা নভেম্বর ঢাকার লক্ষ্মীবাজারে সেন্ট গ্রেগরিজ উচ্চ বিদ্যালয়ের পরিবর্ধিত রূপ হিসাবে সেন্ট গ্রেগরিজ কলেজ প্রতিষ্ঠিত হয়। ১৯৫৪ খ্রিষ্টাব্দে কলেজটিকে কমলাপুর রেলওয়ে স্টেশনের নিকটবর্তী মতিঝিল থানার অন্তর্গত আরামবাগে স্থানান্তরিত করা হয় এবং যিশু খ্রিষ্টের মাতা মেরির নামে কলেজটি উৎসর্গ করে নটর ডেম কলেজ নাম রাখা হয়। 

২। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ

বর্তমানে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ঢাকার সেরা কলেজের মধ্যে তৃতীয় নম্বরে অবস্থান করছে। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ অন্যতম একটি শিক্ষাবান্ধব কলেজ। ১৯৬০ সালের ১৬ ফেব্রুয়ারি ইংরেজি মাধ্যমের বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল। যার প্রতিষ্ঠাতা ছিলেন তৎকালীন পাকিস্তানের অন্যতম ব্যবসায়ী গুল মোহাম্মদ আদমজী। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত একটি উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান। উচ্চ মাধ্যমিক ছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা পরিচালনায় কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়েছে। এটি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত হয়ে আসছে।কলেজটি মূলত সামরিক বাহিনীর সদস্যদের সন্তানদের জন্য হলেও বেসামরিক ব্যক্তিবর্গের সন্তানরাও এতে পড়াশোনা করার সুযোগ পায়। কলেজটি ১৬ ফেব্রুয়ারী ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আদমজী ক্যান্টনমেন্ট কলেজে  বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং মানবিক শাখা রয়েছে। এই কলেজের পাসের হার ৯৯.৪২%। এখানে শুধু দিবা শিফটে ক্লাস হয়। 

৩। ভিকারুননিসা নুন স্কুল ও কলেজ

ভিকারুননিসা নুন স্কুল ও কলেজ ঢাকার বেইলি রোডে অবস্থিত বাংলাদেশের মেয়েদের একটি স্বনামধন্য বিদ্যালয়। ১৯৫২ সালে তৎকালীন পাকিস্থানের পূর্ব পাকিস্তান প্রদেশের গভর্নর ফিরোজ খান নুনের সহধর্মিনী ভিকার উন নিসা নুন ঢাকায় মেয়েদের একটি আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান শুরু করার লক্ষ্যে স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন। পরে তার নামানুসারেই স্কুলটির নামকরণ করা হয়েছে। ভিকারুননিসা স্কুলের সাথে ক্ষেত্রবিশেষে উপমহাদেশের ইতিহাসের সংযোগ রয়েছে। এটি এখন বাংলাদেশের নামকরা স্কুলগুলোর মধ্যে অন্যতম। স্কুলটির নামের উৎস জন্মসূত্রে অস্ট্রিয়ান মহিলা ভিকারুননিসা নুন। ১৯৪৫ সালে ফিরোজ খান নুনের সাথে বিবাহে আবদ্ধ হওয়ার সূত্রে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে তার পূর্ববর্তী নাম ভিক্টোরিয়া পরিবর্তন করে ভিকারুননিসা নুন নাম গ্রহণ করেছিলেন। ভিকারুননিসা নূন কলেজ ঢাকার সেরা ৩টি কলেজের মধ্যে একটি। কলেজটি ১৯৫২ সালের ১ জানুয়ারী প্রতিষ্ঠিত হয়েছিল। কলেজটিতে শুধু মেয়েরা ভর্তি হতে পারে। এই প্রতিষ্ঠানে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা রয়েছে। 

৪। ঢাকা সিটি কলেজ

স্থানীয় শিক্ষাবিদ এবং সমাজকর্মীদের পৃষ্ঠপোষকতায় কলেজটি ১৯৫৭ সালে পাকিস্তান শাসনামলে প্রতিষ্ঠিত হয়েছিল। ঢাকা সিটি কলেজ ঢাকা শহরের ধানমন্ডির কুদরত-ই-খুদা সড়কে প্রতিষ্ঠিত কটি বেসরকারি মাধ্যমের উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বটে। প্রতি বছর উচ্চমাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে ঢাকা বোর্ডের সেরা সেরা দশ কলেজের মধ্যে ঢাকা সিটি কলেজ তার অবস্থান জানান দেয়। উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রসারে ঢাকার প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত এই কলেজটি অর্জন করেছে আলোকসম্ভব কৃতিত্ব এবং নিজেকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। এখানে এইচএসসি, স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রির জন্য কোর্স পড়ানো হয়। কলেজটি বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি কলেজ।

৫। রাজউক উত্তরা মডেল কলেজ

বাংলাদেশে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এর সহযোগিতায় এবং শিক্ষা মন্ত্রণালয়ের সরাসরি নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনায় ১৯৯৪ সালে প্রায় সাড়ে ৪ একর জমির উপর রাজধানীর উত্তরায় রাজউক উত্তরা মডেল কলেজটি স্থাপিত হয়। ১৯৯৪ সালের প্রথম দিকে প্রধান একাডেমিক ভবনের নির্মাণ কাজ শেষ হয় এবং তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৯৯৪-৯৫ শিক্ষাবর্ষে কলেজ শাখার উদ্বোধন করেন। অবকাঠামোগত সুযোগ সুবিধার স্বল্পতার কারণে ১৯৯৫ সালে আরেকটি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয় এবং ২০০১ সালে ক্যাম্পাসটি বর্তমান রূপধারণ করে। একটি শাখা নিয়ে রাজউক উত্তরা মডেল কলেজ যাত্রা শুরু করে কিন্তু অধিক শিক্ষার্থীর চাপ সামলানোর জন্য সরকারের পরামর্শ অনুযায়ী পরবর্তীতে ২০০৩ সালে বিদ্যালয়টিতে দিবা শাখা চালু করা হয়। রাজউক উত্তরা মডেল কলেজ ঢাকার আরেকটি স্বনামধন্য কলেজের মধ্যে একটি। এটি উত্তরায় অবস্থিত। কলেজটি আজ থেকে ১ জুলাই ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। । এই কলেজে ব্যবসায় শিক্ষা ,বিজ্ঞান এবং মানবিক শাখায় পড়ানো হয়। এই কলেজের গড় পাসের হার ৯৯.৮৩%। এই কলেজে ছেলে ও মেয়ে উভয়েরই ভর্তি হওয়ার সুযোগ রয়েছে।

৬। হলি ক্রস কলেজ

হলি ক্রস কলেজ একটি ক্যাথলিক উচ্চ মাধ্যমিক কলেজ। পবিত্র ক্রুশ সংঘের সন্ন্যাসিনীদের দ্বারা কলেজটি পরিচালিত হয়ে থাকে। এটি ঢাকার তেজগাঁও এলাকায় অবস্থিত। এখানে বর্তমানে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য তিন বিভাগে শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। কলেজটির বর্তমান অধ্যক্ষ পবিত্র ক্রুশ সংঘের সন্ন্যাসিনী শিখা গোমেজ।

৭। সেন্ট জোসেফ কলেজ

১৯৩০ সালে খ্রিস্টান ধর্মপ্রচারক কানেভল্লীর সহযোগিতায় সেন্ট যোসেফস্ প্রাথমিক বিদ্যালয় এর যাত্রা শুরু হয়েছিল। পরে ফাদার কাত্তানেয় এর চেষ্টায় ৫ম শ্রেণী খোলা হয়। ১৯৬৩ সালে চেসকাতার ও ভেরপল্লীর অক্লান্ত চেষ্টায় বর্তমান গীর্জার সংলগ্ন চত্বরে নির্মিত হয় ১১ কক্ষ বিশিষ্ট ইংরেজি U আকৃতির বিশাল বড় এই স্কুলটি। স্কুলটিতে ব্যবহৃত জমিগুলো দান করেন মরহুম রহিম উদ্দিন মৃধা ও কাউন্সিলর চেয়ারম্যান মরহুম রকিব উল্লাহ মৃধা।  এবং সার্বিক সহযোগিতা করেন মরহুম সাব্দুল আলী প্রমাণিক প্রমূখ। এ সময়েই স্কুলটি জুনিয়র হাই স্কুলে উন্নিত করা হয়েছিল। ২০১৫ সালে এর কলেজ শাখা উদ্বোধন করা হয়। ২০১৮ সালে সেন্ট যোসেফস্ প্রাইমারি স্কুলকে সেন্ট যোসেফস্ হাইস্কুলের সাথে যুক্ত করা হয় এবং পুনঃনামকরণ করে সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজ করা হয়। বর্তমানে প্রাথমিক শাখার শিক্ষাথী সংখ্যা ৯৫০ জন এবং মাধ্যমিক শাখার শিক্ষাথী সংখ্যা ১৩৫৬ জন। 

৮। ন্যাশনাল আইডিয়াল কলেজ

ন্যাশনাল আইডিয়াল কলেজ খিলগাঁও থানায় অবস্থিত একটি উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান। এটি ২০০১ সালে আইডিয়াল ফাউন্ডেশন দ্বারা প্রতিষ্ঠিত হয়। এই কলেজ বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগ রয়েছে। এখানে ছেলে এবং মেয়ে উভয় শিক্ষা লাভ করতে পারে। ক্লাস আবাসিক ভবনের মধ্যে নেয়া হয়। খিলগাঁও-এ কলেজের বিভিন্ন ভবন রয়েছে। কলেজটি ২০০৩ সাল থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। কিন্তু, এইচএসসি পরীক্ষায় কলেজের সাফল্য সত্ত্বেও, অভ্যন্তরীণ পরীক্ষায় খারাপ ফলাফলের কারণে একাডেমিক বছরগুলিতে শিক্ষার্থীদের সাস্পেন্ড করার জন্য এটি সমালোচিত হয়।

১০। নৌবাহিনী কলেজ

২১ ফেব্রুয়ারি ১৯৭৮ সালে বাংলাদেশ নৌবাহিনী কলেজ ফাহমিদা ক্যান্টনমেন্ট স্কুল হিসাবে যাত্রা শুরু করেছিল। তবে এটি ১৯৮২ সালে বাংলাদেশ নৌ স্কুল নামে ঢাকায় রূপান্তরিত হয়। জুলাই ১৯৯৬ সালে ঢাকা নৌযান কলেজ ঢাকায় পৃথক পৃথক শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠিত হয়। নৌবাহিনীর সদরদপ্তরের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ নৌযান ও স্কুলকে অক্টোবর ১৯৯৮ সালে একক শিক্ষাপ্রতিষ্ঠান হিসাবে গণ্য করা হয় এবং বাংলাদেশ নৌবাহিনী কলেজ ঢাকা নামে নতুন করে নামকরণ করা হয়। ২০২২ সালের এপ্রিল মাসে কলেজটির নাম পুনরায় পরিবর্তন করে নৌবাহিনী কলেজ রাখা হয়।

১১। মাইলস্টোন কলেজ

মাইলস্টোন কলেজ বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের উত্তরায় অবস্থিত একটি ব্যায়বহুল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি একটি কলেজিয়েট স্কুল বটে। এতে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ারও সুযোগ রয়েছে। তবে দরিদ্র শিক্ষার্থীরা এখানে পড়ার স্বপ্ন দেখতে পারে না। মাইলস্টোন কলেজ জাতীয় শিক্ষাক্রমের অধীনে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে বাংলা এবং ইংরেজি উভয় মাধ্যমেই শিক্ষাদান করে আসছে বহুদিন যাবত। মাইলস্টোন কলেজ জাতীয় শিক্ষাক্রম অনুসরণ করে থাকে।

১২। আইডিয়াল কলেজ

আইডিয়াল কলেজ (ধানমন্ডি আইডিয়াল কলেজ নামেও পরিচিত) ঢাকার ধানমন্ডিতে অবস্থিত একটি স্বনামধণ্য বেসরকারি কলেজ। এখানে বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগে শিক্ষাদান করা হয়ে থাকে। আইডিয়াল কলেজ ঢাকা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত যা পাঁচ দশক ধরে টেকসই শিক্ষায় তার অবদান রেখে আসছে প্রতিনিয়ত। আলোকিত জাতি গঠনের লক্ষ্যে ১৯৬৯ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে এই কলেজে আঠারোটি বিভাগ, ৮৩ জন শিক্ষক এবং প্রায় ষাট জন প্রশাসনিক কর্মচারী রয়েছেন। এই কলেজে ১ম বর্ষ ও ২য় বর্ষ সহ এইচএসসি পর্যায়ে প্রায় চার হাজার শিক্ষার্থী যারা বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য শাখা হিসাবে পড়াশোনা করছে।

১৩। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ বাংলাদেশের রাজধানী ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত একটি উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান। মূলত এটি একটি স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটিতে তৃতীয় হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত দুই শিফটে পাঠদান করা হয়ে থাকে। তৎকালীন পাকিস্তান সরকার কর্তৃক প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটি বর্তমানে দেশের আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের মধ্যে উল্লেখযোগ্য একটি। ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ১৯৬০ সালে পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খান কর্তৃক ঢাকার শেরেবাংলা নগরের কাছে মিরপুর রোডের পাশে প্রায় ৫২ একর জায়গার উপর প্রতিষ্ঠিত হয়েছিল।

বহুল জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর সমূহ

ঢাকার সেরা বেসরকারি কলেজের তালিকা এই বিষয়ে আপনাদের মনে বেশ কিছু পশ্ন থাকতে পারে। তবে চলুন জেনে নেওয়া যাক সেই সমস্ত সকল প্রশ্ন ও তার উত্তর।

নটরডেম কলেজ কি শুধু ছেলেদের জন্য?

নটরডেম কলেজ ঢাকার প্রানকেন্দ্রে অবস্থিত একটি স্বনামধন্য কলেজ। নটরডেম কলেজকে নিচে না এমন ছাত্র পাওয়া কঠিন। হ্যাঁ, এই কলেজটি শুধুমাত্র ছেলেদের জন্য। তবে বিশ্ববিদ্যালয় সেকশনে ছেলে মেয়ে উভয়ের জন্যই সুযোগ রয়েছে।

ঢাকা সিটি কলেজ সরকারি নাকি বেসরকারি?

ঢাকা সিটি কলেজ ডিসিসি নামেও সকলের কাছে পরিচিত। এই কলেজটি বাংলাদেশের একটি প্রাচীনতম বেসরকারি কলেজ। এটি কুদরত-ই-খুদা রোড, ধানমন্ডি, ঢাকায় অবস্থিত একটি কলেজ। এই কলেজটিতে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি প্রোগ্রামের পাশাপাশি উচ্চ মাধ্যমিক শিক্ষাকার্যক্রমও চালু আছে।

উপসংহার

গ্রামের চেয়ে ঢাকা শহরের বেসরকারি কলেজসমূহের পড়াশুনার মান অনেক ভালো। জীবন যাপনের সুযোগ-সুবিধা বেশি থাকায় সকল দক্ষ ও শিক্ষিত শিক্ষকরা গ্রাম ছেড়ে ঢাকার কলেজে যোগদান করেন। তাছাড়া মানসম্মত পড়াশোনার জন্য দেশের সকল বেসরকারি প্রতিষ্ঠানই শীক্ষার্থীদের জন্য উপযুক্ত। তাই প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী দূর-দূরান্ত থেকে পড়াশোনার জন্য ঢাকা শহরে ভালো কলেজে পড়ার জন্য পাড়ি জমায়। শুধু আবেদন করলেই আবার চান্স পাওয়া যায় না। এখানে মেধার ভিত্তিতে আসন বন্টন করা হয়। তাই যারা স্কুল জীবনে ভালো ফলাফল করে তারাই মূলত ভালো কলেজে ভর্তি হওয়ার সুযোগ লাভ করে থাকে। আর ভর্তির আগে তারা খোঁজে বেড়ায় ঢাকার সেরা বেসরকারি কলেজের তালিকা । এছাড়াও আপনার জ্ঞানকে প্রসারিত করতে ৫টি শিক্ষা প্রযুক্তির নাম সম্পর্কে পড়তে পারেন।

“ঢাকার সেরা বেসরকারি কলেজের তালিকা” এই বিষয়ে আপনার যদি কিছু জানার থাকে তবে আপনি এই পোস্টের নিচে মন্তব্য করতে পারেন। এছাড়াও এই পোস্ট-টি তথ্যবহুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *