সরকারি নার্সিং কলেজের তালিকা সরকারি নার্সিং কলেজে পড়াশুনা করতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্ব পূর্ণ তথ্য। নার্সিং একটি অন্যতম মহৎ পেশা। এই পেশায় নিজেকে উৎসর্গ করে বহু নারী মহীয়সী হয়ে আছেন পৃথিবীতে। তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখ্যযোগ্য হলো ফ্লোরেন্স নাইটিংগেল, মাদার তেরেসার মত মহীয়সী নারী। নার্সিং-ই একমাত্র পেশা যার মাধ্যমেই মানুষের সবচেয়ে নিকটে গিয়ে সেবা করা সম্ভব হয়। এছাড়াও নিজেকে সমাজে সম্মানসূচক স্থানে প্রতিষ্ঠিত করতেও এ পেশার জুড়ি নেই। বর্তমান সরকার নার্স বান্ধব সরকার বলা চলে। ০৪ (চার) বছর মেয়াদি ব্যাচেলর অব নার্সিং এবং ০৩ (তিন) বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্স সম্পন্ন করার পর পরই পাচ্ছেন দ্বিতীয় শ্রেণির পদমর্যাদায় বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চাকরি করার সুযোগ। এছাড়া বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মাধ্যমে থাকছে দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার বিভাগে নার্সিং অফিসার হিসেবে `সিনিয়র স্টাফ নার্স` পদে সরকারি হাসপাতালে চাকরির সূবর্ণ সুযোগ।
নার্সিং কলেজ কি ধরনের প্রতিষ্ঠান?
নার্সিং একটি মহৎ পেশা। যার মাধ্যমে মানুষকে সরাসরি সেবা করা যায়। নার্সিং কলেজ শিক্ষার্থৗদের হাতে কলমে মানুষের সেবা করার সকল কৌশল, পদ্ধতি ও মানসিকা তৈরি করার কাজ করে থাকে। বাস্তবমূখী শিক্ষা প্রদান করাই হলো এই প্রতিষ্ঠানের কাজ। এই ধরনের প্রতিষ্ঠান মানুষকে বাস্তব কর্মমূূূূখী শিক্ষা প্রদান করে থাকে। চিকিৎসা সংক্রান্ত সকল প্রাথমিক চিকিৎসার শিক্ষা প্রদান করা হয়ে থাকে এখান থেকে। আমরা যারা মানুষের সেবা করে মনের প্রশান্তি পেতে চাই তারা নিঃসন্দেহে নার্সি কলেজে ভর্তি হতে পারি। বাংলাদেশে নার্সিং কোর্স পরিচালনার জন্য সরকারি ও বেসকারি অনেক প্রতিষ্ঠান চালু হয়েছে।
সরকারি নার্সিং কলেজের তালিকা
এখন পর্যন্ত বাংলাদেশে মোট ১৩৮ টি সরকারি নার্সিং কলেজ রয়েছে এবং যার মোট ৬,৯৬০ টি আসন রয়েছে। এর মধ্যে সরকারি ডিপ্লোমা নার্সিং কলেজ রয়েছে ৪৬টি ( আসন ২৭৩০টি) ডিপ্লোমা ইন মিডওয়াইফেরি কলেজ রয়েছে ৬০টি যার আসন সংখ্যা ১৭৭৫ টি। সরকারি বি.এস.সি নার্সিং কলেজ আছে প্রায় ১৩ টি, পোস্ট বেসিক বি.এস.সি নার্সিং কলেজ ১০ টি এবং পোস্ট বেসিক বি.এস.সি ইন মিডওয়াইফেরি কলেজ রয়েছে ০৪টি এবং এম.এম.সি নার্সিং কলেজ আছে ২টি। নিচে সংক্ষেপে সরকারি নার্সিং কলেজের তালিকা ও তাদের সিটসংখ্যা উল্লেখ করা হলো।
সরকারি নার্সিং কলেজের তালিকা (ডিপ্লোমা নার্সিং)
নিচে বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত বাংরাদেশের সকল সরকারি নার্সিং কলেজের নাম ও তার সংক্ষিপ্ত বিবরন উল্লেখ করা হলো।
সরকারি নার্সিং কলেজের তালিকা (ডিপ্লোমা নার্সিং) | ডিপ্লোমা নার্সিং | ডিপ্লোমা ইন মিডওয়াই-ফেরি |
নার্সিং ইন্সটিটিউট, মিডফোর্ড, ঢাকা | ৮০ | ২৫ |
নার্সিং ও মিডওয়াইফেরি কলেজ, কুমিল্লা | ৮০ | ২৫ |
নার্সিং ও মিডওয়াইফেরি কলেজ, ফরিদপুর | ৮০ | ২৫ |
নার্সিং ও মিডওয়াইফেরি কলেজ, খুলনা | ৮০ | ২৫ |
নার্সিং ও মিডওয়াইফেরি কলেজ, বগুড়া | ৮০ | ৫০ |
নার্সিং ও মিডওয়াইফেরি কলেজ, দিনাজপুর | ৮০ | ২৫ |
নার্সিং ও মিডওয়াইফেরি কলেজ, নোয়াখালী | ৮০ | ২৫ |
পাবনা নার্সিং কলেজ , পাবনা | ৮০ | ২৫ |
নার্সিং ও মিডওয়াইফেরি কলেজ, যশোর | ৮০ | ২৫ |
নার্সিং ইনস্টিটিউট, কুষ্টিয়া | ৮০ | ২৫ |
নার্সিং ও মিডওয়াইফেরি কলেজ, টাংগাইল | ৮০ | ২৫ |
নার্সিং ইনস্টিটিউট, রাংগামাটি | ৮০ | ২৫ |
নার্সিং ইনস্টিটিউট, পটুয়াখালী | ৮০ | ২৫ |
নার্সিং ইনস্টিটিউট, সিরাজগঞ্জ | ৫০ | ২৫ |
নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, মুন্সিগঞ্জ | ৫০ | ২৫ |
নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, চুয়াডাঙ্গা | ৫০ | ২৫ |
নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, মাগুরা | ৫০ | ২৫ |
নার্সিং ও মিডওয়াইফেরি কলেজ, কক্সবাজার | ৫০ | ২৫ |
নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, মৌলভীবাজার | ৫০ | ২৫ |
নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, শেরপুর | ৫০ | ২৫ |
নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, চাপাই-নবাবগঞ্জ | ৫০ | ২৫ |
নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, জয়পুরহাট | ৫০ | ২৫ |
নার্সিং ও মিডওয়াইফেরি কলেজ, সাতক্ষীরা | ৭০ | ২৫ |
নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, ঠাকুরগাঁ | ৫০ | ২৫ |
নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, রাজবাড়ী | ৫০ | ২৫ |
নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, ব্রাহ্মণবাড়িয়া | ৭০ | ২৫ |
নার্সিং ও মিডওয়াইফেরি কলেজ, ফেনী | ৫০ | ২৫ |
নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, বাগেরহাট | ৫০ | ২৫ |
নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, কুড়িগ্রাম | ৫০ | ২৫ |
নার্সিং ও মিডওয়াইফেরি কলেজ, ভোলা | ৫০ | ২৫ |
নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, নেত্রকোণা | ৫০ | ২৫ |
নার্সিং ও মিডওয়াইফেরি কলেজ, গোপালগঞ্জ | ৫০ | ২৫ |
নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, মাদারীপুর | ৫০ | ২৫ |
নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, পিরোজপুর | ৫০ | ২৫ |
নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, বরগুনা | ৫০ | ২৫ |
নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, নওগাঁ | ৫০ | ২৫ |
নার্সিং ও মিডওয়াইফেরি কলেজ, নীলফামারী | ৫০ | ২৫ |
নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, পঞ্চগড় | ৫০ | ২৫ |
নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, কিশোরগঞ্জ | ৫০ | ২৫ |
নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, জামালপুর | ৫০ | ২৫ |
নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, ঝিনাইদহ | ৫০ | ২৫ |
নার্সিং ইনস্টিটিউট, সদর হাসপাতাল, চাঁদপুর | ৫০ | ২৫ |
নার্সিং ও মিডওয়াইফেরি কলেজ, হবিগঞ্জ | ৫০ | ২৫ |
তাজউদ্দীন আহমেদ নার্সিং কলেজ, গাজীপুর | ৫০ | ২৫ |
লালমনিরহাট নার্সিং কলেজ, লালমনিরহাট | ৫০ | ২৫ |
বান্দরবান নার্সিং কলেজ, বান্দরবান | ৫০ | ২৫ |
ঢাকা নার্সিং কলেজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা | — | ৫০ |
ময়মনসিংহ নার্সিং কলেজ, মেডিকেল কলেজ হাসপাতাল, ময়মনসিংহ | — | ৫০ |
রাজশাহী নার্সিং কলেজ, মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী | — | ৫০ |
চট্টগ্রাম নার্সিং কলেজ, মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম | — | ৫০ |
রংপুর নার্সিং কলেজ, মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর | — | ৫০ |
সিলেট নার্সিং কলেজ, সিলেট | — | ৫০ |
বরিশাল নার্সিং কলেজ, বরিশাল | — | ৫০ |
ফৌজদারহাট নার্সিং কলেজ, চট্টগ্রাম | — | ৫০ |
বগুড়া নার্সিং কলেজ,শঃ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়া | — | ৫০ |
মানিকগঞ্জ নার্সিং কলেজ, সদর হাসপাতাল, মানিকগঞ্জ | — | ৫০ |
নার্সিং ও মিডওয়াইফেরি কলেজ, দিনাজপুর | — | ২৫ |
কলেজ অব নার্সিং শেরে বাংলা নগর, ঢাকা | — | ২৫ |
কীর্তিপাশা নারাসিং কলেজ, কিশোরগঞ্জ | — | ২৫ |
সরকারি নার্সিং কলেজের তালিকা (বিএসসি নার্সিং)
নিচে বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত বাংরাদেশের সকল সরকারি বিএসসি নার্সিং কলেজের নাম ও তার সংক্ষিপ্ত বিবরন উল্লেখ করা হলো।
সরকারি বিএসসি নার্সিং কলেজের তালিকা | সিট |
ঢাকা নার্সিং কলেজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা | ১০০ |
কলেজ অব নার্সিং শেরেবাংলা নগর, ঢাকা | ১০০ |
ময়মনসিংহ নার্সিং কলেজ, মেডিকেল কলেজ হাসপাতাল, ময়মনসিংহ | ১০০ |
তাজউদ্দিন আহমেদ নার্সিং কলেজ, গাজীপুর | ১০০ |
রাজশাহী নার্সিং কলেজ, মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী | ১০০ |
রংপুর নার্সিং কলেজ, মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর | ১০০ |
চট্টগ্রাম নার্সিং কলেজ, মেডিকেল কলেজ হাসপাতাল, চট্রগ্রাম | ১০০ |
সিলেট নার্সিং কলেজ, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট | ১০০ |
বরিশাল নার্সিং কলেজ, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল | ১০০ |
দিনাজপুর নার্সিং কলেজ, মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুর | ১০০ |
মানিকগঞ্জ নার্সিং কলেজ, মানিকগঞ্জ | ১০০ |
লালমনিরহাট নার্সিং কলেজ, লালমনিরহাট | ৫০ |
বান্দরবান নার্সিং কলেজ, বান্দরবান | ৫০ |
ফ্যাকাল্টি অব নার্সিং, বিএসএমএমইউ, শাহবাগ, ঢাকা | ২৫ |
আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউট, ঢাকা সেনানিবাস, ঢাকা | ৬০ |
আর্মি নার্সিং কলেজ, চট্টগ্রাম সেনানিবাস, চট্টগ্রাম | ৫০ |
আর্মি নার্সিং কলেজ, রংপুর সেনানিবাস, রংপুর | ৫০ |
আর্মি নার্সিং কলেজ, বগুড়া সেনানিবাস, বগুড়া | ৫০ |
আর্মি নার্সিং কলেজ, কুমিল্লা সেনানিবাস, কুমিল্লা | ৫০ |
আর্মি নার্সিং কলেজ, যশাের সেনানিবাস, যশাের | ৫০ |
সরকারি নার্সিং কলেজের তালিকা (পোস্ট বেসিক বিএসসি)
নিচে বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত বাংরাদেশের সকল সরকারি বিএসসি নার্সিং (পোস্ট বেসিক) কলেজের নাম ও তার সংক্ষিপ্ত বিবরন উল্লেখ করা হলো।
সরকারি নার্সিং কলেজের তালিকা (পোস্ট বেসিক বিএসসি) | পোস্ট বেসিক বি.এস.সি ইন নার্সিং | পোস্ট বেসিক বি.এস.সি ইন মিডওয়াইফেরি |
ফৌজদারহাট নার্সিং কলেজ, চট্টগ্রাম | ১২৫ | ২০ |
বগুড়া নার্সিং কলেজ,শঃ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাস:, বগুড়া | ১২৫ | ২০ |
খুলনা নার্সিং কলেজ, খুলনা | ১২৫ | ২০ |
কলেজ অব নার্সিং, মহাখালী, ঢাকা | ১২৫ | ২০ |
তাজউদ্দিন আহমেদ নার্সিং কলেজ, গাজীপুর | ১২৫ | — |
বরিশাল নার্সিং কলেজ, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাস:, বরিশাল | ২০ | — |
সিলেট নার্সিং কলেজ, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাস:, সিলেট | ২০ | — |
রাজশাহী নার্সিং কলেজ, মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী | ২০ | — |
ময়মনসিংহ নার্সিং কলেজ, মেডিকেল কলেজ হাসপাতাল, ময়মনসিংহ | ২০ | — |
রংপুর নার্সিং কলেজ, মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর | ২০ | — |
বহুল জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর সমূহ
সরকারি নার্সিং কলেজের তালিকা এই বিষয়ে আপনাদের মনে বেশ কিছু পশ্ন থাকতে পারে। তবে চলুন জেনে নেওয়া যাক সেই সমস্ত সকল প্রশ্ন ও তার উত্তর।
BSc Nursing কত বছরের কোর্স?
ইন নার্সিং (বেসিক) ৪ বছর মেয়াদী কোর্স। এই কোর্সটি করার জন্য সরকারি BSc in Nursing College 13 টি কলেজ রয়েছে। বিএসসি ইন নার্সিং শুধুমাত্র জীববিজ্ঞানসহ Science গ্রুপের শিক্ষার্থীদের জন্য সরাসারি পড়ার একটি কোর্স। তবে যারা বিজ্ঞান বিভাগ ছাড়া অন্যন্য বিভাগ থেকে পড়তে চায় তাদের অবশ্য ডিপ্লোমা করে তারপর সিএসসি করতে হবে।
মানবিক ও বাণিজ্য বা কারিগরি বা উন্মুক্ত শাখা থেকে নার্সিং ভর্তি পরীক্ষা দেওয়া যায় কি?
অবশ্যই। বাণিজ্য, বিএম, মানবিক, কারিগরি ও উন্মুক্ত থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাশ করা সবাই নার্সিং পড়ার সুযোগ পাবে। তবে এখানে বিজ্ঞান ছাড়া অন্যান্য বিভাগের ছাত্র/ছাত্রীদের প্রথমে নার্সিং এ প্রথমে ডিপ্লোমা করতে হবে তারপর বিএসসি করার সুযোগ পাবে। কিন্তু বিজ্ঞানের শিক্ষার্থীরা এইচএসসির পর সরাসরি তারা বিএসসিতে ভর্তি হতে বা পরীক্ষা দিতে পারবে।
উপসংহার
বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। অবগাঠামোগত উন্নয়নের পাশাপাশি চিকিৎসাখাতে ব্যাপক উন্নয়ন করে চলেছে দেশটি। দেশের চাহিদা অনুযায়ী চিকিৎসা সেবা নিশ্চিত করতে মেগা প্রজেক্ট হাতে নেয় সরকার যার মধ্যে দক্ষ ও যোগ্য নার্স তৈরি করা একটি। আমাদের দেশে সাধারনত উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে একজন শিক্ষার্থী নার্স এর পেশায় প্রবেশ করার সুযোগ লাভ করে থাকে। উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে আবার সরাসরি বিএসসি করা যায়। যারা বিজ্ঞান বাদে অন্যান্য শাখা থেকে অধ্যয়ন করেছে তারা প্রথমে নার্সিং এর উপর ডিপ্লোমা করে থাকে তারা সরাসরি বিএসসি করার সুযোগ পায় না। ডিপ্লোমা শেষ হলে পোস্ট বেসিক বিএসসি করা যায়। বিএসসি ডিগ্রিধারীরা বিএসসি ডিগ্রি শেষে আবার এমএসসি করতে পারে। কেউ এইচএসসি পড়ার পরে দেশের কোন নার্সিং কলেজ থেকে কোন ধরনের ডিপ্লোমা বা বিএসসি ডিগ্রি অর্জন করতে পারবে তার জন্য সরকারি নার্সিং কলেজের তালিকা দেখে নেওয়া যেতে পারে। এছাড়াও আপনার জ্ঞানকে প্রসারিত করতে আনোয়ার খান মডার্ন হাসপাতাল ডাক্তার লিস্ট সম্পর্কে পড়তে পারেন।
“সরকারি নার্সিং কলেজের তালিকা” এই বিষয়ে আপনার যদি কিছু জানার থাকে তবে আপনি এই পোস্টের নিচে মন্তব্য করতে পারেন। এছাড়াও এই পোস্ট-টি তথ্যবহুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।