Skip to content
Home » মাথা ব্যথা কমানোর ১০টি ঔষধের নাম

মাথা ব্যথা কমানোর ১০টি ঔষধের নাম

Name Of 10 Medicines To Reduce Headache

মাথা ব্যথা কমানোর ১০টি ঔষধের নাম শীর্ষক আজকের প্রবন্ধে আপনাকে স্বাগতম। মাথা ব্যথা আমাদের দেশে অনেক পরিচিত একটি রোগের নাম। খুব কম মানুষ পাওয়া যাবে যাদের জীবনে কখনো মাথা ব্যথা হয়নি। মাথা ব্যথা অল্প থেকে তীব্র আকারে হতে পারে। মাথা ব্যথা সরাসরি বুদ্ধি বা চিন্তা শক্তির সাথে সম্পর্কিত। মাথা ব্যথা এক পাশ, উভয়পাশ বা সারা মাথা জুড়ে হতে পারে। পরিসংখ্যান বলছে, ৬৫ থেকে ৭৮ শতাংশ লোক জীবনের কোনো না কোনো সময়ে মাথা ব্যথায় আক্রান্ত হয়। প্রতিবছর ৪৫ তেকে ৫২ শতাংশ মানুষ মাথা ব্যথায় আক্রান্ত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) হিসাব মতে বিশ্বের প্রায় অর্ধেক বয়স্ক লোক বছরে একবার মাথা ব্যথা অনুভব করে থাকে। তাই এ নিয়ে মাথা চিন্তার কোনো কারণ নেই। শতকরা ৯০ ভাগের বেশি মাথাব্যথা জটিলতাহীন বা ক্ষতিকর নয়।

মাথা ব্যথা কি?

সহজ করে বললে মাথা ব্যাথা হলো একটি রোগ। অন্যভাবে বলা যায়,  মাথা ব্যথা হলো মাথা, মাথার ত্বক বা ঘাড়ে ব্যথা বা অস্বস্তি অনুভব করা। বেশিরভাগ মাথা ব্যথা সাধারণত টেনশন, মাইগ্রেন বা এই দুটির সংমিশ্রণেও হতে পারে। মাথা ব্যথায় যারা ভুগেন তারা জানিয়েছেন যে, ওষুধ খাওয়ার মাধ্যমে তারা ভালো অনুভব করেন। মাথা ব্যাথা কোন রোগ নয়। এটি অন্য রোগের উপসর্গ মাত্র। মানুষের অনেকগুলো সাধারণ সমস্যার মধ্যে অন্যতম একটি মাথাব্যথার সমস্যা। শরীরের নানাবিধ সমস্যার কারণে মাথাব্যথা দেখা দিতে পারে তবে এটি মারাত্মক ব্যথা না হলেও খুবই অস্বস্তিদায়ক  একটি বিষয়।

মাথা ব্যথা কমানোর ১০টি ঔষধের নাম

মাথা ব্যথা হওয়ার জন্য অনেক কারণ আছে। কারণ অনুযায়ী মাথা ব্যথা সারানোর উপায়ও কিন্তু ভিন্ন একং ভিন্ন ঔষধ খেতে হয়। ২০০ এরও বেশী মাথা ব্যথার ধরণ রয়েছে। মাথা ব্যথার রোগীদের জিজ্ঞাসা করলে জানা যায় ওষুধ খেলে তাদের মাথা ব্যাথা ভালো হয়ে যায়। তাই মাথা ব্যাথার ওষুধের নাম জানা জরুরী। নিচে সংক্ষেপে মাথা ব্যথা কমানোর ১০টি ঔষধের নাম

ও তার বিবরন সংক্ষেপে উল্লেখ করা হলো।

নংঔষধের নামকোম্পানি নামদাম
Anilic ( এনিলিক) 200 mgDrug International Ltd.৮ টাকা
Arain  (আরিন)   200 mgOpsonin Pharma Ltd.১০ টাকা
Lograin (লজরিন) Tablet 200 mgOpsonin Pharma Ltd.১০ টাকা
Migratol (মিগ্রাটল) Tablet 200 mgBeacon Pharmaceuticals Ltd.১০ টাকা
Migrex (মিগরেক্স) Tablet 200 mgIncepta Pharmaceuticals Ltd.১০ টাকা
Minopa (মিনোপা) Tablet 200 mgMedicon Pharmaceuticals Ltd.৭.৩৯ টাকা
Tufnil (টাফনিল) Tablet 200 mgEskayef Bangladesh Ltd.১০ টাকা
Tolmic (টলমিক) 200 mgBeximco Pharmaceuticals Ltd.৮.০৩ টাকা
Tolfi (টলিফ) Tablet 200 mgBenham Pharmaceuticals Ltd.৯.৫০ টাকা
১০Namitol (নামিটোল) Tablet 200 mgACI Limited১০ টাকা

১। Anilic ( এনিলিক)

মাথা ব্যথা দূর করার জন্য এই ঔষধটি খাওয়া যেতে পারে। আপনার আশেপাশের যেকোন ফার্মেসিতে এটি কিনতে পারবেন। তবে ঔষধ কেনার সময় অবশ্যই সতর্ক হতে হবে। কোন ঔষধ কেনার সময় অবশ্যই ঔই ঔষধ আপনার মাথা ব্যাথার জন্য উপযুক্ত কিনা সেটি অবশ্যই জেনে নিতে হবে।

২। Arain (আরিন)

মাথা ব্যথা দূর করার জন্য এই ওষুধটিও খুবই কার্যকরী। তবে কেনার সময় অবশ্যই সর্তকতা অবলম্বন করতে হবে যেন আপনার মাথা ব্যাথার জন্য উপকারী হয়। 

৩।  Lograin (লজরিন)

আপনার আশেপাশের যে কোন ঔষধের দোকান থেকে এই ঔষধটি আপনি ক্রয় করতে পারবেন। তবে ক্রয়ের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে যে, এই ওষুধটি আপনার মাথা ব্যথার জন্য উপযুক্ত কিনা। মনে রাখবেন এই ঔষধটি মাথা ব্যথা সারানোর পাশাপাশি নতুন চুল গজাতেও সাহায্য করে । 

৪। Migratol (মিগ্রাটল)

মাথা ব্যথা সারাতে এই ঔষধটি অনেক ভালো কাজ করে থাকে। এই ঔষধটি আপনার মাথা ব্যথা দূর করার জন্য কিনে খেতে পারেন। তবে মনে রাখতে হবে এটি খেতে হলে আপনাকে সঠিক মাথাব্যথা নির্ণয় করে তারপরে খাওয়া উচিত।

৫। Migrex (মিগরেক্স)

এই ওষুধটি আশে পাশের যে কোন দোকানে কিনতে পাওয়া যায়। কিন্তু বিষয়টি এমন নয় যে খেলেই আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে। তবে খেয়াল রাখতে হবে যে, ঔষধ সেবন করার পূর্বে অবশ্যই রোগ নির্ণয় করে সেবন করা উচিত তা না হলে কখনো কখনো এটি হিতে বিপরীত হতে পারে।

৬। Minopa (মিনোপা)

যে কোন রোগ হলে সঠিকভাবে ওষধ খেতে হয়। আর সঠিক ঔষধ কোনটি সেটি বোঝার জন্য অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিতে হয়। ঔষধ কেনার পূর্বে অবশ্যই সেই ওষুধটি আপনার জন্য উপযুক্ত কিনা তা নিশ্চিত হতে হবে।

৭।  Mygan (মাইগান)

এই ওষুধটিও নিকটস্থ যে কোন ওষুধের দোকানে পাওয়া যায়। তবে খাওয়ার আগে অবশ্যই আপনার মাথা ব্যাথার ধরন বুঝে খেতে হবে।

৮।  Namitol (নামিটোল)

নামিটোল ওষুধটিও একটি মাথা ব্যথার ওষুধ। এই ওষুধটি অবশ্যই খাওয়ার আগে ডাক্তারের পরামর্শে খাওয়া উচিত।

৯। Tufnil (টাফনিল)

রোগ হলে দ্রুত ঔষধ খেতে হয়। মনে রাখবেন সুস্থ শরীর মানুষকে অনেক দিন সুস্থ রাখতে পারে। তাই মাথা ব্যথা হলে আর দেরি নয়, ডাক্তারের পরামর্শে এই ওষুধটিও খেতে পারেন।

১০। Tolmic (টলমিক)

টলমিক ওষুধ হলো মাথা ব্যাথার একটি ওষুধ। টলমিক খেলেও মাথা ব্যাথা ভালো হয়। তবে সবকিছু নির্ভর করবে আপনার মাথা ব্যথার প্রকার ও ধরন।

বহুল জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর সমূহ

মাথা ব্যথা কমানোর ১০টি ঔষধের নাম এই বিষয়ে আপনাদের মনে বেশ কিছু পশ্ন থাকতে পারে। তবে চলুন জেনে নেওয়া যাক সেই সমস্ত সকল প্রশ্ন ও তার উত্তর।

মাথা ব্যথার মলমের নাম কি?

মাথা ব্যথা একটি বিরক্তিকর ও অস্বস্থিকর রোগ। অনেক বড় রোগ না হলেও অনেক সমস্যার সৃষ্টি করে। মাথ্যা হলে ওষুধ খাওয়ার পাশাপাশি ডাইক্লোফেন ১ % মলম (Diclofen 1 % Ointment) এই মলমটিও ব্যবহার করা যেতে পারে। তবে সেটা নির্ভর করবে মাথা ব্যাথার ধরনের উপর।

মাইগ্রেন ও মাথা ব্যাথার মধ্যে পার্থক্য কি?

আমরা মনেকরি মাইগ্রেন মানে তীব্র মাথাব্যথা। কিন্তু মাথাব্যথা মাইগ্রেনের একটি মাত্র উপসর্গ। মাইগ্রেন একটি স্নায়বিক রোগ।

উপসংহার

মাথা ব্যথা বড় কোন রোগ নয় এটি রোগের উপসর্গ। তবে মাথাব্যথা এমন রোগের উপসর্গ নয় যে মাথাব্যথা হলেই ধরে নিবো যে রোগ হয়েছে। শারীরিক বিভিন্ন সমস্যার কারণে মাথা ব্যথা হয়ে থাকে। প্রতিমাসে নারীদের হরমোনের তারতম্য ও বিভিন্ন কারণে তাদের মাথা ব্যথার সমস্যা বেশী হয়ে থাকে। তাই প্রত্যেক নারীকে নারীস্বাস্থ্য এর প্রতি খেয়াল রাখা উচিত।

মাথাব্যথার ধরণ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। তাহলে মাথা ব্যথা দ্রুত সময়ে সেরে যাবে। নয়তো মাথা ব্যথা সারতে সময় নেয় কিংবা সাময়িক সময়ের জন্য মাথা ব্যথা কমলেও পরবর্তী সময়ে আবার মাথা ব্যথা শুরু হয়। মাথা ব্যথার নানা প্রকার রয়েছে। মাথা ধরা থাকলে একদিকে যেমন মন ভাল থাকে না তেমনি কোন কাজে মন বসে না। এমনকি কোনও কাজ করতেও ভালো লাগে না । মাথা ব্যাথা হলে মাথা ব্যথা কমানোর ১০টি ঔষধের নাম জেনে আমরা ওষুধ সেবন করতে পারি। এছাড়াও আপনার জ্ঞানকে প্রসারিত করতে ডায়াবেটিস হলে কি কি সমস্যা হয় এই সম্পর্কে পড়তে পারেন।

“মাথা ব্যথা কমানোর ১০টি ঔষধের নাম” এই বিষয়ে আপনার যদি কিছু জানার থাকে তবে আপনি এই পোস্টের নিচে মন্তব্য করতে পারেন। এছাড়াও এই পোস্ট-টি তথ্যবহুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *