Skip to content
Home » বিশ্বের সেরা গোলকিপার তালিকা

বিশ্বের সেরা গোলকিপার তালিকা

List Of Best Goalkeepers In The World

বিশ্বের সেরা গোলকিপার তালিকা ফুটবল প্রেমীদের কাছে অজানা নয়। ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। ফুটবল খেলা পছন্দ করে না এমন মানুষ খোঁজে পাওয়া কঠিন। ফুটবল ১১ জন খেলোয়াড়ের খেলা হলেও  বর্তমানে বিশ্বে ফুটবল খেলায় একটি গোলকিপার দলের মুখ্য প্লেয়ার,তাঁর প্রতিটি গোল সংরক্ষণ তাঁর দলের জেতার পথকে আরও বেশি সহজতর এবং প্রতিপক্ষ দলকে পিছনে ফেলে দেয়। 

একজন গোলকিপার খেলার মাঠে অনেক বড় ভূমিকা পালন করেন। দুটি দলের মধ্যে প্রধান পার্থক্য গড়ে দিতে পারেন একজন গোলকিপার। গতানুগতিক ফুটবলের পাশাপাশি মডার্ন ফুটবলে ভাল করতে হলে গোলকিপারের কিছু গুরুত্বপূর্ণ গুণাবলী থাকা জরুরি। রক্ষণভাগের দায়িত্ব থেকে আক্রমণে অবদান রাখতে পারেন একজন আদর্শ গোলকিপার।

গোলকিপার কি?

যিনি দলের কিপার বা রক্ষক গোলপোস্টের সামনে দাড়িয়ে প্রতিপক্ষের আক্রমনকে রুখে দিয়ে বল রিসিভ করে তাকেই আমরা গোলকিপার বা গোলি বলে থাকি। গোলরক্ষক হচ্ছে ফুটবলের অন্যতম প্রধান অবস্থান। এটি খেলাধুলায় সর্বাধিক বিশেষায়িত অবস্থান। গোলরক্ষকের প্রাথমিক ভূমিকা হচ্ছে প্রতিপক্ষ দলকে গোল করা হতে বিরত রাখা (গোলের ফ্রেমের মধ্যে গোল-লাইনের ওপরে বল সরিয়ে নিয়ে থাকেন)।

সেরা গোলকিপার নির্বাচন ?

বিশ্বের সেরা গোলকিপার নির্বাচন দুইটা পদ্ধতিতে করা হয়। যার মধ্যে একটি ফিফা রেংকিং পদ্ধতি অন্যটি বর্তমান বিশ্বের ফুটবল প্রেমীদের কাছে জনপ্রিয়তা বিবেচনা। কারণ অনেক সময় কাগজে কলমে এক নম্বর গোলকিপার আর জনপ্রিয়তা বিবেচনায় সেরা গোলকিপার ফলাফল ২ রকম হতে পারে আজকে আমরা এই দুইটা পদ্ধতি দুটিই ফলো করে দেখাবো বর্তমানে সেরা গোলকিপার কে।

বিশ্বের সেরা গোলকিপার তালিকা

গোলকিপার ফুটবল খেলার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে ফিফা রাঙ্কিংয়ে ২০২৩ বিশ্বের সেরা গোলকিপার তালিকা দেওয়া হয়েছে। নিচে সেরা গোলকিপার তালিকা ধারাবাহিকভাবে তুলে ধরা হল-

নামদেশ
থিবাউট কোর্তোয়াবেলজিয়াম
জন ওব্লাকস্লোভেনিয়ান
আলিসনব্রাজিল
ম্যানুয়েল নিউয়ারজার্মানি
জিয়ানলুইগি ডোনারুম্মাইতালি
এডারসনব্রাজিল
এম টের স্টেগেনজার্মানি
মাইক ম্যাগনানফ্রান্স
ডেভিড ডিস্পেন
গ্রেজের কোবেলসুইজারল্যান্ড

১। থিবো কোর্তোয়া

Thibaut Courtois

ফিফা রেংকিং ২০২৩ অনুযায়ী বর্তমান বিশ্বের সেরা গোলকিপার হচ্ছেন বেলজিয়ামের থিবো কোর্তোয়া। থিবো কোর্তোয়া বর্তমানে রিয়াল মাদ্রিদে খেলেন।। বেলজিয়ামের এই গোল রক্ষক ফিফার প্রকাশিত রেংকিং এ ৯১ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে অবস্থান করছেন। থিবো কোর্তোয়া নিজ দেশ বেলজিয়ামের হয়ে অভিষেকের পর থেকে ২০২২ সাল পর্যন্ত মোট ম্যাচ খেলেছে ঠিক ১০০ টি। ফিফা রেংকিং বিবেচনায় বর্তমান বিশ্বের সেরা গোলরক্ষক থিবো কোর্তোয়া।

২। মানুয়েল নয়ার

Manuel Noir

মানুয়েল নয়ার হলেন জার্মান জাতীয় দলের এক নাম্বার গোলকিপার। মানুয়েল নয়ারের বর্তমান ক্লাব বায়ার্ন মিউনিখ। ৩৬ বছর বয়সে জার্মানির এই গোলরক্ষক ফিফার সর্বশেষ প্রকাশিত রেংকিং তালিকায় ৯০ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে। মানুয়েল নয়ার বায়ার্ন মিউনিখের হয়ে খেলেন। জাতীয় দলে ম্যাচ খেলেছে ১১৭ টি। 

৩। ইয়ান অবলাক

Ian Oblak

ফিফা প্রকাশিত রেংকিং তালিকায় ৮৯ রেটিং পয়েন্ট নিয়ে বিশ্বের তৃতীয় সেরা গোলরক্ষক স্লোভেনিয়ার ইয়ান অবলাক। ইয়ান অবলাকের বর্তমান ক্লাব আতলেতিকো মাদ্রিদ। নিজ দেশ স্লোভেনিয়ার হয়ে ম্যাচ খেলেছে ৫৪ টি। 

৪। এডেরসন স্যানটানা দে মোরাইস

Ederson Santana De Morais

ফিফার সর্বশেষ প্রকাশিত রেংকিং তালিকায় ৮৯ রেটিং পয়েন্ট নিয়ে তালিকায় চতুর্থ স্থানে অবস্থান করছে ব্রাজিলের এডেরসন স্যানটানা দেমোরাইস। এডেরসন স্যানটানা দে মোরাইসের বর্তমান ক্লাব ম্যানচেস্টার সিটি। ব্রাজিলের এই বিখ্যাত গোলরক্ষক নিজ দেশের পক্ষে এখনো পর্যন্ত ম্যাচ খেলেছে ১৯ টি। 

৫। আলিসন বেকার

Alison Baker

ফিফার প্রকাশিত সর্বশেষ রেংকিং আপডেটে ৮৯ রেটিং পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় পাঁচ নাম্বার অবস্থান করছেন বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক ব্রাজিলের আলিসন বেকার। আলিসন বেকারের বর্তমান ক্লাব লিভারপুল। ব্রাজিলের হয়ে জাতীয় দলে ম্যাচ খেলেছে ৬১টি। 

৬। জিয়ানলুইজি ডোন্নারুম্মা

Gianluigi Donnarumma

জিয়ানলুইজি ডোন্নারুম্মা,ফিফার সর্বশেষ প্রকাশিত রেংকিং এ ৮৮ রেটিং পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে অবস্থান করছে অর্থাৎ বিশ্বের সেরা ষষ্ঠ গোলকিপার ইতালির জিয়ানলুইজি ডোন্নারুম্মা।জিয়ানলুইজি ডোন্নারুম্মার বর্তমান ক্লাব পিএসজি। 

৭। মার্ক আন্দ্রে টের স্টেগেন

Marc Andre Ter Stegen


মার্ক আন্দ্রে টের স্টেগেন জার্মানির এই গোলকিপার ফিফার সর্বশেষ প্রকাশিত রেংকিং তালিকায় ৮৮ রেটিং পয়েন্ট নিয়ে সাত নম্বরে অবস্থান করছে। মার্ক আন্দ্রে টের স্টেগেনের বর্তমান ক্লাব বার্সেলোনা। মার্ক আন্দ্রে টের স্টেগেন বার্সেলোনার হয়ে ২০১৪ সাল থেকে এখনো পর্যন্ত ম্যাচ খেলেছে ৩৫০ টি। মার্ক আন্দ্রে টের স্টেগেন জার্মানির হয়ে ম্যাচ খেলেছে মোট ৩০ টি।

৮। মাইক ম্যাগনান

Mike Magnan

মাইক পেতেরসন মেনিয়ঁ হলেন একজন ফরাসি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইতালীয় ক্লাব এসি মিলান এবং ফ্রান্স জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।

৯। ডেভিড ডি

David D

একজন স্পেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং স্পেন জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।

১০। গ্রেজের কোবেল

Cobbler Of Graz

হলেন একজন সুইজারল্যান্ডীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড এবং সুইজারল্যান্ড জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন এই খেলোয়াড়।

বহুল জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর সমূহ

বিশ্বের সেরা গোলকিপার তালিকা” এই বিষয়ে আপনার মনে বেশ কয়েকটি প্রশ্ন উঁকি দিচ্ছে? তবে চলুন জেনে নেওয়া যাক সেই সমস্ত সকল প্রশ্ন ও উত্তর।

বর্তমানে আর্জেন্টিনার সেরা গোলরক্ষক কে?

এমিলিয়ানো মারতিনেস হচ্ছেন বর্তমানে আর্জেন্টিনার সেরা গোলরক্ষক।

বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গোলরক্ষক কে ২০২৩?

বর্তমান বিশ্বের জনপ্রিয় তার দিক বিবেচনা করলে সবচেয়ে সেরা গোলরক্ষক মনে করা হচ্ছে আর্জেন্টিনার এমিলিয়ানো মারতিনেজকে। সাম্প্রতিক শেষ হওয়া ২০২২ সালে কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের সাথে পেনাল্টিতে জয় এবং সর্বশেষ বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের সাথে পেনাল্টিতে অসাধারণ সেভ করে আর্জেন্টিনাকে তৃতীয় বার শিরোপা পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গোলরক্ষক হিসেবে এমিলিয়ানো মারতিনেজকে মনে করা হয়। 

উপসংহার

ফুটবল বিশ্বকাপ বিশ্বে যে আলোড়ন ও বিনোদনের সৃষ্টি করেছে তা খুবই উপভোগ্য ও মনোমুগ্ধকর। পৃথিবীর ইতিহাসে আর কোনো খেলাই মনে হয় এরুপ উন্মাদনা সৃষ্টি করতে পারে নাই। ফুটবল অতি পরিচিত ও আমাদের জীবনের একট অংশ হয়ে দাড়িয়েছে। ঠিক তেমনই ভাবে এর জনপ্রিয়তা চারিদিকে ছড়িয়ে পড়েছে। বছরের পর বছর ধরে অসংখ্য বিশ্বনন্দিত ফুটবলাররা বিশ্বকাপ জয় করে নিজের নাম ছড়িয়ে দিচ্ছেন চারিদিকে। দেশকে অনন্য ‍উচ্চতায় তুলে ধরেছেন বিশ্ব দরবারে৷ এরুপ অজানা আরও তথ জানতে আমরা একপলক ঘুরে আসতে পারি  বিশ্বের সেরা গোলকিপার তালিকা থেকে। এছাড়াও আপনার জ্ঞানকে প্রসারিত করতে ফুটবল বিশ্বকাপ জয়ী দলের তালিকা সম্পর্কে পড়তে পারেন।

“বিশ্বের সেরা গোলকিপার তালিকা” এই বিষয়ে আপনাদের যদি কিছু জানার থাকে তবে আপনি এই পোস্টের নিচে মন্তব্য করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *