নোবেল পুরস্কার ২০২৩ তালিকা বিষয়ক লেখাটি পড়ে বিভিন্ন প্রতিযোগীতা মূলক পরীক্ষাতে আপনাকে এগিয়ে রাখতে পারেন। নোবেল পুরস্কার প্রবর্তন করেন সুইডিস বিজ্ঞানী ও উদ্ভাবক আলফ্রেড নোবেল। আলফ্রেড নোবেল তার জীবদ্দশায় ডিনামাইটসহ ৩৫৫টি উদ্ভাবন করেন। এসবের মাধ্যমে তিনি প্রচুর অর্থবিত্তের মালিক হয়েছিলেন। অর্জিত সব অর্থ দান করে ১৮৯৫ সালে একটি উইল করেন যান। এরই পরিপ্রেক্ষিতে ১৯০১ সাল থেকে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাশাস্ত্র, সাহিত্য এবং শান্তি-এই পাঁচটি বিষয়ে নোবেল পুরস্কার প্রচলন করা হয় এবং পরে অর্থনীতি বিষয়টি অন্তর্ভুক্ত করা হয় ১৯৬৯ সালে। যার আনুষ্ঠানিক নাম ব্যাংক অব সুইডেন প্রাইস। ১৯৬৮ সাল থেকে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক আলফ্রেড নোবেলের অর্থনৈতিক বিজ্ঞানে অবদানের কথা স্মরণ করে এই পুরস্কার দেওয়া শুরু করে। শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় নরওয়ে থেকে। কিন্তু সাহিত্য ও অর্থনীতিতে নোবেল দেওয়া হয় সুইডেন থেকে। অক্টোবর মাসে শুরু হয় নোবেলের মৌসুম। অক্টোবরের প্রথম সোমবার থেকে শুরু হয়ে ছয় দিনব্যাপী চলে সারা বিশ্বের ছয়জন পুরস্কার বিজয়ীর নামের ঘোষণা । শুরুতে পাঁচটি শাখায় নোবেল পুরস্কার দেওয়া হলেও পরে এর সঙ্গে যুক্ত হয় অর্থনীতি।
নোবেল পুরস্কার কি?
মোট ছয়টি বিষয়েে উপর এই পুরস্কার প্রদান করা হয়। পদার্থবিজ্ঞান, ফিন্যান্স, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, সাহিত্য ও শান্তি। নোবেল পুরস্কারকে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পদক হিসেবে বিবেচনা করা হয়। নোবেল পুরস্কারপ্রাপ্তদেরকে ইংরেজিতে নোবেল লরিয়েট বলা হয়। পুরস্কারের জন্য প্রথমে মনোনয়নপত্র জমা নেওয়া হয়। এই প্রক্রিয়া শেষ হয় প্রতি বছর ৩১জানুয়ারি। ফেব্রুয়ারিতে প্রথম বৈঠকে বসে নোবেল কমিটি। বৈঠকে সব মনোনয়নপত্র আলোচনা করা হয় এবং প্রার্থীদের একটি তালিকা করা হয়। এরপর প্রত্যেক প্রার্থীকে মূল্যায়ন ও আলাদা আলাদাভাবে স্থায়ী উপদেষ্টা ও অন্যান্য পেশাজীবী দলের মাধ্যমে খতিয়ে দেখা হয়। দুটি জায়গা থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়। নোবেল শান্তি পুরস্কারটি শুধু নরওয়ের অসলো থেকে দেওয়া হয় আর বাকিগুলো দেওয়া হয় সুইডেনের স্টকহোম থেকে।
নোবেল পুরস্কার ২০২৩ তালিকা
নোবেল পুরস্কার ২০২৩ তালিকা প্রতি বছরের মত এবারও অক্টোবর মাসের প্রথম সপ্তাহে বিভিন্ন বিষয়ের উপর নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। ২ অক্টবর চিকিৎসা বিজ্ঞানের নোবেল বিজয়ীদের নাম প্রকাশের মধ্যে দিয়ে শুরু হয়ে ৯ অক্টবরে অর্থনীতির নোবেল বিজয়ীদের নাম ঘোষণার মধ্যে দিয়ে শেষ হয়। এই বছরের ১০ ডিসেম্বর স্টকহোমে এবং অসলোতে পুরস্কার বিজয়ীদের মাঝে সরাসরি এই পুরস্কারের অর্থ ও সম্মাননা প্রদান করা হয়। নিচে আরো বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।
বিভাগ | বিজয়ী | অবদান |
---|---|---|
চিকিৎসা বা শারীরবিদ্যা | ক্যাটালিন কারিকো এবং ড্রু ওয়াইজম্যান | নিউক্লিওসাইড বেস পরিবর্তন সম্পর্কিত আবিষ্কারের জন্য, যা কোভিড-১৯-এর বিরুদ্ধে কার্যকর mRNA ভ্যাকসিন তৈরিতে সাহায্য করেছে |
পদার্থবিদ্যা | পিয়েরে অ্যাগোস্টিনি, ফেরেঙ্ক ক্রাউজ এবং অ্যান ল’হুইলিয়ার | পদার্থের ইলেকট্রন গতিবিদ্যা নিরীক্ষণের জন্য আলোর অ্যাটো সেকেন্ড স্পন্দন তৈরির জন্য পরীক্ষামূলক পদ্ধতির আবিষ্কারের জন্য |
রসায়ন | মোউঙ্গি জি. বাউয়েন্দি, লুইস ই. ব্রুস এবং আলেক্সি আই. একিমভ | কোয়ান্টাম ডট আবিষ্কার এবং সংশ্লেষণের জন্য |
সাহিত্য | জন অলভ ফস | অকথ্যকে কণ্ঠ দেওয়ার জন্য (“gives voice to the unsayable” ) তার উদ্ভাবনী নাটক এবং গদ্যের জন্য |
শান্তি | নার্গিস মোহাম্মদী | ইরানে নারীদের নিপীড়নের বিরুদ্ধে তার লড়াই এবং সকলের জন্য মানবাধিকার এবং স্বাধীনতার প্রচার করার জন্য |
অর্থনীতি | ক্লদিয়া গোল্ডিন | শ্রম বাজারে নারীর ভূমিকা সম্পর্কে নতুন ধারণা এনে দেওয়ার স্বীকৃতি হিসেবে এ বছরের অর্থনীতিতে নোবেল পুরস্কারের জন্য তাকে মনোনীত করা হয়। |
১। চিকিৎসাবিজ্ঞানঃ
ক। ক্যাটালিন কারিকো :
জন্ম: ক্যাটালিন কারিকোর জন্ম ১৯৫৫ সালে হাঙ্গেরির জোলনকে।
পেশাঃ অধ্যাপক। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে কর্মরত।
অবদানঃ নিউক্লিওসাইড বেস পরিবর্তন সম্পর্কিত আবিষ্কারের জন্য তাকে নোবলে দেওয়া হয়ল যা কোভিড-১৯-এর বিরুদ্ধে কার্যকর mRNA ভ্যাকসিন তৈরিতে সাহায্য করেছে।
খ। ড্রু উইসম্যান :
জন্ম: যুক্তরাষ্ট্রের লেক্সিংটনে ১৯৫৯ সালে জন্মগ্রহণ করেন
পেশাঃ অধ্যাপক। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে কর্মরত।
অবদানঃ নিউক্লিওসাইড বেস পরিবর্তন সম্পর্কিত আবিষ্কারের জন্য তাকেও নোবেল প্রদান করা হয় যা কোভিড-১৯-এর বিরুদ্ধে কার্যকর mRNA ভ্যাকসিন তৈরিতে সাহায্য করেছে।
২। পদার্থবিজ্ঞান
ক। পিয়েরে অ্যাগোস্টনি
জন্ম: পিয়েরে অ্যাগোস্টিনির জন্ম ফ্রান্সে।
পেশাঃ তিনি একজন পদার্থবিদ এবং ইউনিভার্সিটি অফ সেন্ট-এটিনে অধ্যাপক।
অবদানঃ পদার্থের ইলেকট্রন গতিবিদ্যা অধ্যয়নের জন্য আলোর অ্যাটো সেকেন্ড স্পন্দন তৈরি
খ। ফেরেঙ্ক ক্রাউজ
জন্ম: ফেরেঙ্ক ক্রাউসের জন্ম হাঙ্গেরিতে।
পেশাঃ তিনি একজন পদার্থবিদ এবং থিজসজেড ইউনিভার্সিটি অফ টেকনোলজির অধ্যাপক।
অবদানঃ পদার্থের ইলেকট্রন গতিবিদ্যা অধ্যয়নের জন্য আলোর অ্যাটো সেকেন্ড স্পন্দন তৈরি
গ। অ্যান ল’হুইলিয়ার
জন্ম: অ্যান ল’হুইলিয়ারের জন্ম ফ্রান্সে।
পেশাঃ তিনি একজন পদার্থবিদ এবং ইকোল পলিটেকনিক ফেডেরালে ডি লাভেলের অধ্যাপক।
অবদানঃ পদার্থের ইলেকট্রন গতিবিদ্যা অধ্যয়নের জন্য আলোর অ্যাটো সেকেন্ড স্পন্দন তৈরি
৩। রসায়ন
ক। মোউঙ্গি জি. বাউয়েন্দি
জন্ম: মুঙ্গি বাওয়েন্ডির জন্ম ফ্রান্সে।
পেশাঃ তিনি একজন রসায়নবিদ এবং ইউনিভার্সিটি অফ সেন্ট-ইটিনে অধ্যাপক।
অবদানঃ কোয়ান্টাম ডটের আবিষ্কার, উন্নয়ন এবং ন্যানোক্রিস্টাল প্রযুক্তি বা ন্যানো পার্টিকেল আকার ও বৈশিষ্ট্য নির্ধারণে অবদান।
খ। লুইস ই. ব্রুস
জন্ম: লুই ব্রুস এর জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রে।
পেশাঃ তিনি একজন রসায়নবিদ এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।
অবদানঃ কোয়ান্টাম ডটের আবিষ্কার, উন্নয়ন এবং ন্যানোক্রিস্টাল প্রযুক্তি বা ন্যানো পার্টিকেল আকার ও বৈশিষ্ট্য নির্ধারণে অবদান।
গ। আলেক্সি আই. একিমভ
জন্ম: আলেক্সি ইয়াকিমভ এর জন্ম রাশিয়ায়।
পেশাঃ তিনি একজন রসায়নবিদ এবং রাশিয়ান একাডেমি অফ সায়েন্সের একজন সদস্য।
অবদানঃ কোয়ান্টাম ডটের আবিষ্কার, উন্নয়ন এবং ন্যানোক্রিস্টাল প্রযুক্তি বা ন্যানো পার্টিকেল আকার ও বৈশিষ্ট্য নির্ধারণে।
৪। সাহিত্য
ক। জন অলভ ফস
জন্ম: জন ফসের জন্ম নরওয়েতে।
পেশাঃ তিনি একজন নাট্যকার, ঔপন্যাসিক, ছোটগল্পকার এবং অনুবাদক।
অবদানঃ উদ্ভাবনী নাটক এবং গদ্য যা অকথ্যকে কণ্ঠ দেয়ার জন্য তাকে নোবেল প্রদান করা হয়।
৫। শান্তি
ক। নার্গিস মোহাম্মদী
জন্ম: ইরানে।
পেশাঃ একজন ইরানি মানবাধিকারকর্মী এবং ডিফেন্ডারস অফ হিউম্যান রাইটস সেন্টার-এর উপ-প্রধান।
অবদানঃ ইরানে নারীদের অধিকার এবং সবার জন্য মানবাধিকারের জন্য লড়াই করা
৬। অর্থনীতি
ক। ক্লদিয়া গোল্ডিন
জন্ম: যুক্তরাষ্ট্র
পেশাঃ যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্লডিয়া গোল্ডিন।
অবদানঃ শ্রম বাজারে নারীর ভূমিকা সম্পর্কে নতুন ধারণা এনে দেওয়ার স্বীকৃতি হিসেবে এ বছরের অর্থনীতিতে নোবেল পুরস্কারের জন্য তাকে মনোনীত করে নোবেল কমিটি।
বহুল জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর সমূহ
“নোবেল পুরস্কার ২০২৩ তালিকা” এ সম্পর্কে আপনার মনে বেশ কয়েকটি প্রশ্ন উঁকি দিচ্ছে? তবে চলুন জেনে নেওয়া হোক সেই সকল সকল প্রশ্ন ও উত্তর।
নোবেল পুরস্কার প্রদান শুরু করেছেন কে?
চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য ও শান্তিতে পুরস্কারগুলো সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তাঁর রেখে যাওয়া অর্থে থেকে প্রদান করা হয়। আলফ্রেড নোবেল সুইডিশ শিল্পপতি এবং ডিনামাইটের উদ্ভাবক ছিলেন। নোবেলের মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে তার নাম অনুসারে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।
পুরস্কার হিসাবে কি দেওয়া হয়?
প্রতিবছর ডিসেম্বরের ১০ তারিখ বিজয়ীর হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়। এ সময় তাঁদের একটি সনদ ও একটি স্বর্ণপদক দেওয়া হয়। প্রতিটি পুরস্কারের মূল্য ৯ লাখ মার্কিন ডলার।
উপসংহার
নোবেল পুরস্কার বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার গুলির মধ্যে সবার উপরে। এটি মানবতার উন্নয়নে অসামান্য অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেয়। নোবেল পুরস্কার একটি আন্তর্জাতিক পুরস্কার যা ১৯০১ খ্রিষ্টাব্দে প্রবর্তিত হয়। সুইডেন থেকে পরিচালিত নোবেল কমিটি এই পুরস্কার দিয়ে থাকে। সারা পৃথিবীর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে গবেষণা ও উদ্ভাবন বা মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের স্বীকৃতির জন্য এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে। নোবেল পুরস্কার ২০২৩ তালিকা দেখে আমরা প্রতবছরের ন্যায় ২০২৩ এর নোবেল বিজয়ীদের অবদান সম্পর্কে অবগত হতে পারি। এছাড়াও আপনার জ্ঞানকে প্রসারিত করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ১০ টি ব্যবহার সম্পর্কে পড়তে পারেন।
“নোবেল পুরস্কার ২০২৩ তালিকা” এই বিষয়ে আপনার যদি কিছু জানার থাকে তবে আপনি এই পোস্টের নিচে মন্তব্য করতে পারেন।