নোবেল পুরস্কার ২০২২ তালিকা চাকুরী পরিক্ষার্থীদের ভালোভাবে মনে থাকার কথা। নোবেল পুরস্কার প্রবর্তন করেন সুইডিস বিজ্ঞানী ও ডিনামাইট উদ্ভাবক আলফ্রেড নোবেল। আলফ্রেড নোবেল তার কর্মময় জীবনে ডিনামাইটসহ ৩৫৫টি উদ্ভাবন করেন। এসব উদ্ভাবন ও বৈজ্ঞানিক আবিস্কারের মাধ্যমে তিনি প্রচুর অর্থের মালিক হন। তার আয় করা সব অর্থ দান করে ১৮৯৫ সালে একটি উইল করেন যান। সেই দানকৃত অর্থ থেকেই ১৯০১ সাল থেকে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাশাস্ত্র, সাহিত্য এবং শান্তি-এই পাঁচটি বিষয়ে নোবেল পুরস্কার প্রদান কার্যক্রম শুরু করা হয় এবং পরে অর্থনীতি বিষয়টি অন্তর্ভুক্ত করা হয় ১৯৬৯ সালে। যার আনুষ্ঠানিক নাম ব্যাংক অব সুইডেন প্রাইস। ১৯৬৮ সাল থেকে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক আলফ্রেড নোবেলের অর্থনৈতিক বিজ্ঞানে অবদানের কথা চিন্তা করে এই পুরস্কার দেওয়া শুরু করে। শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় নরওয়ের রাজধানী অসলো থেকে। কিন্তু সাহিত্য ও অর্থনীতিতে নোবেল দেওয়া হয় সুইডেনের রাজধানী স্টকহোম থেকে। অক্টোবর মাসেই শুরু হয় নোবেলের ডামাঢোল। অক্টোবরের প্রথম সোমবার থেকে শুরু হয়ে ছয় দিনব্যাপী চলে সারা বিশ্বের ছয়জন পুরস্কার বিজয়ীর নামের ঘোষণা । প্রথমদিকে পাঁচটি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হলেও পরে এর সঙ্গে যুক্ত হয় অর্থনীতির বিষয়টি।
নোবেল পুরস্কার কি?
ছয়টি বিষয়েে উপর নোবেল পুরস্কার প্রদান করা হয়। পদার্থবিজ্ঞান, ফিন্যান্স, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, সাহিত্য ও শান্তি। নোবেল পুরস্কারকে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার বলা হয়। নোবেল পুরস্কারপ্রাপ্তদেরকে ইংরেজিতে নোবেল লরিয়েট বলা হয়ে থাকে। পুরস্কারের জন্য প্রথমে মনোনয়নপত্র জমা নেওয়া হয়। মনোনয়ন প্রক্রিয়া শেষ হয় প্রতি বছর ৩১ জানুয়ারি। ফেব্রুয়ারিতে প্রথম আলোচনায় বসে নোবেল কমিটি। সেই আলোচনায় মনোনয়নপত্র বাছাই এবং প্রার্থীদের একটি তালিকা তেরি করা হয়। এরপর প্রত্যেক প্রার্থীকে মূল্যায়ন ও আলাদা আলাদাভাবে স্থায়ী উপদেষ্টা ও অন্যান্য পেশাজীবী দলের মাধ্যমে খতিয়ে দেখা হয়। দুটি দেশ থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়। নোবেলের শান্তি পুরস্কারটি নরওয়ের অসলো থেকে দেওয়া হয় আর বাকিগুলো দেওয়া হয় সুইডেনের স্টকহোম থেকে।
নোবেল পুরস্কার ২০২২ তালিকা
নোবেল পুরস্কার ২০২২ তালিকা প্রতি বছরের ন্যায় এবারও অক্টোবর মাসের প্রথম সপ্তাহে বিভিন্ন বিষয়ের উপর নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। অক্টবরের প্রথম সপ্তাহে চিকিৎসা বিজ্ঞানের নোবেল বিজয়ীদের নাম প্রকাশের মধ্যে দিয়ে শুরু হয়ে ৯ অক্টবরে অর্থনীতির নোবেল বিজয়ীদের নাম ঘোষণার মধ্যে দিয়ে শেষ হয়। এই বছরের ডিসেম্বর স্টকহোমে এবং অসলোতে পুরস্কার বিজয়ীদের মাঝে সরাসরি এই পুরস্কারের অর্থ ও সম্মাননা প্রদান করা হয়। নিচে আরো বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।
বিভাগ | বিজয়ী | অবদান |
---|---|---|
চিকিৎসা বা শারীরবিদ্যা | সান্তে প্যাবো | বিলুপ্ত হোমিন এবং মানব প্রজাতির জিনোম সম্পর্কিত গবেষণায় আবিষ্কার |
পদার্থবিদ্যা | অ্যালেন অ্যাসপেক্ট, জন ক্লোজার, অ্যাটন জেলিঙ্গার | কোয়ান্টাম ইনফরমেশনের দুনিয়ায় অভাবনীয় সাফল্য |
রসায়ন | ক্যারোলিন আর. বার্তোজী, কার্ল ব্যারি সার্পলেশ, মর্টেন মেন্ডল | ক্লিক কেমিস্ট্রি এবং বায়োর্থোগোনাল কেমিস্ট্রির উন্নয়ন |
সাহিত্য | অ্যানি এনৌ | সাহস এবং নিখুঁত মাধ্যমে ব্যক্তিগত স্মৃতির শিকড়কে একত্রিত করে প্রকাশ |
শান্তি | অ্যালেস বিয়ালিয়াৎস্কি, মেমোরিয়াল, সেন্টার ফর সিভিল লিবার্টিস | মানবাধিকার, গণতন্ত্র এবং শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য কাজ |
অর্থনীতি | বেন এস. বারন্যাঙ্ক, ডগলাস ডব্লিউ. ডায়মন্ড, ফিলিপ এইচ. ডিবভিগ | ব্যাঙ্ক এবং আর্থিক সংকটের উপর গবেষণা |
নোবেল পুরস্কার ২০২২ তালিকা অনুযায়ী দেখা যায় এ বছর উক্ত ছয়টি বিষয়ে মোট ১২ জন ব্যক্তি ও দুইটি সংগঠনকে (যৌথভাবে) তাদের অবদানের জন্য নোবেল পুরস্কার প্রদান করা হয়ে থাকে। প্রতিটি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে একটি করে সনদ ও একটি করে স্বর্ন পদক প্রদান করা হয়।
১। চিকিৎসাবিজ্ঞানঃ
ক। সান্তে প্যাবো
জন্ম: জাপান।
পেশাঃ অধ্যাপক। ওকিনাওয়া ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।
অবদানঃ বিলুপ্ত হোমিন এবং মানব প্রজাতির জিনোম সম্পর্কিত গবেষণায় আবিষ্কার।
মোটঃ ১ জন
২। পদার্থবিজ্ঞান
ক। অ্যালেন অ্যাসপেক্ট
জন্ম: ফ্রান্স।
পেশাঃ অধ্যাপক। ইউনিভার্সিটি প্যারিস-স্যাকলে এবং ইকোলে পলিটেকনিক কর্মরত আছেন।
অবদানঃ কোয়ান্টাম ইনফরমেশনের দুনিয়ায় অভাবনীয় সাফল্য।
খ। জন ক্লোজার
জন্ম: যুক্তরাষ্ট্র।
পেশাঃ নিজস্ব প্রতিষ্ঠান আমেরিকার জন এফ ক্লজার অ্যান্ড অ্যাসোসিয়েটস এ গবেষণার কাজে কর্মরত আছেন।
অবদানঃ কোয়ান্টাম ইনফরমেশনের দুনিয়ায় অভাবনীয় সাফল্য।
গ। অ্যাটন জেলিঙ্গার
জন্ম: যুক্তরাষ্ট্র।
পেশাঃ ভিয়েনা বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন।
অবদানঃ কোয়ান্টাম ইনফরমেশনের দুনিয়ায় অভাবনীয় সাফল্য।
মোটঃ তিন জন
৩। রসায়ন
ক। ক্যারোলিন আর. বার্তোজী
জন্ম: যুক্তরাষ্ট্র।
পেশাঃ অধ্যাপক। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়।
অবদানঃ ক্লিক কেমিস্ট্রি এবং বায়োর্থোগোনাল কেমিস্ট্রির উন্নয়ন।
খ। কার্ল ব্যারি সার্পলেশ
জন্ম: যুক্তরাষ্ট্র।
পেশাঃ আমেরিকার স্ক্রিপস রিসার্চে কর্মরত আছেন।
অবদানঃ ক্লিক কেমিস্ট্রি এবং বায়োর্থোগোনাল কেমিস্ট্রির উন্নয়ন।
গ। মর্টেন মেন্ডল
জন্ম: ডেনমার্ক।
পেশাঃ অধ্যাপক। কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়।
অবদানঃ ক্লিক কেমিস্ট্রি এবং বায়োর্থোগোনাল কেমিস্ট্রির উন্নয়ন।
মোটঃ তিন জন
৪। সাহিত্য
ক। অ্যানি এনৌ
জন্ম: জন ফসের জন্ম নরওয়েতে।
পেশাঃ তিনি একজন নাট্যকার, ঔপন্যাসিক, ছোটগল্পকার এবং অনুবাদক।
অবদানঃ সাহস এবং নিখুঁত মাধ্যমে ব্যক্তিগত স্মৃতির শিকড়কে একত্রিত করে প্রকাশ করেন এই সাহিত্যিক।
মোটঃ ১ জন
৫। শান্তি
ক। অ্যালেস বিয়ালিয়াৎস্কি
জন্ম: বেলারুশ।
পেশাঃ একজন মানবাধিকার কর্মী।
অবদানঃ মানবাধিকার, গণতন্ত্র এবং শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য কাজ
খ। মেমোরিয়াল
অবস্থানঃ রাশিয়া
কোন ধরনের সংগঠনঃ মানবাধিকার সংগঠন
গ। সেন্টার ফর সিভিল লিবার্টিস
অবস্থানঃ ইউক্রেন
কোন ধরনের সংগঠনঃ মানবাধিকার সংগঠন।
অবদানঃ মানবাধিকার, গণতন্ত্র এবং শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য কাজ
মোটঃ ব্যক্তি ১ জন। প্রতিষ্ঠান ২ টি (যৌথভাবে)।
৬। অর্থনীতি
ক। বেন এস. বারন্যাঙ্ক
জন্ম: যুক্তরাষ্ট্র
পেশাঃ যুক্তরাষ্ট্র ফেডারেল রিজার্ভ ব্যাংকের বর্তমান চেয়ারম্যান
অবদানঃ ব্যাঙ্ক এবং আর্থিক সংকটের উপর গবেষণা
খ। ডগলাস ডব্লিউ. ডায়মন্ড
জন্ম: যুক্তরাষ্ট্র
পেশাঃ অধ্যাপক, শিকাগো বিশ্ববিদ্যালয়।
অবদানঃ শ্রব্যাঙ্ক এবং আর্থিক সংকটের উপর গবেষণা
গ। ফিলিপ এইচ. ডিবভিগ
জন্ম: যুক্তরাষ্ট্র
পেশাঃ অধ্যাপক, ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়।
অবদানঃ ব্যাঙ্ক এবং আর্থিক সংকটের উপর গবেষণা
মোটঃ তিন জন।
বহুল জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর সমূহ
“নোবেল পুরস্কার ২০২২ তালিকা” এ সম্পর্কে আপনাদের মনে বেশকিছু প্রশ্ন থাকতে পারে। তবে চলুন জেনে নেওয়া হোক সেই সকল সকল প্রশ্ন ও তাদের উত্তর।
নোবেল পুরস্কার মানে কি?
নোবেল পুরস্কার হচ্ছে একটি আন্তর্জাতিক পুরস্কার যা ১৯০১ সাল থেকে সারা পৃথিবীর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে গবেষণা ও উদ্ভাবনী বা মানবকল্যাণমূলক কার্যক্রমের জন্য প্রদান করা হয়। মোট ছয়টি বিষয়ের উপর এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে। পুরস্কারের জন্য একটি সনদ ও একটি স্বর্ন পদক প্রদান করা হয়ে থাকে।
নোবেল পুরস্কার কবে থেকে শুরু হয়?
নোবেল পুরস্কার ১৯০১ সাল থেকে প্রদান করা হচ্ছে। আলফ্রেড নোবেলের নামানুসারে এই পদকের নাম করন করা হয়।
উপসংহার
নোবেল পুরস্কার বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার গুলির মধ্যে একটি। এটি মানবতার উন্নয়নে অসামান্য অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে তাদের কাজের স্বীকৃতি দিয়ে সম্মানিত করে থাকে। নোবেল পুরস্কার একটি আন্তর্জাতিক পুরস্কার যা ১৯০১ খ্রিষ্টাব্দে থেকে প্রবর্তিত হয়। সুইডেন থেকে পরিচালিত নোবেল কমিটি এই পুরস্কার প্রদান করে থাকে। সারা বিশ্বের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে গবেষণা ও উদ্ভাবন বা মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের স্বীকৃতির জন্য এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে। নোবেল পুরস্কার ২০২২ তালিকা দেখে আমরা প্রতবছরের ন্যায় ২০২২ এর নোবেল
বিজয়ীদের অবদান ও সফলতা সম্পর্কে অবগত হতে পারি। বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশে থেকে একজন শান্তিতে নোবেল জয় করেন। পার্শবর্তী দেশে ভারতে থেকে বেশ কয়েকজন নোবেল পুরস্কার জয় লাভ করে থাকেন। প্রতি বছরেই এই পুরস্কার ঘোষনা করা হয়। এছাড়াও আপনার জ্ঞানকে প্রসারিত করতে বিজ্ঞানীদের নাম ও আবিষ্কার সম্পর্কে পড়তে পারেন।
“নোবেল পুরস্কার ২০২২ তালিকা” এই বিষয়ে আপনার যদি কিছু জানার থাকে তবে আপনি এই পোস্টের নিচে মন্তব্য করতে পারেন।