Skip to content
Home » নোবেল পুরস্কার ২০২১ তালিকা

নোবেল পুরস্কার ২০২১ তালিকা

Nobel Prize 2021 List

নোবেল পুরস্কার ২০২১ তালিকা মাঝে মধ্যেই সোসাল মিডিয়ায় দেখা যায়। নোবেল পুরস্কার প্রবর্তন করেন সুইডিস বিজ্ঞানী ও ডিনামা আবিস্কারক আলফ্রেড নোবেল। আলফ্রেড নোবেল তার কর্মময় জীবনে ডিনামাইটসহ ৩৫৫টি উদ্ভাবন করেন। এসব উদ্ভাবন ও বৈজ্ঞানিক আবিস্কারের মাধ্যমে তিনি প্রচুর অর্থের মালিক হন। তার আয় করা সব অর্থ দান করে ১৮৯৫ সালে একটি উইল করেন যান। সেই দানকৃত অর্থ থেকেই ১৯০১ সাল থেকে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাশাস্ত্র, সাহিত্য এবং শান্তি-এই পাঁচটি বিষয়ে নোবেল পুরস্কার প্রদান কার্যক্রম শুরু করা হয় এবং পরে অর্থনীতি বিষয়টি অন্তর্ভুক্ত করা হয় ১৯৬৯ সালে। যার আনুষ্ঠানিক নাম ব্যাংক অব সুইডেন প্রাইস। ১৯৬৮ সাল থেকে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক আলফ্রেড নোবেলের অর্থনৈতিক বিজ্ঞানে অবদানের কথা চিন্তা করে এই পুরস্কার দেওয়া শুরু করে। শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় নরওয়ের রাজধানী অসলো থেকে। কিন্তু সাহিত্য ও অর্থনীতিতে নোবেল দেওয়া হয় সুইডেনের রাজধানী স্টকহোম থেকে। অক্টোবর মাসেই শুরু হয় নোবেলের ডামাঢোল। অক্টোবরের প্রথম সোমবার থেকে শুরু হয়ে ছয় দিনব্যাপী চলে সারা বিশ্বের ছয়জন পুরস্কার বিজয়ীর নামের ঘোষণা । প্রথমদিকে পাঁচটি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হলেও পরে এর সঙ্গে যুক্ত হয় অর্থনীতির বিষয়টি। 

নোবেল পুরস্কার কাকে বলে?

ছয়টি বিষয়েে উপর নোবেল পুরস্কার প্রদান করা হয়। পদার্থবিজ্ঞান, ফিন্যান্স, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, সাহিত্য ও শান্তি। নোবেল পুরস্কারকে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার বলা হয়। নোবেল পুরস্কারপ্রাপ্তদেরকে ইংরেজিতে নোবেল লরিয়েট বলা হয়ে থাকে। পুরস্কারের জন্য প্রথমে মনোনয়নপত্র জমা নেওয়া হয়। মনোনয়ন প্রক্রিয়া শেষ হয় প্রতি বছর ৩১ জানুয়ারি। ফেব্রুয়ারিতে প্রথম আলোচনায় বসে নোবেল কমিটি। সেই আলোচনায় মনোনয়নপত্র বাছাই এবং প্রার্থীদের একটি তালিকা তেরি করা হয়। এরপর প্রত্যেক প্রার্থীকে মূল্যায়ন ও আলাদা আলাদাভাবে স্থায়ী উপদেষ্টা ও অন্যান্য পেশাজীবী দলের মাধ্যমে খতিয়ে দেখা হয়। দুটি  দেশ থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়। নোবেলের শান্তি পুরস্কারটি নরওয়ের অসলো থেকে দেওয়া হয় আর বাকিগুলো দেওয়া হয় সুইডেনের স্টকহোম থেকে।

নোবেল পুরস্কার ২০২১ তালিকা

নোবেল পুরস্কার ২০২১ তালিকা প্রতি বছরের ন্যায় এবারও অক্টোবর মাসের প্রথম সপ্তাহে বিভিন্ন বিষয়ের উপর নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। অক্টবরের প্রথম সপ্তাহে চিকিৎসা বিজ্ঞানের নোবেল বিজয়ীদের নাম প্রকাশের মধ্যে দিয়ে শুরু হয়ে অর্থনীতির নোবেল বিজয়ীদের নাম ঘোষণার মধ্যে দিয়ে শেষ হয়। এই বছরের ডিসেম্বর স্টকহোমে এবং অসলোতে পুরস্কার বিজয়ীদের মাঝে সরাসরি এই পুরস্কারের অর্থ ও সম্মাননা প্রদান করা হয়। নিচে আরো বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।

বিভাগপ্রাপকদের নামযে দেশের বাসিন্দাঅবদান
পদার্থ বিজ্ঞানসাইকুরো  মানাবেজাপানবৈশ্বিক উঞ্চায়নের পূর্বাভাস দেওয়া এবং কমপ্লেক্স ফিজিক্যাল সিস্টেম সম্পর্কে বোঝাপড়ার বিষয়ে যুগান্তকারী অবদানের জন্য।
ক্লাউস হাসেলম্যানজার্মানিবৈশ্বিক উঞ্চায়নের পূর্বাভাস দেওয়া এবং কমপ্লেক্স ফিজিক্যাল সিস্টেম সম্পর্কে বোঝাপড়ার বিষয়ে যুগান্তকারী অবদানের জন্য।
জর্জিও পারিসিইতালিবৈশ্বিক উঞ্চায়নের পূর্বাভাস দেওয়া এবং কমপ্লেক্স ফিজিক্যাল সিস্টেম সম্পর্কে বোঝাপড়ার বিষয়ে যুগান্তকারী অবদানের জন্য।
রসায়নডেভিড ডব্লিউ সি ম্যাকমিলানস্কটল্যান্ডঅনুগঠনের এক দুর্দান্ত হাতিয়ার এসিমেট্রিক অর্গানোক্যাসালাইসিস আবিস্কার
বেঞ্জামিন লিস্টজার্মানিঅনুগঠনের এক দুর্দান্ত হাতিয়ার এসিমেট্রিক অর্গানোক্যাসালাইসিস আবিস্কার
সাহিত্যআব্দুলরজাক গুরনাহতানজানিয়াঔপেনিবেশিকতার অনুপ্রবেশের বিরুদ্ধে তার আপসহীন সংগ্রাম, সংস্কৃতি ও মহাদেশীয় পরিসরে শরনার্থীদের সমস্যার কথা সাহসের সঙ্গে তুলে ধরার জন্য।
শান্তিদমিত্রি মুরাতভরাশিয়ামত প্রকাশের স্বাধীনতার পক্ষে সাহসী লড়াই এ অবদান রাখার জন্য
মারিয়া রেসাফিলিপিন্সমত প্রকাশের স্বাধীনতার পক্ষে সাহসী লড়াই এ অবদান রাখার জন্য
চিকিৎসাডেভিড জুলিয়াসযুক্তরাষ্ট্রতাপমাত্রা ও স্পর্শের রিসেপ্টর আবিস্কারের জন্য
আর্দেম পাতাপাউসিয়ানযুক্তরাষ্ট্রতাপমাত্রা ও স্পর্শের রিসেপ্টর আবিস্কারের জন্য
অর্থনীতিডেভিড এডওয়ার্ড কার্ডমার্কিন যুক্তরাষ্ট্রশ্রম অর্থনীতিতে অভিজ্ঞতাগত অবদান
গুইডো উইলহেলমাসমার্কিন যুক্তরাষ্ট্রশ্রম অর্থনীতিতে অভিজ্ঞতাগত অবদান
জোশুয়া ডেভিড অ্যাংরিস্টমার্কিন যুক্তরাষ্ট্রশ্রম অর্থনীতিতে অভিজ্ঞতাগত অবদান

নোবেল পুরস্কার ২০২১ তালিকা অনুযায়ী দেখা যায় এ বছর উক্ত ছয়টি বিষয়ে মোট ১৩ জন ব্যক্তিকে তাদের অবদানের জন্য নোবেল পুরস্কার প্রদান করা হয়ে থাকে। প্রতিটি ব্যক্তিকে একটি করে সনদ ও একটি করে স্বর্ন পদক প্রদান করা হয়।

১। পদার্থবিজ্ঞান

ক। সাইকুরো  মানাবে

জন্ম: জাপান। 

পেশাঃ একজন জাপানি বংশোদ্ভূত মার্কিন আবহাওয়াবিদ ও জলবায়ু বিশেষজ্ঞ।

অবদানঃ পৃথিবীর তাপমাত্রার পূর্বাভাস দেওয়া এবং কমপ্লেক্স ফিজিক্যাল সিস্টেম সম্পর্কে বোঝাপড়ার বিষয়ে যুগান্তকারী অবদানের রাখা।

খ। ক্লাউস হাসেলম্যান

জন্ম: জাপান। 

পেশাঃ একজন শীর্ষস্থানীয় জার্মান সমুদ্রবিদ ও জলবায়ু প্রতিমান নির্মাতা।

অবদানঃ বিশ্বের উঞ্চায়নের পূর্বাভাস দেওয়া এবং কমপ্লেক্স ফিজিক্যাল সিস্টেম সম্পর্কে বোঝাপড়ার বিষয়ে যুগান্তকারী অবদানের জন্য।

গ। জর্জিও পারিসি

জন্ম: ইতালি।

পেশাঃ একজন ইতালীয় তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী।

অবদানঃ বৈশ্বিক উঞ্চায়নের পূর্বাভাস দেওয়া এবং কমপ্লেক্স ফিজিক্যাল সিস্টেম সম্পর্কে বোঝাপড়ার বিষয়ে যুগান্তকারী অবদান।

মোটঃ তিন জন

২। রসায়ন 

ক। ডেভিড ডব্লিউ সি ম্যাকমিলান

জন্ম: স্কটল্যান্ড।

পেশাঃ  প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে রসায়নশাস্ত্রের অধ্যাপক।

অবদানঃ অনুগঠনের এক দুর্দান্ত হাতিয়ার এসিমেট্রিক অর্গানোক্যাসালাইসিস আবিস্কার।

খ। বেঞ্জামিন লিস্ট

জন্ম: জার্মানি।

পেশাঃ  একজন জার্মান রসায়নবিদ। 

অবদানঃ অনুগঠনের এক দুর্দান্ত হাতিয়ার এসিমেট্রিক অর্গানোক্যাসালাইসিস আবিস্কার

মোটঃ দুই জন

৩। সাহিত্য

ক। আব্দুলরজাক গুরনাহ

জন্ম: তানজানিয়া।

পেশাঃ একজন তাঞ্জানীয় ঔপন্যাসিক যিনি যুক্তরাজ্যে বসবাস করেন।

অবদানঃ ঔপেনিবেশিকতার অনুপ্রবেশের বিরুদ্ধে তার আপসহীন সংগ্রাম, সংস্কৃতি ও মহাদেশীয় পরিসরে শরনার্থীদের সমস্যার কথা সাহসের সঙ্গে তুলে ধরার জন্য।

মোটঃ ১ জন

৪। শান্তি

ক। দমিত্রি মুরাতভ

জন্ম: রাশিয়া।

পেশাঃ রাশিয়ান সাংবাদিক যিনি রাশিয়ান সংবাদপত্র নোভায়া গাজেটা-এর প্রধান সম্পাদক।

অবদানঃ মত প্রকাশের স্বাধীনতার পক্ষে সাহসী সংগ্রাম এ অবদান রাখার জন্য।

খ। মারিয়া রেসা

জন্মঃ ফিলিপিন্স। 

পেশাঃ একজন ফিলিপিনো সাংবাদিক এবং লেখক, র‍্যাপলারের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা

অবদানঃ মত প্রকাশের স্বাধীনতার পক্ষে সাহসী লড়াকু মনোভাবে অবদান রাখার জন্য।

মোটঃ ২ জন।

৫। চিকিৎসাবিজ্ঞানঃ

ক। ডেভিড জুলিয়াস

জন্ম: মার্কিন যুক্তরাষ্ট্র।

পেশাঃ  ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিস্কো এর একজন অধ্যাপক।

অবদানঃ তাপমাত্রা ও স্পর্শের রিসেপ্টর আবিস্কারের জন্য।

খ। আর্দেম পাতাপাউসিয়ান

জন্মঃ মার্কিন যুক্তরাষ্ট্র

পেশাঃ একজন আর্মেনীয় বংশোদ্ভূত লেবাননি-মার্কিন আণবিক জীববিজ্ঞানী। 

অবদানঃ তাপমাত্রা ও স্পর্শের রিসেপ্টর আবিস্কারের জন্য

মোটঃ ২ জন।

৬। অর্থনীতি

ক। ডেভিড এডওয়ার্ড কার্ড

জন্ম: যুক্তরাষ্ট্র

পেশাঃ একজন কানাডীয়-মার্কিন শ্রম অর্থনীতিবিদ এবং বার্কলির ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক। 

অবদানঃ শ্রম অর্থনীতিতে অভিজ্ঞতাগত অবদান।

খ।গুইডো উইলহেলমাস

জন্ম: যুক্তরাষ্ট্র

পেশাঃ একজন ওলন্দাজ-মার্কিন অর্থনীতিবিদ।

অবদানঃ শ্রম অর্থনীতিতে অভিজ্ঞতাগত অবদান।

গ। জোশুয়া ডেভিড অ্যাংরিস্ট

জন্ম: যুক্তরাষ্ট্র

পেশাঃ ইসরায়েলি-মার্কিন অর্থনীতিবিদ এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির অর্থনীতির  অধ্যাপক।

অবদানঃ শ্রম অর্থনীতিতে অভিজ্ঞতাগত অবদান।

মোটঃ তিন জন।

বহুল জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর সমূহ

নোবেল পুরস্কার ২০২১ তালিকা” এ সম্পর্কে আপনাদের মনে বেশকিছু প্রশ্ন থাকতে পারে। তবে চলুন জেনে নেওয়া হোক সেই সকল সকল প্রশ্ন ও তাদের উত্তর।

কারা পান পুরস্কার?

আলফ্রেড নোবেলের উইল মতে, পুরস্কার তাদেরই দিতে হবে, ‘যারা আন্তঃরাষ্ট্র সম্পর্ক, সেনাবাহিনীর সংকোচন বা অবলোপন ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বোচ্চ ও সেরাটা মানবজাতিকে উপহার দেবে।’

বাংলাদেশের কেউ কি নোবেল পুরস্কার পেয়েছেন?

হ্যাঁ, ডা. মুহাম্মদ ইউনুস ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার জিতেছিলেন এবং অমর্ত্য সেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ভারতীয় বাঙ্গালি হিসাবে নোবেল পুরস্কার জিতেছেন।

কোন ব্যক্তি প্রথম নোবেল পুরস্কার পান?

জিন হেনরি ডুনান্ট ছিলেন প্রথম ব্যক্তি যিনি প্রথমবারের মত শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন।

উপসংহার

নোবেল পুরস্কার বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার গুলির মধ্যে একটি। এটি মানবতার উন্নয়নে অসামান্য অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে তাদের কাজের স্বীকৃতি দিয়ে সম্মানিত করে থাকে। নোবেল পুরস্কার একটি আন্তর্জাতিক পুরস্কার যা ১৯০১ খ্রিষ্টাব্দে থেকে প্রবর্তিত হয়। সুইডেন থেকে পরিচালিত নোবেল কমিটি এই পুরস্কার প্রদান করে থাকে। সারা বিশ্বের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে গবেষণা ও উদ্ভাবন বা মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের স্বীকৃতির জন্য এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে। নোবেল পুরস্কার ২০২১ তালিকা দেখে আমরা প্রতবছরের ন্যায় ২০২২ এর নোবেল বিজয়ীদের অবদান ও সফলতা সম্পর্কে অবগত হতে পারি। বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশে থেকে একজন শান্তিতে নোবেল জয় করেন। পার্শবর্তী দেশে ভারতে থেকে বেশ কয়েকজন নোবেল পুরস্কার জয় লাভ করে থাকেন। প্রতি বছরেই এই পুরস্কার ঘোষনা করা হয়। এছাড়াও আপনার জ্ঞানকে প্রসারিত করতে ১০ টি রাসায়নিক বিক্রিয়ার নাম সম্পর্কে পড়তে পারেন।

“নোবেল পুরস্কার ২০২১ তালিকা” এই বিষয়ে আপনার যদি কিছু জানার থাকে তবে আপনি এই পোস্টের নিচে মন্তব্য করতে পারেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *