ঔষধি গাছের নামের তালিকা কবিরাজরা ভালো বলতে পারে। গাছ আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশের নাম। কিন্তু আমরা কি ঔষধি গাছের নাম ও উপকারিতা সম্পর্কে কতটুকুইবা জানি? আমাদের এক প্রকৃত বন্ধুর নাম হলো গাছ। পৃথিবী সৃষ্টির শুরু থেকে আমাদের নানা উপকারের অন্যতম মাধ্যম হলো গাছগাছালি। কি না দেয় এই এইসকল গাছ? ঔষধি গাছ মানুষের জন্য গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। গ্রামাঞ্চলে প্রাথমিক সেবাদানে এই ঔষধি গাছ যুগ যুগ ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। হৃদরোগ,কিডনি,ক্যানসার,লিভারের মতো আরও বিভিন্ন রোগের জন্য ওষুধ তৈরি হচ্ছে গাছ থেকে। বাংলাদেশের গবেষকরা বলছেন, আমাদের আশপাশে থাকা অনেক গাছের ওষধি গুণ রয়েছে। আমাদের অক্সিজেন সরবরাহ করা থেকে শুরু করে, দৈনন্দিন জীবনে খাদ্যের যোগান, জৈবিক চাহিদা পূরণ, ঘর সাজসজ্জা কাজে, বিরল রোগ থেকে উদ্ধারে পরিপূর্ণরূপে ভূমিকা পালন করে আসছে গাছ। গাছের উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। গাছ যে আমাদের কত ধরণের রোগ মোকাবেলায় ভূমিকা পালন করে তা কি আমরা জানি? আমরা অনেকে তো ঔষধি গাছের নামের তালিকা পর্যন্তই জানি না।
ঔষধি গাছ কাকে বলে?
দৈনন্দিন জীবনে খাদ্য, শাকসবজি,ফার্নিচার,ঘরের সাজসজ্জা,বিভিন্ন রোগের ঔষুধসহ সকল ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে গাছ। গাছের উপকারিতার কথা বলে কখনই শেষ করা যাবে না। তবে এর পাশাপাশি অনেক গাছ গাছরা রয়েছে যেগুলো আমাদের অন্যান্য উপকারের চেয়ে ঔষুধ হিসেবে কাজ করে সেগুলো সম্পর্কে আমরা অনেকেই জানি না। যেই গাছ বা যেই উদ্ভিদ থেকে প্রাকৃতিক ঔষুধ বা প্রাথমিক রোগ নিরাময় ও চিকিৎসার কাজে ব্যবহৃত হয় এমন সকল গাছকেই ঔষুধি গাছ বলা হয়। আমাদের মানব জীবনে বেশ ভূমিকা পালন করে থাকে ঔষুধি গাছগুলো।
ঔষধি গাছের নামের তালিকা
ঔষধি গাছের নামের তালিকা প্রতিটি মানুষের কম বেশি জানা আছে। নতুন করে বলার তেমন কিছই নেই। যেমন আছে তার খাদ্য গুনাগুন তেমনি রযেছে ঔষধি গুনাগুন। ছোট থেকে বড়, রোগী থেকে সুস্থ্য কারো জন্য কোন ধরনের ক্ষতিকর দিক নেই। নিচে ঔষধি গাছের নামের তালিকা নিয়ে থাকছে সংক্ষিপ্ত বিবরন যা আমাদের সকলের উপকারে আসতে পারে।
তবে চলুন জেনে নেই অসংখ্য ঔষধি গাছের মধ্য থেকে সেরা ১৫টি ঔষধি গাছের ঔষধি গুনাগুন ও উপকারিতা।
১। অর্জুন গাছের ঔষুধি গুনাগুন
অর্জুন এর আছে নানা গুণ। এর সবগুলো অংশই ব্যবহার করা যায় ঔষুধি গাছ হিসেবে।এটি মূলত একটি বনাজী গাছ হিসাবে আমরা সবাই জানি। লতা, ফুল, ফল,মূল, কান্ড, সব কিছুই খুবই উপকারী।
- অর্জুন গাছের ছাল রক্তচাপ কমায়।
- পেটের মেদ দূর করে।
- ত্বকের জন্য বেশ উপকারি।
- ইউরিন এর সমস্যা দূর করতে বেশ কার্যকরি।
- হৃদরোগের ব্যথা সারাতে বেশ কাজ করে।
- যৌন ক্ষমতা বৃদ্ধিতে বেশ উপকারিতা আছে।
- হারের ব্যথা বা মচকে যাওয়া ব্যথা দূর করে।
২। পাথরকুচির ঔষুধি গুনাগুন
পাথরকুচি আমরা প্রাই সবাই চিনি। পাথরকুচির পাতা সরাসরি খাওয়া যায়, রস করে খাওয়া যায়। নিচে এর কিছু উপকারিতা দেওয়া দেওয়া হলো।
- কিডনি ও গলগণ্ডের রোগের জন্য উপকারি।
- জন্ডিস নিরাময় করতে কাজ করে।
- লিভারে সমস্যায় বেশ উপকারি।
- উচ্চরক্তচাপ ও মূত্রথলির সমস্যা রোধে এই পাতা বেশ উপকারি।
- জ্বর কিংবা পেট ফাঁপার মতো সমস্যায় বেশ উপকারি এই উদ্ভিদ।
- চামড়ার এলার্জির জন্য এটি উপকারি।
- ঠান্ডা জনিত সমস্যা সমাধানে বেশ কার্যকর ভূমিকা পালন করে এই উদ্ভিদ।
৩। চিরতার ঔষুধি গুনাগুন
অনেক ঔষুধি গুণ সম্পন্ন গাছ চিরতা। চিরতা গাছ এর বেশ কিছু ঔষুধি গুণাগুণ রয়েছে তা উল্লেখ করা হলো।
- ওজন কমাতে সাহায্য করে।
- রক্তশোধক হিসেবে কাজ করে
- কোষ্ঠকাঠিন্যে দুর করে।
- ত্বকের সমস্যায় বেশ উপকারি।
- সুগার নিয়ন্ত্রনে বেশ কার্যকরি।
- ডায়াবেটিস নিয়ন্ত্রনে সহায়ক।
- ডায়রিয়া, জ্বর, বাতজ্বর এর উপকারি।
- পেট খারাপ ও অন্যান্য অসুখে কার্যকরি ভূমিকা রাখে।
৪। স্বর্ণলতা গাছের ঔষুধি গুনাগুন
আগাছারূপে বিভিন্ন গাছে ঝুলে থাকা লতাগুলো স্বর্ণলতা নামে পরিচিত। সেই সোনালী লতাগুলোকে স্বর্ণলতা বলে। শুধু আগাছারূপে ব্যবহৃত হয় তা কিন্তু নয় বরং এর রয়েছে নানা ধরণের ঔষুধী গুন।
- জন্ডিস নিরাময়ে বেশ কার্যকরী এই আগাছা।
- তলপেটে ব্যথা এবং ক্ষত নিরাময়ে বেশ কার্যকরি এই গাছ ।
- কৃমি নিরাময়ে এবং ব্যাকটেরিয়া প্রতিরোধে বেশ কার্যকরী ।
৫। থানকুনি গাছের ঔষুধি গুনাগুন
জনপ্রিয় খাবার উপাদান হলেও এটি ওষুধি গুণসম্পন্ন একটি উদ্ভিদ। চলুন তাহলে জেনে আসি এর উপকারিতা সম্পর্কে ।
- পেটের নানা সমস্যা দূর করতে বেশ কার্যকরি ভূমিকা পালন করে এই গাছ।
- হজম শক্তি বৃদ্ধিতে বেশ কার্যকরি ভূমিকা পালন করে।
- কর্মক্ষমতা বৃদ্ধি করে।
- চুল পড়া কমাতে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সহায়ক।
- বিভিন্ন ধরণের ক্ষত নিরাময়ে ব্যবহ্রত হয় এই গাছটি।
৬। ধুতরা গাছের ঔষুধি গুনাগুন
এই গাছ বর্তমানে প্রায় বিলুপ্তির পথে। এই গাছের রয়েছে বেশ ঔষুধি গুনাগুন।
- এজমার সমস্যা প্রতিরোধে কাজ করে।
- যৌনশক্তি বৃদ্ধি ও শ্বাসকষ্ট প্রতিরোধ করে থাকে।
- বিভিন্ন শারীরিক সমস্যা প্রতিরোধে সহায়ক।
৭। দূর্বা ঘাসের ঔষুধি গুনাগুন
রাস্তাঘাট, খেলার মাঠ ও বাড়ির আনাচে কানাচে এই ঘাসের অবাধ বিচরণ থাকলেও এর রয়েছে নানা ধরণের ঔষুধি গুন। প্রাথমিক চিকিৎসা হিসাবে হাত পা কেটে গেলে দূর্বা ঘাস ব্যবহার করা হয়।
- রক্তক্ষরণ প্রতিরোধে বেশ উপকারি ।
- চর্ম রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে।
- এন্টি অক্সিডেন্ট সম্পন্ন এই ঘাস রূপচর্চার ক্ষেত্রেও ব্যবহৃত হয়ে আসছে।
৮। লজ্জাবতী গাছের ঔষুধি গুনাগুন
একধরনের ছোট পাতার কাঁটাওয়ালা গাছ যার ভিতর সাদা কিংবা গোপালী ফুল হয় তাকে আমরা লজ্জাবতী বলে থাকি। তবে এই ফুল শুধুমাত্র ফুল হিসেবে পরিচিত নয়। এই গাছের রয়েছে নানা ধরণের ঔষুধি গুনাগুন।
- ডায়রিয়া রোগ উপশমে বেশ কার্যকর ভূমিকা পালন করে এই উদ্ভিদ।
- হাত পায়ে বিভিন্ন ঘা ভালো করতে কার্যকর ভূমিকা পালন করে।
- হাত পায়ের ব্যাথায় এই গাছ বেশ উপকারি।
- আমাশয় এবং হাত পায়ের জ্বলা ভাব প্রতিরোধে ভূমিকা পালন করে এই গাছ।
৯। জবা এর ঔষুধি গুনাগুন
জবাকে আমরা শুধুমাত্র একটা ফুল হিসাবে বিবেচনা করে থাকি। বরং এই গাছের ঔষধি গাছ হিসেবে বেশ গুনাগুন রয়েছে।
- পেট খারাপ নিরাময়ে এই জবা বেশ উপকারী।
- জন্ডিস ভালো করতে এই গাছ বেশ কার্যকারী।
- নারীদের রজঃচক্রের সমস্যা সমাধানে এবং স্রাবজনিত সমস্যা সমাধানে এই গাছ বেশ উপকারি।
১০। তুলসী ঔষুধি গুনাগুন
বাসা বাড়িতে সকলের খুব পরিচিত একটি গাছ হলো তুলসী গাছ। তুলসীর গুনাগুনের কথা তাই এক বাক্যে সবাই বলে দিতে পারে।
- ঠান্ডা প্রতিরোধে বেশ কার্যকরী এই তুলসী গাছ।
- নিয়মিত তুলসীর পাতা খেলে মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ে।
১১। নিম গাছের ঔষুধি গুনাগুন
যুগ যুগ বহুগুন সম্পন্ন নিম গাছ আমাদের উপকার করে আসছে। কথা প্রচলিত আছে, যে বাড়িতে নিম গাছ আছে সে বাড়ীতে রোগ প্রবেশে করতে পারে না।
- ডায়বেটির রোগীদের ক্ষেত্রে ডায়বেটিক প্রশমনে বেশ কার্যকর নিমের পাতা।
- চিকেন পক্স, চামড়ার এলার্জির মতো সমস্যায় বেশ উপকারি এই গাছ।
- দাঁতের ব্যাথা প্রশমনে বেশ কার্যকরী হলো এই গাছের ডাল।
- পোকা মাকড়ের ক্ষত নিরাময়ে বেশ কার্যকরী এই গাছ।
১২। সাজনা এর ঔষুধি গুনাগুন
সাজনা আমাদের কাছে মজাদার সবজি হিসেবে পরিচিত হলেও এর ডাটা ঔষুধ হিসেবে ব্যবহার করা যায়।
- উচ্চ রক্তচাপ প্রতিরোধে বেশ উপকারি সাজনা গাছ।
- লিভারের বিভিন্ন সমস্যা প্রতিরোধে বেশ উপকারি এই ঔষুধ।
- বাতের ব্যথা নিরাময়ে বেশ কার্যকরী এই গাছ।
- রুচি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে বেশ কার্যকরী এই গাছের ডাটা।
১৩। হলুদ এর ঔষুধি গুনাগুন
মসলা হিসেবে ব্যবহার করলেও এর রয়েছে বিভিন্ন ধরণের ঔষুধি গুনাগুন।
- ব্রণ প্রতিরোধ এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে বেশ উপকারি হলো হলুদ।
- হৃদরোগ প্রতিরোধে বেশ কার্যকর হলুদ।
- দুধের সাথে নিয়মিত হলুদ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। ভিটামিন ডি সমৃদ্ধ খাবার এর তালিকায় হলুদ।
১৪। আদা এর ঔষুধি গুনাগুন
একটি কার্যকরী ওষুধি গুনাগুন বিশিষ্ট মসলা হলো আদা।
- সর্দি কাশি প্রতিরোধে বেশ কার্যকর ভূমিকা রাখে আদা।
- আর্থ্রাইটিস প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে আদা।
- কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে আদা।
১৫। আমলকি এর ঔষুধি গুনাগুন
এটি ফল হিসেবে সকলের নিকট পরিচিত হলেও এর রয়েছে অনেক ধরণের ঔষুধি গুনাগুন।
- চোখের দৃষ্টি শক্তি উন্নত করতে বেশ কার্যকর ভূমিকা পালন করে আমলকি।
- শরীরের ওজন কমাতে বেশ উপকারি হলো আমলকি।
- ডায়বেটিক রোগীদের জন্য আমলকি খুবই উপকারি।
- হাড় ও দাঁতের ক্ষয় প্রতিরোধে আমলকি বেশ কার্যকর।
১৬। মেথি এর ঔষুধি গুনাগুন
এটি রান্নার মসলা হিসেবে পরিচিত হলেও ঔষুধি হিসেবেও কিন্তু মেথির গুনাগুন সকলের কাছে জনপ্রিয়।
- মানব দেহের ওজন হ্রাস করে বেশ ভূমিকা পালন করে থাকে মেথি।
- পাকস্থলী সুস্থ রাখতে কার্যকরি ভূমিকা পালন করে।
- শ্বাসনালীর রোগ প্রতিরোধে বেশ কার্যকরী হলো মেথি।
বহুল জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর সমূহ
ঔষধি গাছের নামের তালিকা এই বিষয়ে আপনার মনে বেশ কয়েকটি প্রশ্ন থাকতে পারে। তবে চলুন জেনে নেই সেই সকল সমস্ত সকল প্রশ্ন ও উত্তর।
পাঁচটি ঔষধি গাছের নাম কি?
পাঁচটি ঔষধি গাছের নাম হল যথাক্রমেঃ নিম, তুলসী, চিরতা, পাঁথরকুঁচি, ও অর্জুন। এছাড়াও বাংলাদেশে প্রচুর ঔষুধি গাছ রয়েছে।
ঔষধি গাছ ও ওষধি গাছের মধ্যে পার্থক্য কী?
যে সকল গাছের ঔষধি গুণ আছে, তাকেই ঔষধি গাছ বলা হয়। যেমন তুলসী, বাসব, প্রভৃতি। আর যে সব গাছ একবার ফল দিয়ে মারা যায় তাদের ওষধি গাছ বলে যেমন গম, কলা,ধান, ভুট্টা ইত্যাদি।
উপসংহার
এমন বহু গাছ রয়েছে যারা আমাদের বিভিন্ন ধরনের রোগ থেকে উদ্ধার করতে ভূমিকা পালন করে। কিন্তু আমরা কয়জনইবা সেই সকল ঔষধি গাছের গুনাগুন জানি? এই ছিল আজকে ঔষধি গাছের নাম ও উপকারিতা নিয়ে গুনগান। এইরকম লক্ষ লক্ষ গাছ আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। সেসব ঔষধি গাছের নামের তালিকা দিয়ে শেষ করা যাবে না। চলুন আমরা এই সকল ঔষুধ নিজেরা গ্রহণ করি, নিজে সুস্থ থাকি এবং সেই সাথে পরিবারের সবাইকে সুস্থ রাখি। অপরকে বলে সাহায্য করি। বাংলাদেশে নদীমাতৃক দেশ । এর মাটি উর্বর । নানা ধরনের গাছগাছালি জন্মে থাকে দেশের আনাচে কানাচে। সকল গাছ প্রয়োজনীয়। যেমন রয়েছে তার খাদ্য গুনাগুন তেমনি রয়েছে ঔষধি গুনাগুন। বাংলাদেশের উৎপাদিত ঔষধি সারাবিশ্বে সমাদৃত ও গ্রহনীয় যার রয়েছে উচ্চ প্রশংসা। এছাড়াও আপনার জ্ঞানকে প্রসারিত করতে শীতকালীন সবজির নামের তালিকা সম্পর্কে পড়তে পারেন।
“ঔষধি গাছের নামের তালিকা” এই বিষয়ে আপনার যদি কিছু জানার থাকে তবে আপনি এই পোস্টের নিচে মন্তব্য করতে পারেন। এছাড়াও এই পোস্ট-টি তথ্যবহুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।