টি ২০ বিশ্বকাপ কে কতবার নিয়েছে আমরা সবাই এই সম্পর্কে জানতে আগ্রহী। টি ২০ খেলা বর্তমান সময়ে ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরমেট। ২০০৭ সাল থেকে আনুষ্টানিকভাবে প্রথমবারের মত টি ২০ বিশ্বকাপ আয়োজন করা হয়। প্রথম টি ২০ বিশ্বকাপের ফাইনালে ভারত ও পাকিস্তান একে অপরের মুখোমুখী হয় এবং প্রথবারের মত টি ২০ বিশ্বকাপ শিরোপা জয়লাভ করে ভারত এবং পাকিস্তান রানার্স আপ হয়। ২০০৭ সাল থেকে শুরু হওয়া মোট ৮ট টি ২০ বিশ্বকাপের আয়োজন করা হয়। সাধারণত দুই বছর পর পর টি ২০ বিশ্বকাপ আয়োজন করা হয়। করোনা ভাইরাসের আক্রমনের কারণে ২০১৯ সালে টি ২০ বিশ্বকাপ আয়োজন করা হয় নি। সর্বশেষ টি ২০ বিশ্বকাপ ২০২২ সালে অক্টোবর ও নভেম্বর মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হয়।
টি ২০ কিক্রেট বিশ্বকাপ কি?
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি দ্বারা অনুষ্ঠিত ২ বছর পর পর কিক্রেটের বৈশ্বিক টুর্নামেন্টকে ICC T-20 World Cup বা আইসিসি টি ২০ ক্রিকেট বিশ্বকাপ বলা হয়। ২০০৭ সাল থেকে আইসিসি এই টুর্নামেন্ট আয়োজন করে আসছে। পৃথিবীর ৫ টি মহাদেশ বা অঞ্চল থেকে প্রতিটি দেশের দলগুলো একটি নির্ধারিত বাছাই প্রক্রিয়া অতিতক্রম করে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে থাকে। আগে গ্রুপ পর্বের মাধ্যমে খেললেও এখন প্রতিটি দল প্রতিটি দলের মুখোমখি হতে হয়। তারপর সেমিফাইনাল অবশেষে ফাইনালের মাধ্যমে টুর্নামেন্টের বিজয়ী দল নির্ধারিত হয়। এই খেলাটি বিশ্বের বেশিরভাগ মানুষ সরাসরি বা অনলাইনে অংশগ্রহনের মাধ্যমে উপভোগ করে থাকে। এই টি ২০ খেলাটি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে। একে তো সময় কম লাগে তার উপর ধুন্দুমার চার ছক্কার ছড়াছড়ি। প্রতিটি বিশ্বকাপে ১০ টি দল অংশগ্রহন করে থাকলেও ২০২৪ টি ২০ বিশ্বকাপে ২০ টি দল অংশগ্রহনের কথা রয়েছে।
টি ২০ বিশ্বকাপ কে কতবার নিয়েছে?
২০০৭ সাল থেকে শুরু হওয়া টি ২০ ক্রিকেট বিশ্বকাপ ২০২২ পর্যন্ত সর্বমোট ৮টি টি ২০ ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হয়েছে। এই ৮টি টি ২০ বিশ্বকাপে মোট ৬ টি দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। আবার একই দল একাধিকবার জয়ী লাভ করেছে। বিশ্বকাপ জয়ী দেশগুলো হচ্ছে- ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা, অস্ট্রেলিয়া। সর্বশেষ টি ২০ বিশ্বকাপ জয়ী দল অস্ট্রেলিয়া। আজকের বিষয় টি ২০ বিশ্বকাপ কে কতবার নিয়েছে নিয়ে বিস্তারিত আলোচনা।
দেশের নাম | কতবার | সাল |
---|---|---|
ভারত | ১ বার | ২০০৭ |
পাকিস্তান | ২ বার | ২০০৯ |
ইংল্যান্ড | ২ বার | ২০১০, ২০২২ |
ওয়েস্ট ইন্ডিজ | ২ বার | ২০১২, ২০১৬ |
শ্রীলংকা | ১ বার | ২০১৪ |
অস্ট্রেলিয়া | ১ বার | ২০২১ |
১। ভারত
দক্ষিণ এশিয়ার অন্যতম ক্রিকেট পরাশক্তি ভারত ১ বার ২০০৭ সালে টি ২০ ক্রিকেট বিশ্বকাপ জয় করে। ভারত টি ২০ ক্রিকেটের অন্যতম এক শক্তিশালী দল। দলটি প্রথমবারের মত টি ২০ ক্রিকেট বিশ্বকাপ জয় করে ২০০৭ সালে। যখন দলটির নেতৃত্বে ছিল মহেন্দ্র সিং ধোনির । তারপর ২০১৪ সালে বাংলাদেশের মাঠে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দ্বিতীয়বার শিরোপার খুব কাজে গিয়ে ফাইনালে শ্রীলংকার কাছে পরাজিত হয় । বর্তমানে টি ২০ খেলোয়াড়ের উর্বর ভূমি বলা হচ্ছে ভারতকে। বিশ্বের সবচেয়ে বড় টি ২০ টুর্নামেন্ট আইপিএল আয়োজন করে থাকে ভারত। ২০২৪ টি ২০ বিশ্বকাপে তাদের প্রতি সমর্থকদের প্রত্যাশা থাকবে বেশি।
২। পাকিস্তান
বোলিং এর উর্বর ভূমি এই পাকিস্তান। প্রতিটি ভিন্ন ভিন্ন ফরমেটে তারা সবসময় বোলিং ফেবারেট তকমা নিয়ে আসে। বরাবরই ফাস্ট বোলারের এক বিশেষ আকর্ষন নিয়ে হাজির হয় পাকিস্তান। পাকিস্তান প্রথমবারের মত ওটি ২০ ক্রিকেট বিশ্বকাপ জয় করে ২০০৯ সালে । ইউনুস খানের নেতৃত্বে পাকিস্তান ২০০৯ সালে আইসিসি ট ২০ ক্রিকেট বিশ্বকাপ শিরোপা জয় করে।
৩। ইংল্যান্ড
ক্রিকেটের প্রতিষ্ঠাতা হিসাবে পরিচি ইংল্যান্ড বিশ্বকাপ ট্রফি জয় করতে অনেক সময় ব্যয় করে। যদিও দলটি ২০১০ সালে প্রথম টি ২০ আইসিসি ক্রিকেট বিশ্বকাপে জয় লাভ করে দলটি শিরোপা ঘরে তুলে। ২০১৬ সালে টি ২০ ফাইনাল খেললেও জয়লাভ করতে পারেনি দলটি। নতুন ধারার এক এটাকিং খেলার জন্ম দিয়েছে ক্রিকেটের জনক এই ইংল্যান্ড।
৪। ওয়েস্ট ইন্ডিজ
টি ২০ ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলের তালিকায় ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড পর পর ২টি করে শিরোপা জয় করে যৗথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও প্রথম ইংল্যান্ড। ২০০৭ সাল থেকে শুরু হয়েছে আইসিসি টি ২০ পুরুষ ক্রিকেট বিশ্বকাপ টুর্নামেন্ট। দুইবারের আইসিসি টি ২০ ক্রিকেট বিশ্বকাপ জয়ী পুরুষ দল হলো ওয়েস্ট ইন্ডিজ। ২০১২ ও ২০১৬ এই দুই টুর্নামেন্টেই শিরোপা নিজেদের ঘরে তোলে দলটি। এর পর থেকে দলটিকে আর সেভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না। পাওয়ার হিটিং বলতে যে শব্দটি তা এই ক্যারিবীয় নামে খ্যাত ওয়েস্ট ইন্ডিজ এর মাধ্যমে পরিচিত হয়েছে বিশ্ব। টি ২০ ক্রিকেট মানে ওয়েস্ট ইন্ডিজ।
৫। শ্রীলংকা
দক্ষিন এশিয়ার আরেক পরাশক্তিধর দল শ্রীলংকা। শ্রীলংকাকে এশিয়ার ক্রিকেট সংস্কৃতির দেশ বলা হয়ে থাকে। শ্রীলংকা ২০১৪ সালে রানাতুঙ্গার নেতৃত্বে টি ২০ ক্রিকেট বিশ্বকাপ জিতেছে। অনেক বড় বড় রথি-মহারথির জন্ম এই শ্রীলংকায়।
৬। অস্ট্রেলিয়া
আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে সফলতম দল অস্ট্রেলিয়া। সবচেয়ে বেশি ৬ বার আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ জয় করেছে দলটি। টানা তিনটি বিশ্বকাপ জয়ের রেকর্ড রয়েছে তাদের। ২০২১ সালে প্রথমবারের মতো টি ২০ ক্রিকেট বিশ্বকাপ ট্রপি জয় করে অস্ট্রেলিয়া। সংযুক্ত আরব আমিরাত ওমানে যৌথভাবে অনুষ্ঠিত টি ২০ ক্রিকেট বিশ্বকাপে দলটি ফাইনালে নিউজিল্যান্ডকে পরাজিত করে প্রথমবারের মত ট্রফি ঘরে তোলে।
বহুল জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর সমূহ
“টি ২০ বিশ্বকাপ কে কতবার নিয়েছে” এই বিষয়ে আপনার মনে বেশ কয়েকটি প্রশ্ন উঁকি দিচ্ছে? তবে চলুন জেনে নেই সেই সকল সকল প্রশ্ন ও উত্তর।
কোন দলটি সবচেয়ে বেশী টি ২০ বিশ্বকাপ নিয়েছে?
ওয়েস্ট ইন্ডিজ ( ২০১২, ২০১৬) ও ইংল্যান্ড ( ২০০৯, ২০২২) যৌথভাবে সবচেয়ে বেশী টি ২০ বিশ্বকাপ নিয়েছে। মোট ২ বার করে জয় লাভ করে দল দুটি।
কোন দলটি সবচেয়ে বেশী টি ২০ বিশ্বকাপে অংশ নিয়েছে?
পাকিস্তান (২০০৭, ২০০৯ ও ২০২২), শ্রীলঙ্কা (২০০৯, ২০১২ ও ২০১৪), ও ইংল্যান্ড (২০১০, ২০২৬ ও ২০২২) সবচেয়ে বেশী মোট ৩ বার করে টি ২০ বিশ্বকাপে অংশ নিয়েছে। তিনটি দলই টি ২০ বিশ্বকাপ জয় করেছে।
২০২৪ সালের টি ২০ বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে এবং কতটি দল অংশগ্রহণ করবে?
টি ২০ বিশ্বকাপের নবম আসর আইসিসি পুরুষ টি ২০ বিশ্বকাপ ২০২৪ অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে। ২০২৪ সালের জুনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২০ টি অংশগ্রহন করার কথা রয়েছে এই বিশ্বকাপে।
উপসংহার
টি ২০ বিশ্বকাপ কে কতবার নিয়েছে তা আমরা উপরের আলোচনা থেকে জানলাম। টি ২০ ক্রিকেট বিশ্বকাপ বিশ্বে সবচেয়ে আলোড়ন ও বিনোদনের সৃষ্টিকারী খেলায় পরিনত হয়েছে। ধুন্দুমার চার ছক্কার মাধ্যমে সারাবিশ্বের মানুষকে আকৃষ্ট করেছে । টি ২০ ক্রিকেটি একটি খুবই উপভোগ্য ও জমাকালে খেলা। পৃথিবীর ইতিহাসে আর কোনো খেলাই মনে হয় এরুপ উন্মাদনা সৃষ্টি করতে পারে না। বিশেষ করে স্বল্প সময় বেশি আনন্দের কারনে মানুষ বেশি আকৃষ্ট হচ্ছে এই খেলায়। ক্রিকেট অতি পরিচিত ও আমাদের দৈনন্দিন জীবনের একট অংশ হয়ে দাড়িয়েছে।
এই খেলা একদিকে যেমন বিনোদন দেয় অন্যদিকে আর্থিক ব্যবস্থাও করে। এর জনপ্রিয়তাও বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। বছরের পর বছর ধরে অসংখ্য বিশ্বনন্দিত তারকা ক্রিকেটাররা বিশ্বকাপ জয় করে নিজের নাম ছড়িয়ে দিচ্ছেন চারিদিকে। দেশের সম্মানকে অনন্য উচ্চতায় তুলে ধরেছেন বিশ্ব দরবারে । এছাড়াও আপনার জ্ঞানকে প্রসারিত করতে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকা সম্পর্কে পড়তে পারেন।
“টি ২০ বিশ্বকাপ কে কতবার নিয়েছে” এই বিষয়ে আপনার যদি কিছু জানার থাকে তবে আপনি এই পোস্টের নিচে মন্তব্য করতে পারেন।