এশিয়া কাপ কে কতবার নিয়েছে এমন প্রশ্নের জন্ম হতে পারে আপনার মনে। আগেকার সময় অনেক ত্রিদেশীয় সিরিজ বা কয়েকটি দেশের টুর্নামেন্ট দেখা যেত নিয়মিতই। বর্তমানে আইসিসি কর্তৃক আয়োজিত টুর্নামেন্টের বাইরে নিশ্চিতকরেই বলা যায় এশিয়া কাপ সবচেয়ে বড় আসর। উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা, ভারত ও পাকিস্তান ম্যাচ দেখার সুযোগ বা এই অঞ্চলের দলগুলোর ক্রিকেটে উন্নতি ও মানুষের আগ্রহ এর কারন থেকেই এশিয়া কাপের জন্ম। এশিয়া কাপ শুরু হয় ১৯৮৪ সালে। এরপর থেকে এখন পর্যন্ত ১৬ বার অনুষ্ঠিত হয়েছে এই টুর্নামেন্ট। শ্রীলঙ্কাকে হারিয়ে ২০২৩ সালের সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন দল ভারত। সেটি ছিল তাদের ৮ম শিরোপা। সবচেয়ে বেশি ৮ বারের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ভারত। পাকিস্তান দুইবার এশিয়া কাপ জিতেছে। বাংলাদেশ দুবার ফাইনালে খেললেও কোনোবারই শিরোপা জিততে পারেনি।
এশিয়া কাপ ওয়ানডে ফরমেটে আয়োজনের কথা থাকলেও কয়েকটি আসর টি ২০ বিশ্বকাপের প্রস্তুতি স্বরুপ টি ২০ ফরমেটে অনুষ্ঠিত হয়। যদিও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল নিয়ম করে দিয়েছে যে, এশিয়া কাপের সকল খেলা অনুষ্ঠিত হবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট হিসেবে। এসিসি ঘোষণা অনুযায়ী প্রতি দুই বছর পর পর টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে আসছে ২০০৮ সাল থেকে।
এশিয়া কাপ কি?
এশিয়ার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এসিসি দ্বারা অনুষ্ঠিত ২ বছর পর পর কিক্রেটের আঞ্চলিক টুর্নামেন্টকে ACC CUP বা এশিয়া কাপ বলা হয়। ১৯৮৪ সাল থেকে এসিসি এই টুর্নামেন্ট আয়োজন করে আসছে। এশিয়া মহাদেশের বা অঞ্চল থেকে প্রতিটি দেশের দলগুলো একটি নির্ধারিত বাছাই প্রক্রিয়া অতিতক্রম করে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে থাকে। প্রথমে গ্রুপ পর্বের মাধ্যমে খেলে তারপর দুটি করে দল দুটি গ্রুপ থেকে নির্বাচিত হয়ে সেমিফাইনালে অংশগ্রহন করে প্রতিটি দল আবার প্রতিটি দলের মুখোমুখি হয়। এখান থেকে সেরা দুই দল ফাইনালে অংশগ্রহন করে থাকে। অবশেষে ফাইনালের মাধ্যমে টুর্নামেন্টের জয়ী দল নির্ধারিত হয়। এই খেলাটি বিশ্বের যেকোন প্রান্ত থেকে মানুষ সরাসরিন বা অনলাইনে অংশগ্রহন করতে পারে। আগামী ২০২৫ এশিয়া কাপে দলের সংখ্যা বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।
এশিয়া কাপ কে কতবার নিয়েছে
১৯৮৪ সাল থেকে শুরু হওয়া এশিয়া কাপ ২০২৩ পর্যন্ত সর্বমোট ১৬ টি এশিয়া কাপ অনুষ্ঠিত হয়। এই ১৬টি এশিয়া কাপে মোট ৩ টি দল চ্যাম্পিয়ন হয়েছে। আবার একই দল একাধিকবার জয়ী লাভ করেছে। এশিয়া কাপ জয়ী দেশগুলো হচ্ছে- ভারত, পাকিস্তান ও শ্রীলংকা। সর্বশেষ এশিয়া কাপ জয়ী দল ভারত। আজকের বিষয় এশিয়া কাপ কে কতবার নিয়েছে তা নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা।
দেশের নাম | কতবার | সাল |
---|---|---|
ভারত | ৮ বার | ১৯৮৪,১৯৮৮,১৯৯০,১৯৯৫,২০১০,২০১৬,২০১৮,২০২৩ |
শ্রীলংকা | ৬ বার | ১৯৮৬,১৯৯৭,২০০৪,২০০৮,২০১৪,২০২২ |
পাকিস্তান | ২ বার | ২০০০,২০১২ |
১। ভারত
ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট পরাশক্তি ভারত। দক্ষিণ এশিয়ার মধ্যেওে অন্যতম ক্রিকেট পরাশক্তি ভারত । দলটি ক্রিকেটের সকল ভার্সনে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এশিয়ার সেরা দল বললেও ভুল হবে না। দলটি সবচেয়ে বেশিবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়। ভারত মোট ১১ বার এশিয়া কাপ টুর্নামেন্টে অংশগ্রহণ করে এবং তার মধ্যে ৭ বারই তারা চ্যাম্পিয়ন হয়। এছাড়া ভারত মোট পাঁচবার এই টুর্নামেন্টে রানার্স আপও হয়। ভারত ১৯৮৩ ও ২০২১১ সালে ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়।
২। শ্রীলংকা
বিশ্বের আরেক পরাশক্তি দল শ্রীলঙ্কা। এশিয়া কাপ চ্যাম্পিয়ন বিবেচনায় শ্রীলঙ্কাকে এশিয়াির দ্বিতীয় পরাশক্তি বলাই যায়। দলটি ১১ বার এশিয়া কাপ টুর্নামেন্টে অংশগ্রহন করলেও ৬ বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এছাড়াও দলটি ৫ বার রানার্স আপ হয়। শ্রীলংকাকে এশিয়ার ক্রিকেট সংস্কৃতির দেশ বলা হয়ে থাকে। ভারতের মত শ্রীলংকাও কিক্রেটের সকল ফরমেশনে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব হওয়ার অর্জন করে। শ্রীলংকা ২০১৪ সালে টি ২০ ক্রিকেট বিশ্বকাপ জিতেছে এবং দলটি ১৯৯৬ সালে রানাতুঙ্গার নেতৃত্বে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ জিতেছে।। অনেক বড় বড় রথি-মহারথিদের জন্ম এই শ্রীলংকায়।
৩। পাকিস্তান
বোলিং এর ক্রিকেট বিশ্বে সুখ্যাতি আছে পাকিস্তানের । ক্রিকেটের প্রতিটি ফরমেটে তারা সবসময় বোলিং ফেবারেট তকমা নিয়ে আসে। বোলারের এক বিশেষ আকর্ষন নিয়ে হাজির হয় প্রতিটি ক্রিকেট আসরে দলটি। পাকিস্তানও ক্রিকেটের সকল ফরমেটে চ্যাম্পিয়ন হয়। পাকিস্তান প্রথমবারের মত টি ২০ ক্রিকেট বিশ্বকাপ জয় করে ২০০৯ সালে । ইউনুস খানের নেতৃত্বে পাকিস্তান ২০০৯ সালে আইসিসি ট ২০ ক্রিকেট বিশ্বকাপ শিরোপা জয় করে। দলটি ১৯৯২ সালে ইমরান খানের নেতৃত্বে ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়। পাকিস্তান ১১ বার এশিয়া কাপ আসরে অংশগ্রহন করলেও চ্যাম্পিয়ন হয় মাত্র ২ বার। যদিও দলটি ২ বার রানার্স আপ হয়।
বহুল জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর সমূহ
“এশিয়া কাপ কে কতবার নিয়েছে” এই বিষয়ে আপনার মনে বেশ কয়েকটি প্রশ্ন উঁকি দিচ্ছে? তবে চলুন জেনে নেওয়া হোক সেই সকল সকল প্রশ্ন ও উত্তর।
কোন দলটি সবচেয়ে বেশী এশিয়া কাপ নিয়েছে?
ভারত ( ১৯৮৪,১৯৮৮,১৯৯০,১৯৯৫,২০১০,২০১৬,২০১৮,২০২৩) সবচেয়ে বেশী এশিয়া কাপ নিয়েছে। মোট ৮ বার জয় লাভ করে দলটি। এছাড়াও দলটি ৫ বার রানার্স আপ হয়। এশিয়া কাপ মানেই ভারতের আধিপত্য।
কোন দলটি সবচেয়ে বেশী এশিয়া কাপে অংশ নিয়েছে?
ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ সমান সংখ্যক ১১ বার করে এশিয়া কাপে অংশগ্রহন করে।
এর মধ্যে ভারত ৮ বার শ্রীলঙ্কা ৬ বার এবং পাকিস্তান ২ বার এশিয়া কাপ জয় করে।
২০২৫ সালের এশিয়া কাপ কোথায় অনুষ্ঠিত হবে?
২০২৫ সালের এশিয়া কাপের আসর বসতে পারে বাংলাদেশের শেখ হাসিনা স্টেডিয়ামে (সম্ভাব্য)।
বাংলাদেশ কি এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে কখনো?
বাংলাদেশ ১১ টি এশিয়া কাপে অংশগ্রহন করলেও এখনো তারা চ্যাম্পিয়ন হতে পারেনি। তবে বাংলাদেশ তিন বার রানার্স আপ হয়।
উপসংহার
উপরোক্ত থেকে আমরা জানলাম এশিয়া কাপ কে কতবার নিয়েছে। এশিয়া কাপ বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী এক বিনোদনের খেলায় পরিনত হয়েছে। এশিয়া কাপ একটি আঞ্চলিক ক্রিকেট আসর। যেখানে শুধুমাত্র এশিয়া মহাদেশের দলগুলো অংশগ্রহন করে থাকে। মানসম্মত ক্রিকেট খেলতে না পারায় এশিয়াতে ৪৮ টি দেশ থাকলেও হাতে গোনা কয়েকটি দেশ ঘুরে ফিরে এশিয়া কাপে অংশগ্রহন করে থাকে। কোন বাছায় প্রক্রিয়া না থাকলেও মাঝে মধ্যে ক্রিকেটের চমক দেখানো কোন কোন দলও এশিয়া কাপে অংশগ্রহন করে থাকে। ২০২৩ এশিয়া কাপে নেপাল অংশগ্রহন করেছিল। ধুন্দুমার চার ছক্কার মাধ্যমে এশিয়দের পাশাপাশি বিশ্বের মানুষকেও আকৃষ্ট করেছে ।
বড় বড় বিশ্বসমাদৃত ক্রিকেটারের জন্ম হয়েছে এই এশিয়া কাপের মাধ্যমে। ক্রিকেটাররা কাপ জয়ের পাশাপাশি ভালো পারফর্ম করে নিজের নাম ছড়িয়ে দিচ্ছেন চারিদিকে। পাশাপাশি দেশের সম্মানকে অনন্য উচ্চতায় তুলে ধরেছেন বিশ্ব দরবারে ৷ এদের মধ্যে রয়েছে ভারতের কপিল দেব, রবী শাস্ত্রী, শচীন টেন্ডুলকার। পাকিস্তানের ইমরান খান, সাঈদ আনোয়ার, ওয়াসিম আকরাম। শ্রীলঙ্কার অর্জুনা রানাতুঙ্গা, মারভান আতাপাতু, সনাথ জয়সুরিয়া, মুতিয়া মুরালি ধরন এবং বাংলাদেশের সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা ও মুস্তাফিজুর রহমান। এছাড়াও আপনার জ্ঞানকে প্রসারিত করতে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকা সম্পর্কে পড়তে পারেন।
“এশিয়া কাপ কে কতবার নিয়েছে” এই বিষয়ে আপনার যদি কিছু জানার থাকে তবে আপনি এই পোস্টের নিচে মন্তব্য করতে পারেন।