কোপা আমেরিকা কাপ কে কতবার নিয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের কারো অজানা নয়। কিন্তু চাইলেই তো আর কোপা চ্যাম্পিয়ন হওয়া সম্ভব না। এর জন্য চাই সঠিক পরিকল্পনা ও গুনগতমানের অনুশীলন। নিঃসন্দেহে তারাই কোপা আমেরিকা কাপ জয়ী দল হিসেবে নিজেদের তুল ধরবে যারা তাদের পরিকল্পনা কাজে লাগাতে পারবে। এখন পর্যন্ত শুধুমাত্র ৮ টি দেশ কোপা আমেরিকা বিশ্বকাপ জয়ীদের তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছে।
ফুটবল খেলা বিশ্বের সবচেয়ে পুরাতন ও জনপ্রিয় খেলা। পৃথিবীর বেশিরভাগ মানুষ সহজে ফুটবল খেলাটা বুঝতে পারে এবং ফুটবলকে তাদের বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে বিবেচনা করে থাকে। অপরদিকে কোপা আমেরিকা হচ্ছে একটি আঞ্চলিক ফুটবল প্রতিযোগীতা। ১৯১৬ সাল থেকে দক্ষিণ আমেরিকায় ফুটবলে শ্রেষ্ঠত্ব প্রমাণে প্রতি এক বছর পর পর কোপা আমেরিকা ফুটবল কাপ অনুষ্ঠিত হয়ে আসছে।
কোপা আমেরিকা কাপ কি?
দক্ষিণ আমেরিকা মহাদেশের ফুটবল খেলুড়ে দেশগুলোর প্রধান টুনার্মেন্ট হচ্ছে কোপা আমেরিকা কাপ । এটি হচ্ছে সবচেয়ে পুরাতন ফুটবল টুর্নামেন্ট। এই প্রতিযোগিতাটি ১৯১৬ সালে প্রথম অনুষ্ঠিত হয়। মূলত দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ নামে পরিচিত ছিল, তারপর ১৯৭৫ সালে বর্তমান নাম কোপা আমেরিকা কাপে পরিবর্তন করা হয়েছে। বর্তমানে চলমান প্রাচীনতম আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার পাশাপাশি বিশ্বের তৃতীয় সর্বাধিক দেখা ফুটবল প্রতিযোগিতা হলো কোপা আমেরিকা কাপ। ফুটবলের আন্তর্জাতিক সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা কর্তৃক স্বীকৃত ৬ টি মহাদেশীয় কনফেডারেশন রয়েছে । প্রতিটি ফেডারেশনের রয়েছে এক বা একাধিক মহাদেশীয় ফুটবল টুর্নামেন্ট যা দিয়ে মহাদেশের সেরা দল নির্ধারিত হয় ২ অথবা ৪ বছর পর পর।
কোপা আমেরিকা কাপ কে কতবার নিয়েছে
১৯১৬ সাল থেকে শুরু হয়ে সর্বশেষ এখন পর্যন্ত মোট ৪৭ বার কোপা আমেরিকা অনুষ্ঠিত হয়েছে। মোট ৪৭ বার অনুষ্ঠিত হওয়া কোপা আমেরিকা কাপে সবচেয়ে বেশি যৗথভাবে ১৫ বার কোপা আমেরকা চ্যাম্পিয়ন হয়েছে উরুগুয়ে এবং আর্জেন্টিনা। এরপর ৯ বার কোপা আমেরিকা নিয়ে দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। আজকের বিষয় কোপা আমেরিকা কাপ কে কতবার নিয়েছে তা নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা।
দল | চ্যাম্পিয়ন | কোপায় অংশগ্রহণ | চ্যাম্পিয়ন হওয়ার সাল |
---|---|---|---|
আর্জেন্টিনা | ১৫ বার | ৪৩ বার | ১৯২১, ১৯২৫, ১৯২৭, ১৯২৯, ১৯৩৭, ১৯৪১, ১৯৪৫, ১৯৪৬, ১৯৪৭, ১৯৫৫, ১৯৫৭, ১৯৫৯, ১৯৯১, ১৯৯৩, ২০২১ |
উরুগুয়ে | ১৫ বার | ৪৫ বার | ১৯১৬, ১৯১৭, ১৯২০, ১৯২৩, ১৯২৪, ১৯২৬, ১৯৩৫, ১৯৪২, ১৯৫৬, ১৯৫৯, ১৯৬৭, ১৯৮৩ম ১৯৮৭ম ১৯৯৫ এবং ২০১১ |
ব্রাজিল | ৯ বার | ৩৭ বার | ১৯১৯, ১৯২২, ১৯৪৯, ১৯৮৯, ১৯৯৭, ১৯৯৯, ২০০৪, ২০০৭ এবং ২০১৯ |
প্যারাগুয়ে | ২ বার | ৩৮ বার | ১৯৫৩ এবং ১৯৭৯ |
চিলি | ২ বার | ৪০ বার | ২০১৫, ২০১৬ |
পেরু | ২ বার | ৩৩ বার | ১৯৩৯, ১৯৭৫ |
কলম্বিয়া | ১ বার | ২৩ বার | ২০০১ |
বলিভিয়া | ১ বার | ২৮ বার | ১৯৬৩ |
১। আর্জেন্টিনা
১৯১৬ সাল থেকে এখন অবধি মোট ৪৭ বার কোপা আমেরিকা কাপ অনুষ্ঠিত হয়েছে। মোট ৪৭ বার অনুষ্ঠিত হওয়া কোপা আমেরিকা কাপে সবচেয়ে বেশি চ্যম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আর্জেন্টিনা। মোট ১৫ বার কোপা আমেরকা কাপ জয়ের স্বাদ পেয়েছে দলটি। ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দী নামে খ্যাত দল আর্জেন্টিনা। কোপা আমেরিকা কাপে ব্রাজলের চেয়ে এগিয়ে থাকলেও মাত্র তিনটি বিশ্বকাপ জয় করে দলটি। শৈল্পিক পাসিং ফুটবল খেলে বিশ্ব ফুটবলে পরিচিত আর্জেন্টিনা।
২। ব্রাজিল
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বিশ্বকাপ জয়ীর তালিকায় সফলতম দেশ হচ্ছে ব্রাজিল। অনেকে তো ব্রাজিলকে ফুটবলের শ্রেষ্ঠ দল হিসেবে বিবেচিত করে থাকেন। মোট ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন তারা। ১৯১৬ সাল থেকে সর্বশেষ এখন পর্যন্ত মোট ৪৭ বার কোপা আমেরিকা কাপ অনুষ্ঠিত হয়েছে। ব্রাজিল ৩৭ বার কোপা আমেরিকা কাপে অংশগ গ্রহণ করে ৯ বার কাপ বিজয়ী হয়েছে।
৩। উরুগুয়ে
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে পুরাতন ও প্রথম বিশ্বকাপ জয়ী দল উরুগুয়ে। দলটি দুইট ফুটবল বিশ্বকাপ জয় করে। ১৯১৬ সাল থেকে সর্বশেষ এখন পর্যন্ত মোট ৪৭ বার কোপা আমেরিকা কাপ অনুষ্ঠিত হয়। উরুগুয়ে ৩৭ বার কোপা আমেরিকা কাপে অংশগ গ্রহণ করে ১৫ বার কোপা আমেরিকা কাপ বিজয়ী হয়েছে দলটি।
৪। প্যারাগুয়ে
উত্তর আমেরিকাকে বলা হয় ফুটবলের উর্বর ভূমি। ফুটবল মানেই উত্তর আমেরিকা। প্যারাগুয়ে হচ্ছে আরেক ফুটবল শক্তিধর দল। যদিও দলটি প্রথম দিকে ফুটবল বিশ্বে আলো ছড়ালেও এখন আর সেভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্যারাগুয়ে ৪৫ বার কোপা আমেরিকা কাপে অংশগ্রহন করলেও চ্যাম্পিয়ন হয় মাত্র ২ বার।
৫। চিলি
উত্তর আমেরিকার আরেক শক্তিধর দল চিলি। যদিও দলটি এখন পর্যন্ত কোন ফুটবল বিশ্বকাপ জয় করতে পারেনি। চিলি কোপা আমেরিকা কাপে অংশগ্রহন করে ৪০ এর মধ্যে চ্যাম্পিয়ন হয় ২ বার।
৬। পেরু
পেরু উত্তর আমেরিকার আরেক শক্তিশালী ফুটবল দল। দলটি ৫ বার বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহন করলেও কোন বিশ্বকাপ জয় করতে পারেনি দলটি। সেরা সাফল্য কোয়াটার ফাইনাল। পেরু ৩৩ বার কোপায় অংশগ্রহন করে চ্যাম্পিয়ন হয় ২ বার।
৭। কলম্বিয়া
কলম্বিয়া ফুটবল বিশ্বে এক উদিয়মান ফুটবল দল। উত্তর আমেরিকার আরেক শক্তিশালী ফুটবল দল। দলটি ৩ বার বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহন করলেও কোন বিশ্বকাপ জয় করতে পারেনি দলটি। কলম্বিয়া ২৩ বার কোপায় অংশগ্রহন করে চ্যাম্পিয়ন হয় ১ বার।
৮। বলিভিয়া
উত্তর আমেরিকা মহাদেশের আরেক ফুটবল খেলুড়ে দেশ হচ্ছে বলিভিয়া। বলিভিয়া ফুটবল দলও ৩ বার বিশ্বকাপ খেললেও তারা তেমন কোন সাফল্য অর্জন করতে পারেনি। তবে তারা ২৮ বার কোপা আমেরিকায় অংশগ্রহন করে ১ বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বহুল জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর সমূহ
“কোপা আমেরিকা কাপ কে কতবার নিয়েছে” এই বিষয়ে আপনার মনে বেশ কয়েকটি প্রশ্ন উঁকি দিচ্ছে? তবে চলুন জেনে নেওয়া যাক সেই সমস্ত সকল প্রশ্ন ও উত্তর।
আর্জেন্টিনা কোন কোন সালে কোপা আমেরিকা কাপ জয়লাভ করেছে?
১৯২১, ১৯২৫, ১৯২৭, ১৯২৯, ১৯৩৭, ১৯৪১, ১৯৪৫, ১৯৪৬, ১৯৪৭, ১৯৫৫, ১৯৫৭, ১৯৫৯, ১৯৯১, ১৯৯৩, এবং ২০২১।
কোপা আমেরিকা কত বছর পর পর অনুষ্ঠিত হয়?
২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত কোপা আমেরিকা প্রতি ৩ বছর পরপর অনুষ্ঠিত হলেও ২০০৭ সাল থেকে প্রতি ৪ বছর পরপর আয়োজন করা হয়।
ব্রাজিল ও আর্জেন্টিনা মধ্যে কে বেশি কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে?
ব্রাজিল জয়লাভ করেছে ৯ বার এবং আর্জেন্টিনা জয়লাভ করেছে ১৫ বার।
২০২৪ কোপা আমেরিকা কোথায় অনুষ্ঠিত হবে?
২০২৪ কোপা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে।
উপসংহার
কোপা আমেরিকা কাপ কে কতবার নিয়েছে এ বিষয়ে উপরোক্ত আলোচনা থেকে জানলাম। কোপা আমেরিকা কাপ একটি আঞ্চলিক আসর। লাতিন আমেরিকার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কনমেবল (CONMEBOL) কর্তৃক প্রতি ৪ বছর পর পর অনুষ্ঠিত হয়। দুইটি গ্রুপে ভাগ হয়ে অংশ্রগহন করে দলগুলো। তারপর দুই গ্রুপের প্রথম ও দ্বিতীয় দল যায় দ্বিতীয় পর্যায় বা সেমিফাইনালে। তারপর সেরা দুই দল ফাইনালে মুখোমুখি হয়। কোপা আমেরিকা কাপ বিশ্বে যে আলোড়ন ও বিনোদনের সৃষ্টি করে তা খুবই উপভোগ্য ও মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে।
ফুটবল ইতিহাসে কোপা আমেরিকার খেলায় মনে হয় বেশি উন্মাদনা সৃষ্টি করে । ফুটবল মানেই কোপা আমেরিকা। ঠিক তেমনই ভাবে এর জনপ্রিয়তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। বছরের পর বছর ধরে অসংখ্য বিশ্বনন্দিত ফুটবলাররা বেরিয়ে আসছে এই আসর থেকে। নিজের নাম ছড়িয়ে দিচ্ছেন সর্বত্র। দেশকে অনন্য উচ্চতায় তুলে ধরেছেন বিশ্ব দরবারে। এছাড়াও আপনার জ্ঞানকে প্রসারিত করতে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকা সম্পর্কে পড়তে পারেন।
“কোপা আমেরিকা কাপ কে কতবার নিয়েছে” এই বিষয়ে আপনার যদি কিছু জানার থাকে তবে আপনি এই পোস্টের নিচে মন্তব্য করতে পারেন।