উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোর্স সমূহ সম্বন্ধে জানা খুবই গুরুত্বপূর্ণ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পূর্বে। বাংলাদেশের শিক্ষাঙ্গনে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অনস্বীকার্য অবদান রেখে চলেছে। শিক্ষা আমাদের পাঁচটি মৌলিক অধিকারের অন্যতম একটি অংশ। মানব সভ্যতায় নিজেদের টিকিয়ে রাখতে হলে শিক্ষা গ্রহণের কোনো বিকল্প নাই। শিক্ষা বিশ্বজুড়ে মানুষের প্রয়োজনে অসংখ্য স্তরে বিন্যস্ত। সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক, ভৌগলিক, আইনগত, ভূ-রাজনৈতিক, অর্থনৈতিক, প্রযুক্তি গত সহ বিভিন্ন স্তর ও উপস্তরে বিন্যস্ত।
একটি জাতি পৃথিবীতে সফল হতে প্রতিটি ক্ষেত্রে শিক্ষাগ্রহণ করে, সেই শিক্ষার যথাযথ পর্যায়ে সর্বোচ্চ প্রয়োগ করলেই কেবল সম্ভব। বিশ্ববিদ্যালয় পর্যায়ে বাংলাদেশের সরকারি ও বেসরকারি ও উন্মুক্ত পর্যায়ে শিক্ষা গ্রহণের অজস্র সুযোগ লাভ করছে, এই দেশের লক্ষ-কোটি শিক্ষার্থী। আজকের আলোচনায় আমরা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোর্স সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কী?
১৯৯২ সালে বাংলাদেশের জাতীয় শিক্ষা আইন কতৃক প্রণীত ও জাতির সংসদে পাশকৃত একটি বিশ্ববিদ্যালয়। যেটি দেশের সর্বোস্তরের মানুষের নিকট সর্বোচ্চ শিক্ষা পৌছে দেওয়ার জন্য গাজীপুরে প্রতিষ্ঠিত হয়। বিশ্বের সাথে তাল মেলাতে আধুনিক সৃজনশীল ও বিজ্ঞান ভিত্তিক শিক্ষা দিয়ে ও উন্নত গবেষণার মাধ্যমে দেশ কে এগিয়ে নিতেই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সুচনা হয়। সারা দেশের ১২ টি আঞ্চলিক কেন্দ্র থেকে ৮০ টি কো-অর্ডিনেশন অফিস ও ১০০০ টি টিউটোরিয়াল কেন্দ্র রয়েছে। বিশ্ববিদ্যালয় পরিচালনায় রয়েছে সাতটি একাডেমিক অনুষদ ও ১১ টি প্রশাসনিক ভবন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েট বা স্নাতক সম্মান ও তিন বছর মেয়াদি ডিগ্রির কোর্স রয়েছে। সারা দেশের কলেজ সমূহ তে এই কোর্স করার সুযোগ রয়েছে।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোর্স সমূহ
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভালো দিক হলো পড়াশুনার পাশাপাশি কিছু করা যয়। নিচে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোর্স সমূহ এর নাম ও অন্যান্য তথ্য তুলে ধরা হল –
ব্যাচেলর অফ এডুকেশন (Bachelor of Education)
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোর্স সমূহ এর মধ্যে বি-এড কোর্স সবচেয়ে জনপ্রিয়। বি-এড কোর্স সমূহ সাইকোলজি, সোশ্যালজি, পাঠ্যক্রম ও নির্দেশনা, শিক্ষাগত পরিকল্পনা, ব্যবস্থাপনা ও শিক্ষায় মূল্যায়নে চার বছর মেয়াদি ব্যাচেলর অফ এডুকেশন ডিগ্রি প্রদান করা হয়। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও মানবিক অনুষদের অন্তর্ভূক্ত ব্যাচেলর অব এডুকেশন কোর্সের অন্তর্ভুক্ত বিষয়গুলো।
মাস্টার্স অফ এডুকেশন (Masters of Education)
মাস্টার্স অফ এডুকেশন বা এম এড কোর্স ব্যাচেলর অফ এডুকেশন কোর্সের মতো বিষয় গুলো রয়েছে। তবে কোর্সের বিষয়ের ক্ষেত্রে কিছু টা পরিবর্তন হতে পারে। এম এড কোর্সের অন্তর্ভুক্ত বিষয়গুলো হচ্ছে শিক্ষাগত গবেষণা, শিক্ষাগত প্রশাসন, উচ্চ শিক্ষা, দূর শিক্ষা ও বিশেষ শিক্ষার মতো বিষয় সমূহ।
ব্যাচেলর অব আর্টস (Bachelor of Arts)
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোর্স সমূহের মধ্যে ব্যাচেলর অব আর্টস বা বিএ ডিগ্রি ও প্রদান করা হয়। এটি সাধারণত চার বছর মেয়াদী কোর্স। এই কোর্সের অন্তর্ভুক্ত বিষয় গুলো হচ্ছে, বাংলা সাহিত্য, ইংরেজি ভাষা ও সাহিত্য, দর্শন, ইসলামিক স্টাডিজ, দর্শন, ইসলামের ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সমাজতত্ত্ব এবং ভূগোল ও পরিবেশ। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও মানবিক অনুষদের অন্তর্ভূক্ত এই কোর্স সমূহ।
মাস্টার্স অফ আর্টস (Masters of Arts)
মাস্টার অফ আর্টস ডিগ্রি শিক্ষা ও মানবিক অনুষদের অন্তর্ভূক্ত একটি প্রোগ্রাম। এর অন্তর্ভুক্ত কোর্স সমূহ হচ্ছে, ইংরেজি, বাংলা, ইসলামিক স্টাডিজ, দর্শন, ইসলামের ইতিহাস ও সমাজতত্ত্ব।
ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স (Bachelor of Social Science)
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোর্স সমূহের মধ্যে চার বছর মেয়াদি আরেকটি সোশ্যাল সাইন্স স্নাতক সম্মান ডিগ্রির কোর্স এটি। চার বছর মেয়াদি এই ডিগ্রি অর্জন করা যাবে, সমাজ বিজ্ঞান, জনপ্রশাসন, নৃবিজ্ঞান, নারী ও জেন্ডার স্টাডিজ বিভাগ থেকে। সামাজিক বিজ্ঞান অনুষদের একটা ডিগ্রি হচ্ছে এই ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স প্রোগ্রাম।
মাস্টার্স অফ সোশ্যাল সায়েন্স (Masters of Social Science)
মাস্টার্স অফ সোশ্যাল সাইন্স হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভূক্ত মাস্টার্স ডিগ্রি। একবছর মেয়াদী এই কোর্সের অন্তর্ভুক্ত রয়েছে অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, পাবলিক এডমিনিস্ট্রেশন, সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান ও জেন্ডার স্টাডিজের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রোগ্রাম।
ব্যাচেলর অব বিজনেস এডমিনিস্ট্রেশন (Bachelor of Business Administration)
ব্যাচেলর অফ বিজনেস এডমিনিস্ট্রেশন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর কোর্স সমূহের মধ্যে একটা। চার বছর মেয়াদি এই কোর্সে পড়ানো হয় একাধিক গুরুত্বপূর্ণ বিষয়। সেগুলো হচ্ছে, একাউন্টিং এর মৌলিক বিষয়, ব্যাবসায়িক যোগাযোগ, ব্যাবসার গণিত, ব্যাবসা পরিসংখ্যান, ব্যাবসা নীতিশাস্ত্র, বিপনণ ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা। বিজনেস স্টাডিজ অনুষদের অন্তর্ভূক্ত এই কোর্স সমূহ।
মাস্টার্স অফ বিজনেস এডমিনিস্ট্রেশন (Masters of Business Administration)
বিজনেস স্টাডিজ অনুষদের অন্তর্ভূক্ত এই এক বছর মেয়াদি কোর্স থেকে মাস্টার্স অফ বিজনেস এডমিনিস্ট্রেশন বা এমবিএ ডিগ্রি প্রদান করা হয়। এই কোর্সের অন্তর্ভুক্ত প্রোগ্রাম গুলো হচ্ছে অর্গানাইজেশনাল বিহেভিয়ার, রিসোর্স ম্যানেজমেন্ট অফ হিউম্যান, ফাইন্যান্সিয়াল ও ম্যানেজেরিয়াল একাউন্ট, মার্কেটিং ম্যানেজমেন্ট, অপারেশন ম্যানেজমেন্ট এবং ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম।
ব্যাচেলর অব সাইন্স ও টেকনোলজি (Bachelor of Science & Technology)
ব্যাচেলর অফ সাইন্স ও টেকনোলজি বা বিএসসি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোর্স সমূহের অন্যতম। বর্তমান পরিস্থিতিতে চার বছর মেয়াদি এই কোর্স গুলো অনেক জনপ্রিয় শিক্ষার্থীদের নিকট। এই কোর্সের অন্তর্ভুক্ত বিষয় গুলো হচ্ছে, কম্পিউটার প্রকৌশল, পরিবেশ বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিজ্ঞানের মতো বিষয় গুলো। বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের অন্তর্ভূক্ত এই কোর্স সমূহ।
মাস্টার্স অফ সাইন্স (Masters of Science)
ব্যাচেলর অফ সাইন্সের মতো বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের অন্তর্ভূক্ত এক বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রি এটি। মাস্টার্স ডিগ্রির অন্তর্ভুক্ত কোর্স সমূহ হচ্ছে কম্পিউটার প্রকৌশল, পরিবেশ বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, উদ্ভিদ ও প্রাণী বিজ্ঞান বিষয়ে মাস্টার্স ডিগ্রি প্রদান করা হয়ে থাকে।
ব্যাচেলর অফ এগ্রিকালচার (Bachelor of Agriculture)
ব্যাচেলর অফ এগ্রিকালচার বা বিএ ডিগ্রি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটি নব্য অন্তর্ভুক্ত কোর্স । চার বছর মেয়াদি এই কোর্সের অন্তর্ভুক্ত হচ্ছে বর্তমান সময়ে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়। সেগুলো হচ্ছে মৃত্তিকা বিজ্ঞান, উদ্ভিদ রোগ বিজ্ঞান, উদ্যান বিজ্ঞান, কৃষি অর্থনীতি ও সম্প্রসারণ, পুষ্টি বিজ্ঞান, খাদ্য ও প্রক্রিয়াজাত বিজ্ঞান ৷ কৃষি ও পল্লী উন্নয়ন অনুষদের অন্তর্ভূক্ত এই ব্যাচেলর প্রোগ্রাম।
ব্যাচেলর অব সাইন্স ইন নার্সিং (Bachelor of Science in Nursing)
ব্যাচেলর অফ সাইন্স ইন নার্সিং বা বিএসএন হচ্ছে স্বাস্থ্য ও বিজ্ঞান অনুষদের অন্তর্ভূক্ত একটি চার বছর মেয়াদি কোর্স। এই কোর্সের অন্তর্ভুক্ত বিষয়গুলো হচ্ছে, এনাটমি ও ফিজিওলজি, মেডিক্যাল ও সার্জিক্যাল নার্সিং, প্রসূতি ও গাইনকোলজিক্যাল নার্সিং, চাইল্ড হেলথ নার্সিং, কমিউনিটি হেলথ নার্সিং, কমিউনিটি হেলথ নার্সিং।
মাস্টার্স অফ পাবলিক হেলথ এন্ড নার্সিং (Masters of Public Health & Nursing)
মাস্টার্স অফ পাবলিক হেলথ এন্ড নার্সিং হচ্ছে এক বছর মেয়াদি একটি স্নাতকোত্তর ডিগ্রি। এই কোর্সের অন্তর্ভুক্ত হচ্ছে এপিডোমলজি, বায়োস্ট্যাটিস্টিক্স, হেলথ এডুকেশন, হেলথ প্রমোশন, এনভায়রনমেন্টাল হেলথ ও হেলথ পলিসি ও প্ল্যানিং বিষয়ে মাস্টার্স ডিগ্রি প্রদান করা হয়।
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (Diploma in Engineering)
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর অন্তর্ভুক্ত রয়েছে একাধিক কোর্স। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর অন্তর্ভুক্ত প্রোগ্রাম সমূহ হচ্ছে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, আআর্কিটেকচার, ব্যাবসা প্রশাসন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ও মৎস ব্যবস্থাপনা।
বহুল জিজ্ঞাসিত প্রশ্ন-উত্তর সমূহ
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোর্স সমূহ এই বিষয়ে আপনার মনে বেশ কয়েকটি প্রশ্ন উঁকি দিচ্ছে? তাহলে চলুন জেনে নেই সেই সকল প্রশ্ন ও উত্তর।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর কোর্স গুলো কত ক্রেডিটের?
উউন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোর্স সমূহ ব্যাচেলর ডিগ্রির ক্ষেত্রে অধিকাংশ ১২০ ক্রেডিট। তবে বিষয় ভেদে ক্রেডিট সংখ্যায় সামান্য কম বেশি হতে পারে।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে কী বিসিএস পরীক্ষা দেওয়া যাবে?
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে কোর্স কমপ্লিট করে বিসিএস সহ যে কোনো সরকারি, বেসরকারি পর্যায়ে চাকরির পরীক্ষা দিয়ে চাকরিতে নিয়োগ পেতে পারেন।
উপসংহার
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোর্স সমূহ নিয়ে উপরোক্ত আলোচনায় বিস্তারিত আলোচনা করা আছে। উন্মুক্ত বিশ্ববিদ্যায়ের অবদান দেশের শিক্ষাঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকায় অধিষ্ঠিত আছে। শিক্ষার মান উন্নয়নে দেশের সমস্ত প্রতিষ্ঠানের মতো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়েও গবেষণা ও বিজ্ঞান ভিত্তিক সুযোগ প্রদান করলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আরও অনেক উন্নত হবে। ফলাফল স্বরুপ, একটি আদর্শ ও উন্নত জাতি হিসেবে আমরা পৃথিবীর মানচিত্রে মাথা উচু করে দাঁড়াতে পারবো। এছাড়াও আপনার জ্ঞানকে প্রসারিত করতে ডিগ্রি ১ম বর্ষের বইয়ের তালিকা সম্পর্কে পড়তে পারেন।
“উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোর্স সমূহ” এ বিষয়ে আপনার যদি কিছু জানার থাকে তবে আপনি এই পোস্টের নিচে মন্তব্য করতে পারেন। এছাড়াও এই পোস্ট-টি তথ্যবহুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ!
টেক্সটাইল ইন্জিনিয়ারিং ভর্তির বিষয়ে জানতে চাই।
স্যার, আমি ২০১৬ তে এইচএসসি পাশ করেছি, আমি কি এখন “ব্যাচেলর অব সাইন্স ও টেকনোলজি” কোর্স এ ভর্তি হতে পারবো? আর যদি ভর্তি হতে পারি তাহলে কি কি লাগবে যদি জানাতেন উপকৃত হতাম,
ধন্যবাদ।