Skip to content
Home » তাহারেই পড়ে মনে কবিতার MCQ

তাহারেই পড়ে মনে কবিতার MCQ

He Remembers The MCQ Of Poetry

তাহারেই পড়ে মনে কবিতার MCQ পড়ে আপনার এইচএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষার প্রস্তুতি আরও বেশি দৃঢ় করতে পারেন। বিগত সালের এইচএসএসি পরীক্ষার বিভিন্ন বোর্ডে তাহারেই পড়ে মনে কবিতা থেকে অনেক MCQ প্রশ্ন এসেছিল। তাই আপনারা যারা এবছর এইচএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন তারা তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির বসন্তবিমুখতার মধ্য দিয়ে কোনটি ফুটে উঠেছে? ‘সাঁঝের মায়া’ কাব্যগ্রন্থটি কার লেখা? উদাত্ত পৃথিবী’ কাব্যগ্রন্থটি কার রচনা? সহ কতিপয় বেশ কিছু প্রশ্নের উত্তর পরীক্ষার প্রস্তুতি স্বরূপ জেনে রাখতে পারেন। আজকের এই পোস্টটি তাহারেই পড়ে মনে কবিতার বেশ কয়েকটি MCQ প্রশ্ন নিয়েই সাজানো হয়েছে। তাই এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল। 

তাহারেই পড়ে মনে কবিতার কবি পরিচিতি

তাহারেই পড়ে মনে কবিতার কবিতার লেখিকা হলো সুফিয়া কামাল। তিনি বরিশালের শায়েস্তাবাদে ১৯১১ সালের ২০ জুন তারিখে জন্মগ্রহণ করেন। লেখিকার বাবার নাম সৈয়দ আবদুল বারী এবং মাতার নাম নওয়াবজাদী সৈয়দা সাবেরা খাতুন। শিক্ষা জীবনে তিনি ছিলেন স্বশিক্ষায় শিক্ষিত ছিলেন। তিনি কলকাতার একটি স্কুলে শিক্ষকতার মাধ্যেমে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি সাহিত্য সাধনা ও নারী আন্দোলনে ব্রতী হন। তার লেখিকা জীবনে তিনি কাব্য রচনা করেছেন। তাছাড়াও তিনি অনেক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। সুফিয়া কামাল ১৯৯৯ সালের ২০ নভেম্বর তারিখে মৃত্যুবরণ করেন।

তাহারেই পড়ে মনে কবিতার MCQ সমূহ 

এইচএসসি পরীক্ষায় বাংলা প্রথম পত্র বিষয়ে ভালো ফলাফর করার জন্য তাহারেই পড়ে মনে কবিতার MCQ গুলো ভালো করে পড়ে নিতে পারেন। কেননা এই কবিতা থেকে প্রতি বছর ২-১ প্রশ্ন কমন আসার সম্ভাবনা থাকে। তাই এই কবিতা ভালো করে পড়ে প্রস্তুতি গ্রহণ করতে পারেন। নিচে তাহারেই পড়ে মনে কবিতার MCQগুলো দেওয়া হলো। 

রহেনি, সে ভুলেনি তো, এসেছে তা ফাগুন স্মরিয়া—এই লাইনে কোন বিষয়টি ফুটে উঠেছে?

উত্তর: কবির আক্ষেপ।

‘পাথার’ শব্দটি দ্বারা কোনটি বোঝানো হয়েছে—

উত্তর: সমুদ্র। 

কবি শীতকে কল্পনা করেছেন নিচের কোনটির সঙ্গে?

উত্তর: মাঘের সন্ন্যাসীর সঙ্গে।

‘উত্তরী’ শব্দের স্বাভাবিক অর্থ নিচের কোনটির সঙ্গে তুলনাযোগ্য?

উত্তর: চাঁদর। 

‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির বসন্তবিমুখতার মধ্য দিয়ে কোনটি ফুটে উঠেছে?

উত্তর: উদাসীনতা। 

‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি কোন জাতীয় কবিতার অন্তর্গত?

উত্তর: সংলাপনির্ভর।

বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবির নাম কী? 

উত্তর: সুফিয়া কামাল। 

সাঁঝের মায়া’ কাব্যগ্রন্থটি কার লেখা?

উত্তর: সুফিয়া কামালের।

‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ঋতুর রাজন বলতে কী বোঝানো হয়েছে?

উত্তর: বসন্ত।

মৃদু মধু স্বরে কবি কী বললেন?

উত্তর: নাই হলো, না হোক এবারে।

‘উন্মনা’ শব্দের অর্থ কী?

উত্তর: অন্যমনস্ক।

মাঘের সন্ন্যাসী কোথায় গিয়েছে?

উত্তর: দিগন্তের পথে। 

কবি সুফিয়া কামাল নতুন ফুল দিয়ে কী করেননি?

উত্তর: ঘর সাজান-নি।

ধরায় কী এসেছে?

উত্তর: ফাগুন।

কবি নিজে কোন অলংকারে সাজেননি?

উত্তর: ফুলের অলংকারে।

শীত প্রকৃতিতে কী দেয়? 

উত্তর: রিক্ততার রূপ।

মানবমনের অফুরন্ত আনন্দের উৎস কোনটি?

উত্তর: প্রকৃতির সৌন্দর্য।

‘মায়া কাজল’ কোন জাতীয় রচনা?

উত্তর: কাব্য।

‘সাঁঝের মায়া’ কার উল্লেখযোগ্য গ্রন্থ?

উত্তর: সুফিয়া কামাল।

‘সমীর’ শব্দের অর্থ কী?

উত্তর: বাতাস। 

সুফিয়া কামাল কী হিসেবে ভূষিত হয়েছেন?

উত্তর: জননী সম্ভাষণে।

বসন্তের সৌন্দর্য কবির কাছে কেমন?

উত্তর: অর্থহীন।

‘উদাত্ত পৃথিবী’ কাব্যগ্রন্থটি কার রচনা?

উত্তর: সুফিয়া কামালের। 

‘ইতল বিতল’ সুফিয়া কামালের কী জাতীয় রচনা?

উত্তর: শিশুতোষ।

কুহেলী উত্তরী পরে কে বিদায় নিয়েছে?

উত্তর: শীতকাল। 

 কবি সুফিয়া কামাল কত সালে জন্মগ্রহণ করেন?

 উত্তর: ১৯১১ সালে। 

কবি সুফিয়া কামাল কোন জেলায় জন্মগ্রহণ করেন?

উত্তর: বরিশাল জেলায়। 

কবি সুফিয়া কামাল কত সালে মৃত্যুবরণ করেন?

উত্তর: ১৯৯৯ সালে।

কবি সুফিয়া কামাল কোথায় মৃত্যুবরণ করেন?

উত্তর: ঢাকায়।

কার মৃত্যুতে কবির জীবনে প্রচণ্ড শূন্যতা নেমে আসে?

উত্তর: কবির স্বামীর মৃত্যুতে। 

প্রকৃতিতে বসন্ত এলেও কবির মন বিষন্ন কেন? 

উত্তর: ব্যক্তিজীবনের দুঃখ কবি মনকে আঁকড়ে রেখেছে।

গাছে গাছে ফুল কেন ফোটে?

উত্তর: বসন্তকে অভ্যর্থনা জানাতে। 

‘দখিনা দুয়ার’ শব্দটি দ্বারা কবি কিসের আগমনকে জানিয়ে দিয়েছেন?

উত্তর: বসন্তের দখিনা বাতাস। 

‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি কোন ফুল ফোটার কথা জানতে চেয়েছেন?

উত্তর: বাতাবি লেবুর ফুল।

কবির নিকট বসন্তের আগমন অর্থহীন কেন?

উত্তর: বসন্তের আবেদন গুরুত্বহীন। 

‘তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোনো মতে।’—তাহারে বলতে কবি কাকে বুঝিয়েছেন?

উত্তর: কবির স্বামীকে। 

কবির ব্যক্তিজীবন ও কাব্যসাধনার ক্ষেত্রে এক দুঃসহ বিষন্নতা নেমে আসে কেন?

উত্তর: স্বামীবিয়োগে।

“এমন উন্মনা তুমি?” এটি কার উক্তি?

উত্তর: কবিভক্তের।

‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি কোন গান বাজার কথা জানতে চেয়েছেন? 

উত্তর: আগমনী গান। 

 ‘বেজেছে কি আগমনী গান?’ উক্তিটিতে কোন বিষয়টি ফুটে উঠেছে?

উত্তর: কবির উদাসীনতা। 

তাহারেই পড়ে মনে’ কবিতায় কিসের বুকে গন্ধ নেই?

উত্তর: মাধবীর। 

কবিভক্ত কবিকে কী বলে সম্বোধন করেছেন?

উত্তর: হে কবি। 

কোথায় বসন্তের আবির্ভাব ঘটেছে?

উত্তর: পৃথিবীতে।

অলখ শব্দটি ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

উত্তর: অলক্ষ। 

কবিভক্ত কবিকে কীভাবে বসন্তকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করেছেন?

উত্তর: বন্দনা গীতি রচনা করে।

এখনো দেখনি তুমি?” এখানে ‘নি’ কী হিসেবে ব্যবহৃত হয়েছে? 

উত্তর: নাবাচক ক্রিয়া বিশেষণ। 

কবি কী লক্ষ করেননি?

উত্তর: বসন্তের আগমন।

কবি সুফিয়া কামাল উষ্মনা কেন?

উত্তর: স্বামীকে হারিয়ে। 

কবিভক্তরা কবিকে প্রশ্ন করেছেন কেন?

উত্তর: কবি উন্মনা বলে। 

‘রচিয়া’ বলতে কী বুঝানো হয়েছে?

উত্তর: রচনা করে।

বসন্তের প্রতি কবি বিমুখ কেন?

উত্তর: কবিমন শোকে মুহ্যমান বলে। 

‘পুষ্পারতি’ শব্দটির অর্থ কী?

উত্তর: ফুলের বন্দনা। 

ঋতুর রাজন’ বলতে কবি কাকে বুঝিয়েছেন?

উত্তর: বসন্তকে। 

‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ব্যবহৃত ‘কুহেলি উত্তরী’ শব্দটি কী অর্থ বহন করে?

উত্তর: কুয়াশার চাদর। 

কবি সুফিয়া কামাল মূলত কাকে মাঘের সন্ন্যাসী বলেছেন?

উত্তর: সৈয়দ নেহাল হোসেনকে।

প্রকৃতি রিক্ততার রূপ ধারণ করে কোন ঋতুতে?

উত্তর: শীত ঋতুতে।

কবিমন কিসে আচ্ছনড়ব হয়ে আছে?

উত্তর: রিক্ততার হাহাকারে।

তাহারেই পড়ে মনে কবিতায় কে, কাকে প্রশ্ন করেছেন?

উত্তর: কবিভক্ত কবিকে। 

কবি সুফিয়া কামালকে সমস্ত সৌন্দর্য স্পর্শ করতে পারে না কেন?

উত্তর: কবি বিরহকাতর বলে। 

বসন্ত কবি সুফিয়া কামালের মনে কোনো সাড়া জাগাতে পারছে না কেন?

উত্তর: কবির বেদনার্ত হৃদয়ের জন্য। 

বসন্ত কবির কাছে অর্থহীন, কারণ-

উত্তর: প্রিয়জন কাছে নেই বলে।

‘সমীর’ শব্দটির প্রতিশব্দ কি হবে?

উত্তর: বাতাস।

‘ধরা’ শব্দের অর্থ কী?

উত্তর: পৃথিবী। 

কবিকে বসন্তকে বরণ করে নিতে কে বলেছেন?

উত্তর: কবিভক্ত। 

কবি সুফিয়া কামালের প্রথম স্বামী কত সালে মৃত্যুবরণ করেন?

উত্তর: ১৯৩২ সালে।

‘এখনো দেখনি তুমি’— কবিতার এ লাইন দ্বারা কবির কোন ভাবনাকে নির্দেশ করে?

উত্তর: কবির উদাসীনতা। 

কবির নিকট বসন্তের আগমন অর্থহীন কারণ—? 

উত্তর: প্রিয়জন কবির কাছে নেই বলে। 

যখন কবি সুফিয়া কামালের জন্ম হয়েছিল, বাঙালী রমণীরা কিভাবে তাদের দিন কাটাত —?

উত্তর: গৃহবন্দি অবস্থায়। 

বহুল জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর সমূহ

তাহারেই পড়ে মনে কবিতার MCQ নিয়ে আপনার মনে বেশ কিছু প্রশ্ন উঁকি দিচ্ছে। তবে তাহলে চলুন জেনে নেই সেই সকল প্রশ্নের উত্তর-

‘ঋতুর রাজন’ বলতে কবি কাকে বুঝিয়েছেন?

‘ঋতুর রাজন’ বলতে কবি বসন্তকে বুঝিয়েছেন। 

কবি সুফিয়া কামাল কোন জেলায় মৃত্যুবরণ করেন?

কবি সুফিয়া কামাল কোন জেলায় ঢাকায় মৃত্যুবরণ করেন। 

উপসংহার

এইচএসএসি পরীক্ষার বাংলা প্রথম পত্র বিষয়ের প্রস্তুতি সরূপ “তাহারেই পড়ে মনে” কবিতাটির প্রশ্ন ও উত্তর সম্পর্কে জেনে রাখা প্রয়োজন। তাই পরীক্ষার শুরুর আগে আপনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে পড়ে রাখতে পারেন। এছাড়াও আপনি পরীক্ষায় আসা বিভিন্ন দেশের রাজধানীর নাম পড়তে পারেন।

“তাহারেই পড়ে মনে কবিতার MCQ” এ বিষয়ে আপনার যদি কিছু জানার থাকে তবে আপনি এই পোস্টের নিচে মন্তব্য করতে পারেন। এছাড়াও এই পোস্ট-টি তথ্যবহুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *