পরীক্ষায় আসা বিভিন্ন দেশের রাজধানীর নাম আমরা অনেকেই হটাৎ করে বলতে পারি না। এর কারণ আমরা অনেকেই বিভিন্ন দেশের রাজধানীর নাম জানি না। অথচ বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন দেশের রাজধানীর নাম আসে, যা আমরা না জানার কারণে কিংবা চর্চা না থাকার কারণে চট করে বলতে পারি না। তাই আসুন খুব সহজেই জেনে নিই বিভিন্ন দেশের রাজধানীর নাম সমূহ।
রাজধানী বলতে কি বুঝি?
রাজধানী হল একটি দেশ, রাজ্য, বা অঞ্চলের কেন্দ্রীয় শহর। রাজধানী থেকে দেশটির সরকার পরিচালিত হয়। সাধারণত রাজধানী শহরেই সংশ্লিষ্ট সরকারের সকল প্রকার সভা ও অধিবেশন ইত্যাদি অনুষ্ঠিত হয়ে থাকে। সাধারণভাবে সংশ্লিষ্ট দেশের সরকার বা আইন দ্বারা সিদ্ধ হয়ে থাকে। ক্ষেত্র বিশেষে দেশ বা রাজ্যের আইনসভা বিভিন্ন অঞ্চলে বিভক্ত হতে পারে।
পরীক্ষায় আসা বিভিন্ন দেশের রাজধানীর নাম
আমরা এখন জানার চেষ্টা করব পরীক্ষায় আসা বিভিন্ন দেশের রাজধানীর নাম। এক্ষেত্রে আমরা মহাদেশ ভিত্তিক দেশের নাম জানার চেষ্টা করি। চলুন জেনে নেওয়া যাক-
এশিয়ার মহাদেশের বিভিন্ন দেশের রাজধানীর নাম
এশিয়া পৃথিবীর বৃহৎ মহাদেশ। এই এশিয়া মহাদেশে অনেকগুলো দেশ আছে। এশিয়ার মহাদেশের বিভিন্ন দেশের রাজধানীর নামগুলো তুলে ধরা হল-
- চীন (বেইজিং)
- দক্ষিণ কোরিয়া (সিউল → সেজং)
- উত্তর কোরিয়া (পিয়ংইয়ং)
- জাপান (টোকিও)
- মালয়েশিয়া (কুয়ালালামপুর)
- ভারত (নয়া দিল্লি)
- পাকিস্তান (ইসলামাবাদ)
- থাইল্যান্ড (ব্যাংকক)
- ভিয়েতনাম (হানয়)
- শ্রীলঙ্কা (কলম্বো)
- মায়ানমার (নে পি তাও)
- বাংলাদেশ (ঢাকা)
- ভুটান (থিম্পু)
- আফগানিস্তান (কাবুল)
- কম্বোডিয়া (নম পেন)
- নেপাল (কাঠমান্ড)
- লাওস (ভিয়েনতিয়েন)
- ফিলিপাইন (ম্যানিলা)
- আজারবাইজান (বাকু)
- জর্জিয়া (তিবিলিসি)
- আর্মেনিয়া (ইয়েরেভান)
- তাজিকিস্তান (দুশানবে)
- তুর্কমেনিস্তান (আশগাবাত)
- সিঙ্গাপুর (সিঙ্গাপুর)
- মালদ্বীপ (পুরুষ)
- ব্রুনাই (সাগর বেগাওয়ান)
- পূর্ব তিমুর (দিলি)
- ইন্দোনেশিয়া (জাকার্তা)
- ইরাক (বাগদাদ)
- ইরান (তেহরান)
- জর্ডান (আম্মান)
- সৌদি আরব (রিয়াদ)
- সংযুক্ত আরব আমিরাত (আবু ধাবি)
- ওমান (মাস্কাট)
- কুয়েত (কুয়েত)
- ইসরাইল (তেল আবিব)
- ইয়েমেন (এডেন)
- ফিলিস্তিন (রামলান)
- কাতার (দোহা)
- বাহরাইন (মানামা)
- সিরিয়া (দামাস্কাস)
- লেবানন। (বৈরুত)
- মঙ্গোলিয়া (উলানবাতার)
- সাইপ্রাস (নিকোসিয়া)
- কাজাখস্তান (আস্তানা)
- উজবেকিস্তান (তাসখন্দ)
- কিরগিজস্তান (বিশকেক)
- তুরস্ক (আঙ্কারা)
ইউরোপীয় দেশের রাজধানীর নাম
ইউরোপ পৃথিবীর সবচেয়ে আধুনিক মহাদেশ। এই ইউরোপ মহাদেশে অনেকগুলো দেশ আছে। ইউরোপীয় দেশের রাজধানীর নামগুলো তুলে ধরা হল-
- ক্তরাজ্য (লন্ডন)
- রোমানিয়া (বুখারেস্ট)
- ফ্রান্স (প্যারিস)
- পোল্যান্ড (ওয়ারশ)
- সুইজারল্যান্ড (বার্ন)
- সুইডেন (স্টকহোম)
- ইতালি (রোম)
- জার্মানি (বার্লিন)
- মোনাকো (মোনাকো)
- লাটভিয়া (রিগা)
- আলবেনিয়া (তিরানা)
- নরওয়ে (অসলো)
- বুলগেরিয়া (সোফিয়া)
- নেদারল্যান্ডস (আমস্টারডাম)
- আয়ারল্যান্ড (ডাবলিন)
- চেক প্রজাতন্ত্র (প্রাগ)
- স্লোভাকিয়া (ব্রাটিস্লাভা)
- পর্তুগাল (লিসবন)
- স্লোভেনিয়া (লুব্লজানা)
- ডেনমার্ক (কোপেনহেগেন)
- লুক্সেমবার্গ (লাক্সেমবার্গ)
- স্পেন (মাদ্রিদ)
- সান মারিনো (সান মারিনো)
- হাঙ্গেরি (বুদাপেস্ট)
- লিচেনস্টাইন (ভাদুজ)
- অস্ট্রিয়া (ভিয়েনা)
- আইসল্যান্ড (রেকজাভিক)
- অ্যান্ডোরা (অ্যান্ডোরা)
- ফিনল্যান্ড (হেলসিঙ্কি)
- রাশিয়া (মস্কো)
- ইউক্রেন (কিয়েভ)
- বেলারুশ (মিনস্ক)
- ফারো দ্বীপপুঞ্জ (কাওশান)
- মলদোভা (কিশি) নিউ)
- লিথুয়ানিয়া (ভিলনিয়াস)
- এস্তোনিয়া (ভিলনিয়াস) তালিন)
- উত্তর মেসিডোনিয়া (স্কোপজে)
- ক্রোয়েশিয়া (জাগরেব)
- ভ্যাটিকান সিটি (ভ্যাটিকান সিটি)
- বেলজিয়াম (ব্রাসেলস)
- মাল্টা (ভালেটা)
- জিব্রাল্টার (জিব্রাল্টার শহর)
- মন্টিনিগ্রো (পডগোরিকা)
- সার্বিয়া (বেলগ্রেড)
- বসনিয়া ও হার্জেগোভিনা (সারায়েভো)
আফ্রিকা মহাদেশের দেশগুলোর রাজধানীর নাম
আফ্রিকা পৃথিবীর সবচেয়ে অনুন্নত মহাদেশ। এই আফ্রিকা মহাদেশে অনেকগুলো দেশ আছে। আফ্রিকা মহাদেশের দেশগুলোর রাজধানীর নামগুলো তুলে ধরা হল-
- অ্যাঙ্গোলা (লুয়ান্ডা)
- ইথিওপিয়া (আদিস আবাবা)
- মিশর (কায়রো)
- মধ্য আফ্রিকা (বাঙ্গুই)
- গিনি (কোনাক্রি)
- গিনি-বিসাউ (বিসাউ)
- বতসোয়ানা (গাবোরোন)
- বুরকিনা ফাসো (উয়াগাডুগউ)
- মাদাগাস্কার (আন্তানানারিভো)
- মালি (বামাকো)
- মালাউই (লিলংওয়ে)
- গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (কিনশাসা)
- নিরক্ষীয় গিনি (মালাবো)
- গাম্বিয়া (বানজুল)
- বেনিন (পোর্টো নভো)
- মরিশাস (বন্দর) লুই)
- মৌরিতানিয়া (নুয়াকচট)
- উগান্ডা (কাম্পালা)
- বুরুন্ডি (গিতেগা)
- রুয়ান্ডা (কিগালি)
- চাদ (এন’জামেনা)
- নাইজার (নাইজার)
- নাইজেরিয়া (আবুজা)
- ঘানা (আক্রা)
- গ্যাবন (লিব্রেভিল)
- জিবুতি (জিবুতি)
- টোগো (লোম)
- সুদান (খার্তুম)
- লিবিয়া (ত্রিপোলি)
- লাইবেরিয়া (মনরোভিয়া)
- কেপ ভার্দে (প্রয়া)
- আলজেরিয়া (আলজিয়ার্স)
- নামিবিয়া (উইন্ডহোক)
- তানজানিয়া (দার এস সালাম)
- কেনিয়া (নাইরোবি)
- দক্ষিণ আফ্রিকা (তশওয়ানে)
- কমোরোস (মস্কো)
- জিম্বাবুয়ে (সালিসবারি)
- তিউনিসিয়া (তিউনিসিয়া)
- লেসোথো (মাসেরু)
- মোজাম্বিক (মাপুতো)
- সোমালিয়া (মোগাদিশু)
- আইভরি কোট (ইয়ামাউসউক্রো)
- ক্যামেরুন (ইয়াউন্ডে)
- সেনেগাল (ডাকার)
- সেশেলস (ভিক্টোরিয়া)
- সিয়েরা লিওন (ফ্রিটাউন)
- মরক্কো (রাবাত) , জাম্বিয়া (লুসাকা)
- সেন্ট হেলেনা (জেমসটাউন)
- রিইউনিয়ন (সেন্ট-ডেনিস)
- সোয়াজিল্যান্ড (এমবাবানা)
- ওয়েস্টার্ন সাহারা (লাইউন)
- রিপাবলিক অফ কঙ্গো (ব্রা জাইওয়েল)
- দক্ষিণ সুদান (জুবা→ রামসার)
- ইরিত্রিয়া (আসমারা) )
- মায়োট (মামুচে)
উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশগুলোর রাজধানীর নাম
উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশে অনেকগুলো দেশ এবং মানুষের বসবাস রয়েছে। উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশগুলোর রাজধানীর নামগুলো তুলে ধরা হল-
- মার্কিন যুক্তরাষ্ট্র (ওয়াশিংটন)
- কানাডা (অটোয়া)
- পেরু (লিমা)
- হাইতি (পোর্ট-অ-প্রিন্স)
- এল সালভাদর (সান সালভাদর)
- চিলি (সান্তিয়াগো)
- কিউবা (হাভানা)
- নিকারাগুয়া ( মানাগুয়া)
- বাহামা (নাসাউ)
- পানামা (পানামা সিটি)
- বলিভিয়া (লা পাজ)
- হন্ডুরাস (টেগুসিগালপা)
- ইকুয়েডর (কুইটো)
- জ্যামাইকা (কিংসটন)
- উরুগুয়ে (মন্টেভিডিও)
- বার্বাডোস (ব্রিজারটন)
- সেন্ট লুসিয়া (ক্যাস্ট্রিজ)
- গায়ানা (জর্জটাউন)
- গুয়াতেমালা (গুয়াতেমালা)
- ডোমিনিকা (সান্তো ডোমিঙ্গো)
- মেক্সিকো (মেক্সিকো সিটি)
- কলম্বিয়া (বোগোটা)
- অ্যান্টিগুয়া এবং বারবুডা (সেন্ট জন)
- সুরিনাম (পারামারিবো)
- বেলিজ (বেলমোপান)
- আর্জেন্টিনা (বেলমোপান -এনোস আইরেস)
- বারমুডা (হ্যামিল্টন)
- ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ (রোড সিটি)
- ভেনিজুয়েলা (কারাকাস)
- কোস্টারিকা (সেন্ট জোসেফ)
- ত্রিনিদাদ ও টোবাগো (স্পেন বন্দর)
- গ্রেনাডা (সেন্ট জর্জ)
- গ্রিনল্যান্ড (নুক)
- সেন্ট কিটস অ্যান্ড নেভিস (বাসেটেরে)
- ডোমিনিকা (রোসেউ)
- সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস (কিংসটন)
- পুয়ের্তো রিকো (সান জুয়ান)
- ইউএস ভার্জিন দ্বীপপুঞ্জ (শার্লট আমালি)
- অ্যাঙ্গুইলা (ভ্যালি)
- মন্টসেরাট (ব্লেইজ)
- গুয়াডেলুপ (বাসেটেরে)
- মার্টিনিক (ফোর্ট-ডি-ফ্রান্সের কাউন্টি)
- আরুবা (ওরাঞ্জেস্তাদ)
- সিন্ট মার্টেন (ফিলিপসবার্গ)
- ফ্রেঞ্চ সিন্ট মারটেন (মেরিগোট)
- সেন্ট বার্থেলেমি (গুয়েস্তা)
- তুর্কস এবং কাইকোস দ্বীপপুঞ্জ (ককবার্ন সিটি)
- কেম্যান দ্বীপপুঞ্জ (জর্জ টাউন)
- কুরাকাও (উইলেমস্টাড)
- ফ্রেঞ্চ গুয়ানা (কেয়েন)
- ব্রাজিল (ব্রাসিলিয়া)
- প্যারাগুয়ে (আসুনসিয়ন)
- মালভিনাস দ্বীপপুঞ্জ (স্ট্যানলি সিটি)
ওশেনিয়া অন্তর্ভূক্ত দেশের রাজধানীর নাম
ওশেনিয়া মহাদেশে অনেকগুলো দেশ এবং মানুষের বসবাস রয়েছে। ওশেনিয়া অন্তর্ভূক্ত দেশের রাজধানীর নামগুলো তুলে ধরা হল-
- অস্ট্রেলিয়া (ক্যানবেরা)
- নিউজিল্যান্ড (ওয়েলিংটন)
- ফিজি (সুভা)
- মারিয়ানা দ্বীপপুঞ্জ (সাইপান)
- টোঙ্গা (নুকু’আলোফা)
- পাপুয়া নিউ গিনি (পোর্ট মোরসবি)
- ওয়েস্টার্ন সামোয়া (এ পিয়া)
- গুয়াম (হাগানা)
- টুভালু (ফুনাফুটি)
- সলোমন দ্বীপপুঞ্জ (হোনিয়ারা)
- পলিনেশিয়া (পাপেতে)
- কুক দ্বীপপুঞ্জ (আভারুয়া)
- নাউরু (নাউরু)
- পালাউ (মেলেকোক)
- ফেডারেটেড স্টেটস অফ মাইক্রোনেশিয়া (পালকির)
- মার্শাল দ্বীপপুঞ্জ (মাজুরো)
- কিরিবাতি (তারাওয়া)
- ভানুয়াতু (পোর্ট ভিলা)
- নিউ ক্যালেডোনিয়া (নউমিয়া)
- সামোয়া (অপিয়া)
- নিউ (আলোফি)
- টোকেলাউ (ফাকাউফো)
- ওয়ালিস এবং ফুতু না (মাতাউতু)
- পিটকের্ন দ্বীপপুঞ্জ (অ্যাডামসটাউন)
বহুল জিজ্ঞাসিত প্রশ্ন-উত্তর সমূহ
পরীক্ষায় আসা বিভিন্ন দেশের রাজধানীর নাম এই বিষয়ে আপনার মনে বেশ কয়েকটি প্রশ্ন উঁকি দিচ্ছে? তাহলে চলুন জেনে নেই সেই সকল প্রশ্ন ও উত্তর।
পৃথিবীতে কয়টি দেশ ও তাদের রাজধানী কয়টি?
পৃথিবীতে সাতটি মহাদেশে 195টি দেশ এবং তাদের রাজধানী রয়েছে।
মুদ্রা কত প্রকার ও কি কি?
মুদ্রা দুই প্রকার। ধাতব মুদ্রা ও কাগজের মুদ্রা। মুদ্রা পণ্য বা সেবা আদানপ্রদানের জন্য একটি বিনিময় মাধ্যম। এটি অর্থের একটি ধরন।
উপসংহার
পরীক্ষায় আসা বিভিন্ন দেশের রাজধানীর নাম গুলো আমরা এতক্ষণ জানলাম। আশাকরি এইসব দেশ ও তাদের রাজধানী সম্পর্কে আপনি জেনে যেকোনো সময় সঠিক উত্তর দিতে পারবেন। এই সব দেশের রাজধানীর নাম গুলো জানা থাকলে যেকোনো পরীক্ষায় এই জাতীয় প্রশ্ন আসলে আপনারা সহজেই উত্তর দিতে পারবেন। এছাড়াও আপনার জ্ঞানকে প্রসারিত করতে বাংলাদেশের সবচেয়ে বড় ১০ টি জেলা সম্পর্কে পড়তে পারেন।
“পরীক্ষায় আসা বিভিন্ন দেশের রাজধানীর নাম” এ বিষয়ে আপনার যদি কিছু জানার থাকে তবে আপনি এই পোস্টের নিচে মন্তব্য করতে পারেন। এছাড়াও এই পোস্ট-টি তথ্যবহুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ!