ডিগ্রি ১ম বর্ষের বইয়ের তালিকা সম্পর্কে জানতে পারবেন এই পোস্টের মাধ্যমে। প্রাণপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আপনারা ইতিমধ্যে আপনাদের এইচএসসি কিংবা এর সমমান পরীক্ষার রেজাল্ট পেয়ে গেছেন। একইসাথে সাথে ভাবনায় পড়ে গেছেন বর্তমানে কে কোন বিভাগে ভর্তি হবেন। সেইসাথে চিন্তা করছেন অনার্স পড়ব নাকি পাস কোর্সে ভর্তি হবো।
তবে আপনাদের এটা মনে রাখতে হবে যে, আপনি যে বিভাগেই ভর্তি হন না কেন, সবগুলো আপনাদের ফলাফল এর উপরই নির্ভর করবে। এছাড়াও অনেক শিক্ষার্থী আছেন যারা দারিদ্র্যতার কারনে অনার্সে ভর্তি হতে পারছেন না কিংবা বিভিন্ন ভার্সিটিতেও ভর্তি হতে পারছে না।
এইক্ষেত্রে মনে রাখা দরকার যে, ভালো ভার্সিটিতে পড়ুন আর অনার্সই পড়ুন কিংবা পাস কোর্সে ডিগ্রীতে ভর্তি হন, সব জায়গাতে আপনার ফলাফল নির্ভর করবে আপনার নিরলস পরিশ্রম এর উপর। তাই আমরা যারা ভার্সিটি কিংবা অনার্স পড়তে পারছি না, তাদের উচিত মন খারাপ না করে ডিগ্রীতে ভালো রেজাল্ট করা। আর তাই আজ আপনাদের সামনে নিয়ে আসলাম ডিগ্রি ১ম বর্ষের বইয়ের তালিকা। যা আপনাদের পড়াশোনা দ্রুত শুরু করার কাজে খুবই উপকারে আসবে।
ডিগ্রি ১ম বর্ষের বইয়ের তালিকা
ডিগ্রি পাশ কোর্সে প্রতিটি বিভাগেই তিন সেমিস্টারে বা বর্ষে একটি আবশ্যিক বিষয় রয়েছে। আর সেটা হলো স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
এছাড়াও প্রতি সেমিস্টারে প্রতিটি বিভাগে আলাদা আলাদা করে তিনটি ঐচ্ছিক সাবজেক্ট থাকে। আর এটা নির্ভর করে শিক্ষার্থীর পছন্দের উপর। প্রতিটি শিক্ষার্থী গ্রুপ থেকে যে তিনটি বিষয় নির্বাচন করবে সেই তিনটি বিষয় হবে তার ঐচ্ছিক বিষয়। এছাড়াও এটা জেনে রাখতে হবে যে, প্রতি সেমিস্টার বা বর্ষে সব গুলো বিষয়ের উপরই দুইটি করে ৬ (ছয়) টি বিষয় এবং আবশ্যিক বিষয় সহ মোট ৭ (সাত) টি করে বিষয়ে পড়াশোনা করে পরীক্ষা দিতে হবে। উল্লেখ্য, প্রথম বর্ষে শিক্ষার্থীদের ছয়টি বিষয়ের প্রথম ও দ্বিতীয় পত্রের সমন্বয়ে বাধ্যতামূলক বিষয়সহ মোট সাতটি বই পড়তে হবে।
ডিগ্রি ১ম বর্ষের বিএ ও বিএসএস বিভাগের বইয়ের তালিকা

আবশ্যিক বিষয়
- স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
রাষ্ট্রবিজ্ঞান
- প্রথম পত্র- রাজনৈতিক তত্ত্ব
- দ্বিতীয় পত্র- রাজনৈতিক সংগঠন ও ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা
সমাজবিজ্ঞান
- প্রথম পত্র- প্রারম্ভিক সমাজ বিজ্ঞান
- দ্বিতীয় পত্র – সামাজিক ইতিহাস ও নৃবিজ্ঞান
সমাজকল্যান
- প্রথম পত্র – সমাজকর্মের ইতিহাস ও দর্শন
- দ্বিতীয় পত্র – চাহিদা এবং বাংলাদেশের সামাজিক সমস্যা
ইতিহাস
- প্রথম পত্র – বাংলার ইতিহাস ( প্রাচীন কাল হতে ১২০৪ খ্রি পর্যন্ত)
- দ্বিতীয় পত্র – দক্ষিন এশিয়ার ইতিহাস ( ১৫২৬ – ১৭৬৫ )
ইসলামের ইতিহাস
- প্রথম পত্র – ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (৭৫০ খ্রি)
- দ্বিতীয় পত্র – ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস ( ৭৫০-১২৫৮ খ্রি)
ইসলামিক স্টাডিজ
- প্রথম পত্র – কুরআনিক স্টাটিজ
- দ্বিতীয় পত্র -আল কালাম
দর্শন
- প্রথম পত্র – দর্শনের সমস্যাবলী
- দ্বিতীয় পত্র- নীতিবিদ্যা
অর্থনীতি
- প্রথম পত্র- ব্যাষ্টিক অর্থনীতি
- দ্বিতীয় পত্র – বাংলাদেশের অর্থনীতি
মনোবিজ্ঞান
- প্রথম পত্র- সাধারন মনোবিজ্ঞান
- দ্বিতীয় পত্র- পরীক্ষন মনোবিজ্ঞান
ভূগোল ও পরিবেশ
- প্রথম পত্র- প্রাকৃতিক ভূগোল ও পরিবেশ
- দ্বিতীয় পত্র – অর্থনৈতিক ভূগোল
আরবি
- প্রথম পত্র- আরবি গদ্য
- দ্বিতীয় পত্র- আরবি সাহিত্যের ইতিহাস- ১ (৫০০-১২৫৮ খ্রিঃ)
গার্হস্থ্য অর্থনীতি
- প্রথম পত্র- গৃহ ব্যবস্থাপনা ও গৃহায়ন
- দ্বিতীয় পত্র- শিশু বর্ধন ও পারিবারিক সম্পর্ক
সংস্কৃত
- প্রথম পত্র- সংস্কৃত সাহিত্যের ইতিহাস
- দ্বিতীয় পত্র- সংস্কৃত নাটক
সমাজবিজ্ঞান
- প্রথম পত্র- পরিচায়ক সমাজবিজ্ঞান
- দ্বিতীয় পত্র- সামাজিক ইতিহাস ও নৃবিজ্ঞান
ডিগ্রি ১ম বর্ষের বিবিএস বিভাগের বইয়ের তালিকা

হিসাববিজ্ঞান
- প্রথম পত্র- অ্যাকাউন্টিং এর মূলনীতি
- দ্বিতীয় পত্র- অডিটিং
ব্যবস্থাপনা
- প্রথম পত্র- ব্যবসায়ের ভূমিকা
- দ্বিতীয় পত্র- ব্যবস্থাপনার মৌলিক বিষয়
মার্কেটিং
- প্রথম পত্র- বিপণনের মূলনীতি
- দ্বিতীয় পত্র- রপ্তানি-আমদানি ব্যবস্থাপনা
ফিন্যান্স ও ব্যাংকিং
- প্রথম পত্র- ফাইন্যান্সের মূলনীতি
- দ্বিতীয় পত্র- আইন এবং ব্যাঙ্কিং ও ইন্স্যুরেন্সের অনুশীলন
ডিগ্রি ১ম বর্ষের বিএসসি বিভাগের বইয়ের তালিকা

উদ্ভিদ বিজ্ঞান
- প্রথম পত্র- মাইক্রোবায়োলজি, ফিজিওলজি, মাইকোলজি
- দ্বিতীয় পত্র- উচ্চতর ক্রিপ্টোগ্যামস, জিমনোস্পার্মস, প্ল্যান্ট প্যাথলজি
রসায়ন
- প্রথম পত্র- ভৌত রসায়
- দ্বিতীয় পত্র- জৈব রসায়ন
পদার্থ বিজ্ঞান
- প্রথম পত্র- গাণিতিক পদ্ধতি, তরঙ্গ এবং অপটিক্স
- দ্বিতীয় পত্র- বলবিদ্যা, পদার্থ এবং আপেক্ষিকতার বৈশিষ্ট্য
প্রাণি বিজ্ঞান
- প্রথম পত্র- ননকর্ডেট
- দ্বিতীয় পত্র- কর্ডাটা
গণিত
- প্রথম পত্র- গণিতের মৌলিক বিষয়
- দ্বিতীয় পত্র- স্থানাঙ্ক জ্যামিতি এবং ভেক্টর বিশ্লেষণ
কম্পিউটার বিজ্ঞান
- প্রথম পত্র- কম্পিউটার ফান্ডামেন্টাল এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
- দ্বিতীয় পত্র- ডেটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম
পরিসংখ্যান
- প্রথম পত্র- বর্ণনামূলক পরিসংখ্যান
- দ্বিতীয় পত্র- সম্ভাব্যতা এবং সম্ভাব্যতা বন্টন
ভূগোল এবং পরিবেশ
- প্রথম পত্র- ভৌত ভূগোল ও পরিবেশ
- দ্বিতীয় পত্র- অর্থনৈতিক ভূগোল
বায়োকেমিস্ট্রি এবং মলিকুলার বায়োলজি
- প্রথম পত্র- ভৌত ও জৈব রসায়ন
- দ্বিতীয় পত্র- জৈব অণু
মনোবিজ্ঞান
- প্রথম পত্র- জেনারেল সাইকোলজি
- দ্বিতীয় পত্র- পরীক্ষামূলক মনোবিজ্ঞান
মৃত্তিকা বিজ্ঞান
- প্রথম পত্র- পেডোলজি এবং সয়েল ফিজিক্স
- দ্বিতীয় পত্র- সয়েল মাইক্রোবায়োলজি এবং প্ল্যান্ট বায়োকেমিস্ট্রি
বহুল জিজ্ঞাসিত প্রশ্ন-উত্তর সমূহ
ডিগ্রি ১ম বর্ষের বইয়ের তালিকা এই বিষয়ে আপনার মনে বেশ কয়েকটি প্রশ্ন উঁকি দিচ্ছে? তাহলে চলুন জেনে নেই সেই সকল প্রশ্ন ও উত্তর।
বিএসএস এর সাবজেক্ট কয়টি ও কী কী?
বিএসএস এর সাবজেক্ট হচ্ছে মোট ৬ টি। এগুলো হলো :
- রাষ্ট্রবিজ্ঞান
- সমাজবিজ্ঞান
- সমাজকর্ম
- অর্থনীতি
- নৃ-বিজ্ঞান
- ভূগোল ও পরিবেশ
ডিগ্রি বিএসএস মানে কি?
বিএসএস হচ্ছে একটি ডিগ্রি। যা সাধারণত যারা সামাজিক বিজ্ঞান বিভাগের বিষয় গুলো নিয়ে স্নাতকডিগ্রী শেষ করেন তাদেরকে দেওয়া হয়। বিএসএস এর অর্থ হলো ব্যাচেলর অব সোশ্যাল সাইন্স।
উপসংহার
ডিগ্রি ১ম বর্ষের বইয়ের তালিকা এখানে সুস্পষ্ট এবং সুন্দর ভাবে আপনাদের জন্য দেওয়া হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা মনে রাখতে হবে যে, ডিগ্রী ১ম বর্ষের বইয়ের তালিকাটি আপনি যে বিভাগ নিবেন তার উপর নির্ভর করে যেকোনো সময় পরিবর্তিত, পরিমার্জিত বা নতুন কিছু সংযোজিত হতে পারে। এছাড়া স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বিষয়টি সকল ১ম বর্ষের ডিগ্রী সকল বিভাগের জন্য একটি বাধ্যতামূলক বিষয়। এছাড়াও আপনার জ্ঞানকে প্রসারিত করতে শিক্ষক সম্পর্কে ৫টি বাক্য সম্পর্কে পড়তে পারেন।
“ডিগ্রি ১ম বর্ষের বইয়ের তালিকা” এ বিষয়ে আপনার যদি কিছু জানার থাকে তবে আপনি এই পোস্টের নিচে মন্তব্য করতে পারেন। এছাড়াও এই পোস্ট-টি তথ্যবহুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ!