Skip to content
Home » ইন্টারনেটের ১০টি ব্যবহার

ইন্টারনেটের ১০টি ব্যবহার

10 Uses Of Internet

ইন্টারনেটের ১০টি ব্যবহার সম্পর্কে জানা আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত জরুরী। কেননা, আমরা অনেকেই দিনের বেশিরভাগ সময় ইন্টারনেট ব্যবহার করে থাকি। পরিবার থেকে শুরু করে স্কুল, কলেজ, মাদ্রাসাসহ প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান এমনকি অফিস আদালতে সবর্ক্ষন ইন্টারনেট ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু আমাদের মধ্যে অনেকেই ইন্টারনেট বিষয়ে সঠিক তথ্য জানেন না। তাদের কথা চিন্তা করে আজকে আমরা ইন্টারনেটের কয়েকটি ব্যবহার সম্পর্কে আলোচনা করতে হাজির হয়েছি। তো প্রিয় পাঠক, আপনি কি জানেন ইন্টারনেট কি? ইন্টারনেট কি কাজে লাগে? যদি না জেনে থাকেন তবে পোস্টটি মনোযোগসহ পড়তে থাকুন। 

ইন্টারনেট কি? (What is Internet?)

ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইন্টারনেট যা বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্ককে একীভূত করে। আমাদের দৈন্দদিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই ইন্টারনেটের ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়া। এ পর্যায়ে আমরা ইন্টারনেটের ১০টি ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানবো।

ইন্টারনেটের ১০টি ব্যবহার

ইন্টারনেট বিশ্বের বৃহত্তম তথ্যভাণ্ডার এবং একইসাথে ব্যক্তি, ব্যবসা এবং সরকারের মধ্যে যোগাযোগের জন্য অন্যতম একটি মাধ্যম। ইন্টারনেট ব্যবহার করে আমরা অনলাইন শিক্ষা, অনলাইন কেনাকাটা, বাস এবং ট্রেনের টিকিট ক্রয় এবং সকল ব্যাংকিং সুবিধা পেয়ে থাকি। চলুন কথা না বাড়িয়ে বরং মূল আলোচনায় ফিরে আসি।

১. তথ্য অনুসন্ধান

তথ্য অনুসন্ধানে ইন্টারনেট একটি অন্যতম মাধ্যম। এটি আমাদেরকে যেকোনো বিষয়ে তথ্য খুঁজে পেতে সহায়তা করে। ইন্টারনেট ব্যবহার করে আমরা যেকোনো বিষয়ে লেখা বই, নিবন্ধ, ওয়েবসাইট এবং আরও অনেক নিত্য নতুন তথ্য খুঁজে পেতে পারি। আর এই কাজগুলো আমরা সার্চ ইঞ্জিন ব্যবহার করে করতে পারি। আমাদের কোন বিষয়ে জানার প্রয়োজন হলে শুধুমাত্র গুগল মামাকে বলতে হবে। ব্যাচ! কাজ শেষ, গুগল মামা এবার ধারাবাহিকভাবে তথ্য আমাদের সামনে হাজির করবে। সবচেয়ে মজার বিষয় কি জানেন এতসব সুবিধা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়, হ্যাঁ সম্পূর্ণই বিনামূল্যে! তবে, ইন্টারনেট ব্যবহার করে তথ্য অনুসন্ধান করার সময় আমাদের কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। নির্ভরযোগ্য তথ্য অনুসন্ধানে বিশ্বস্ত মিডিয়াকে অনুসরণ করতে হবে। 

২. শিক্ষা

ইন্টারনেট শিক্ষা খাতে ব্যাপক পরিবর্তন এনেছে। এটি শিক্ষার্থীদেরকে অনলাইন কোর্সের মাধ্যমে যেকোনো সময় এবং যেকোনো জায়গা থেকে শিক্ষা গ্রহণের সুযোগ দিয়েছে এবং দিচ্ছে; আর আশা করা যায় অদূর ভবিষ্যতেও আরো উন্নত প্রক্রিয়ায় শিক্ষা গ্রহনের সুযোগ সৃষ্টি করবে। সেই সাথে ইন্টারনেট শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের শিক্ষামূলক উপকরণ যেমন- বই, নিবন্ধ, ভিডিও, মাল্টিমিডিয়াসহ আরো অনেক কিছু প্রদান করে। আবার, ইন্টারনেট শিক্ষার্থীদেরকে তাদের সহপাঠীদের সাথে যোগাযোগ করতে এবং সহযোগিতা করতেও বিশেষভাবে সহায়তা করে। সুতরাং ইন্টারনেট শিক্ষার্থীদেরকে নিজস্ব আগ্রহের বিষয়ে শিক্ষা গ্রহনের চমৎকার সুযোগ সৃষ্টি করে এবং সর্বোপরি তাদেরকে পুরো বিশ্বের সাথে সংযুক্ত হওয়ার পথ তৈরী করে দেয়। 

৩. বিনোদন

ইন্টারনেটের ১০টি ব্যবহার এর মধ্যে বিনোদনে একটি বিশাল ভূমিকা পালন করে। ভাঙ্গা মনকে চাঙ্গা করার এক অন্যতম মাধ্যম হচ্ছে ইন্টারনেট। শুধু কি তাই! এটি আমাদেরকে যেকোনো সময় এবং যেকোনো জায়গা থেকে বিভিন্ন ধরনের বিনোদন উপভোগ করার সুযোগ প্রদান করে। ইন্টারনেটে আমরা বিভিন্ন ধরনের ভিডিও, গান, গেম, বই, পত্রিকা এবং আরও অনেক কিছু পেয়ে থাকি। টেক্সট, ছবি, অডিও ভিডিও প্রদানের মাধ্যমে ইন্টারনেট আমাদেরকে বিনোদন দিয়ে থাকে।

৪. ব্যবসা

ব্যবসা প্রক্রিয়াকে আরো সহজ করার জন্য ইন্টারনেট ব্যবসায় বিশেষ পরিবর্তন এনেছে। একগাদি খাতার মধ্যে হিসেব রাখার পরিবর্তে একটিমাত্র এপে সকল তথ্য জমা রেখে ব্যবসা পরিচালনা করছে ব্যবসায়িকরা। যার ফলে, ব্যবসা আরও বেশি দ্রুত, দক্ষ এবং সাশ্রয়ী করে তুলেছে। ইন্টারনেট ব্যবহার করে ব্যবসায়গুলি তাদের পণ্য এবং পরিষেবাগুলিকে বিশ্বব্যাপী বিপণন করতে পারে, নতুন গ্রাহকদের সন্ধান করতে পারে এবং তাদের ব্যবসায়ের কার্যক্রম পরিচালনা করতে পারে। ইন্টারনেটের মাধ্যমে ব্যবসায়িকরা তাদের ব্যবসা বিশ্বব্যাপী পরিচালনা করতে পারছে। সেই সাথে নতুন গ্রাহক অনুসন্ধান এবং তাদেরকে ম্যানেজ করার পুরো ব্যবস্থা করে দিচ্ছে ইন্টারনেট। সুতরাং, আকর্ষণীয় বিজ্ঞাপন প্রদানের মাধ্যমে ব্যবসাকে বিশ্বব্যাপী ছড়ানোর এক অনন্য কৌশল হচ্ছে ইন্টারনেট।

৫. যোগাযোগ

যোগাযোগ ব্যবস্থাকে সহজ করতে ইন্টারনেট বিশেষ ভূমিকা পালন করছে। এটি আমাদেরকে যেকোনো সময় এবং যেকোনো জায়গা থেকে যেকোনো ব্যক্তির সাথে যোগাযোগ করতে দিচ্ছে। সেই সাথে আমরা ইন্টারনেট ব্যবহার করে, ই-মেইল, সোশ্যাল মিডিয়া, টেলিফোন ও ভিডিও চ্যাট এর মাধ্যমে একে অন্যের সাথে যোগাযোগ করছি অবাধে। দ্রুত যোগাযোগ করার অন্যতম মাধ্যম ইন্টারনেটকে কাজে লাগিয়ে সাশ্রয়ে যোগাযোগ রক্ষা করতে পারি। তারমানে ইন্টারনেট একটি বহুমূখী সুবিধার প্রাণকেন্দ্র। 

৬. ব্যাংকিং

ইন্টারনেট ব্যাংকিং হল এমন একটি ব্যবস্থা যেখানে গ্রাহকরা তাদের ব্যাংকিং কার্যক্রমগুলিকে ইন্টারনেটের মাধ্যমে পরিচালনা করতে পারেন। এটি কাগজের প্রয়োজনীয়তা কমিয়ে আনে এবং গ্রাহকদের তাদের ব্যাংকিং কার্যক্রমগুলি আরও দক্ষতার সাথে এবং সুবিধাজনকভাবে পরিচালনা করতে সহায়তা করে।

ইন্টারনেট ব্যাংকিং কিন্তু ব্যাংকিং খাতে একটি বৈপ্লবিক পরিবর্তন এনেছে। ইন্টারনেট ব্যবহার করে অ্যকাউন্ট ব্যালান্স অনুসন্ধান করা, লেনদেন পরিচালন করা, গ্যাস,পানি, টেলিফোন বিল সহজেই ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা যাচ্ছে। আবার ব্যাংকের যাবতীয় তথ্য ওয়েবসাইট কিংবা অ্যাপের মাধ্যমে জানা সম্ভব হচ্ছে।

৭. স্বাস্থ্যসেবা

ইন্টারনেট স্বাস্থ্যসেবা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি ডাক্তার, রোগী এবং সাধারণ জনসাধারণের জন্য তথ্য অ্যাক্সেস, যোগাযোগ এবং সহযোগিতা সহজ করে তুলছে। ডাক্তার ইন্টারনেট ব্যবহার করে রোগীদের রোগ নির্ণয় করে উপযুক্ত চিকিৎসা পরিষেবা প্রদান করতে পারেন। আবার, রোগীরা ইন্টারনেট ব্যবহার করে তাদের সমস্যার বিষয়ে বিস্তারিত জানতে, ডাক্তারদের সাথে যোগাযোগ করতে এবং তাদের স্বাস্থ্যের যত্নের জন্য সিদ্ধান্ত নিতে পারেন। সাধারণ জনগণ ইন্টারনেট ব্যবহার করে স্বাস্থ্যসেবা সম্পর্কে তথ্য জানতে পারেন। টেলিমেডিসিনে ইন্টারনেটের বিশেষ ভূমিকা লক্ষণীয়। আর টেলিমেডিসিন হচ্ছে, এমন একটি ব্যবস্থা যেখানে ডাক্তার এবং অভিজ্ঞ নার্স দূরবর্তী রোগীদের সাথে যোগাযোগ করতে এবং চিকিৎসা পরিষেবা প্রদান করতে ইন্টারনেট ব্যবহার করে। 

৮. ভ্রমণ

ইন্টারনেট ভ্রমণ পরিকল্পনা এবং অভিজ্ঞতাকে ব্যাপকভাবে পরিবর্তন করেছে। সেই সাথে এটি ভ্রমণকারীদের জন্য তথ্য এবং সুযোগগুলির একটি বিশাল ক্ষেত্র উন্মুক্ত করেছে।

ইন্টারনেট ভ্রমণকারীদের গন্তব্য সম্পর্কে তথ্য খুঁজে পেতে, বাসস্থান এবং পরিবহন বেছে নিতে এবং তাদের ভ্রমণের জন্য বাজেট তৈরি করতে বিশেষভাবে সহায়তা করছে। তারা হোটেল, বিমান, রেল এবং অন্যান্য পরিবহন সংস্থার ওয়েবসাইট পর্যালোচনা, মূল্য এবং অন্যান্য তথ্য সহজেই খুঁজে পাচ্ছেন যা তাদের ভ্রমণ অভিজ্ঞতাকে আরো ফলপ্রসু করে তুলছে। ইন্টারনেট ভ্রমণকারীদের জন্য কম খরচে ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করছে। সেই সাথে, তারা অনলাইনে উড়োজাহাজের টিকিট, হোটেল এবং অন্যান্য ভ্রমণ পরিষেবার জন্য উপযুক্ত মূল্য নির্ধারণ করতে পারছেন। 

৯. সামাজিক যোগাযোগ

ইন্টারনেটের ১০টি ব্যবহার এর মধ্যে সামাজিক যোগাযোগের ভূমিকা অনন্য। আমরা বিভিন্ন সময় সোশ্যাল নেটওয়ার্ক যেমন, ফেসবুক, মেসেঞ্জার, টুইটার, হোয়াটসঅ্যাপ ব্যবহার করে একে অপরের সাথে যোগাযোগ করছি। এসব কিন্তু ইন্টারনেটের ফলেই সহজ হয়েছে। আগের দিন যেখানে একটি চিঠি পাঠাতে ১৫-২০ দিন সময় লাগতে এখন সেই কাজটি করার জন্য আমাদের মাত্র ১ মিনিট সময়ই যথেষ্ট।  

১০. বৈদেশিক তথ্য অনুসন্ধান

ইন্টারনেট বৈদেশিক তথ্য অনুসন্ধানের জন্য একটি অন্যতম মাধ্যম। এটি বিশ্বের যেকোনো প্রান্ত থেকে তথ্য অ্যাক্সেস করা সহজ করে তুলছে। ইন্টারনেটের মাধ্যমে, আপনি সংবাদ, গবেষণা, সরকারি তথ্য, ব্যবসায়িক রিপোর্ট, এবং আরও অনেক কিছু অ্যাক্সেস করতে পারেন অনায়াসেই। গবেষণার জন্য ইন্টারনেট বিশেষ ভূমিকা পালন করছে। ভ্রমণের জন্য পরিকল্পনা করতেও ইন্টারনেট বিশেষ কাজে লাগে। বিদেশী ভাষা শেখার জন্য অনলাইন কোর্স, অ্যাপ এবং অন্যান্য মাধ্যম ব্যবহার করে আমরা নিজেদের জ্ঞানকে প্রসারিত করতে সক্ষম হচ্ছি।

বহুল জিজ্ঞাসিত প্রশ্ন-উত্তর সমূহ

প্রিয় পাঠক, এতক্ষনে নিশ্চয় ইন্টারনেটের ১০টি ব্যবহার সম্পর্কে বুঝতে পারছেন। এ পর্যায়ে আমরা ইন্টারনেট সম্পর্কিত কিছু জরুরী প্রশ্ন এবং তার যথাযথ উত্তর জানবো ইনশাআল্লাহ্।

ইন্টারনেট এর পূর্ণরূপ কি?

ইন্টারনেট এর পূর্ণরূপ হল ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক (Interconnected Network)। এটি বিশ্বব্যাপী বিস্তৃত, পরস্পরের সাথে সংযুক্ত অনেকগুলো কম্পিউটার নেটওয়ার্কের সমষ্টি যা জনসাধারণের জন্য উন্মুক্ত এবং যেখানে আইপি বা ইন্টারনেট প্রটোকল নামের এক প্রামাণ্য ব্যবস্থার মাধ্যমে ডেটা আদান-প্রদান করা হয়। বুঝতে পারছেন নিশ্চয়।

WWW এর পূর্ণরূপ কি?

“WWW” এর পূর্ণরূপ হল “World Wide Web”। এটি একটি বিশ্বব্যাপী ইন্টারনেট-ভিত্তিক তথ্য ব্যবস্থা যা পাঠ্য, গ্রাফিক্স, অডিও, ভিডিও এবং অন্যান্য মিডিয়া এর পাঠ্য-ভিত্তিক হাইপারলিঙ্কড ওয়েবপেজের একটি বিশাল নেটওয়ার্ক। 

উপসংহার

সারা বিশ্বকে হাতের মুঠোয় আনার একমাত্র মাধ্যম হচ্ছে ইন্টারনেট। এর মাধ্যমে ভালো এবং খারাপ দুই-ই করা সম্ভব। সুতরাং এর সঠিক ব্যবহার নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। এছাড়াও আপনার জ্ঞানকে প্রসারিত করতে ১০ টি আউটপুট ডিভাইসের নাম পড়তে পারেন।

ইন্টারনেটের ১০টি ব্যবহার‘ সম্পর্কিত আমাদের পোস্টটি আপনার কেমন লাগলো এটা কমেন্ট করে জানিয়ে দিন। আপনি যদি এ বিষয়ে নতুন কোন তথ্য জেনে থাকেন তবে দয়া করে কমেন্ট করে আমাদেরকেও জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আপনাদের সুসাস্থ্য কামণা করে আজকের মত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *