Skip to content
Home » মা সম্পর্কে ১০ টি বাক্য

মা সম্পর্কে ১০ টি বাক্য

10 Sentences About Mother

মায়ের প্রতি ভালোবাসা প্রকাশে মা সম্পর্কে ১০ টি বাক্য যথেষ্ট নয়। তবে দিনশেষে যেকোনো প্রতিযোগিতায় প্রয়োজন মা সম্পর্কিত নির্দিষ্ট কিছু বাক্য। মূলত মা হলেন এমন একটি আত্মা যার পূর্বে ঠিক তার সন্তানের সাথে বাঁধা ছিলো। এই বাঁধন শারীরিক দিক থেকে মুক্ত হলেও পরবর্তীতে মানসিক দিক থেকে তা বিচ্ছিন্ন হতে পারেনি ৷ অন্তরে যাদের মায়ের জন্য প্রচুর ভালোবাসা রয়েছে কিন্তু কোনো ভাষা পায় না তাদের উচিত মায়ের সামনে মা সম্পর্কে ১০ টি বাক্য উপস্থাপন করা। 

মাকে সম্মান কিংবা ভালোবাসা জানানোর আলাদা কোনো সময় কিংবা তারিখ নির্ধারিত করাটা ঠিক নয় ৷ তবুও নিয়মের বেড়াজালে বন্দি আমরা সারা পৃথিবীতে মাকে সম্মান জানানোর আলাদা একটি তারিখ বের করেছি। প্রতিবছর ৮ মে তারিখে সারা পৃথিবীতে মা দিবস উদযাপিত হয়ে থাকে। বলে রাখা ভালো এই মা দিবস পালনের মিশনটুকু শুরু হয় ১৯১৪ খ্রিষ্টাব্দের ৮ মে মার্কিন কংগ্রেসে। আর যদি তারিখ ছাড়াই এই বিশেষ দিবস পালনের রেওয়াজ সম্পর্কে বলি সেক্ষেত্রে বলবো ব্রিটেনেই প্রথম শুরু হয় মা দিবস পালন করার রেওয়াজ। ব্যাক্তি হিসাবে মার্কিন সমাজকর্মী জুলিয়া ওয়ার্টসের হাত ধরে চালু হয় এই মা দিবস পালনের কার্যক্রম। ঠিক সেখান থেকেই বর্তমানে ৪৬ টি দেশে মা দিবস উদযাপিত হয়ে আসছে৷ 

মায়ের পরিচিতি কি? 

পৃথিবীর বিভিন্ন স্থানে বিভাব মানুষের কাছে মায়ের পরিচিতি কিন্তু ভিন্ন ভিন্ন ৷ এমনকি প্রতিটি ধর্মেই মাকে আলাদা চোখে দেখা হয়। তবে সম্মানের দিক দিয়ে পুরো পৃথিবীই মাকে করেছে সম্মানিত। অনেক গান, কবিতা, গল্প, কাহিনী রচনায় ব্যবহৃত হয় মায়ের উদাহরণ, মায়ের ভালোবাসা কিংবা মায়ের মমতা। আবার হাদিস এবং কুরআন অনুযায়ী যে ব্যাক্তি মাকে সম্মান করবে না সে কখনোই বেহেশতে যেতে পারবে না কিংবা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। অন্যদিকে সনাতন ধর্মেও মাকে সম্মান করার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি প্রদান করা হয়েছে। সর্বোপরি কোনো নিয়ম-নীতির বাঁধনে বাঁধা না পড়ে কালে কালে মা-সন্তানের সম্পর্ক হয়ে উঠে মধুর এবং মমতাময়। 

মা সম্পর্কে ১০ টি বাক্য

নির্দিষ্ট করে মা সম্পর্কে ১০ টি বাক্য আলোচনা করার পূর্বে বলে রাখি মা দিবসের উপহার হিসাবে সারা পৃথিবীতে কিন্তু সাদা কার্নেশন ফুল খুব জনপ্রিয় হয়ে উঠেছে। আসন্ন মা দিবসে মাকে এই ফুল কিংবা মায়ের সবচেয়ে প্রিয় ফুল উপহার দিন। দেখুন মায়ের হাসি কতটা সুন্দর, পবিত্র এবং মন-মাতানো। মা সম্পর্কে ১০ টি বাক্য হলো: 

  1. অভিভাবকের ভূমিকা পালনে সবার আগে আমার মা’ই সেরা। 
  2. মায়ের আঁচলে যেনো স্বর্গসুখ বিরাজ করে। 
  3. আমার মা আমার কাছে সবসময় আদর্শ হিসাবে বিবেচিত হবে। 
  4. মা” শব্দটি ছোট হতে পারে। কিন্তু এর মাঝে লুকানো মায়া-মমতা, ভালোবাসার বিস্তৃতি অনুধাবন করা খুব একটা সহজ নয়। 
  5. এই কঠিন পৃথিবীতে টিকে থাকতে চাইলে বাবা-মায়ের ভালোবাসার সাথে কোন কিছুরই তুলনা করা চলে না। 
  6. ইসলাম ধর্মে মা-বাবার শুকরিয়া আদায় করাটা ঠিক ফরজ কাজের মতো। 
  7. মায়ের জন্য ভালোবাসা অন্তরে রেখে না দিয়ে আসুন তা ছড়িয়ে দেই সেই নির্দিষ্ট মানুষটির কাছে ৷ 
  8. সারা পৃথিবীর বুকে লোক দেখানো মায়ের প্রতি ভালোবাসা অধিক পরিমাণে প্রদর্শন করাটুকু বন্ধ হোক। 
  9. ঘরের সকল কাজ নিশ্চুপভাবে করে যাওয়া রোবট মানুষটা আমার মা। যার কাছে কখনোই নিজের ভালোবাসা প্রকাশ করার সাহস করিনি। 
  10. আমার মা আমার কাছে ভালোবাসার মহাসাগর। যে মহাসাগরের ভালোবাসা কখনোই ফুরায় না। 

বহুল জিজ্ঞাসিত প্রশ্ন-উত্তর সমূহ

এই বিষয়ে আপনার মনে বেশ কিছু প্রশ্ন উঁকি দিতে পারে। তবে চলুন জেনে নেই সেই সকল প্রশ্ন ও উত্তরসমূহ-

মাকে ভালোবাসা প্রকাশের উপায়গুলি কি কি?

মাকে ভালোবাসা প্রকাশের উপায় হিসাবে সবসময় মায়ের সামনে নিজের রাগ নিয়ন্ত্রণ করুন। মাকে সবচেয়ে বেশি সময় দিন ৷ যখন মাকে একা একা কাজ করতে দেখবেন ঠিক তখনই মায়ের সাথে পুরোনো বিষয় নিয়ে গল্প করুন। পুরোনো কথা তুলে মাকে নস্টালজিক করে দিন ৷ মাঝেমধ্যে মায়ের জন্য উপহার কিনুন। সামর্থ্য অনুযায়ী ফুল কিনে দিন। অসুস্থ হলে অনেক বেশি কেয়ার নিন। 

মায়ের মন ভালো করার উপায় কি? 

মায়ের মন ভালো না থাকলে বা রাগ করে থাকলে মায়ের পছন্দের কোনো জায়গায় মাকে ঘুরতে নিয়ে যান। মায়ের পছন্দের খাবার নিজেই রান্না করুন এবং পরিবেশন করুন৷ ছোট্ট একটু চিরকুট লিখে মায়ের ব্যবহৃত কমন জায়গায় লুকিয়ে রাখুন। দেখবেন মা অনেক খুশি হয়ে যাবে। 

উপসংহার

আপনি যে মাকে কতটা ভালোবাসেন তা লুকিয়ে না রেখে প্রকাশ করে দিন। কারণ ভালোবাসা লুকিয়ে রাখার মাঝে কোনো স্থায়িত্ব নেই। তা প্রকাশ করলেই অপর মানুষটিও আপনাকে নিয়ে পজেটিভ চিন্তা করবে৷ সপ্তাহের অন্তত একটি দিন মায়ের জন্য পুরোটাই বরাদ্দ রাখুন ৷ এছাড়াও আপনার জ্ঞানকে প্রসারিত করতে বাংলাদেশ সম্পর্কে ৫ টি বাক্য পড়তে পারেন।

মা সম্পর্কে ১০ টি বাক্য‘ সম্পর্কিত আলোচনা থেকে মাকে পছন্দের বাক্যটি প্রেজেন্ট করুন। মায়ের কাছে নিজের ভালোবাসাটুকু সবসময় শেয়ার করুন ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *