পৃথিবীর সবচেয়ে বড় ১০টি দেশ সম্পর্কে হয়তো আপনি অনেক কিছুই জানেন না। সত্যিকার অর্থে পৃথিবীতে জানার শুরু থাকলেও কিন্তু শেষ নেই। কি আমি ঠিক বলছি তো? যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে দেরি না করে খুব দ্রুত এই পোস্টটি মনোযোগ সহকারে পড়ে নিন। আমরা এখানে ধারাবাহিকভাবে বিশ্বের সবচেয়ে বড় ১০টি দেশ সম্পর্কে আলোকপাত করবো। সুতরাং আমরা আশা রাখি যে পোস্টটি আপনার অত্যন্ত উপকারে আসবে।
বিশ্বের সবচেয়ে বড় দেশ নিয়ে যতকথা
পৃথিবীতে প্রায় ১৯৫টির ও অধিক দেশ রয়েছে। এগুলোর মধ্যে কোনটি আয়তনের দিক থেকে বড় আবার কোনটি জনসংখ্যার দিক দিয়ে আবার কোনটি অর্থনৈতিকভাবে এগিয়ে। বিশ্বের সবচেয়ে বড় দেশ নিয়ে আমাদের জানার কিন্তু বহু কৌতুহল রয়েছে। আর এই কৌতুহলের প্রেক্ষিতেই আজকে আমরা পৃথিবীর সবচেয়ে বড় ১০টি দেশ সম্পর্কে জানার জন্য পোস্টটি লিখতে চলেছি। সঙ্গেই থাকুন…
পৃথিবীর সবচেয়ে বড় ১০টি দেশ
পৃথিবী সৃষ্টির শুরু থেকেই জ্ঞান-পিপাসু মানুষ নিত্য নতুন তথ্য আবিষ্কার করেই চলেছে। আর এই জ্ঞান পিপাসা যে কবে শেষ হবে তা নির্দিষ্ট করে বলা কারো পক্ষ্যেই সম্ভব নয়। তাহলে চলুন পৃথিবীর সবচেয়ে বড় দেশগুলোর নাম, আয়তন এবং আরো কিছু তথ্য জেনে নেওয়া যাক-
১. রাশিয়া

রাশিয়া হল পৃথিবীর বৃহত্তম দেশ যার আয়তন ১৭,০৯৮,২৪২ বর্গ কিলোমিটার। এটি ইউরোপ ও এশিয়ার বেশিরভাগ অংশ জুড়ে বিস্তৃত। পৃথিবীর সবচেয়ে বড় ১০টি দেশ এর মধ্যে আয়তনের দিক থেকে রাশিয়াই প্রথম। রাশিয়ার উত্তরে আর্কটিক মহাসাগর, পূর্বে প্রশান্ত মহাসাগর, দক্ষিণে চীন ও উত্তর কোরিয়া এবং পশ্চিমে ইউক্রেন, বেলারুশ, পোল্যান্ড, লিথুয়ানিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, ফিনল্যান্ড ও নরওয়ে অবস্থিত। আপনি কি রাশিয়ার রাজধানীর নাম জানেন? রাশিয়ার রাজধানীর নাম হল মস্কো।
২. কানাডা

কানাডা হল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ। এর আয়তন ৯,৯৮৪,৬৭০ বর্গ কিলোমিটার। এটি উত্তর আমেরিকা মহাদেশের উত্তর-পূর্বাংশ জুড়ে বিস্তৃত। কানাডার উত্তরে আর্কটিক মহাসাগর, পূর্বে আটলান্টিক মহাসাগর, দক্ষিণে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমে প্রশান্ত মহাসাগর অবস্থিত। কানাডার রাজধানী হচ্ছে অটোয়া।
৩. মার্কিন যুক্তরাষ্ট্র

এবার আসি পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের কথায়, যার আয়তন ৯,৮৩৩,৫১৭ বর্গ কিলোমিটার। পৃথিবীর সবচেয়ে বড় ১০টি দেশ এর মধ্যে এটি অন্যতম। এটি উত্তর আমেরিকা মহাদেশের দক্ষিণ-পূর্বাংশ জুড়ে বিস্তৃত। মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তরে কানাডা, দক্ষিণে মেক্সিকো এবং পূর্ব ও পশ্চিমে মহাসাগর অবস্থিত। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন, ডি.সি. ভুল করে আবার জেলার ডিসি ভাববেন না কেমন!
৪. চীন

চীন হল পৃথিবীর চতুর্থ বৃহত্তম দেশ। এর আয়তন ৯,৫৯৬,৯৬১ বর্গ কিলোমিটার। এটি এশিয়ার পূর্বাংশ জুড়ে বিস্তৃত। চীনের উত্তরে মঙ্গোলিয়া, উত্তর-পূর্বে উত্তর কোরিয়া, পূর্বে জাপান সমুদ্র, দক্ষিণে দক্ষিণ চীন সাগর, দক্ষিণ-পশ্চিমে ভুটান, নেপাল ও ভারত, পশ্চিমে পাকিস্তান, আফগানিস্তান ও তিব্বত এবং উত্তর-পশ্চিমে রাশিয়া অবস্থিত। বলুন তো চীনের রাজধানীর নাম কি? চীনের রাজধানী হচ্ছে বেইজিং।
৫. ব্রাজিল

ব্রাজিল হল পৃথিবীর পঞ্চম বৃহত্তম দেশ। এর আয়তন ৮,৫১৫,৭৬৭ বর্গ কিলোমিটার। এটি দক্ষিণ আমেরিকা মহাদেশের অধিকাংশ অংশ জুড়ে বিস্তৃত। ব্রাজিলের উত্তরে ভেনিজুয়েলা, গায়ানা, সুরিনাম এবং ফ্রান্সের গায়ানা, পূর্বে আটলান্টিক মহাসাগর, দক্ষিণে আর্জেন্টিনা, উরুগুয়ে এবং প্যারাগুয়ে এবং পশ্চিমে পেরু, বলিভিয়া এবং কলম্বিয়া অবস্থিত। ব্রাজিলের রাজধানী হচ্ছে ব্রাসিলিয়া।
৬. অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম দেশ। এর আয়তন ৭,৬৮৬,৮৫০ বর্গকিলোমিটার (২,৯৬৮,৩৩৬ বর্গমাইল)। এটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত। অস্ট্রেলিয়া বিশ্বের একমাত্র দেশ যা একইসাথে একটি মহাদেশ এবং একটি রাষ্ট্র। মজার বিষয় হচ্ছে অস্ট্রেলিয়া একটি সমৃদ্ধ এবং বৈচিত্রময় দেশ। সেই সাথে অস্ট্রেলিয়া সমুদ্র সৈকত, মরুভূমি, পর্বতমালা এবং জঙ্গলে পরিপূর্ণ। একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে অস্ট্রেলিয়ার জুড়ি মেলা ভার। আর তাই, প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ অস্ট্রেলিয়া পরিদর্শন করে। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম হলো ক্যানবেরা।
৭. ভারত

বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ। এর আয়তন ৩,২৮৭,২৬৩ বর্গ কিলোমিটার (১,২৬৯,২১৯ বর্গ মাইল)। এটি দক্ষিণ এশিয়ায় অবস্থিত। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ এবং একটি প্রাচীন ঐতিহাসিক দেশও বটে। একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রের নাম হচ্ছে ভারত। ভারতের রাজধানীর নাম নিউ দিল্লি।
৮. আর্জেন্টিনা

আর্জেন্টিনা পৃথিবীর অষ্টম বৃহত্তম দেশ। এর আয়তন ২,৭৮০,৪০০ বর্গ কিলোমিটার (১,০৭৩,৫০০ বর্গ মাইল)। এটি দক্ষিণ আমেরিকা মহাদেশের দক্ষিণ-পূর্বাংশ জুড়ে বিস্তৃত। আর্জেন্টিনার উত্তরে বলিভিয়া এবং প্যারাগুয়ে, পূর্বে উরুগুয়ে এবং আটলান্টিক মহাসাগর, দক্ষিণে দক্ষিণ মহাসাগর এবং পশ্চিমে চিলি অবস্থিত। আর্জেন্টিনার রাজধানী এবং বৃহত্তম শহর হল বুয়েনোস আইরেস।
৯. কাজাখস্তান

পৃথিবীর নবম বৃহত্তম দেশ হল কাজাখস্তান। এটি মধ্য এশিয়ার একটি দেশ। এর আয়তন ২,৭২৪,৯০০ বর্গকিলোমিটার বা ১,০৫২,১০০ বর্গমাইল। বিশ্বের বৃহত্তম স্থলবেষ্টিত দেশ হল কাজাখস্তান যার রাজধানী এবং বৃহত্তম শহর হল নুর-সুলতান।
১০. আলজেরিয়া

আলজেরিয়ার আয়তন ২,৩৮১,৭৪১ বর্গ কিলোমিটার (৯২৫,০০০ বর্গ মাইল)। অত্যন্ত সুন্দর আর দৃষ্টিনন্দনকারী দেশ হচ্ছে আলজেরিয়া। আলজেরিয়া উত্তর-পশ্চিম আফ্রিকার একটি দেশ। এটি আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম দেশ, এবং বিশ্বের দশম বৃহত্তম দেশ। আলজেরিয়ার উত্তরে ভূমধ্যসাগর, পূর্বে তিউনিসিয়া এবং লিবিয়া, দক্ষিণে নাইজার এবং মালি, এবং পশ্চিমে মরক্কো অবস্থিত। আলজেরিয়ার রাজধানী এবং বৃহত্তম শহর হল আলজিয়ার্স। আলজেরিয়ার জনসংখ্যা প্রায় ৪৪ মিলিয়ন। এই দেশের বেশিরভাগ মানুষ আরব এবং বার্বার। আলজেরিয়ার সরকারি ভাষা হল আরবি। আর মুদ্রা হল দিনার।
আলজেরিয়ার অর্থনীতি তেল ও গ্যাস নির্ভর। আলজেরিয়া বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক দেশ। আলজেরিয়ার অর্থনীতিতে কৃষি, শিল্প, এবং পর্যটনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই সাথে আলজেরিয়া একটি ইসলামী দেশ। আর এখানকার বেশিরভাগ মানুষ মুসলিম। আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, আলজেরিয়ায় একটি গণতান্ত্রিক সরকার রয়েছে এবং এই দেশের বর্তমান রাষ্ট্রপতি হলেন আব্দেলমাজিদ তেবুনে।
বহুল জিজ্ঞাসিত প্রশ্ন-উত্তর সমূহ
পৃথিবীর সবচেয়ে বড় ১০টি দেশ সম্পর্কে হয়তো আপনার মনে বেশ কিছু প্রশ্ন উঁকি দিতে পারে। তবে চলুন জেনে নেই সেই সকল প্রশ্ন ও উত্তরসমূহ-
পৃথিবীর মধ্যে থাকা দেশগুলোকে সবচেয়ে বড় কিংবা ছোট বলার বিষয়টি নির্ভর করে আসলে কয়েকটি বিষয়ের উপর। ১. জনসংখ্যার ভিত্তিতে ২. আয়তনের দিক দিয়ে ৩. অর্থনীতির দিক থেকে।
১. আয়তনে বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটি?
সহজ উত্তর হচ্ছে রাশিয়া, কেননা রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় দেশ। অন্যান্য দেশের তুলনায় আয়তনে এটি সবচেয়ে বড়।
২. জনসংখ্যার উপর ভিত্তি করে বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটি?
জনসংখ্যার উপর ভিত্তি করে বিশ্বের সবচেয়ে বড় দেশ হল চীন। ২০২৩ সালের জানুয়ারি মাসের হিসেবে, চীনের জনসংখ্যা ১,৪৪৪,২১৬,১০৭।
৩. অর্থনৈতিক দিক বিবেচনায় বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটি?
অর্থনৈতিক দিক বিবেচনায় বিশ্বের সবচেয়ে বড় দেশ হল মার্কিন যুক্তরাষ্ট্র। ২০২৩ সালের মার্চ মাসের হিসেবে, মার্কিন যুক্তরাষ্ট্রের জিডিপি (ক্রয়ক্ষমতার সমতায়) ১৯.৪ ট্রিলিয়ন মার্কিন ডলার।
উপসংহার
বড়ই বিচিত্রময় আমাদের এই পৃথিবী। তাই এই বৈচিত্র্য আর অজানা কে জানতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট…। এছাড়াও আপনার জ্ঞানকে প্রসারিত করতে বাংলাদেশের ১০ টি মেগা প্রকল্প পড়তে পারেন।
‘পৃথিবীর সবচেয়ে বড় ১০টি দেশ‘ নিয়ে লেখা আমাদের এই পোস্টটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কেমন।
আসসালামুআলাইকুম,আপনারা লিখেছেন চীন বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ এবং এর আয়তন ৯৫৯৬৯৬১বর্গ কি মি, আর মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ এবং এর আয়তন ৯৮৩৩৫১৭ বর্গ কি মি।বড় দেশের আয়তন কম অথচ ছোট দেশের আয়তন বেশি,এটা কীভাবে সম্ভব?ধন্যবাদ।
আপনার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা ভুল সংশোধন করেছি। পরবর্তীতে ভুল এড়িয়ে চলতে যথেষ্ট তৎপর থাকবো। ধন্যবাদ।