Skip to content
Home » পানি দূষণের ১০টি কারণ

পানি দূষণের ১০টি কারণ

10 Causes Of Water Pollution

পানি দূষণের ১০টি কারণ জেনে আগত স্কুলের ফাইনাল পরীক্ষার প্রস্তুতি দৃঢ় করতে পারেন। আমাদের স্কুলের পরীক্ষায় প্রায়শই পানি দূষণের দশটি কারণ এই সম্পর্কে লিখতে বলা হয়। তাছাড়াও চাকরির পরীক্ষায় কিংবা বিভিন্ন চাকরির ভাইভাতে “পানি দূষণের ১০টি কারণ সম্পর্কে বলুন” এই প্রশ্নটি অনেকবার এসেছে। তাই আপনি পানি দূষণের কারণগুলো জেনে পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করতে পারেন। আজকের এই পোস্টটি পানি দূষণের কারণ এই সম্পর্কে বেশ কয়েকটি বাক্য নিয়েই সাজানো হয়েছে। তাই আজকের এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল।

পানি দূষণ সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য

মানুষের কার্যকলাপের ফলে জলাশয়ের দূষণ ঘটাই হলো পানি দূষণ। এখানে জলাশয় বলতে পুকুর,নদী,খাল-বিল,হাওড়-বাওড়, হ্রদ,সমুদ্র ইত্যাদি বোঝায়। স্বাভাবিক পরিবেশে দূষণকারী পদার্থ পানিতে উপস্থিত থাকলে তাকে সাধারণত পানি দূষণ বলা হয়। অপর্যাপ্তভাবে পরিশোধিত বর্জ্যজল যদি স্বাভাবিক জলাশয়ে জমা হয়, তবে তা জলজ বাস্তুতন্ত্রের পরিবেশগত অবনতি ঘটাতে পারে। এর ফলে ভাটির কাছে বসবাসকারী মানুষেরা হুমকির মুখে পড়তে পারে। দূষিত পানি পান করার ফলে কিংবা গোসলের সময়ে দূষিত পানি ব্যবহারের ফলে মানুষ মারা যেতে পারে। বিশ্বে যত মানুষ জলবাহিত রোগে আক্রান্ত হয় বা মারা যায় তার বেশীরভাগ ঘটে পানি দূষণের কারণে।

পানি দূষণের ১০টি কারণ

আমাদের স্কুলের পরীক্ষায় প্রায়শই পানি দূষণের দশটি কারণ লিখতে বলা হয়। তাছাড়াও বিভিন্ন ধরনের প্রতিযোগীতামূলক পরীক্ষায় এই প্রশ্নটি অনেকবার এসেছে। তাই আপনি নিচে পানি দূষণের ১০টি কারণ পড়ে ফাইনাল পরীক্ষার প্রস্তুতি আরও বেশী দৃঢ় করতে পারেন।

  1. পুকুর কিংবা নদীতে অসুস্থ্য রোগীর ময়লা কাপড় কাচা, পাট পচানো, পায়খানা প্রসাব করা, প্রাণীর মৃতদেহ ফেলা প্রভৃতি কারণে পানি দূষিত হয়।
  2. কলকারখানার বর্জ্য পানিতে মিশে নদী-নালার পানি দূষিত হতে পারে।
  3. বন্যায় ও জলোচ্ছ্বাসে মানুষ ও পশু পাখির মলমূত্র পানিতে মিশে পানিকে দূষিত করে।
  4. পানিতে গবাদি পশুপাখি যেমনঃ গরু, মহিষ,ভেড়া ইত্যাদি গোসল করালে পানি দূষিত হয়।
  5. পানিতে থালা-বাসন ধোয়ার কাজ করলে কিংবা কাপড়-চোপড় ধূলে পানি দূষিত হয়।
  6. পানিতে ক্ষতিকর বর্জ্য ফেললে পানি দূষিত হয়।
  7. পুকুরে কিংবা নদীর পানিতে আগাছা জন্মালে অথবা গাছের পাতা পড়ে পঁচে পানি দূষিত হতে পারে।
  8. অতিরিক্ত ভূমিক্ষয়ের ফলে পানি দূষিত হতে পারে।
  9. কৃষি জমিতে ব্যবহৃত কীটনাশক ও রাসায়নিক সার বৃষ্টির পানিতে ধুয়ে পুকুর, খাল ও নদীর পানিকে দূষিত করে।
  10. আর্সেনিক ভূগর্ভের কারণে পানি দূষিত হতে পারে।

বহুল জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর সমূহ

পানি দূষণের ১০টি কারণ এই বিষয়ে আপনার মনে বেশ কয়েকটি প্রশ্ন উঁকি দিচ্ছে। তাহলে চলুন জেনে নেই সেই সকল প্রশ্ন ও উত্তর।

দূষিত পানি পান করার ফলে কী কী রোগ হতে পারে?

দূষিত পানি পান করার ফলে কলেরা, টাইফয়েড, আমাশয়, ডায়রিয়া, জন্ডিস, পেটেরপীড়া, চর্মরোগ হাত ও পায়ের চামড়ায় ঘা প্রভৃতি রোগ হতে পারে।

কিভাবে পানি দূষণ রোধ করা যায়?

বেশ কিছু পন্থা অবলম্বন করলে পানি দূষণ রোধ করা যেতে পারে। পানি দূষণ কিভাবে রোধ করা যায় তা নিচে উল্লেখ করা হলো।

  • পুকুর কিংবা নদীর পানিতে অসুস্থ্য রোগীর কাপড়-চোপড় ধোঁয়া বন্ধ করতে হবে।
  • যে পানি পান করা ও রান্নার জন্য ব্যবহার করা হয় সেই একই পানিতে গরু-মহিষ গোসল করানো, পাট পচানো, পায়খানা প্রস্রাব ইত্যাদি করা বন্ধ করতে হবে।
  • পানি দূষণ রোধ করতে হলে পানি বিশুদ্ধকরণ পদ্ধতি যেমন ( ট্যাবলেট বা ফিটকিরি ফিল্টার ) ইত্যাদি ব্যবহার করতে হবে।
  • পুকুরের পানিতে থালা-বাসন ধোয়ার কাজ করা থেকে বিরত থাকতে হবে।

উপসংহার

মানুষের কার্যকলাপের ফলেই মূলত পানি দূষণ হয়। তাই আমাদের প্রত্যকের উচিত পানি দূষণ রোধ করা। পানি দূষণের ১০টি কারণ ও এসব গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাজে লাগবে। এছাড়াও বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষায় কিংবা স্কুলের পরীক্ষার প্রস্তুতি আরও শক্তিশালী করতে চাইলে আপনি উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল ৫ টি বাক্য এই পোস্টটি পড়তে পারেন।

“পানি দূষণের ১০টি কারণ” এই বিষয়ে আপনার যদি কিছু জানার থাকে তবে আপনি এই পোস্টের নিচে মন্তব্য করতে পারেন। এছাড়াও এই পোস্ট-টি তথ্যবহুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।

1 thought on “পানি দূষণের ১০টি কারণ”

  1. এই প্রশ্নের উত্তরটি খুবই কার্যকর আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *