Skip to content
Home » মৌমাছি সম্পর্কে ৫টি বাক্য

মৌমাছি সম্পর্কে ৫টি বাক্য

5 Sentences About Bees

মৌমাছি সম্পর্কে ৫টি বাক্য বিসিএস সহ অন্যান্য সরকারি -বেসরকারি চাকুরী বা একাডেমিক পরীক্ষায় প্রায়ই এসে থাকে।মৌমাছি বা মধুমক্ষিকা বা মধুকর! যে নামেই ডাকি না কেনো..মৌমাছি কিন্তু আমরা সকলেই চিনি। আমাদের আজকের আর্টিকেলটিকে সাজানো হয়েছে মৌমাছি সম্পর্কে ৫টি বাক্য দিয়ে। যারা মৌমাছি সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং মৌমাছি নিয়ে রিসার্চ করতে চান বা এই টপিক নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করতে চান তারা আমাদের আজকের মৌমাছি সম্পর্কে ৫টি বাক্য নিয়ে সাজানো এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে পারেন। আশা করি ভালো লাগবে।

আপনি হয়তো জেনে অবাক হবেন সারা পৃথিবীতে কুড়ি হাজার মৌমাছি প্রজাতি রয়েছে। তবে বেশিরভাগ মৌমাছিরই পরিচিতি খুঁজে পাওয়া যায়নি। সুতরাং পৃথিবীর রিসোর্স ভান্ডারে মাত্র অল্প কিছু মৌমাছির পরিচয় সংগৃহীত আছে। আমরা যারা বাংলাদেশে আছি তারা কেবল ৩ ধরণের মৌমাছি দেখার বা উপভোগ করার সুযোগ পাবো। এগুলি হলো Apis indica, A. dorsata এবং A. florea। তবে বাইরের দেশ থেকে আমাদের দেশে বিভিন্ন মৌমাছির প্রবেশের দিকটিও মোটেও ফেলে দেবার মতো নয়। তাছাড়া যেহেতু আমরা প্রতিটি মৌমাছির প্রজাতি সম্পর্কে জানি না সেহেতু দেশে আরো ভিন্ন প্রজাতি মৌমাছি নেই সে-সম্পর্কেও নিশ্চিত হওয়া যায় না।

মৌমাছি সম্পর্কে ৫টি বাক্য নিয়ে আমরা ইতিমধ্যে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তবে তার পূর্বে চলুন মৌমাছি সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক।

কি এই মৌমাছি?

মৌমাছি হলো একটি বিশেষ ধরণের পোকা যা মধু সংগ্রহ করে থাকে। আপনি জেনে অবাক হবেন মধু সংগ্রহকারী এই পোকা মানুষের অনেক উপকারে আসলেও প্রাচীনকালে নির্ভয়তা আর শৃঙ্খলার প্রতীক মনে করাতে মিসরের ফারাওদের উপাধিফলকে মৌমাছির ছবি আঁকা হতো। যাইহোক জানিয়ে রাখা উচিত প্রথম কৃত্রিম ফ্রেমে মৌ চাষের পদ্ধতি আবিষ্কৃত হয়েছে অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে বর্তমান রাশিয়ার তৎকালীন ইউক্রেন প্রদেশের বাসিন্দা প ই প্রোকোপোভিচের হাতে। তাছাড়া সবচেয়ে অবাক করা ব্যাপার হলো একধরনের নাচের মাধ্যমে মৌমাছিরা কোথায় সেরা ফুল খুঁজে পাওয়া যাবে বা কোথায় পান করার জল পাবে ইত্যাদি তথ্য জোগাড় করে থাকে। পরবর্তীতে তা তারা তাদের সহযোগীদের কাছে পৌঁছে দেয় এই নাচের মাধ্যমে। আপনি কি জানেন এই নাচকে মৌমাছির নৃত্য বা (Waggle Dance) বলা হয়ে থাকে? আর হ্যাঁ। আপনি জেনে খুশি হবেন যে বর্তমানে বাংলাদেশে কারিগরি জ্ঞান, যন্ত্রপাতি, ফুলের পর্যাপ্ততা ও সর্বসাধারণের উৎসাহের কারণে মৌমাছির চাষের পরিমাণ অনেকটাই বেড়ে গেছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প কর্পোরেশন ও বাংলাদেশ মৌমাছিপালন ইনস্টিটিউট এ-ব্যাপারে প্রতিটি মৌমাছি-চাষীদের সর্বোচ্চ সাহায্য নিশ্চিত করছে।

মৌমাছি সম্পর্কে ৫ টি বাক্য

মৌমাছি সম্পর্কে ৫টি বাক্য যারা জানতে চান তারা নিচের বাক্যগুলি ভালোভাবে পড়ুন। এখানে আমরা মৌমাছি সম্পর্কে বেশকিছু গুরুত্বপূর্ণ,প্রয়োজনীয় এবং অজানাকা বাক্য শেয়ার করার চেষ্টা করেছি।

  1. মৌমাছির বৈজ্ঞানিক নাম হলো Apis indica বা এপিস ইন্ডিকা।
  2. গুহাচিত্রে আদিম মানুষের মধু সংগ্রহের চিত্রকলা দেখে বোঝা যায় যে আদিম মানুষের জন্মের সাড়ে পাঁচ কোটি বছর আগে থেকেই পৃথিবীতে মৌমাছির উদ্ভব হয়েছিলো।
  3. বিভিন্ন ফুল শনাক্ত করতে প্রতিটি মৌমাছি তার ১৭০টি সুগন্ধি রিসেপটর এর সাহায্য নিয়ে থাকে।
  4. বিভিন্ন প্রজাতির মৌমাছির মধ্যে থাকা কর্মী মৌমাছিরা সবসময়ই কোনো না কোনো কাজে নিজেদের ব্যস্ত রাখে।
  5. কৃত্রিম বাক্সে মৌমাছি রক্ষণাবেক্ষণ, ব্যবস্থাপনা ও তাদের লালনপালন সহজেই মধুর চাষ করা যায়।

বহুল জিজ্ঞাসিত প্রশ্ন-উত্তর সমূহ

মৌমাছি সম্পর্কে ৫টি বাক্য এই বিষয়ে আপনার মনে কতিপয় প্রশ্ন উঁকি দিচ্ছে? তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই সমস্ত প্রশ্ন ও উত্তর-

মৌমাছি উড়ার সময় শব্দ করে কেনো?

যেসব মৌমাছি মধু সংগ্রহ করে থাকে সেসব মৌমাছি ১ সেকেন্ডে ২০০ বারের মতো ডানা ঝাপটানোর কারণে তারা উড়ার সময় ভোঁ ভোঁ শব্দ করে।

মৌমাছি কিভাবে মধু তৈরি করে?

ফুলের নির্যাস সংগ্রহ করে মৌমাছিরা খাদ্যনালীর ক্রপ বা হানি স্টমাকে জমা করে তা ডেক্সট্রোজ ও লিভিউলোজে পরিণত করে। পরবর্তীতে বিশেষ প্রকোষ্ঠে জমা হয় এই তরল পদার্থ। যা মধু হিসাবে আমরা চিনে থাকি।

উপসংহার

মৌমাছি মূলত আমাদের পরিবেশ এবং পৃথিবীর জন্যে বেশ উপকারী একটি পোকা। এর মধু আমাদের দেহের বিভিন্ন রোগের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ ঔষধ হিসাবেও কাজ করে থাকে। সুতরাং মৌমাছি সংগ্রহে আমাদের প্রত্যেককেই বাড়তি নজর দিতে হবে। আর যারা মৌমাছির চাষ করতে চান তারা সঠিকভাবে পরিকল্পনা করে তবেই কাজে নামবেন।এছাড়াও আপনার জ্ঞানকে প্রসারিত করতে শীতকাল সম্পর্কে ১০ টি বাক্য পড়তে পারেন।

‘মৌমাছি সম্পর্কে ৫টি বাক্য’ নিয়ে এই ছিলো আমাদের আজকের আলোচনা। আশা করি মৌমাছি নিয়ে মনে জাগা সকল প্রশ্নের উত্তর পেয়েছেন। আসুন আমরা সঠিক তথ্য জানি এবং তা অন্যদের জানিয়ে দিই। এছাড়াও এই পোস্ট-টি তথ্যবহুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *