শিক্ষক সম্পর্কে ৫টি বাক্য বলতে বলা হলে হয়তো ভুল করা হবে । এই মহান পেশার মানুষদের শুধুমাত্র কাগজে কলমে বর্ননা করে শেষ করা সম্ভব নয় । ছোটবেলা থেকে সবাই আমরা শিক্ষকের উপর রচনা, ছোট গল্প, অনুচ্ছেদ কত কিছুই না লিখেছি । তবুও যেনো মনে হয় আরো কিছু কম পড়ে গেছে ।
আদর্শ মানুষ গড়ার এই কারিগর কে বলা হয় শিক্ষক । প্রতি টা মানুষের একটি পছন্দের শিক্ষক আছে ,যার আদর্শে যার অনুপ্রেরণায়, যার দেখানো পথে সে হাটে । শিক্ষা যদি হয় একটি জাতির মেরুদন্ড তাহলে শিক্ষক সেই মেরুদন্ড তৈরী করার কারিগর। তারা নিজের ব্যক্তিত্বকে বিন্দু পরিমাণ ক্ষুন্ন করেননা । সত্য, সুন্দর ও মঙ্গলের প্রকাশ ঘটে শিক্ষকের চরিত্রে। প্রজন্মের পর প্রজন্মকে যিনি আলাের সন্ধান দিচ্ছেন তার সামনে অন্ধকার মাথা নত করবেই। একজন আদর্শ শিক্ষক আমাদের শিক্ষাজীবনের অপরিসীম প্রেরণার উৎস।
আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য কি কি?
শিক্ষাদান কাজ যেমন জটিল অন্যদিকে এটি একটি মহান পেশাও বটে। এই মহান ও জটিল কাজটিকে পেশা হিসাবে নিতে হলে শিক্ষকের বিশেষ কিছু বৈশিষ্ট্যের সমাহার থাকা দরকার। যেমন, সার্থক শিক্ষক সৌম্য মধুর ব্যক্তিত্বের অধিকারী, উদ্দীপনা সঞ্চারকারী, কর্মময় চির নবীন ও প্রাণবন্ত, মৌলিকতা, পরিবেশে সামঞ্জস্য বিধানের দক্ষতা ইত্যাদি।
শিক্ষার সর্বস্তরে শিক্ষকই হলেন শিক্ষাকর্মের মূল উৎস। রবীন্দ্রনাথের মতে, উত্তম শিক্ষক হবেন উত্তম ছাত্র। শিক্ষকের ছাত্রত্ব গ্রহণে তার মনের তারুণ্য নষ্ট হতে পারে না, বরং তিনি সব সময়ই ছাত্রদের সুবিধা অসুবিধা ভালভাবে বুঝতে সক্ষম হবেন এবং এ কারণেই তিনি শিশুদের মনের একান্ত কাছাকাছি থাকবেন।
শিক্ষক সম্পর্কে ৫টি বাক্য
আদর্শ শিক্ষকের সম্পর্কে মহান আল্লাহ তা‘আলা বলেন, তোমরা জ্ঞানীদের জিজ্ঞেস কর, যদি তোমরা না জানো’ । তোমাদের জানা না থাকলে জ্ঞানীদের নিকটে তোমরা জিজ্ঞেস করবে। সুতরাং একজন আদর্শ শিক্ষককে সর্ববিদ্যাবিশারদ কিংবা তার বিষয়ে তাকে খুব জানাশোনা হতে হবে এমন নয়। তবে তাকে জ্ঞানচর্চা অব্যাহত রাখতে হয় তাহলে চলুন জেনে নেই এই মহান ব্যাক্তিত্ব শিক্ষক সম্পর্কে ৫টি বাক্য কি হতে পারে ।
- একজন শিক্ষক হলেন একজন ব্যক্তি যিনি অন্যদের শিখতে এবং সঠিক ভাবে জ্ঞানের বিকাশ বাড়াতে সাহায্য করেন।
- শিক্ষক সব সময় ধৈর্যশীল , উৎসর্গীকৃত, এবং অপর কে সাহায্য করে।
- শিক্ষক হলেন একজন রোল মডেল যিনি শুধু শিক্ষাদান নয় বরং জীবন সম্পর্কে শিক্ষা দেন ।
- শিক্ষকরা আমাদের শিক্ষা ব্যাবস্থার মেরুদন্ড।
- একজন আদর্শ শিক্ষক তার ছাত্র ছাত্রীদের সর্বোচ্চ শেখানোর চেষ্টা করেন। তার সেই অসীম জ্ঞানের ভান্ডার সবার মাঝে বিলিয়ে দেওয়ার চেষ্টা করেন।
বহুল জিজ্ঞাসিত প্রশ্ন-উত্তর সমূহ
শিক্ষক সম্পর্কে ৫টি বাক্য এই বিষয়ে আপনার মনে কতিপয় প্রশ্ন উঁকি দিচ্ছে? তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই সমস্ত প্রশ্ন ও উত্তর-
আন্তর্জাতিক শিক্ষক দিবস কবে ?
১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব ব্যাপী পালিত হয়ে থাকে বিশ্ব শিক্ষক দিবস। এই দিবসটি শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য পালন করা হয়।
শিক্ষক দিবস কেন পালন করা হয় ?
প্রতি বছর, ভারতের প্রথম উপ-রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন স্মরণে 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয়। এটা বিশ্বাস করা হয় যে এই দিনে শিক্ষক দিবসের আয়োজনের প্রথা শুরু হয়েছিল যখন তার কিছু ছাত্র 1962 সালে ডক্টর রাধাকৃষ্ণকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন।
উপসংহার
বাবা মার পরে একজন শিক্ষক আমাদের সব থেকে আপনজন। শৈশব থেকে যৌবন পর্যন্ত শিক্ষক আমাদের পথ দেখিয়ে দেয়। সেই পথ আমাদের আদর্শের পথ , সেই পথ আমাদের উজ্জ্বল ভবিষ্যত এর পথ। একজন শিক্ষক কোনো স্বার্থ ছাড়াই প্রজন্মের পর প্রজন্ম শিক্ষা দিয়ে যাই হাজার হাজার ছেলেমেয়েদের। তাদের এই নিঃস্বার্থ ত্যাগ তাদের এই ভালোবাসা অনুপ্রেরণা জুগিয়ে যাই সারা টা জীবন। একটি জাতি কে উন্নত করতে হলে সেই জাতির শিক্ষার মান উন্নত করতে হবে আর শিক্ষার মান উন্নত করতে শিক্ষকদের গুরুত্ব অপরিসীম।এছাড়াও আপনার জ্ঞানকে প্রসারিত করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ১০ টি ব্যবহার পড়তে পারেন।
“শিক্ষক সম্পর্কে ৫টি বাক্য” এ বিষয়ে আপনার যদি কিছু জানার থাকে তবে আপনি এই পোস্টের নিচে মন্তব্য করতে পারেন। এছাড়াও এই পোস্ট-টি তথ্যবহুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ